28/06/2022
আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু,
স্লোগান টি যেন সরণ করিয়ে দেয় আমাদের দেওয়া সরকারি টেক্সের কথা/ ফিশ/জরিমানা/ ইত্যাদি।
আজ স্লোগান টি আমাদের মুখে হাসি ফুটিয়ে তুলছে, তাই আমরা আজ বুক ফুলিয়ে বলছি (আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু)
এটা সত্যি বাংলাদেশের মানুষের এক অনন্য অর্জন বটে,
সেতুটির নির্মাণ কার্যক্রম ও তাঁর বাস্তব বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা, সেতুটি নির্মাণ কার্যক্রম শুরু হয় ( ২৬ নভেম্বর ২০১৪ সালে) যা শেষ হয়েছে (২৩ জুন ২০২২ সালে) প্রায় ৮ বছর কাজের পর অবশেষে উদ্বোধন হয় ২৫ জুন ২০২২ সালে, উদ্বোধন করেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) সেতুটি নির্মাণ কাজে ব্যায় হয়েছে ৳৩০.১৯৩কোটি ৩৯ লক্ষ্য টাকা। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার,
(২০.২০০ ফুট)
সত্যি এই বিশাল অর্জনটা বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে, আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী(শেখ হাসিনা) সহ
এবং সেতুটির পুর্ণ নির্মাণ কাজে যারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সেতুটি নির্মান করেছেন উপদেষ্টা মন্ডলি ও কর্মকর্তা কর্মচারী সবাই কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।