ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও গাইডলাইন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও গাইডলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও গাইডলাইন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও গাইডলাইন, Digital creator, Dhaka.

"This is an admission-based educational page where you will find university admission-related videos, tips, and tricks — including guidance for DU Admission, B Unit, B+D Unit, Public University Admission, RU, JnU, JU, BUP, and many more."

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোরবেলা অনেকটা ঘুমঘুম শহরের মতো—নিরব, ধূসর, পাখিদের আলস্যে ভরা ডাক। জগন্নাথ হল তখনো ঘুমে আচ্ছন্ন, ক...
14/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোরবেলা অনেকটা ঘুমঘুম শহরের মতো—নিরব, ধূসর, পাখিদের আলস্যে ভরা ডাক। জগন্নাথ হল তখনো ঘুমে আচ্ছন্ন, কিন্তু রবীন্দ্র ভবনের ছাদে দাঁড়িয়ে একজন ঘুমাতে পারছিল না। তার চোখে ছিল দীর্ঘ নিঃশ্বাস, কণ্ঠে না বলা শত শব্দ, আর মনের ভেতর এক টুকরো ঝড়ের বাড়ি।

তার নাম ছিল সঞ্জু বাড়ই। Anthropology বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্র। চারপাশের সবাই তাকে চেনে ‘শান্ত ছেলে’ হিসেবে। যেই ছেলেটা ক্লাসে চুপচাপ বসে থাকত, গ্রুপ ওয়ার্কে কথা কম বলত, কিন্তু যেই না বলা কথাগুলোর ভেতর লুকিয়ে ছিল গভীর কষ্ট, হয়তো কেউ জানত না।

আজ ভোরে, সাড়ে পাঁচটা নাগাদ, বিশ্ববিদ্যালয়ের বাতাসে হালকা ঠান্ডা ছিল। রবীন্দ্র ভবনের নবনির্মিত ছাদে দাঁড়িয়ে সঞ্জু হয়তো নিচের গাছগুলোর দিকে তাকিয়েছিল। সে হয়তো একটা চিঠি লিখেছিল—হয়তো মনে মনে, হয়তো কাগজে, যেটা কেউ কোনোদিন খুঁজে পাবে না।

তাকে কেউ দেখে না। সে এক পা এগিয়ে যায়, তারপর আরেক পা। মনে পড়ে ছোটবেলার কোনো কথা, কোনো হাসিমুখ—মায়ের ডাক, ছোট ভাইয়ের হাত ধরা, কিংবা বন্ধুদের আড্ডা। মনে পড়ে ব্যর্থ স্বপ্নগুলো, হয়তো কারো অবহেলা, সমাজের চাপ, অথবা নিঃসঙ্গতার ভীষণ বোঝা।

জগন্নাথ হলের আরেক শিক্ষার্থী, রাখাল রায়, তখনো ঘুম থেকে জেগে উঠেননি। কিন্তু একটু পরেই হলজুড়ে ছড়িয়ে পড়ে এক হৃদয়বিদারক সংবাদ—
“সঞ্জু ছাঁদ থেকে লাফ দিয়েছে।”

হলপ্রাঙ্গণে শুরু হয় কান্না, প্রশ্ন, স্তব্ধতা। প্রাধ্যক্ষ দেবাশীষ পাল নিশ্চিত করেন খবরটা। কিন্তু কেউ নিশ্চিত করতে পারেন না কেন সঞ্জু এমন করল। কোনো সুইসাইড নোট ছিল না, কোনো চিৎকার ছিল না, শুধু ছিল নিঃশব্দ এক যাত্রা—যেটা হয়তো সে বহুদিন ধরে মনের ভেতর প্রস্তুত করেছিল।

কেউ কেউ বলবে, সে দুর্বল ছিল। কেউ বলবে, সমাজ তাকে বুঝতে পারেনি। কেউ হয়তো দোষ দেবে বিশ্ববিদ্যালয়ের চাপকে, কিংবা একাকীত্বকে। কিন্তু আসলে, সঞ্জু শুধু চেয়েছিল কেউ তাকে সত্যিকারভাবে দেখুক, বুঝুক, পাশে থাকুক।

আজ রবীন্দ্র ভবনের সেই ছাদ নিশ্চুপ। পাখিরা আবারও ডাকছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কেউ যদি ভালোভাবে শোনে, এক চিলতে বাতাসে হয়তো ভেসে আসে এক অনুচ্চারিত প্রশ্ন—

“তুমি আমার কান্না শুনেছিলে?”

চলে গেলো সঞ্জু- কী ছিলো তার না বলা কথাগুলো-😉

13/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস সবার স্বপ্নের বাস। সেই স্বপ্নের বাসের প্রতিনিধি হয়ে বাসরুট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফাইনালে খেলার আনন্দ আলাদা। ফাইনাল ম্যাচ ড্র থাকায় টাইব্রেকারে দুই ফাইনালিস্ট বাস তরঙ্গ ও মৈত্রী। টাইব্রেকারের শেষ শট জালে জড়িয়ে ফাইনাল জয়ের উল্লাসে মেতে ওঠে যাত্রাবাড়ি, কাজলা, চিটাগাং রোডের বাসরুট মৈত্রী। পুরো টাইব্রেকার এখানে-

13/07/2025

বাবা- মা - আমি 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে' চান্স পেয়েছি।
তুমি কি চাও, এই কথাটা বলার সুযোগ তোমার জীবনেও আসুক?
তাহলে বাকী পরিক্ষাগুলো আরো মনোযোগ দিয়ে দাও। পরিক্ষার পরেই এডমিশনের চিন্তা মাথায় আনবে।
মনে রাখবে, এইচএসসি এডমিশন পরিক্ষারই অংশ।
পরিক্ষার চেয়ে প্রস্তুতিতে মনোযোগ বেশি দেয়া দরকার নাই।
শুভকামনা তোমাদের জন্য। 😍

সলিমুল্লাহ মুসলিম হলের ডাইনিং রুম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্জিয়াস একটি হল হলো সলিমুল্লাহ মুসলিম হল।  ঢাবি ভর্তি পরি...
12/07/2025

সলিমুল্লাহ মুসলিম হলের ডাইনিং রুম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্জিয়াস একটি হল হলো সলিমুল্লাহ মুসলিম হল।

ঢাবি ভর্তি পরিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ফলো করুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও গাইডলাইন

11/07/2025

পুরাণ ঢাকার এই দৃশ্য বাংলার মানুষ আগে দেখেছে কী না সন্দেহ!
এ আমরা কাদের হাতে তুলে দিলাম দেশ!

ঢাবির মলচত্বরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।শুক্রবারের বিপর্যস্ত জনসাধারণের চাপ এড়িয়ে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা হৃদয়-মন...
11/07/2025

ঢাবির মলচত্বরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবারের বিপর্যস্ত জনসাধারণের চাপ এড়িয়ে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা হৃদয়-মন প্রফুল্ল রাখে।

নিঃসন্দেহে কিছু গল্প আমাদের হৃদয়ের গভীরে নাড়া দেয়, আমাদের ভাবতে বাধ্য করে—মানুষের মনের শক্তি আসলে কতটা বিস্ময়কর হতে পারে...
11/07/2025

নিঃসন্দেহে কিছু গল্প আমাদের হৃদয়ের গভীরে নাড়া দেয়, আমাদের ভাবতে বাধ্য করে—মানুষের মনের শক্তি আসলে কতটা বিস্ময়কর হতে পারে। এমনই এক গল্প লিতুন জিরার।

সে জন্মেছিল হাত-পা ছাড়াই। এক অনন্য পৃথিবীতে, এমন এক সমাজে সে বড় হতে লাগলো যেখানে গায়ের রঙ কালো হলে মুখ ঘুরিয়ে নেওয়া হয়, যেখানে স্বাভাবিক শারীরিক ভিন্নতা নিয়ে রসিকতা চলে টেলিভিশনের পর্দায়, যেখানে তোতলা বা বোবার কষ্ট হাস্যরসের উপকরণ হয়ে ওঠে।
এমন এক দেশে, যেখানে শারীরিক প্রতিবন্ধকতা মানেই যেন 'ভিন্ন' কেউ—যার জন্য থাকে করুণা, দয়া, অনুকম্পা, কিন্তু থাকে না মূলধারায় বেড়ে ওঠার জন্য স্পেশাল সুযোগসুবিধা, সামাজিক নিরাপত্তা।

সেই সমাজেই, লিতুন জন্ম নিয়েছে এক অসম্ভব লড়াইয়ের প্রতীক হয়ে। যার নেই হাত, নেই পা—তবু আছে পাহাড় সম সাহস আর ইস্পাতের মতো মনোবল।
সে মুখ দিয়ে কলম ধরে লিখেছে, মুখ দিয়ে বই উল্টেছে, আর মুখ দিয়েই প্রতিদিন গড়েছে নিজের ভাগ্য।
আর আজ? আজ সে আমাদের সামনে দাঁড়িয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ একজন বিজয়িনী হিসেবে।

লিতুন জিরা—তোমার নাম উচ্চারণ করলেই চোখে জল আসে। শুধু সফলতাই নয়, তুমি আমাদের দেখিয়ে দিলে—মানুষ ইচ্ছা করলেই অসাধ্যকে সাধন করতে পারে।
যশোরের মণিরামপুরের সেই ছোট্ট ঘরে জন্ম নেওয়া মেয়েটি আজ সম্ভাবনার সব সীমা পেরিয়ে প্রেরণার এক নতুন সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে।

লিতুন, অভিনন্দন।
তুমি জয় করেছো শুধু পরীক্ষার নম্বর নয়,
তুমি জয় করেছো আমাদের হৃদয়, আমাদের অহংকার,
আর পুরো একটা জাতিকে বিশ্বাস করিয়ে দিয়েছো—
"শরীর নয়, মনই আসল শক্তি।"

দুনিয়া তোমার জন্য অপেক্ষা করছে। এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গেই আছি।

মাদ্রাসা বোর্ডে দাখিলের রেজাল্টে বরাবরের মত এবারেও সেরা অবস্থান ধরে রেখেছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা। দক্ষিণবঙ্গের শ্র...
11/07/2025

মাদ্রাসা বোর্ডে দাখিলের রেজাল্টে বরাবরের মত এবারেও সেরা অবস্থান ধরে রেখেছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা।
দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ এই প্রতিষ্ঠানটি পড়াশুনার মান ও পরিবেশের জন্য দেশখ্যাত।

এসএসসির ইতিহাসে সর্বোচ্চ নাম্বারধারী হলেন নিবীড় কর্মকার। চট্টগ্রামের নাসিরবাদার সরকারি হাই স্কুলের এই শিক্ষার্থীর নাম্বা...
10/07/2025

এসএসসির ইতিহাসে সর্বোচ্চ নাম্বারধারী হলেন নিবীড় কর্মকার।
চট্টগ্রামের নাসিরবাদার সরকারি হাই স্কুলের এই শিক্ষার্থীর নাম্বার দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
গণিত ও উচ্চতর গণিত দুটোতেই ১০০তে ১০০ করেই পেয়েছে। বাংলায় ১৯৮।
অকল্পনীয়, অবিশ্বাস্য।

সারাদেশে এসএসসি রেজাল্টের ভরাডুবি হলেও আলাদা চিত্র দেখা গেছে নরসিংদির সেরা কলেজ নাসিমা কাদির মোল্লা হাই স্কুলে।  এনকেএম ...
10/07/2025

সারাদেশে এসএসসি রেজাল্টের ভরাডুবি হলেও আলাদা চিত্র দেখা গেছে নরসিংদির সেরা কলেজ নাসিমা কাদির মোল্লা হাই স্কুলে। এনকেএম স্কুল খ্যাত এই প্রতিষ্ঠানের ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

যার ফলে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস (এনকেএম স্কুল)।

Address

Dhaka

Telephone

+8801799555362

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও গাইডলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share