22/07/2025
আমাদের দেশের সরকারি জিনিস মানেই সেকেন্ড হ্যান্ড। বিআরটিসি ট্রেনিং গাড়ি মোটরসাইকেলের দিকে তাকান। বাংলাদেশ বিমান বাহিনীর দিকে তাকান? এত টাকা বরাদ্দ করার পরও সব সেকেন্ড হ্যান্ড কেন হবে? উপরোক্ত কর্মকর্তা যারা আছেন এর সাথে জড়িত?!এতগুলো বাচ্চার জীবনের জবাব তাকেই করুন? টাকা মেরে পকেটে ভরে। দেশের সর্বনাশ করছে দেশের মানুষের সর্বনাশ করে চলছে। ফুলের মত পাখিদের হারিয়ে ফেললাম আমরা 😭😭এই দেশের মানুষের প্রতি ঘৃণা সারা জীবন থাকবে আমার 🧠ধিক্কার জানাই এই অসভ্য জাতির প্রতি, ধিক্কার জানাই ক্ষমতাবান লোকদের, যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদের জন্য আজকে ক্লাসরুমে ও বাচ্চারা নিরাপদ নয় 🙏🙏