msj.bd

msj.bd আসসালামুআলাইকুম ,আমি মুহাম্মাদ শহিদ জামিল।
(3)

23/10/2025

ইসলামী দৃষ্টিকোণ থেকে গর্ভাবস্থার সময় মা-বাবার আমল ও আচরণ সন্তানের চরিত্র ও আখলাকের ওপর গভীর প্রভাব ফেলে। কুরআন ও সুন্নাহতে সরাসরি “গর্ভকালীন প্যারেন্টিং” শব্দ না থাকলেও এই সময়ে করণীয় আমল, দোআ ও আচরণ সম্পর্কে বহু ইঙ্গিত ও আলেমদের পরামর্শ পাওয়া যায়।

নিচে ধাপে ধাপে গাইডলাইন ও আমল সাজিয়ে দিলাম 👇

---

🌿 ১. নিয়্যাত ও তাওয়াক্কুল (বিশ্বাসের ভিত্তি গঠন)

প্রথম থেকেই নিয়্যাত করুন: “আল্লাহ, এই সন্তানকে সৎ, তাকওয়াবান, দ্বীনের খিদমতে নিয়োজিত বানাও।”

কুরআনে হযরত ইমরানের স্ত্রী এই দো‘আ করেছিলেন:

> “হে আমার প্রভু! আমি আমার গর্ভস্থ সন্তানকে আপনার সেবায় নিবেদিত করলাম…”
(সূরা আলে ইমরান ৩:৩৫)

🕌 প্রস্তাবিত দোআ:

> اللَّهُمَّ اجْعَلْهُ ذُرِّيَّةً صَالِحَةً، وَاجْعَلْهُ مِنَ الْمُتَّقِينَ، وَمِنْ أَهْلِ الْقُرْآنِ وَالسُّنَّةِ
“হে আল্লাহ, তাকে সৎ, মুত্তাকী এবং কুরআন ও সুন্নাহর অনুসারী বানান।”

---

📿 ২. নিয়মিত কুরআন তেলাওয়াত ও শ্রবণ

মায়ের কণ্ঠে কুরআন তেলাওয়াত গর্ভের শিশুর উপর ইতিবাচক প্রভাব ফেলে — আধুনিক বিজ্ঞানও “prenatal sound influence” স্বীকার করে।

বিশেষ করে সূরা ইউসুফ, সূরা মারইয়াম, সূরা লুকমান, সূরা আল-ফাতিহা, সূরা আল-ইখলাস, আল-ফালাক, আন-নাস — এগুলো তেলাওয়াত বা শোনানো উপকারী।

📖 সূরা ইউসুফ: সন্তানের চেহারা ও চরিত্র সুন্দর হওয়ার নিয়তে।

📖 সূরা মারইয়াম: সহজ প্রসব ও মা-বাচ্চার নিরাপত্তার জন্য।

📖 সূরা লুকমান: সন্তানকে হিকমত ও আদর্শবান বানানোর নিয়তে।

---

🤲 ৩. দোআ ও যিকর বেশি করা

নবী ﷺ বলেছেন:

> “দোআ হলো ইবাদতের মূল।” (তিরমিজি)

উপকারী দোআগুলো:

🌸 اَللّٰهُمَّ اجْعَلْهُ ذُرِّيَّةً طَيِّبَةً
“হে আল্লাহ, তাকে পবিত্র সন্তান বানান।”

🌸 رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (সূরা আস-সাফফাত ৩৭:১০০)
“হে আমার প্রতিপালক! আমাকে সৎ সন্তান দান করুন।”

🌸 رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ (সূরা আল-ফুরকান ২৫:৭৪)
“হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের চোখের শীতলতা বানাও।”

দৈনন্দিন যিকর:

সকালে ও সন্ধ্যায় মাসনূন দোআ

দরুদ শরীফ পাঠ

আয়াতুল কুরসি, ৩ কুল (ইখলাস, ফালাক, নাস)

---

🧘 ৪. ইবাদত ও পবিত্র পরিবেশ বজায় রাখা

সালাত সময়মতো আদায় করা।

হারাম বা সন্দেহজনক খাবার ও আয়ের থেকে বিরত থাকা।

📌 কারণ: মায়ের গর্ভে সন্তানের শরীর মায়ের খাওয়া খাদ্য থেকেই তৈরি হয়। হালাল রিজিক শরীর ও রুহে পবিত্রতা আনে।

আলেমরা বলেন: “গর্ভাবস্থায় মায়ের আচরণই সন্তানের ভবিষ্যৎ চরিত্রের বীজ রোপণ করে।”

---

🕊️ ৫. মানসিক প্রশান্তি ও সুন্দর আচরণ

ক্রোধ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভয় বা মানসিক চাপ থেকে দূরে থাকা।

গীবত, মিথ্যা, অশ্লীলতা ও ঝগড়া থেকে বিরত থাকা — কারণ এগুলো নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নামাজ, তেলাওয়াত ও দোআর মাধ্যমে মানসিক প্রশান্তি বজায় রাখা।

---

🍃 ৬. সৎ পরিবেশে থাকা ও ভালো মানুষদের সংস্পর্শ

নেককার মানুষের দোআ নেওয়া।

ইসলামি পরিবেশে সময় কাটানো।

ঘরে যতটা সম্ভব কুরআন-হাদীসের আলোচনা বা শ্রবণ চালু রাখা।

---

🧠 ৭. নাম ও আদবের প্রস্তুতি

ইসলামীভাবে অর্থবহ, সুন্দর নাম বেছে রাখা।

জন্মের আগেই বাবা-মা মিলে সন্তানের জন্য দোআ ও লক্ষ্য ঠিক করে রাখা — যেমন: দ্বীনের পথে বড় করা, সৎ বানানো, আলেম বানানো ইত্যাদি।

---

⚠️ ৮. কিছু বিষয় থেকে বিরত থাকা

ঝগড়া-বিবাদ, গালাগালি, ভয়ংকর বা অশ্লীল কন্টেন্ট, গান-বাজনা ইত্যাদি।

হারাম খাদ্য বা আয়।

গর্ভাবস্থায় কুসংস্কার বা অইসলামিক রীতি পরিহার।

---

🕌 ৯. নবী ﷺ এর আমল ও দিকনির্দেশ

নবী ﷺ এর আমল ছিল সন্তান জন্মের পর আযান ও ইকামত, আকীকা, ভালো নাম রাখা, হালাল দুধ খাওয়ানো, এবং ভালো পরিবেশে বড় করা।

তবে সন্তানের আখলাক ও চরিত্র গঠনের প্রস্তুতি গর্ভকাল থেকেই শুরু হয় — এটা ইসলামী প্যারেন্টিংয়ের মূল দর্শন।

---

✅ সংক্ষেপে:

> 📿 “হালাল রিজিক + কুরআন তেলাওয়াত + দোআ + ইবাদত + মানসিক প্রশান্তি” → ভবিষ্যৎ সন্তানের রুহানী গঠনের ভিত।

📣 সাত দিনব্যাপী এক বিশেষ সোনালি সুযোগ!*  🏠 ঘরে বসেই সম্পূর্ণ ফ্রি-তে কুরআন শেখার সুবর্ণ সুযোগ!আল্লাহ তাআলা বলেন —  *“আমি...
06/10/2025

📣 সাত দিনব্যাপী এক বিশেষ সোনালি সুযোগ!*

🏠 ঘরে বসেই সম্পূর্ণ ফ্রি-তে কুরআন শেখার সুবর্ণ সুযোগ!

আল্লাহ তাআলা বলেন —
*“আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি শিক্ষা গ্রহণের জন্য; অতএব, কেউ আছে কি উপদেশ গ্রহণকারী?”* (সুরা ক্বামর)

➤ শুধুমাত্র আগ্রহ ও একটু মনোযোগ থাকলেই, আপনিও শুদ্ধভাবে কুরআন শিখতে পারবেন — *ইনশাআল্লাহ।*

🔹 আজই যুক্ত হোন আমাদের *৭ দিনব্যাপী ফ্রি অনলাইন কুরআন শিক্ষা কোর্সে।*
🔹 শিখুন কুরআন, জানুন দ্বীন, এবং আল্লাহর বাণীর আলোয় আলোকিত করুন নিজেকে।
🔹 কোরআনের আলো হোক আপনার জীবনের দিশারি।

📥 *কোর্স লিংক কমেন্টে দেওয়া রয়েছে।*
👇 এখনই সঠিক গ্রুপে যুক্ত হোন:

📌 *বি.দ্র.*
পুরুষ ও মহিলাদের জন্য আলাদা গ্রুপ রয়েছে।
*➤ পুরুষরা পুরুষদের গ্রুপে, মহিলারা মহিলাদের গ্রুপে জয়েন করবেন। ইনশাআল্লাহ।










12/07/2025
04/06/2025

সময়কে সবচেয়ে উত্তম ও কার্যকরভাবে কাজে লাগানোর জন্য দরকার *নিয়মিততা, নিয়ন্ত্রণ ও নিয়ত*। নিচে ইসলামী ও বাস্তব জীবনের আলোকে কিছু কার্যকর পরামর্শ:

---

🕰️ *১. নিয়ত ঠিক করা*
প্রতিটি কাজের শুরুতে নিয়ত করুন—"আমি এই সময়টুকু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ব্যয় করব।"

---

📅 *২. সময় ভাগ করুন (Daily Schedule)*
- *ফজরের পর*: কুরআন তিলাওত, হাদিস অধ্যয়ন
- *সকাল-দুপুর*: লেখাপড়া/পেশাগত কাজ
- *বিকেল*: শরীরচর্চা, উপকারী ভিডিও দেখা, পরিবারে সময়
- *রাত*: আত্মমূল্যায়ন, হালকা পড়া, তাহাজ্জুদের প্রস্তুতি

---

📚 *৩. প্রতিদিন কিছু শিখুন*
- কুরআন, হাদিস, আরবি, ফিকহ বা দ্বীনি বই
- নতুন কিছু না শিখে দিন শেষ না করা

---

📵 *৪. সময় চুরি করা জিনিস এড়িয়ে চলুন*
- অতিরিক্ত সোশ্যাল মিডিয়া
- উদ্দেশ্যহীন ঘোরাঘুরি
- পরনিন্দা, তর্ক

---

📝 *৫. দৈনিক কাজের তালিকা (To-do List)*
রাতে ঘুমানোর আগে পরের দিনের কাজ লিখে রাখো
→ সকালে দেখে নাও এবং চেক করে কাজ শেষ করো

---

🌙 *৬. রাতে ঘুমানোর আগে আত্মমূল্যায়ন*
আজ কতটা সময় আল্লাহর জন্য খরচ করলাম?
আর কতটা অপচয় করলাম?

---

🕌 *৭. সালাতকে সময়ের কেন্দ্র করো*
যে ব্যক্তি সালাত ঠিক সময়ে পড়ে, তার সময়ও বরকতময় হয়।

---

*📖 হাদিস:*
*"দুই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ঠকে যায়—স্বাস্থ্য ও অবসর সময়।"*
(সহিহ বুখারি)

21/05/2025

ছোট একটি বাচ্চাকে যেভাবে এক পা দু পা করে ধীরে ধীরে হাটা শিখানো হয়, আমরাও ঠিক সেভাবেই একটি একটি করে অক্ষর, একটি একটি করে শব্দ এবং একটি একটি করে বাক্য হাতে কলমে দেখিয়ে দেখিয়ে ধীর-স্থিরভাবে শিখাই।

যার ফলে একজন দূর্বল মেধার অধিকারী স্টুডেন্ট ও খুব সহজভাবে বুঝতে পারে এবং শিখতে পারে। আর মেধাবীরা তো অতি সহজেই এগিয়ে যায় বহু দূর।

✒ মাত্র একবার কুরআন শুনেই জীবন বদলে ফেলেছিল জিনেরা। জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও নিজেকে বদলাতে পারছি না কেন, ভেবেছি কখনো❓

আসুন এখন থেকেই কুরআনের রঙে রঙিন হই, কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমীন!

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সুবিধামতো যেকোন সময় যেকোন জায়গা থেকে ঘরে বসে অনলাইনে কুরআন শিক্ষা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার সুযোগ। আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

☑আমাদের কোর্সসমূহ-
▪নুরানী ক্বায়দা ও আমপারা। (বেসিক কুরআন লার্নিং ও তাজবীদ কোর্স)
▪নাজেরা কোর্স।(এডভান্স কুরআন লার্নিং)
▪হিফজুল কুরআন কোর্স। (কুরআন মেমোরিজাইশোন)

☑প্রতিটি কোর্সের পাশাপাশি আরো যা যা শিখানো হবে-
▪সুরা ফাতেহা,আয়াতুল কুরসী, সুরা হাশরের শেষ তিন আয়াত এবং কুরআনের শেষ ১০ সুরা মুখস্থ করানো।
▪পূর্ণাঙ্গ ওজুসহ নামাজ শিক্ষা।
▪দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনূন দোয়া-দুরুদ ও মাসআলা-মাসায়েল পাঠদান।
▪দৈনন্দিন জীবনের আদব-আখলাক শিক্ষাদান।
▪ইসলামের পাঁচটি স্তম্ভ যথাঃ কালিমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা।

☑ক্লাসের নিয়ম-
▪ক্লাস হবে Zoom বা Google Meet- এর মাধ্যমে।
▪ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটরের নিয়মে ক্লাস হবে।
▪সপ্তাহে তিন দিন ক্লাস হবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও ক্লাস সিডিউল নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সের সময় বেশি লাগবে)
▪ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
▪ক্লাসের সিডিউল একাডেমি কতৃপক্ষ শিক্ষক-শিক্ষকা এবং ছাত্র-ছাত্রীর সুবিধা অনুযায়ী নির্ধারণ করে দিবেন।

☑আমাদের বৈশিষ্ট্যসমূহ-
▪অভিজ্ঞ হাফেজ-হাফেজা/আলেম-আলেমা এবং প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারীদের মাধ্যমে পাঠদান।
▪গঠন মুলক ও সহজ পদ্ধতিতে পাঠদান।
▪ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া।
▪অনলাইনে পাঠদান এবং শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে ক্লাস।

☑আমাদের নিকট কেন কুরআন পড়া শিখবেন?
▪আমরা কোন ব্যাচ আকারে পড়াচ্ছিনা।(ওয়ান টু ওয়ান নিয়মে ক্লাস হবে)
▪আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
▪আমাদের একাডেমিতে যেকোন বয়সের ছেলে মেয়ে ভর্তি হতে পারবে।
▪আমাদের রয়েছে মেল এবং ফিমেল টিচার।

✒ফ্রী ক্লাস-
আপনি চাইলে ভর্তি হওয়ার পূর্বে একটি ফ্রী ট্রায়াল ক্লাস করার সুবিধা পাবেন।

তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ☎ 01404864343 (হোয়াটসঅ্যাপ ও বিকাশ/নগদ)

21/05/2025

ছোট একটি বাচ্চাকে যেভাবে এক পা দু পা করে ধীরে ধীরে হাটা শিখানো হয়, আমরাও ঠিক সেভাবেই একটি একটি করে অক্ষর, একটি একটি করে শব্দ এবং একটি একটি করে বাক্য হাতে কলমে দেখিয়ে দেখিয়ে ধীর-স্থিরভাবে শিখাই।

যার ফলে একজন দূর্বল মেধার অধিকারী স্টুডেন্ট ও খুব সহজভাবে বুঝতে পারে এবং শিখতে পারে। আর মেধাবীরা তো অতি সহজেই এগিয়ে যায় বহু দূর।

✒ মাত্র একবার কুরআন শুনেই জীবন বদলে ফেলেছিল জিনেরা। জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও নিজেকে বদলাতে পারছি না কেন, ভেবেছি কখনো❓

আসুন এখন থেকেই কুরআনের রঙে রঙিন হই, কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমীন!

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সুবিধামতো যেকোন সময় যেকোন জায়গা থেকে ঘরে বসে অনলাইনে কুরআন শিক্ষা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার সুযোগ। আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

☑আমাদের কোর্সসমূহ-
▪নুরানী ক্বায়দা ও আমপারা। (বেসিক কুরআন লার্নিং ও তাজবীদ কোর্স)
▪নাজেরা কোর্স।(এডভান্স কুরআন লার্নিং)
▪হিফজুল কুরআন কোর্স। (কুরআন মেমোরিজাইশোন)

☑প্রতিটি কোর্সের পাশাপাশি আরো যা যা শিখানো হবে-
▪সুরা ফাতেহা,আয়াতুল কুরসী, সুরা হাশরের শেষ তিন আয়াত এবং কুরআনের শেষ ১০ সুরা মুখস্থ করানো।
▪পূর্ণাঙ্গ ওজুসহ নামাজ শিক্ষা।
▪দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনূন দোয়া-দুরুদ ও মাসআলা-মাসায়েল পাঠদান।
▪দৈনন্দিন জীবনের আদব-আখলাক শিক্ষাদান।
▪ইসলামের পাঁচটি স্তম্ভ যথাঃ কালিমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা।

☑ক্লাসের নিয়ম-
▪ক্লাস হবে Zoom বা Google Meet- এর মাধ্যমে।
▪ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটরের নিয়মে ক্লাস হবে।
▪সপ্তাহে তিন দিন ক্লাস হবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও ক্লাস সিডিউল নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সের সময় বেশি লাগবে)
▪ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
▪ক্লাসের সিডিউল একাডেমি কতৃপক্ষ শিক্ষক-শিক্ষকা এবং ছাত্র-ছাত্রীর সুবিধা অনুযায়ী নির্ধারণ করে দিবেন।

☑আমাদের বৈশিষ্ট্যসমূহ-
▪অভিজ্ঞ হাফেজ-হাফেজা/আলেম-আলেমা এবং প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারীদের মাধ্যমে পাঠদান।
▪গঠন মুলক ও সহজ পদ্ধতিতে পাঠদান।
▪ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া।
▪অনলাইনে পাঠদান এবং শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে ক্লাস।

☑আমাদের নিকট কেন কুরআন পড়া শিখবেন?
▪আমরা কোন ব্যাচ আকারে পড়াচ্ছিনা।(ওয়ান টু ওয়ান নিয়মে ক্লাস হবে)
▪আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
▪আমাদের একাডেমিতে যেকোন বয়সের ছেলে মেয়ে ভর্তি হতে পারবে।
▪আমাদের রয়েছে মেল এবং ফিমেল টিচার।

✒ফ্রী ক্লাস-
আপনি চাইলে ভর্তি হওয়ার পূর্বে একটি ফ্রী ট্রায়াল ক্লাস করার সুবিধা পাবেন।

তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ☎ 01404864343 (হোয়াটসঅ্যাপ ও বিকাশ/নগদ)

We teach children carefully according to their psychology.(আমরা বাচ্চাদের সাইকোলজি অনুযায়ী যত্নসহকারে পড়াই)Don't waste...
14/04/2025

We teach children carefully according to their psychology.(আমরা বাচ্চাদের সাইকোলজি অনুযায়ী যত্নসহকারে পড়াই)

Don't waste your time , Start your Quran learning journey with Barakah Institute

✒ মাত্র একবার কুরআন শুনেই জীবন বদলে ফেলেছিল জিনেরা। জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও নিজেকে বদলাতে পারছি না কেন, ভেবেছি কখনো❓

আসুন এখন থেকেই কুরআনের রঙে রঙিন হই, কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমীন!

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সুবিধামতো যেকোন সময় যেকোন জায়গা থেকে ঘরে বসে অনলাইনে কুরআন শিক্ষা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার সুযোগ। আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

☑আমাদের কোর্সসমূহ-
▪নুরানী ক্বায়দা ও আমপারা। (বেসিক কুরআন লার্নিং ও তাজবীদ কোর্স)
▪নাজেরা কোর্স।(এডভান্স কুরআন লার্নিং)
▪হিফজুল কুরআন কোর্স। (কুরআন মেমোরিজাইশোন)

☑প্রতিটি কোর্সের পাশাপাশি আরো যা যা শিখানো হবে-
▪সুরা ফাতেহা,আয়াতুল কুরসী, সুরা হাশরের শেষ তিন আয়াত এবং কুরআনের শেষ ১০ সুরা মুখস্থ করানো।
▪পূর্ণাঙ্গ ওজুসহ নামাজ শিক্ষা।
▪দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনূন দোয়া-দুরুদ ও মাসআলা-মাসায়েল পাঠদান।
▪দৈনন্দিন জীবনের আদব-আখলাক শিক্ষাদান।
▪ইসলামের পাঁচটি স্তম্ভ যথাঃ কালিমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা।

☑ক্লাসের নিয়ম-
▪ক্লাস হবে Zoom বা Google Meet- এর মাধ্যমে।
▪ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটরের নিয়মে ক্লাস হবে।
▪সপ্তাহে তিন দিন ক্লাস হবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও ক্লাস সিডিউল নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সের সময় বেশি লাগবে)
▪ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
▪ক্লাসের সিডিউল একাডেমি কতৃপক্ষ শিক্ষক-শিক্ষকা এবং ছাত্র-ছাত্রীর সুবিধা অনুযায়ী নির্ধারণ করে দিবেন।

☑আমাদের বৈশিষ্ট্যসমূহ-
▪অভিজ্ঞ হাফেজ-হাফেজা/আলেম-আলেমা এবং প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারীদের মাধ্যমে পাঠদান।
▪গঠন মুলক ও সহজ পদ্ধতিতে পাঠদান।
▪ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া।
▪অনলাইনে পাঠদান এবং শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে ক্লাস।

☑আমাদের নিকট কেন কুরআন পড়া শিখবেন?
▪আমরা কোন ব্যাচ আকারে পড়াচ্ছিনা।(ওয়ান টু ওয়ান নিয়মে ক্লাস হবে)
▪আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
▪আমাদের একাডেমিতে যেকোন বয়সের ছেলে মেয়ে ভর্তি হতে পারবে।
▪আমাদের রয়েছে মেল এবং ফিমেল টিচার।

✒ফ্রী ক্লাস-
আপনি চাইলে ভর্তি হওয়ার পূর্বে একটি ফ্রী ট্রায়াল ক্লাস করার সুবিধা পাবেন।

তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ☎ 01404864343 (হোয়াটসঅ্যাপ ও বিকাশ/নগদ)

আমরা বাচ্চাদের সাইকোলজি অনুযায়ী যত্নসহকারে পড়াই অর্থাৎ ছোট একটি বাচ্চাকে যেভাবে এক পা দু পা করে ধীরে ধীরে হাটা শিখানো ...
14/04/2025

আমরা বাচ্চাদের সাইকোলজি অনুযায়ী যত্নসহকারে পড়াই অর্থাৎ ছোট একটি বাচ্চাকে যেভাবে এক পা দু পা করে ধীরে ধীরে হাটা শিখানো হয়, আমরাও ঠিক সেভাবেই একটি একটি করে অক্ষর, একটি একটি করে শব্দ এবং একটি একটি করে বাক্য হাতে কলমে দেখিয়ে দেখিয়ে ধীর-স্থিরভাবে শিখাই।

যার ফলে একজন দূর্বল মেধার অধিকারী স্টুডেন্ট ও খুব সহজভাবে বুঝতে পারে এবং শিখতে পারে। আর মেধাবীরা তো অতি সহজেই এগিয়ে যায় বহু দূর।

Don't waste your time , Start your Quran learning journey with Barakah Institute

✒ মাত্র একবার কুরআন শুনেই জীবন বদলে ফেলেছিল জিনেরা। জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও নিজেকে বদলাতে পারছি না কেন, ভেবেছি কখনো❓

আসুন এখন থেকেই কুরআনের রঙে রঙিন হই, কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমীন!

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সুবিধামতো যেকোন সময় যেকোন জায়গা থেকে ঘরে বসে অনলাইনে কুরআন শিক্ষা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার সুযোগ। আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

☑আমাদের কোর্সসমূহ-
▪নুরানী ক্বায়দা ও আমপারা। (বেসিক কুরআন লার্নিং ও তাজবীদ কোর্স)
▪নাজেরা কোর্স।(এডভান্স কুরআন লার্নিং)
▪হিফজুল কুরআন কোর্স। (কুরআন মেমোরিজাইশোন)

☑প্রতিটি কোর্সের পাশাপাশি আরো যা যা শিখানো হবে-
▪সুরা ফাতেহা,আয়াতুল কুরসী, সুরা হাশরের শেষ তিন আয়াত এবং কুরআনের শেষ ১০ সুরা মুখস্থ করানো।
▪পূর্ণাঙ্গ ওজুসহ নামাজ শিক্ষা।
▪দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনূন দোয়া-দুরুদ ও মাসআলা-মাসায়েল পাঠদান।
▪দৈনন্দিন জীবনের আদব-আখলাক শিক্ষাদান।
▪ইসলামের পাঁচটি স্তম্ভ যথাঃ কালিমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা।

☑ক্লাসের নিয়ম-
▪ক্লাস হবে Zoom বা Google Meet- এর মাধ্যমে।
▪ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটরের নিয়মে ক্লাস হবে।
▪সপ্তাহে তিন দিন ক্লাস হবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও ক্লাস সিডিউল নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সের সময় বেশি লাগবে)
▪ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
▪ক্লাসের সিডিউল একাডেমি কতৃপক্ষ শিক্ষক-শিক্ষকা এবং ছাত্র-ছাত্রীর সুবিধা অনুযায়ী নির্ধারণ করে দিবেন।

☑আমাদের বৈশিষ্ট্যসমূহ-
▪অভিজ্ঞ হাফেজ-হাফেজা/আলেম-আলেমা এবং প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারীদের মাধ্যমে পাঠদান।
▪গঠন মুলক ও সহজ পদ্ধতিতে পাঠদান।
▪ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া।
▪অনলাইনে পাঠদান এবং শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে ক্লাস।

☑আমাদের নিকট কেন কুরআন পড়া শিখবেন?
▪আমরা কোন ব্যাচ আকারে পড়াচ্ছিনা।(ওয়ান টু ওয়ান নিয়মে ক্লাস হবে)
▪আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
▪আমাদের একাডেমিতে যেকোন বয়সের ছেলে মেয়ে ভর্তি হতে পারবে।
▪আমাদের রয়েছে মেল এবং ফিমেল টিচার।

✒ফ্রী ক্লাস-
আপনি চাইলে ভর্তি হওয়ার পূর্বে একটি ফ্রী ট্রায়াল ক্লাস করার সুবিধা পাবেন।

তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ☎ 01404864343 (হোয়াটসঅ্যাপ)

Contact us now to confirm your admission to our academy.Don't waste your time , Start your Quran learning journey with B...
05/04/2025

Contact us now to confirm your admission to our academy.

Don't waste your time , Start your Quran learning journey with Barakah Institute

✒ মাত্র একবার কুরআন শুনেই জীবন বদলে ফেলেছিল জিনেরা। জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও নিজেকে বদলাতে পারছি না কেন, ভেবেছি কখনো❓

আসুন এখন থেকেই কুরআনের রঙে রঙিন হই, কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমীন!

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সুবিধামতো যেকোন সময় যেকোন জায়গা থেকে ঘরে বসে অনলাইনে কুরআন শিক্ষা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার সুযোগ। আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

☑আমাদের কোর্সসমূহ-
▪নুরানী ক্বায়দা ও আমপারা। (বেসিক কুরআন লার্নিং ও তাজবীদ কোর্স)
▪নাজেরা কোর্স।(এডভান্স কুরআন লার্নিং)
▪হিফজুল কুরআন কোর্স। (কুরআন মেমোরিজাইশোন)

☑প্রতিটি কোর্সের পাশাপাশি আরো যা যা শিখানো হবে-
▪সুরা ফাতেহা,আয়াতুল কুরসী, সুরা হাশরের শেষ তিন আয়াত এবং কুরআনের শেষ ১০ সুরা মুখস্থ করানো।
▪পূর্ণাঙ্গ ওজুসহ নামাজ শিক্ষা।
▪দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনূন দোয়া-দুরুদ ও মাসআলা-মাসায়েল পাঠদান।
▪দৈনন্দিন জীবনের আদব-আখলাক শিক্ষাদান।
▪ইসলামের পাঁচটি স্তম্ভ যথাঃ কালিমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা।

☑ক্লাসের নিয়ম-
▪ক্লাস হবে Zoom বা Google Meet- এর মাধ্যমে।
▪ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটরের নিয়মে ক্লাস হবে।
▪সপ্তাহে তিন দিন ক্লাস হবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও ক্লাস সিডিউল নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সের সময় বেশি লাগবে)
▪ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
▪ক্লাসের সিডিউল একাডেমি কতৃপক্ষ শিক্ষক-শিক্ষকা এবং ছাত্র-ছাত্রীর সুবিধা অনুযায়ী নির্ধারণ করে দিবেন।

☑আমাদের বৈশিষ্ট্যসমূহ-
▪অভিজ্ঞ হাফেজ-হাফেজা/আলেম-আলেমা এবং প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারীদের মাধ্যমে পাঠদান।
▪গঠন মুলক ও সহজ পদ্ধতিতে পাঠদান।
▪ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া।
▪অনলাইনে পাঠদান এবং শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে ক্লাস।

☑আমাদের নিকট কেন কুরআন পড়া শিখবেন?
▪আমরা কোন ব্যাচ আকারে পড়াচ্ছিনা।(ওয়ান টু ওয়ান নিয়মে ক্লাস হবে)
▪আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
▪আমাদের একাডেমিতে যেকোন বয়সের ছেলে মেয়ে ভর্তি হতে পারবে।
▪আমাদের রয়েছে মেল এবং ফিমেল টিচার।

✒ফ্রী ক্লাস-
আপনি চাইলে ভর্তি হওয়ার পূর্বে একটি ফ্রী ট্রায়াল ক্লাস করার সুবিধা পাবেন।

তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ☎ 01404864343 (হোয়াটসঅ্যাপ ও বিকাশ/নগদ)

20/03/2025

A golden opportunity to learn the Quran for employees, expatriates, and school and college students

Don't waste your time , Start your Quran learning journey with Barakah Institute

✒ মাত্র একবার কুরআন শুনেই জীবন বদলে ফেলেছিল জিনেরা। জন্ম থেকেই কুরআন পাশে পেয়েও নিজেকে বদলাতে পারছি না কেন, ভেবেছি কখনো❓

আসুন এখন থেকেই কুরআনের রঙে রঙিন হই, কুরআনের আদলে নিজেকে বদলে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমীন!

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সুবিধামতো যেকোন সময় যেকোন জায়গা থেকে ঘরে বসে অনলাইনে কুরআন শিক্ষা ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার সুযোগ। আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনার সন্তানকে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

☑আমাদের কোর্সসমূহ-
▪নুরানী ক্বায়দা ও আমপারা। (বেসিক কুরআন লার্নিং ও তাজবীদ কোর্স)
▪নাজেরা কোর্স।(এডভান্স কুরআন লার্নিং)
▪হিফজুল কুরআন কোর্স। (কুরআন মেমোরিজাইশোন)

☑প্রতিটি কোর্সের পাশাপাশি আরো যা যা শিখানো হবে-
▪সুরা ফাতেহা,আয়াতুল কুরসী, সুরা হাশরের শেষ তিন আয়াত এবং কুরআনের শেষ ১০ সুরা মুখস্থ করানো।
▪পূর্ণাঙ্গ ওজুসহ নামাজ শিক্ষা।
▪দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনূন দোয়া-দুরুদ ও মাসআলা-মাসায়েল পাঠদান।
▪দৈনন্দিন জীবনের আদব-আখলাক শিক্ষাদান।
▪ইসলামের পাঁচটি স্তম্ভ যথাঃ কালিমা, নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা।

☑ক্লাসের নিয়ম-
▪ক্লাস হবে Zoom বা Google Meet- এর মাধ্যমে।
▪ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটরের নিয়মে ক্লাস হবে।
▪সপ্তাহে তিন দিন ক্লাস হবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও ক্লাস সিডিউল নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সের সময় বেশি লাগবে)
▪ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।
▪ক্লাসের সিডিউল একাডেমি কতৃপক্ষ শিক্ষক-শিক্ষকা এবং ছাত্র-ছাত্রীর সুবিধা অনুযায়ী নির্ধারণ করে দিবেন।

☑আমাদের বৈশিষ্ট্যসমূহ-
▪অভিজ্ঞ হাফেজ-হাফেজা/আলেম-আলেমা এবং প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারীদের মাধ্যমে পাঠদান।
▪গঠন মুলক ও সহজ পদ্ধতিতে পাঠদান।
▪ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া।
▪অনলাইনে পাঠদান এবং শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে ক্লাস।

☑আমাদের নিকট কেন কুরআন পড়া শিখবেন?
▪আমরা কোন ব্যাচ আকারে পড়াচ্ছিনা।(ওয়ান টু ওয়ান নিয়মে ক্লাস হবে)
▪আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।
▪আমাদের একাডেমিতে যেকোন বয়সের ছেলে মেয়ে ভর্তি হতে পারবে।
▪আমাদের রয়েছে মেল এবং ফিমেল টিচার।

✒ফ্রী ক্লাস-
আপনি চাইলে ভর্তি হওয়ার পূর্বে একটি ফ্রী ট্রায়াল ক্লাস করার সুবিধা পাবেন।

তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ☎ 01404864343 (হোয়াটসঅ্যাপ )

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢ইসলামিক অনলাইন প্রতিষ্ঠানে কিছু উদ্যমী ও দায়িত্বশীল ব্যক্তিকে অফিস সহকারী পদে নিয়োগ দিচ্ছি।📝 পদের বিব...
15/03/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢

ইসলামিক অনলাইন প্রতিষ্ঠানে কিছু উদ্যমী ও দায়িত্বশীল ব্যক্তিকে অফিস সহকারী পদে নিয়োগ দিচ্ছি।

📝 পদের বিবরণ:

🔹 পদের নাম: অফিস সহকারী
🔹 পদসংখ্যা: ৪ জন
🔹 কর্মস্থল: সদর, নোয়াখালী

🎯 যোগ্যতা:

✅ বিশুদ্ধ বাংলায় কথা বলতে পারা।
✅ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত জানা।
✅ হাফেজ ও দক্ষ আলেমদের প্রাধান্য দেওয়া হবে।

🔹 প্রধান দায়িত্ব:

📌 অনলাইন ক্লাস মনিটরিং করা।
📌 শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলা।

💰 বেতন বা হাদিয়া:

💵 প্রথম ৪ মাস: ১০-১২ হাজার টাকা
💵 এরপর: কর্মদক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধি।
💵 মাসের ৭ তারিখের মধ্যেই বেতন পেইড হবে।

📌 আবেদনের নিয়ম:
মেসেঞ্জারে অথবা নিম্নোক্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন...

👉🏻WhatsApp: 📲 01853551337

✅ দ্রুত আবেদন করুন! যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

✒️কুরআন নাযিলের মাস, পবিত্র রমজান মাস তো চলেই আসলো।✒️কিন্তু আপনার কোরআন শিখার আগ্রহ, উদ্দীপনা ও ইচ্ছা এখনো অন্তরে আসলো ন...
19/02/2025

✒️কুরআন নাযিলের মাস, পবিত্র রমজান মাস তো চলেই আসলো।

✒️কিন্তু আপনার কোরআন শিখার আগ্রহ, উদ্দীপনা ও ইচ্ছা এখনো অন্তরে আসলো না।?

💥খুবই সহজ, অভিনব ও কার্যকর পদ্ধতিতে আমরা কোরআন শিখিয়ে আসছি (আলহামদুলিল্লাহ)

🔉 সময় নষ্ট না করে এখনিই যোগাযোগ করুন

📲01404864343

Address

Dhaka

Telephone

+8801404864343

Website

Alerts

Be the first to know and let us send you an email when msj.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to msj.bd:

Share