28/01/2025
তোমাকে না বলতে পারা কিছু কথা‼️
অনেক ভালোবাসি তোমারে,,, অনেক অনেক,,
তোমার সেই প্রথম দিনের কথা মনে আছে? হালকা হালকা সরমে লাজুক হাসি নিয়ে তোমার সাথে দুইটা কথা বলছি,,,, সেই মূহুর্ত পর থেকেই আমার তোমার প্রতি এক অন্যরকম অনুভুতি চলে এসেছিলো,,,, তুমি দেখতে কেমন? তোমার ফ্যামিলি কেমন?তোমার টাকা পয়সা কেমন? তোমার কি আছে না আছে আমি এসব কিছুই জাচাই না করে তোমাকে আমার অজান্তেই মনে জায়গা দিয়ে ফেলেছিলাম,,,,আর তখনই ঠিক করে ফেললাম,,, আমার তোমাকেই লাগবে,,,, তোমাকে ছাড়া তখন আমার দিন কাটতো না।।। ফোনটা সামনে রেখে সারাটাক্ষণ অপেক্ষায় থাকতাম কখন মানুষটা ফোন দিবে কখন মানুষটার সাথে কথা বলবো।।।জানোতো তোমার সাথে আমার যতই ঝগড়া হোক না কেন! তারপরও আমার তোমার সাথে কথা না বললে চারদিক অন্ধকার লাগতো,,, এটাকেই হয়তো ভালোবাসা বলে।।।।
তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি আমার শেষটুকু দিয়ে চেষ্টা করেছি,,,, তোমাকে শক্ত করে ধরে রাখতে গিয়ে তোমার কাছ থেকে কতো যে খারাপ কথা শুনেছি তা হিসেবের বাইরে।।। বিশ্বাস করো একটা কথা বলি - তোমার মতো গালি যদি আমাকে অন্যকেউ দিতো দ্বিতীয় বার যে তার মরা মুখ দেখবো তাও দেখতাম না,,, আমার চরিত্র নিয়ে কথা বললে আমি খুব রেগে যাই সেই জায়গায় তুমি আমার চরিত্রে কতো দাগ লাগিয়েছো হিসেবের বাইরে।।।।
তোমাকে যেদিন থেকে ভালোবাসা শুধু করছি সেদিন থেকে আজ বিয়ে করছি তবুও তুমি আমার কাছ থেকে দূরে চলে যেতে চাও,,, আমার হয়তো বুঝার ভুল ছিল,,যে এতো জোর করে আটকি রাখা যায় না শেষ পর্যন্ত,, তোমার রাগ বরাবরের মতো একই; চিন্তা করছিলাম বিয়ের পর হয়তো আমাকে সামনে থেকে দেখার পর আমাকে নিয়ে এতো খারাপ আর কোন অভিযোগ থাকবো না।।। কিন্তু তুমি এখনও আমাকে খারাপ বলতে দুবার ভাবো না,,,,,, তারপরও আমি এসব গায়ে না লাগিয়ে ঝেড়ে ফেলে দেই কারণ তুমি এখন আমার স্বামী,,,,,শত খারাপ বললেও যে আমার যাওয়ার আর কোন অপশন নাই ।।। কিন্তু আমার অপশন না থাকলে কি হবে তুমি তোমার অপশন ঠিকই খোলা রাখছো।।।
এতদিন তো বারবার চলে যাই করছো 😭😭😭আর তখন শুধু তালাক তালাক করো অন্যকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখো,,,,,হায় আফসোস আর আজ পর্যন্ত এসব কথা চিন্তায়ও আনতে পারলাম না 💔💔💔❤️🩹 না আজ পর্যন্ত বলছি তোমাকে ছাড়া আমি অন্য বেডার কাছে যাবো না বলছি তোমাকে ছেড়ে আমি নতুন ঘর বাধবো,,,,হায় আফসোস আমার শখের স্বামী,,,,, মনে করেছিলাম তোমাকে পেয়ে আমি সবচেয়ে বেশি খুশি কিন্তু এখন দেখি আমিও সবচেয়ে বড় হতভাগী😭😭যে কিনা স্বামী স্ত্রীর ঝগড়ার পর স্বামীর মুখে প্রতিনিয়ত তালাক আর অন্য নারীকে নিয়ে সুখে থাকার কথা শুনে 😭😭🥹💔💔
তারপর বেহায়ার মত বলি তোমাকে,,,,,,
অনেক ভালোবাসি তোমারে,,, অনেক ভালোবাসি কিন্তু এটাও সত্যি এইযে কথা দিয়ে কথাগুলো দিচ্ছো না কখনো এই বিষয় গুলো নিয়ে মাফ করবো না 🥹🥹