Tarek lifestyle

Tarek lifestyle ইনশাআল্লাহ ভাল কিছু হবে আল্লাহ ভরসা

22/06/2025
নতুন ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল,স্বর্ণ,টিভিসহ যে সুবিধা পাবেন।🎇মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্...
20/06/2025

নতুন ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল,স্বর্ণ,টিভিসহ যে সুবিধা পাবেন।
🎇মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্রবাসী নিজ ব্যবহারের ২টি মোবাইলের পাশাপাশি ট্যাক্স ছাড়া আরো ১টি নতুন মোবাইল ফোন সাথে আনতে পারবেন।
🎇স্বর্ন: একজন প্রবাসী ১শ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার ট্যাক্স ছাড়া বছরে একবার আনতে পারবেন। এছাড়া ট্যাক্স দিয়ে বছরে একবার ১১৭ গ্রাম ওজনের স্বর্নের বার আনতে পারবেন। (যার ট্যাক্স হবে প্রতি ভরিতে ৫হাজার টাকা)
🎇🎇ব্যাগেজ রুল সুবিধার বিস্তারিত নীচে দেয়া হলঃ

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

👉বিনা শুল্কে যা আনতে পারবেন:
বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—
★সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন আনা যাবে।
★২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
★ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা
★মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স
★সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস
এক কার্টন সিগারেট
★১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
★মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
৫ বর্গমিটার আয়তনের কার্পেট

👉শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য
★★শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

★সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার
★রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার
★ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
★ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া
👉এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার
★ সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে কেবল একবার মোট ১০০ গ্রাম স্বর্ন শুল্ক ছাড়া আনতে পারবেন।

18/06/2025

মাগরিব এর আযান মক্কা শরীফে

একজন ছোট বোনের আকুতি।  আমার ভাইকে খুঁজে দিন।  ১মাস ধরে সৌদিতে  নিখোঁজ রয়েছে সে  😥নাম আল-আমিন। রিয়াদ বাথা থাকতো।  কয়েকমাস...
16/06/2025

একজন ছোট বোনের আকুতি। আমার ভাইকে খুঁজে দিন।
১মাস ধরে সৌদিতে নিখোঁজ রয়েছে সে 😥
নাম আল-আমিন। রিয়াদ বাথা থাকতো। কয়েকমাস ধরে তার মানসিক সমস্যা দেখা দিচ্ছিল। তাকে দেশে আনার প্রস্তুতিও চলছিল। এরি মধ্যে তাকে ১ মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আল আমিনের সাথে গত ১মাস ধরে কোন রকম যোগাযোগ করতে না পেরে আমার মা এবং আমাদের পরিবার খুবই দুশ্চিন্তায় রয়েছে ।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি আল আমিনের খোন খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ কিংবা আমাদের ইনবক্সে জানানোর জন্য বিশেষ অনুরোধ করা গেল।
#যোগাযোগ 05664-48731 / 0566216042

বাবার নাম:জয়নাল আবেদিন,আব্দুল্লাহপুর কান্দাপাড়া,দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা।

ভাই কে খুঁজে পেতে শেয়ার করে সহায়তা করুন 🙏

13/06/2025

কি লিখব কোন ভাষা নাই তরতাজা প্রান গুলা প্রবাসে চলে যাচ্ছে নিরবে😭😭

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন! উনার বাসা সম্ভবত চাঁদপুরে উনি বিদেশে এসেছে পাঁচ থেকে ছয় মাস চলছে উনি বিবাহিত উন...
12/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন! উনার বাসা সম্ভবত চাঁদপুরে উনি বিদেশে এসেছে পাঁচ থেকে ছয় মাস চলছে উনি বিবাহিত উনার দুইটা বাচ্চা ও আছে বয়স সম্ভবত ৩০ থেকে ৩২ এখানেই একজন প্রবাসী যুদ্ধার সমাপ্তি 🥹🥹🥹

আল্লাহ বেহেস্ত নসিব দান করুক আমিন 🤲

আলহামদুলিল্লাহ
10/06/2025

আলহামদুলিল্লাহ

Address

Jeddah

Telephone

+966565367342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarek lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarek lifestyle:

Share