Honest Page Like Service - BD

Honest Page Like Service - BD Honesty is the best policy.

পৃথিবীতে দুই ধরনের থ্রিলার সিরিজ আছে।।1.Mouse2.বাকি সব থ্রিলার সিরিজএকটা কথা মনে রাখবেন......মাউস এর সাথে তুলনা করার মতে...
28/10/2025

পৃথিবীতে দুই ধরনের থ্রিলার সিরিজ আছে।।
1.Mouse
2.বাকি সব থ্রিলার সিরিজ
একটা কথা মনে রাখবেন......
মাউস এর সাথে তুলনা করার মতো এখনো কোন কিছু তৈরি হয়নি।

**Mild Spoilers** কাল রাতে জটিল একখানা সিনেমা দেখলাম। কিছু কিছু সিনেমা রয়েছে, যা মানুষের গতানুগতিক ধারার চিন্তার একদম বা...
28/10/2025

**Mild Spoilers**
কাল রাতে জটিল একখানা সিনেমা দেখলাম। কিছু কিছু সিনেমা রয়েছে, যা মানুষের গতানুগতিক ধারার চিন্তার একদম বাহিরের স্টাইলে তৈরি। যেটার প্লট থেকে নিয়ে সবকিছু হয় অপ্রত্যাশিত। এটা সেরকমই সিনেমা।
একজন লোক, যিনি হতে চান "বাক্স-মানব"। মানে তিনি একটা বাক্সের মধ্যে থাকেন, সেখানেই তার বসবাস, তিনি সেখান থেকেই দুনিয়াটা দেখেন। এই বাক্স-মানব হওয়ার জন্য সে তার পরিচয় থেকে নিয়ে সকল সামাজিকতার বিষয়বস্তু বর্জন করেছেন। তার পরিচয় একটাই; সে একজন বাক্স-মানব।
এমন বিরল এক কনসেপ্টের উপর তৈরি এই সিনেমা। যদিও এটা আসলে ১৯৭৩ সালের লেখা এক উপন্যাসের উপর বানানো হয়েছে।
Gakuryu Ishii পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন দুই হেভিওয়েট Masatoshi Nagase এবং Tadanobu Asano. অর্থাৎ এটা ২০০১ সালের কাল্ট পাংক ফিল্ম "Electric Dragon 80.000 V" এর রিউনিয়ন।
সিনেমা শুরু হয় একটা লাইন দিয়ে,
"The one who obsess over the box man, becomes the box man"
অর্থাৎ বাক্স-মানব কে নিয়ে যিনি অতিরিক্ত অবসেসড হন, তিনি নিজেই বাক্স-মানবে পরিণত হন। সো ফিল্ম দেখার সময় সাবধান। বাক্স-মানব কে নিয়ে বেশি ভাবলে আপনি নিজেই বাক্স-মানবে পরিণত হবেন। ঠিক যেমন আমি হয়েছি।
সিনেমায় অত্যাধিক পরিমানের বিকৃত যৌনতা রয়েছে। যা সোশ্যাল কমেন্টারির সাবজেক্ট ছিল।
সিনেমা শুরুর পর বেশকিছু সময় একটা লাইন ধরে আগে বাড়ছিলাম। কিন্তু হঠাৎ সিনেমা এমন মোড় নিলো যে কোথায় কী যাচ্ছে, কী হচ্ছে; কোন কিছুই বুঝে পাচ্ছিলাম। এই অস্পষ্ট ন্যারেটিভ টা অবশ্য ইশির ইচ্ছাকৃতভাবে তৈরি করা। এখানে সে অডিয়েন্সকে চ্যালেঞ্জ করেছেন বাক্স-মানবের অদ্ভুত এই সফরে।
সিনেমা জুড়ে রয়েছে বেশখানি মেটাফোর এবং সোশ্যাল স্যাটার। বলতে পারেন পুরো সিনেমাই একটা মেটাফোর। বসলেন আর বিনোদন পেলেন; এমন টাইপ সিনেমা নয়। বরং এটা দেখে মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে, আরো জানতে মন চাইবে।
ইশি এখানে এমন একটা ন্যারেটিভ তৈরি করেছেন, যেখানে তিনি আমাদের আঠার মত লেগে থাকতে বাধ্য করেছেন, আবার সহজভাবে কোন কিছু বুঝতেও দেননি। তবে সিনেমা যে এক্সট্রিম হাই কোয়ালিটির, এইটুকু অবশ্য খুব সহজেই বোঝা গেছে।
সিনেমা খুব দারুণ, তবে সবার জন্য নয়। কেউ দেখে হতাশ হলে পোস্টদাতা দায়ী নয়। আমার এটা ভীষণ ভালো লেগেছে।
The Box Man (2024, Japan)

🧧Film: The Long Walk (2025)🫀 Genre: Dystopian thriller 🎀 RT:88%       IMDB :7.0      PR:     8.0হরর সম্রাট স্টিফেন কিং এ...
28/10/2025

🧧Film: The Long Walk (2025)
🫀 Genre: Dystopian thriller
🎀 RT:88%
IMDB :7.0
PR: 8.0
হরর সম্রাট স্টিফেন কিং এর গল্প নিয়ে মুভি কম হয়নি, কিন্ত ভাল মুভি তার মধ্যে খুব ই কম।Hunger Games এর পরিচালকের Long Walk সেই ছোট লিস্টের লেটেস্ট মুভি।
Mild Spoiler
🀄Plot: যুদ্ধের পর আমেরিকায় চলছে সামরিক শাসন। প্রতি বছর Long Walk নামের একটা ম্যারাথন অনুষ্ঠানে অংশ নেয় দেশের তরুণরা।কিন্ত এই রেসের কোন ফিনিশ লাইন নেই। হাঁটার গতি কমে গেলে কিংবা থেমে গেলেই আপনার মাথার খুলি গুলি মেরে উড়িয়ে দেওয়া হবে।এইভাবে এই ম্যারাথন ততক্ষন চলবে, যতক্ষণ সবাই মরতে মরতে মাত্র একজন বেঁচে থাকবে !! বিজয়ী শুধু টাকাই পাবেনা, সাথে তার একটা ইচ্ছা পূরণ করা হবে।
🖍️ Review:
মুভিটা একটা স্লো বার্ন রোড মুভি বলা চলে। পুরো মুভি মেইনলি ডায়লগ বেজড,যেমনটা হওয়ার কথা এই গল্পে।
এইভাবেই চরিত্রগুলোর সাথে আপনার একটা ইমোশনাল বন্ড তৈরী হবে,তাই তাদের মৃত্যু হার্ড হিটিং লাগবে দর্শকের। যারা Shawshank Redemption, Green Mile দেখেছেন তাঁরা বুঝবেন King কত ভাল ইমোশন ক্রিয়েট করতে পারেন। তাই এরকম লম্বা বিল্ডপের পর এন্ডিং টা কিছুটা প্রেডিক্টবল হলেও মনে দাগ কেটে গেছে।
যদিও মুভির রান টাইম আরও কমানো যেত, কিন্ত তাতে মুভির মজা কমেনি আমার কাছে।
একটু ডিফরেন্ট টাইপের ড্রামা চাইলে দেখতে পারেন, ভাল লাগবে। তবে খুব বেশি সাসপেন্স ফাস্ট পেস চাইলে ভাল নাও লাগতে পারে।
Happy watching

Game of Thrones (2011)স্পয়লার নাই 🐲আজ হঠাৎ করেই মনে হলো এই সিরিজ নিয়ে আবার কথা বলি কারণ আমি প্রথম দেখেছিলাম ২০২০ সালে,...
16/10/2025

Game of Thrones (2011)
স্পয়লার নাই 🐲
আজ হঠাৎ করেই মনে হলো এই সিরিজ নিয়ে আবার কথা বলি কারণ আমি প্রথম দেখেছিলাম ২০২০ সালে, তখন ইংলিশে দেখেছি কারণ ডাব ছিল না। আমার ইংলিশ ভালো ছিল না, তাই কিছু কিছু জায়গায় বুঝতে কষ্ট হতো এখন সাবটাইটেল দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, তাই ইংলিশে আর তেমন সমস্যা হয় না। যেকোনো কিছু এখন ডাব + সাবটাইটেল দিয়েই দেখি।
প্রায় পাঁচ বছর হয়ে গেছে আবার রি-ওয়াচ শুরু করলাম এইবার ডাবিং প্লাস সাবটাইটেল দিয়ে ভাইরে ভাই বুঝতেই পারিনি কখন ছয় দিন উড়ে গেল ৭৫ ঘণ্টা ঘুম হারাম চোখের নিচে ডার্ক সার্কেল কফির কাপের পর কাপ শেষ আর আমি গেম অফ থ্রোন্সে হারিয়ে গেলাম আবারও
ভাবছিলাম গল্প জানি টুইস্ট মুখস্থ আছে এবার মজা কম হবে কিন্তু GOT এমন এক জিনিস যা শরীরে ঢুকলে বের হওয়া যায় না প্রতিটা চরিত্র বুকের ভিতর গিয়ে বসে প্রতিটা টুইস্ট মনে হয় হৃদয়ে হাতুড়ি পড়ছে আর আমি যেন সত্যি উইন্টারফেলের বরফে পা ডুবিয়ে আছি কিংস ল্যান্ডিংয়ের গরম বাতাস গায়ে লাগছে
এই সিরিজ শুধুমাত্র একটা শো না এটা এক আবেগ এক স্মৃতি এক নেশা যেটা থেকে বারবার ফিরে যেতে ইচ্ছে করে হয়তো কয়েক বছর পর আবারও দেখব কারণ এর মতো অভিজ্ঞতা আর কোথাও পাইনি ❤️

কখনো কখনো ‘অপেক্ষা’ই আমাদের সবচেয়ে বড় যাত্রা হয়ে ওঠেএকজন মানুষ, যার দেশে রাজনৈতিক বিপর্যয় আর সেই কারণে সে আটকে যায় এক আন...
16/10/2025

কখনো কখনো ‘অপেক্ষা’ই আমাদের সবচেয়ে বড় যাত্রা হয়ে ওঠে
একজন মানুষ, যার দেশে রাজনৈতিক বিপর্যয় আর সেই কারণে সে আটকে যায় এক আন্তর্জাতিক বিমানবন্দরে। না সে দেশে ফিরতে পারে, না সে বাইরে যেতে পারে। Spielberg-এর The Terminal সেই মানুষটার গল্প, যে জীবনের মানে খুঁজে নেয় "অপেক্ষার"মধ্যেই।
🔎 হালকা স্পয়লার 🔎
Viktor Navorski নামের এক সাধারণ মানুষ নিউইয়র্কের JFK এয়ারপোর্টে এসে জানতে পারে, তার দেশটিই এখন আর মানচিত্রে নেই। তাই তার ভিসা, পাসপোর্ট সবই অকার্যকর। তারপর শুরু হয় তার নতুন জীবন, যেখানে বিমানবন্দরটাই হয়ে ওঠে তার ঘর, বন্ধুত্বের জায়গা, আর টিকে থাকার যুদ্ধক্ষেত্র।
Tom Hanks এর অভিনয় অসাধারণ প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি নীরবতা এত বাস্তব যে মনে হবে, আপনিই হয়তো তার পাশে বসে আছেন। Steven Spielberg-এর পরিচালনা এখানে একদম কবিতার মতো,দুঃখের মাঝেও উষ্ণতা, হতাশার মাঝেও আশা।
🎬 The Terminal
📽️ Type: Comedy-Drama / Human Story
⭐ IMDb Rating: 7.4/10
⭐ Personal Rating: 9/10
👉 আপনার কি মনে হয়, মানুষ যদি জায়গায় আটকে যায়, তবুও কি আশা থেকে যায় কোথাও না কোথাও?

কেন ২০১৬ সালকে কোরিয়ার গোল্ডেন ইয়ার বলা হয়?🎬 ২০১৬ সালের কোরিয়ান ড্রামার তালিকা:----1. Descendants of the Sun2.Goblin (Gu...
09/10/2025

কেন ২০১৬ সালকে কোরিয়ার গোল্ডেন ইয়ার বলা হয়?
🎬 ২০১৬ সালের কোরিয়ান ড্রামার তালিকা:----
1. Descendants of the Sun
2.Goblin (Guardian: The Lonely and Great God)
3.The Legend of the Blue Sea
4.Moon Lovers: Scarlet Heart Ryeo
5.W (Two Worlds)
6.Uncontrollably Fond
7.Dr. Romantic
8.Signal
9.Weightlifting Fairy Kim Bok-joo
10 The K2
11.Bring It On, Ghost
12.Love in the Moonlight
13.Moorim School: Saga of the Brave
14.Hwarang: The Poet Warrior Youth
15.Cinderella and the Four Knights
16.Another Miss Oh
📽️ ২০১৬ সালের কোরিয়ান মুভির তালিকা:
1. to Busan
2.The Handmaiden
3.The Wailing
4.Master
5.The Age of Shadows
6.The Last Princess
7.A Violent Prosecutor
8.Tunnel
9.Operation Chromite
10.Luck-Key
11.The Truth Beneath
12.Canola
13.Seondal: The Man Who Sells the River
14.Fabricated City
15.My Annoying Brother
16.Pandora
17.Missing
18.Because I Love You
19.The Map Against the World
20 Inside Men: The Original
🎸GROUP🎸.....
এছাড়াও একই বছরেই কোরিয়া তাদের সেরা দুই Girls group কে পেয়েছে।
1.BLACKPINK
2.TWICE

Movie Name: The GodfatherDirector: Francis Ford CoppolaRelease Year: 1972Runtime: 2h 55mLanguage: EnglishGenre: Crime | ...
04/10/2025

Movie Name: The Godfather
Director: Francis Ford Coppola
Release Year: 1972
Runtime: 2h 55m
Language: English
Genre: Crime | Drama | Thriller
IMDb: 9.2/10
“শক্তি মানেই সবসময় বন্দুক নয়, অনেক সময় তা সম্মান আর বিশ্বাসের ভেতর লুকিয়ে থাকে।”
⛔ Spoiler Alert:
The Godfather হলো মাফিয়া পরিবার Corleone এর গল্প। Don Vito Corleone তার পরিবার ও ব্যবসা সামলাতে গিয়ে রাজনীতি, অপরাধ জগত আর বিশ্বাসঘাতকতার মুখোমুখি হন। একসময় তার ছেলে Michael অনিচ্ছা থাকা সত্ত্বেও এই অন্ধকার জগতে ঢুকে পড়ে। ধীরে ধীরে Michael-ই হয়ে ওঠে নতুন Godfather।
✅ পজিটিভ দিক:
1️⃣ অভিনয়
Marlon Brando ও Al Pacino এর অভিনয় এক কথায় অসাধারণ। প্রতিটি আবেগ ও অভিব্যক্তি গল্পকে গভীর করেছে।
2️⃣ ডিরেকশন
Francis Ford Coppola গল্পের গতি, আবহ এবং চরিত্র গঠনে দুর্দান্ত কাজ করেছেন। পুরো সিনেমা জুড়ে টানটান উত্তেজনা থাকে।
3️⃣ স্ক্রিপ্ট ও সংলাপ
সংলাপ গুলো গভীর, স্মরণীয় এবং প্রভাবশালী। প্রতিটি কথা যেন শক্তির প্রতীক।
4️⃣ সিনেমাটোগ্রাফি
আলো-ছায়ার ব্যবহার, সেট ডিজাইন এবং দৃশ্যগুলো সময়কে বাস্তব মনে করায়। মাফিয়া জগতকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
🚫 নেগেটিভ দিক:
⚠️ সিনেমার সময় দীর্ঘ হওয়ায় নতুন দর্শকের কাছে ধীর লাগতে পারে।
⚠️ অপরাধ জগতের রাজনীতি কিছু অংশে জটিল মনে হতে পারে।
🧭 শেষ কথায় বলি:
The Godfather শুধু মাফিয়া সিনেমা নয়, এটি পরিবার, ক্ষমতা আর উত্তরাধিকারের গল্প। শক্তি কিভাবে সম্পর্ককে বদলে দেয়, তার এক কালজয়ী চিত্র। সিনেমাটি সিনেমা ইতিহাসে এক অনন্য সৃষ্টি।
🎯 My Final Rating: 9.5 /10

স্মৃতিকে পুঁজি করে একজন সুস্থ মানুষকে কিভাবে সাইকোতে রূপান্তরিত করা যায়?🎬 THE KING OF PIGS (2022)®️ ⭐⭐⭐ ½ - (5)◾আরেকটি স...
01/10/2025

স্মৃতিকে পুঁজি করে একজন সুস্থ মানুষকে কিভাবে সাইকোতে রূপান্তরিত করা যায়?
🎬 THE KING OF PIGS (2022)
®️ ⭐⭐⭐ ½ - (5)
◾আরেকটি সাইকোলজিক্যাল কোরিয়ান ড্রামা দেখলাম যা মাউস এর মতো কিছুটা ভাইব দিচ্ছিলো। শুরু থেকে শেষ পর্যন্ত এই ড্রামাটি নিখুঁতভাবে বিল্ড আপ করেছে। ফুটে উঠেছে বন্ধুত্ব, ভালোবাসা, রহস্য, প্রতিশোধ সবকিছুই। ড্রামার শুরুতেই অডিয়েন্স এর মধ্যে একটা রহস্যের ছাপ তৈরি করবে। মাউস এরপর আমার দেখা সেরা ২য় সাইকোলজিক্যাল কোরিয়ান ড্রামা এটি.... ❤
✅ লাইট স্পয়লার ✅
◾প্রতিশোধ কতোটা ভয়ংকর হতে পারে?
মস্তিস্কই আমাদের নিয়ন্ত্রণ করে। আমাদের জীবনে এমন কিছু ঘটে যায়, যা আমরা আজীবন মনে রাখি। এমনকি কিছু স্মৃতি মস্তিস্কে গেঁথে রাখার কারনে আমরা দানবে পরিণত হই। ছেলে বাবাকে করে খুন, এই সবকিছুরই সূত্রপাত ঘটে মস্তিস্ক থেকে। ২০ বছর আগে দুজন বন্ধুর প্রতিনিয়ত স্কুলে বুলিং এর স্বীকার হতে হয়। একপর্যায়ে তাদের সাথে বুলিং এর মাত্রা অতিরিক্ত বেড়ে যায় এবং তাদের জীবন নরকে রূপান্তরিত হয়। ঠিক এমন সময় দুই বন্ধুর জীবনকে নরক থেকে বাঁচাতে আসে নতুন এক রক্ষক। অন্যদিকে দুই বন্ধুকে যারা স্কুলে বুলিং করছিলো, তাদের জীবনও নরকে পরিণত হতে যাচ্ছে।
◾সত্যি বলতে ড্রামাটি দেখাকালীন সময়ে ভাবছিলাম এমন অমানবিক নির্যাতনের কোন ক্ষমা হতে পারেনা। তবে এই ড্রামায় সম্পূর্ণ রহস্য তৈরি করবে একটি চরিত্র এবং সাইকোলজিক্যাল ভাইবটাকে প্রাণবন্ত করবে ডিটেক্টিভ চরিত্র। প্রত্যেকের অভিনয় খুবই ভালো ছিলো। বিশেষ করে হুয়াং কিউং মিন এবং চেওল চরিত্র জাস্ট ব্যুম। বুলিং, প্রতিশোধ এগুলো কতোটা ভয়ংকর হতে পারে তা ছিলো দেখার মতো। বিশেষ করে ড্রামার স্টোরি ও বিজিএম আলাদা ঘোরে ডুবিয়ে রাখবে। সিনেমাটোগ্রাফিও বেশ ভালো ছিলো।
◾গল্পতে কোন তাড়াহুড়ো করা হয়নি! যার কারনে আপনার কাছে কিছুটা স্লো বার্ন মনে হতে পারে। তবে একটু ধৈর্য নিয়ে দেখলে আপনি এই ড্রামা থেকে সেরাটাই পেয়ে যাবেন। বিশেষ করে এন্ডিং টা এতো ব্যতিক্রম এবং সুন্দর হয়েছে যা বলা বাহুল্য। অসাধারণ এন্ডিং ছিলো ড্রামাটির। এই ড্রামা দেখার পর কেউ বুলিং করার আগে অন্তত একবার ভেবে দেখবে। তাই দেরি না করে দেখে ফেলুন আরও একটি সেরা কোরিয়ান সাইকোলজিক্যাল ড্রামা..... ❤
▪️জনরা :- ক্রাইম - ড্রামা - মিস্ট্রি।
▪️আইএমডিবি :- ৭.৯ - ১০ - ৪৫১টি ভোট।
▪️মাইড্রামা লিস্ট :- ৮.৬ - ১০।
▪️এপিসোড :- ১ সিজন, ১২ টি এপিসোড।
▪️রান টাইম :- ৪০-৪৫ মিনিট প্রতি এপিসোড।
▪️গুগল রেটিং :- ৯৭ % পছন্দ করেছেন।
▪️ভাষা :- কোরিয়ান - হিন্দি ডাব এভেইলেবল।

Physics doesn't exist. Physics has never existed and will never exist.এমন কিছু কথা দিয়ে শুরু হওয়া কাহিনী এই three body ...
30/09/2025

Physics doesn't exist. Physics has never existed and will never exist.
এমন কিছু কথা দিয়ে শুরু হওয়া কাহিনী এই three body ড্রামা।
☀️Spoiler free review
♦️কেন physics exist করে না ?
♦️কেন কোনো বিজ্ঞানী সুই সাইড করার আগে এই কথাটা লিখে যাবে?...
♦️কেনো পৃথিবীর সব বিজ্ঞানীরা একে একে একই ভাবে সুই সাইড করছে?
♦️তাহলে কি সত্যিই physics exist করে না পৃথিবীতে??
কেমন যেনো রহস্যের জাল ঘিরে ধরছে না? পুরো রহস্যে ঘেরা এক চক্রের মতো পুরো বিশ্বের বিজ্ঞান কে ঘিরে ধরছে ।
এইসব রহস্যে সমাধান করতে এক পুলিশ অফিসার নিয়োগ দেয়া হয়। তার পিছনে সাহায্যের হাত থাকে এক বিজ্ঞানীর।
♦️♦️কি আছে এই রহস্যের মধ্যে? কি বেরিয়ে আসবে আমাদের সামনে? কোন সত্যটা আমরা জানতে যাচ্ছি?
♦️♦️ কোন অজানা জিনিস আমাদের তারা করে বেড়াচ্ছে?
♦️♦️ কেনো চারিদিকে এত অবাস্তব কান্ড??
সব কিছুর সমাধান নিয়েই এই ড্রামা তৈরী। খুবই সুন্দর ভাবে প্রতিটা জিনিসের ব্যখ্যা করা হয়েছে এখানে। পুরো কাহিনী একটু একটু করে জট খুলেছে। প্রথমে বোরিং লাগতে পারে কিন্তু ধীরে ধীরে এটি বেশ ইন্টারেস্টিং হয়ে উঠে।
যাদের sci-fi, thriller, mystery পছন্দ তাদের জন্য highly recommended । এটা slow burn টাইপের ড্রামা। ধৈর্য ধরে দেখতে পারলে পুরো আগুন 🔥.। একদম জোস এটা।
Drama : Three body

🎬 মুভির নাম: Gone Girl (2014)পরিচালক: David Fincherঅভিনয়: Ben Affleck, Rosamund Pike🔍 রিভিউ:Gone Girl একেবারে শুরু থেকে...
26/09/2025

🎬 মুভির নাম: Gone Girl (2014)
পরিচালক: David Fincher
অভিনয়: Ben Affleck, Rosamund Pike
🔍 রিভিউ:
Gone Girl একেবারে শুরু থেকেই আপনাকে ধরে রাখবে। এই মুভির কাহিনি শুরু হয় এক দম্পতির বিবাহবার্ষিকীতে, যখন স্ত্রী (Amy) হঠাৎ নিখোঁজ হয়ে যায়। স্বামী Nick সন্দেহভাজন হিসেবে ধরা পড়ে জনমত ও মিডিয়ার নজরে। কিন্তু ধীরে ধীরে গল্প এক ভয়ঙ্কর মোড় নিতে থাকে।
🎭 অভিনয়:
Rosamund Pike অসাধারণ অভিনয় করেছেন Amy চরিত্রে। তার ঠাণ্ডা মাথার স্মার্টনেস এবং রহস্যময় আচরণ এক কথায় দুর্দান্ত। Ben Affleck Nick-এর চরিত্রে যথেষ্ট বিশ্বাসযোগ্য ছিলেন।
🎬 পরিচালনা ও সিনেমাটোগ্রাফি:
David Fincher এর টান টান পরিচালনা মুভিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। ধীরে ধীরে রহস্য উন্মোচন করার ধরনটা একেবারে নিখুঁত।
🧠 প্লট ও থিম:
গল্পটি শুধু নিখোঁজ একজন স্ত্রীকে ঘিরে নয়, এটি সম্পর্ক, মিডিয়া ট্রায়াল, এবং মানুষের মুখোশ নিয়ে এক অসাধারণ মানসিক থ্রিলার। এটা আপনাকে চিন্তায় ফেলবেই—"আসলে সত্যিটা কী?"

সদ্য রিলিজ পাওয়া লিওনার্দো ডি'ক্যাপ্রিও  অভিনীত মুভি ' One Battle After Another ' চারিদিক থেকে সুপার পজিটিভ রিভিউ পাচ্ছে...
26/09/2025

সদ্য রিলিজ পাওয়া লিওনার্দো ডি'ক্যাপ্রিও অভিনীত মুভি ' One Battle After Another ' চারিদিক থেকে সুপার পজিটিভ রিভিউ পাচ্ছে। মনে হচ্ছে " Killers of the flower moon " এর পর লিওর আরেকটি মাস্টারপিস মুভি পেতে যাচ্ছি আমরা! এখন পর্যন্ত দর্শক-সমালোচকদের থেকে শতভাগ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে।
এখন পর্যন্ত এই মুভির রেটিং -
Imdb - 8.6/10 ( 6k+ votes )
letterboxd - 4.5/5 ( 80k+ votes )
Rotten Tomatoes - 98%
আশা করি ডি'ক্যাপ্রিওর বক্স-অফিসে প্রত্যাবর্তন ঘটবে এই মুভির মাধ্যমে।

Series : Alice In Borderland Season 3কালকে একবার সিরিজটা একা দেখে শেষ করছিলাম। আজকে ফ্রেন্ডদের সাথে আরেকবার দেখালাম। AIB...
26/09/2025

Series : Alice In Borderland Season 3
কালকে একবার সিরিজটা একা দেখে শেষ করছিলাম। আজকে ফ্রেন্ডদের সাথে আরেকবার দেখালাম। AIB আগের দুই সিজন আমার সবসময়ই ফেবারিট ছিলো। কোনো কমপ্লেইন নাই। S3 ও অনেক ভালো করছে। মাঙ্গার যেটা অরজিনাল রাইটার সেটাই নাকি রাখছে। এবারের প্রতিটা লেভেল ছিলো অনেক বেশি ক্যালকুলেটিভ আর টুইস্ট এ ভরা। এবারের মেইন Theme যেহুতু Joker কার্ড তাই গেম গুলা এর লেভেল গুলা সব ছিলো ইনডোর এর মধ্যে। সার্ভাইভাল এই সিরিজ এ লেভেল গুলো ছিলো ছোট ছোট টুইস্ট ভরা ছিল। ক্লাসিক কার্ড বেসড লেভেল গুলা পার করতে গেলে এইবার ফিজিক্যাল চেয়ে মেন্টালি বেশি ফাইট করা দেখাইছে। সিরিজের মেইন দুই ক্যারেক্টর Arisu & Usagi মধ্যকার কেমিস্ট্রি এবং অন্য ক্যারেক্টর গুলার একে ওপরের প্রতি বিশ্বাস রেখে সার্ভাইভাল লড়াই গুলো অনেক ভালো ছিলো। বেশ কিছু নতুন ক্যারেক্টর যোগ হইছে আর কিছু পুরোনো ক্যারেক্টর গল্পের প্রয়োজনে বাদ গেছে। টান টান উত্তেজনা নিয়ে ওভারঅল ভালো ছিলো শেষ এপিসোড পর্যন্ত 🔥
নেগেটিভ যে বিষয় গুলা লাগছে সব থেকে সিরিজটা আরো দুইটা এপিসোড রাখলে ভালো হতো। খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো মনে হবে। আর S1 & S2 তে ক্যারেক্টর মধ্যে আর প্রতিটা গেমের লেভেল এ যেমন ব্রুটালিটি ছিলো এবারের ব্রুটাল Death তুলনামূলক কম মনে হইছে।
পার্সোনাল রেটিং : ৭.৮/১০ 🃏

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Honest Page Like Service - BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Honest Page Like Service - BD:

Share