Desh Amar live TV

Desh Amar live TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Desh Amar live TV, TV Network, Dhaka.

Desh Amar Live TV: সুপারফুড হিসেবে পরিচিতি বিটরুট চাষে সফল শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের চরখোরাতলা গ্রামের কৃষক...
01/02/2023

Desh Amar Live TV: সুপারফুড হিসেবে পরিচিতি বিটরুট চাষে সফল শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের চরখোরাতলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক ভুইয়া। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস’র সমন্বিত কৃষি ইউনিটের সহায়তায় ১০শতক জমিতে বিট চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ তাঁর ক্ষেত থেকে সরাসরি বিট নিয়ে যাচ্ছেন।

আব্দুর রাজ্জাক ভুইয়া প্রতিবছর বিভিন্ন ধরণের সাধারণ সবজির চাষ করে থাকেন। এ বছর তিনি এসডিএস এর সমম্বিত কৃষি ইউনিটের সহযোগিতায় ১০ শতক জমিতে বিট রুটের চাষ করেন। প্রতি কেজি ৫০ টাকা দরে ৪৮০ কেজি বিটরুট বিক্রি করে তিনি ২৪০০০ টাকা পেয়েছেন। তার ১০ শতক জমিতে বিট রুট চাষ করতে খরচ হয়েছে প্রায় ৬০০০ টাকা। একবিঘা জমিতে বিটরুট চাষ করতে ২০-২৪ হাজার টাকা খরচ করে ৫০-৬০ হাজার টাকা লাভ করা সম্ভব বলে তিনি মনে করেন।
আব্দুর রাজ্জাক বলেন, বিটরুট চাষ করা অনেক সহজ। অক্টোবর-নভেম্বর মাসে জমি ৩-৪ বার চাষ দিয়ে শেষ চাষে সম্পূর্ণ সার ছিটিয়ে দিয়ে চাষ দিতে হবে। ৮-১০ দিন পর ১ কেজি বিটের বীজ ছিটিয়ে দিয়ে জমি হালকা করে মই দিতে হবে। জমি শুস্ক অবস্থায় ৩-৪ টি সেচের প্রয়োজন হয়। রোগ প্রতিরোধ ক্ষম হওয়ায় কীটনাশক স্প্রের প্রয়োজন হয় না। ৭০ দিন পর হতে বিট বাজারজাত করা যায়।

আব্দুর রাজ্জাক ভুইয়ার বিটরুটের ক্ষেত দেখতে এসে পাশের গ্রামের কৃষক আলমগীর সরদার জানান, এ বছর আমি মূলা, গাজরের চাষ করেছি কিন্তু বাজার দর ভালো না এবং চাহিদা কম। সেই তুলনায় বিটরুট প্রায় দ্বিগুন দামে বাজারে বিক্রি হচ্ছে। আমি মনে করি বিটের চাষ লাভজনক হবে এবং শরীরের জন্যেও বেশ উপকারী। সবকিছু ঠিক থাকলে আগামী বছর আমারও বিটরুট চাষ করার ইচ্ছা আছে।

হিরো আলম! পরিসংখ্যান বলছে,তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্ট...
30/01/2023

হিরো আলম!
পরিসংখ্যান বলছে,
তাকে দেখে হাহা রিএক্টের সংখ্যা দ্রুত কমে আসছে। দ্রুত কমে আসছে তুচ্ছতাচ্ছিল্য- উপহাস করা কমেন্টের সংখ্যাও ! সে এগিয়ে যাচ্ছে, আমরা মেনে নিচ্ছি! মেনে নিতে বাধ্য হচ্ছি, কেননা সে অযোগ্যতার উপর ভর করে যোগ্য হয়ে উঠছে, সে শূন্যের উপর দাড়িয়ে অসংখ্য সংখ্যা লিখছে।
অদূর ভবিষ্যতে আপনার বিশ্ববিদ্যালয়ে মোটিভেশান স্পিকার হিসেবে সে দাড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে যদি বলে বসে,
"হিরো আলম পারলে, আপনিও পারবেন!"
শুনে অবাক হবেন?
বিরুদ্ধ তুফান স্রোতে সাঁতরে কিভাবে নিজের স্বপ্নজয়ের পথে অক্লান্তভাবে ছুটতে হয় তা তিনি দেখাচ্ছেন, শেখাচ্ছেন!
আপনার একটি পোস্টে একটি বিরূপ কমেন্ট নিয়ে তর্ক বিতর্ক হলে সারাদিন আপনার শরীর রাগে গিজগিজ করে, আপনি একটি কাজে দু-তিনবার ফেল মারলেই হতাশা চলে আসে, আপনাকে নিয়ে আশপাশের কেউ কটুক্তি করলেই বিরক্তি আসে,থেমে যেতে ইচ্ছে করে। সেখানে এই মানুষটা কি করছে? আগুন নাহ? জাস্ট আগুন নাহ?
সব পুড়িয়ে দিচ্ছে! 💪🔥
তার প্রচেষ্টাকে আপনার সম্মান জানাতেই হবে, আজ না হয় পরশু, স্বইচ্ছায় অথবা বাধ্য হয়ে। কিন্তু সম্মান আপনাকে জানাতেই হবে!
নিরন্তর শুভকামনা
আশরাফুল ইসলাম (হিরো আলম)

যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত।
22/01/2023

যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত।

17/01/2023

আর কখনোই হবে না জেএসসি ও জেডিসি পরীক্ষা। সোমবার এই পরীক্ষা বাদ দেওয়ার সুপারিশ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

বিএসসি পাশ করা মেধাবী ছাত্র ,সাদ্দাম হোসেন সংসার চালাতে এখন ভ্যানচালক!!
17/01/2023

বিএসসি পাশ করা মেধাবী ছাত্র ,সাদ্দাম হোসেন সংসার চালাতে এখন ভ্যানচালক!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desh Amar live TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Amar live TV:

Share

Category