Diganta Today

Diganta Today সত্য ও সুন্দরের পক্ষে ✍️
(1)

কক্সবাজার জেলার মধ্যে ৪ টি আসনেই দাড়িপাল্লা বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি মনে করছেন সুশীল সমাজ।
04/11/2025

কক্সবাজার জেলার মধ্যে ৪ টি আসনেই দাড়িপাল্লা বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি মনে করছেন সুশীল সমাজ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)  আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আবদুল...
04/11/2025

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন আহমেদ।

প্রিয় পাঠক, আগামী নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে কে হতে পারেন আগামীর সংসদ সদস্য ❓ কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি ❓

#জামায়াত

30/10/2025

জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?
১. গণভোটের পক্ষে।
২. গণভোটের বিপক্ষে।

ড. হামিদ আযাদের বিশেষ প্রচেষ্টায় ধলঘাটের প্রধান সড়ক পুননির্মাণ ও কুতুবদিয়া সি-ট্রাক প্রকল্প অনুমোদন।৩০ কোটি টাকা ব্যয়ে ন...
26/10/2025

ড. হামিদ আযাদের বিশেষ প্রচেষ্টায় ধলঘাটের প্রধান সড়ক পুননির্মাণ ও কুতুবদিয়া সি-ট্রাক প্রকল্প অনুমোদন।
৩০ কোটি টাকা ব্যয়ে নাসিরের ডেইল-সাপমারা ডেইল সড়ক নির্মাণ; শিগগিরই কুতুবদিয়া সি-ট্রাক চালু হবে।
মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে। সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের বিশেষ যোগাযোগ ও প্রচেষ্টায় ধলঘাট ইউনিয়নের অন্যতম প্রধান সড়কটির পুনর্নির্মাণ অনুমোদন এবং কুতুবদিয়া সী-ট্রাক প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে।
মহেশখালী উপজেলার নাসিরের ডেইল থেকে সাপমারা ডেইল পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ছিল ভঙ্গুর ও কর্দমাক্ত। এর ফলে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, রোগী, কৃষক, জেলে ও লবণচাষীরা দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
জনদুর্ভোগ লাঘবে ড. হামিদ আযাদের আবেদনের প্রেক্ষিতে সড়কটির পুনর্নির্মাণের অনুমোদন মঞ্জুর করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মামুন খান বলেন, "ধলঘাটের ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল হওয়ায় সেখানে সড়ক নির্মাণে বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে। আনুমানিক ৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবিত হয়েছে। জাইকা ফান্ডের আওতায় এক মাসের মধ্যেই সড়ক নির্মাণকাজ শুরু হবে।"
ধলঘাটের সড়ক অনুমোদন প্রসঙ্গে সাবেক সাংসদ ড. এইচ এম হামিদুর রহমান আযাদ তাঁর প্রতিক্রিয়ায় মহেশখালী ও কুতুবদিয়ার সার্বিক উন্নয়নে নিরলস কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি জানান, তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর মহেশখালী ও কুতুবদিয়ায় ফেরী চালুর জন্য আবেদন করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "ইতিমধ্যে মহেশখালীতে সী-ট্রাক চালু হয়েছে। খুব শিগগিরই কুতুবদিয়া সী-ট্রাক চালু হবে, ইনশাআল্লাহ। এছাড়া মগনামা জেটি মেরামতের কাজও বাস্তবায়নের পথে।"
ড. আজাদ আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা গত ৫ আগস্ট তাঁকে আপাতত ‘সী-ট্রাক’ এবং পরবর্তীতে ফেরী চালুর জন্য প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালী-কুতুবদিয়া দ্বীপের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি মগনামা-কুতুবদিয়া ফেরি সা

শনিবারের বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বানআগামী ২৫ অক্টোবর (শনিবার) সকল মহানগরী ও বিভাগীয় সদরে পূর্ব ঘোষিত ...
23/10/2025

শনিবারের বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান

আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকল মহানগরী ও বিভাগীয় সদরে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৩ অক্টোবর এক বিবৃতি দিয়েছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫-দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং ৩ দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবিসমূহ হলো-
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঘোষিত ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর (শনিবার) সকল মহানগরী ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

21/10/2025

নোয়াখালীতে শিবিরের উপর হামলা নিয়ে অগ্নিঝরা বক্তব্য ||নুরুল ইসলাম সাদ্দাম

কেন্দ্রীয় নায়েবে আমীরের সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের সাক্ষাৎমানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকগণ জাতি ও সমাজ গঠনে অনন্য ভূমিকা ...
21/10/2025

কেন্দ্রীয় নায়েবে আমীরের সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের সাক্ষাৎ

মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকগণ জাতি ও সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করেন- Professor Mujibur Rahman

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের মূল ভিত্তি হলো শিক্ষক সমাজ। মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকগণ জাতি ও সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করেন। তাঁদের অবহেলা করে কোনো দেশ বা সমাজের উন্নয়ন সম্ভব নয়।”

তিনি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের মাধ্যমে আংশিকভাবে দাবি আদায় করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আন্দোলনকারী সকল শিক্ষককে আন্তরিক অভিনন্দন জানান।

আজ ২১ অক্টোবর সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আগত শিক্ষক নেতৃবৃন্দের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এবিএম ফজলুল করিম, জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক আ. জ. ম. কামাল উদ্দিন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর মাতব্বর, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. সাখাওয়াত হোসেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি মো. নূরুল আমিন হেলালী, সহ-সভাপতি মো. রকিবুল হাসান ও মো. মিজানুর রহমান মাহীন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান হানিফ, প্রেসিডিয়াম সদস্য আবু তালেব সোহাগ, সদস্য মো. আমজাদ হোসেন, মো. হাবিবুল্লাহ, মো. তোফাজ্জল হোসেন এবং ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. গোলাম আযম প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষকগণ যাতে সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য তাঁদের প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা দিতে হবে। তিনি বলেন, উন্নত দেশগুলোতে জাতীয় বাজেটের গড়ে ৭ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়, অথচ আমাদের দেশে তা মাত্র ১.৬৭ শতাংশ—যা জাতির জন্য লজ্জাজনক। আগামী বাজেটে অন্তত ৩ থেকে ৪ শতাংশ শিক্

ডুমুরিয়ায় ইউনিয়ন ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশআগামী নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে— মিয়া গোলাম প...
21/10/2025

ডুমুরিয়ায় ইউনিয়ন ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশ

আগামী নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে
— মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মাধ্যমে নতুনভাবে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী না হয়ে ওঠে— সে লক্ষ্যে জনপ্রশাসন, মাঠপর্যায়ের প্রশাসন, বিচারব্যবস্থা, ইলেক্টোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অঙ্গকে পুনর্গঠন করা হয়েছে।

সরকার ছয়টি কমিশন করে বহু সংস্কার প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে আমরা সব রাজনৈতিক দল একত্রে আলাপ-আলোচনার মাধ্যমে মোট ৮৪টি বিষয়ে একমত হয়েছি। এটি জুলাই চার্টার হিসেবে গণ্য করা হয়েছে। আরও প্রায় ২০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, কীভাবে আরও সহজভাবে কিছু বিষয় যুক্ত করা যায়। এখন সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে, যার ওপর নির্ভর করে আগামী নির্বাচিত সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।

সরকার ও ঐকমত্য কমিশন প্রধান হিসেবে আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি— আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির, অফিস সম্পাদক শাহজালাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য বি. এম. আলমগীর হোসেন, আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন, শেখ বেলাল হোসেন, তৈয়েবুর রহমান জোয়ার্দার প্রমুখ।

সকাল সাড়ে

21/10/2025

যারা মসজিদ কে শুধুমাত্র নামাজের জন্য নির্ধারিত স্থান মনে করেন তাদের জন্য এ ভিডিও! ড. আব্দুল্লাহ মোঃ জাহাঙ্গীর (রঃ)।

20/10/2025

উপদেষ্টা-সচিবরা দলবাজি করতে চাইলে রিজাইন দিয়ে রাজনীতির মাঠে আসেন : মাওলানা রফিকুল ইসলাম খান

প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে সোমবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

20/10/2025

আজ সন্ধ্যা ৭ ঘটিকায় কোনাখালী ইউনিয়ন ছাত্রদলের সম্মেলনে দুই গ্রুপে সংঘর্ষে ৪ জন গুরতর আহত। তাদেরকে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকাস্থ ইইউ ডেপুটি চীফ এর সঙ্গে জামায়াতের মহিলা বিভাগীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎআজ ২০ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় ব...
20/10/2025

ঢাকাস্থ ইইউ ডেপুটি চীফ এর সঙ্গে জামায়াতের মহিলা বিভাগীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আজ ২০ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ইউরোপিয়ান ইউনিয়নের ডেপুটি চীফ বাইবা জারিনার আমন্ত্রণে ঢাকাস্থ ইইউ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

এ প্রতিনিধি দলে ছিলেন মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি এড. সাবিকুন্নাহার মুন্নি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে নারী সমাজের ইতিবাচক ভূমিকা পালনের বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Diganta Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diganta Today:

Share