Digital Glaze

Digital Glaze With a passion for creative design and data-driven strategies, We specialize in banner design, digital marketing, and brand growth.

🎯যারা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবতেছেন কিন্তু বিশ্বস্ত কোন বুস্টিং এজেন্সি পাচ্ছেন না, তারা আর দেরি না করে এখনি মেসে...
24/02/2025

🎯যারা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবতেছেন কিন্তু বিশ্বস্ত কোন বুস্টিং এজেন্সি পাচ্ছেন না, তারা আর দেরি না করে এখনি মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপে।

আমাদের সেবা গুলু হচ্ছে :

✅ লোগো এবং ব্যানার এড ডিজাইন + ওয়েব ডিজাইন
✅ ফেসবুক পোস্ট বুস্ট / ভি‌ডিও বুস্ট ।
✅ প্রফেশনাল পেইজ সেট-আপ এবং ম্যানেজমেন্ট
✅ গুগল এ্যাড এবং এ্যাপস ইনস্টল!!

🎯 টার্গেটেড কাস্টমার অনুযায়ী বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
🎯 বয়স,জেন্ডার, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
🩸 লোকেশান অনুযায়ী বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।

🤝যাদের লাগবে সরাসরি ইনবক্সে মেসেজ দেন🔹
🔘অথবা🔲🔲WhatsApp : +88016756356
Only trusted person 🤝

গুগল অ্যাপ প্রোমোশন বিজ্ঞাপন ব্যবসা এবং ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করতে সাহায্য করে,আপনার অ্যাপের প্রোমোশনের জন্য কি দক্ষ ...
22/02/2025

গুগল অ্যাপ প্রোমোশন বিজ্ঞাপন ব্যবসা এবং ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করতে সাহায্য করে,
আপনার অ্যাপের প্রোমোশনের জন্য কি দক্ষ এবং কার্যকর অ্যাড কৌশল খুঁজছেন? সঠিক লক্ষ্যবস্তু এবং আকর্ষণীয় কন্টেন্টের মাধ্যমে কম খরচে ইন্সটল পাওয়া সম্ভব।

আমার সার্ভিসে যা পাচ্ছেন:
🔥 কম খরচে সর্বাধিক ইন্সটল 📲
🔥 সঠিক অডিয়েন্স টার্গেটিং 🎯
🔥 প্রফেশনাল এবং কাস্টম কন্টেন্ট 📢
🔥 রিয়েল-টাইম রিপোর্ট এবং আপডেট 📊

✅ ফ্রী সাজেশন / কনসালটেন্সি সকলের জন্য উন্মুক্ত!!

আপনার এ্যাপের প্রমোশন এবং ভালো ফলাফল পেতে এখনই যোগাযোগ করুন! 🚀
Call/Message: 01675-263356 (WhatsApp)


Easy for Live 🤙🤙
10/12/2024

Easy for Live 🤙🤙

We are going to work on digital marketing. Welcome everyone!!🕴🤝
29/05/2023

We are going to work on digital marketing. Welcome everyone!!🕴🤝

27/01/2022

গ্রাফিক ডিজাইন ভিজ্যুয়াল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আর তাই বিভিন্ন প্রতিষ্ঠান–ব্যক্তির যোগাযোগ ও ব...

গ্রাফিক্স ডিজাইনে কালার সেঞ্চ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কালার সম্পর্কে আপনার যদি ভাল জ্ঞান না থাকে তাহলে কখনোই আপনি আপনার ...
09/01/2022

গ্রাফিক্স ডিজাইনে কালার সেঞ্চ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কালার সম্পর্কে আপনার যদি ভাল জ্ঞান না থাকে তাহলে কখনোই আপনি আপনার ডিজাইন কে ফুটিয়ে তুলতে পারবেন না ।

কালার নিয়ে কথা বলতে হলে অনেক কিছু লিখতে হবে, আজ শুধুমাত্র একদম নতুনদের জন্য তুলে ধরলাম কালারের প্রকারভেদ এবং কোন কালরটা কোন ক্যাটাগরির।

আশা করি পরবর্তী সময়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে।

ধন্যবাদ

শর্টকাট কি ( Adobe Photoshop):এডিট ফটোশপ ( Adobe Photoshop) এ বেশ কিছু শর্টকাট কি আছে যা আপনার কাজের গতিকে আরও বাড়িয়ে দি...
05/01/2022

শর্টকাট কি ( Adobe Photoshop):

এডিট ফটোশপ ( Adobe Photoshop) এ বেশ কিছু শর্টকাট কি আছে যা আপনার কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। একদম বেসিক থেকে ডিটেইলে কিছু শর্টকাট তুলে ধরবো, আশা করি কজে লাগবে।

টুলস ভিত্তিক শর্টকাটঃ

Eraser Tool এর জন্য আপনাকে শর্টকাট চাপতে হবে ( E )

Cycle Screen Modes পর্দা জুড়ে ফটোশপকে দেখতে চাপুন ( F )

Gradient / Paint Bucket Tool এর জন্য আপনাকে চাপতে হবে ( G )

Hand Tool পেতে আপনি চাপবেন ( H )

Eyedropper / Sampler / Measure Tool এর জন্য কি-বোর্ড থেকে চাপুন ( I )

Spot Healing / Healing / Patch / Red Eye এর ক্ষেত্রে চাপুন ( J )

Slice Tool এর জন্য ( K )

Lasso Tool পেতে ( L )

Marquee Tool পাবার জন্য ( M )

Notes / Audio Annotation Tool ব্যবহারে ( N )

Dodge / Burn / Sponge Tool এর ক্ষেত্রে ( O )

Pen / Free form Pen Tool এর জন্য ( P )

Standard / Quick Mask Mode পেতে ( Q )

Blur / Sharpen / Smudge Tool পেতে চাপুন ( R )

Clone / Pattern Stamp Tool এর ক্ষেত্রে ( S )

Type Tool (Vertical / Horizontal) পেতে ( T )

Shape Tool এর জন্য ( U )

Move Tool এর ক্ষত্রে ( V )

Magic Wand Tool ব্যবহারে ( W ) চাপুন

Switch Colors পেতে হলে ( X )

History / Art History Brush Tool ব্যবহারে ( Y )

Zoom Tool এর জন্য ( Z )

Hand Tool (toggle) এর ক্ষেত্রে ( Space চেপে ধরে কাজ করুন )

কাজের ভিত্তিতে শর্টকাটঃ

ফাইল ওপেন করতে WINDOWS এর ক্ষত্রে – CTRL + O এবং Mac এর জন্য- CMD + O

ফাইল সেইভ করতে WINDOWS এর ক্ষেত্রে – CTRL + S এবং Mac এর জন্য – CMD + S

ফাইল ক্লোজ করতে WINDOWS এ – CTRL + W এবং Mac এ – CMD + W

সিলেকশান কপি করতে WINDOWS এ – CTRL + C এবং Mac এ – CMD + C

সিলেকশান পেষ্ট করতে WINDOWS এ – CTRL + V এবং Macএ – CMD + V

ফিরিয়ে আনতে WINDOWS এ – CTRL + ALT + Z এবং Mac এ – CMD + ALT + Z

ইনভার্স সিলেকশন WINDOWS এ– CTRL + I এবং Mac এ– CMD + I

সিলেকশান বন্ধ করতে WINDOWS এ – CTRL + D এবং Mac এ – CMD + D

সর্ব কিছু সিলেক্ট করতে WINDOWS এ – CTRL + A এবং Mac এ – CMD + A

স্বাধীনভাবে রুপান্তর করতে WINDOWS এ – CTRL + T এবং Mac এ – CMD + T

আজ এ প্রর্যন্তই, সামনে আরও বিস্তারিত কিছু শর্টকাট তুলে ধরবো ইনশাআল্লাহ। লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

ধন্যবাদ।

অ্যাডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator) গ্রাফিক্স ডিজাইন ভূবণে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পোগ্রাম।  এটি একটি ভেক্টর ...
02/01/2022

অ্যাডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator) গ্রাফিক্স ডিজাইন ভূবণে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পোগ্রাম। এটি একটি ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অ্যাডোবি সিস্টেম এর অনেক গুলো গ্রাফিক্স প্রোডাক্টের মধ্যে এটি একটি।

আজ এই জনপ্রিয় প্রোগ্রামের কিছু জানা-অজনা তথ্য শেয়ার করবো, আশা করি নতুনদের বেশ কাজে লগবে।

অ্যাডোবি ইলাস্ট্রেটর পরিচিতিঃ

অ্যাডবি ইলাস্ট্রেটর প্রথমিক সংস্করন হয় ১৯ মার্চ ১৯৮৭, বর্তমানে আপডেট সংস্করন সি সি (2014) যা ১৮ জুন ২০১৪ সালে বের হয়। বর্তমানে বাজারে সি সি ২০২২ পাওয়া যাচ্ছে, আপনার কম্পিউটারের কনফিগারেশন এর উপর নির্ভর করে আপনি ২০১৯/২০২০/২০২১/২০২২ ব্যাবহার করতে পারেন।

অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যাবহারের সুবিধাসমূহঃ

ইলাস্ট্রেটর এ কাজ করার প্রধান সুবিধা হলো এটি ভেক্টর ভিত্তিক হওয়ায় এর অবজেক্ট গুলোকে ইচ্ছে মতো ছোট বা বড় করা যায় এবং সেগুলো ফেটে যায়না।
ইলাস্ট্রেটর ও অ্যাডবি ফটোসপের মধ্যে পার্থক্য থাকলেও বেশ কিছু মিল আছে। ইলাস্ট্রেটর ভেক্টর ভিত্তিক প্রোগ্রাম এবং ফটোশপ পিক্সেল ভিত্তিক তবে এদের বেশ কিছু টুলের ব্যাবহার একই রকম।
অ্যাডবি ফটোসপ টুল নিয়ে বিস্তারিত আমাদের পেইজ Graphic Glaze (https://www.facebook.com/graphicglaze/) এ পাবেন।

এছাড়া ইলাস্ট্রেটর বেশি ব্যবহার করা হয় প্রিন্ট মিডিয়ার কাজ করার জন্য। যেখানে ফটোশপ ব্যবহার করা হয় ফটো এডিটিং, ইমেজ ইফেক্ট ও মেনুপুলেশনের কাজে।

অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজসমূহঃ

ইলাস্ট্রেটর প্রোগ্রাম দারা লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বুক কভার, বিজনেস কার্ড, যে কোন ধরনের অবজেক্ট অথবা সেইপ ডিজাইন, আইকন ডিজাইন, এমনকি কার্টুনের চরিত্রগুলো ডিজাইন করা যায়।সুতরাং আশেপাশের প্রায় সকল প্রয়োজনীয় কাজ এ প্রোগ্রামের মাধ্যমে করা যায়।

আশা করি কিছু ধারণা দিতে পেরেছি, আমাদের পেইজ Graphic Glaze (https://www.facebook.com/graphicglaze/) এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
ধন্যবাদ

আছ ছালামু আলাইকুম,নতুন কম্পিউটার কেনা অথবা আপডেট করার ক্ষেত্রে হার্ডওয়ার  সম্পর্কে কিছু ধারণা রাখা ভালো,তাই আজ তুলে ধরবো...
31/12/2021

আছ ছালামু আলাইকুম,

নতুন কম্পিউটার কেনা অথবা আপডেট করার ক্ষেত্রে হার্ডওয়ার সম্পর্কে কিছু ধারণা রাখা ভালো,তাই আজ তুলে ধরবো কম্পিউটার RAM সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য। আমাদের কম্পিউটার বেসিক টার্মে একটি পারফেক্ট পিসি বানাতে যেসকল বিষয়ে ধারনা রাখা উচিৎ তা তুলে ধরার চেষ্টা করবো, আশা করি সাথেই থাকবেন।

টপিক ০১ঃ কম্পিউটার হার্ডওয়ারঃ RAM (Random Access Memory)

প্রথমেই বলি RAM বলা চলে এটিই চালায় আপনার প্রিয় যন্ত্রটিকে। কম্পিউটারের কাজের গতির একটা বড় অংশ নির্ভর করে এটির উপর। গেইম অথবা গ্রাফিকস ডিজাইন এর ভারি কাজগুলো করতে যেটুকু RAM লাগবে তা আপনার পিসিতে না থাকলে ঐ কাজ আপনি করতে পারবেন না, সুতরাং বুঝতেই পারতেছেন এর গুরুত্ব!
কোনো ফাইল সেইভের আগ পর্যন্ত অস্থায়ী স্নৃতি ভান্দার হিসেবে কাজ করে। কোন প্রোগ্রাম রান হলে আগে সেটা RAM এ আসে তারপর ওপেন হয়। তাই যত বেশি RAM ততো ভালো কাজ।

র‌্যাম এর বাস স্পীড বেশী হলে কম্পিউটারের গতি বেশী হয়। বাজারে বিভিন্ন প্রকার র‍্যাম আছে। যেমন- DDR-1, DDR-2, DDR-3 (এই গুলো অনেকটা পূরাতন হয়ে গেছে)। অবশ্য বাজারে প্রচলিত সমর্থিত মাডারবোর্ড গুলো DDR-4, DDR-5 সাপোর্ট করছে। মাডারবোর্ড ক্রয়ের সময় এর প্যাকেটের উপর ম্যানুয়াল উল্লেখ থাকে কি ধরনের র‌্যাম সাপোর্ট করবে ও কত জিবি পর্যন্ত একসেস করা যাবে। তবে অধিকাংশ মাডারবোর্ড গুলো ১৬ জিবি পর্যন্ত র‌্যাম সাপোর্ট করছে। ৬৪ জিবি পর্যন্তও সাপোর্টেড পাবেন।

শুধু জিবি হিসাব করলেই হবে না, সাথে আপনার র‌্যামের বাসস্পীড ভাল হতে, যে র‍্যাম এর বাস স্পীড যত বেশি সেই র‍্যাম তত দ্রুত কাজ করতে পারে।আবার আপনি আপনার মাদারবোর্ডে যতটুকু Bus Speed এর RAM সাপোর্ট করে, আপনি ততটুকু Bus Speed এর RAM কিনুন। কারন আপনি যদি তার থেকে বেশি Bus Speed এর RAM কিনেন তাহলে তা সম্পূর্ণ কাজ করবে না। বর্তমানে র‌্যামের বাস স্পীড গুলো হচ্ছে 1600 MHZ হইতে 3200 MHZ পর্যন্ত।

যারা ৪ জিবি কিংবা তার বেশী র‌্যাম ব্যবহার করবেন তাদের একত্রে ১ টি র‌্যাম ক্রয় না করে খন্ড খন্ড ২ টি র‌্যাম ক্রয় করা ভাল হবে। অবশ্য এতে একটু খরচ বেশি পড়লেও লাভ আপনারই হবে। যেমনঃ একত্রে ১ টি ৪ জিবির র‌্যাম একটি নষ্ট হলে ৪ জিবির অবশিষ্ট একটি র‌্যাম কাজে লাগাতে পারবেন।

ওকে আজ এ পর্যন্তই, আশা করি আপনাদের একটা বেসিক ধারণা দিতে পেরেছি।

ধন্যবাদ!

26/12/2021
গ্রাফিক্স ডিজাইন ভূবণে অন্যতম প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার এডবি ফটোশপ।ফটো এডিটিং থেকে শুরু করে, আপনি নিমন্ত্রণ ক...
26/12/2021

গ্রাফিক্স ডিজাইন ভূবণে অন্যতম প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার এডবি ফটোশপ।
ফটো এডিটিং থেকে শুরু করে, আপনি নিমন্ত্রণ কার্ড, বিজনেস কার্ড, পোস্টার, এবং আরো অন্যান্য গ্রাফিক্স ডিজাইন প্রযেক্ট তৈরী করতে পারেন ফটোশপে।
এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ যা করার জন্য আপনাকে ফটোশপের সাহায্য নিতে হবে।
যেমনঃ আপনি পুরাতন ফটো পুনরুদ্ধার করতে পারেন,
যেকোনো ছবির রং পরিবর্তন করতে পারেন,ফোটোগ্রাফির ভুল সংশোধন করতে পারেন,সু-কৌশলে টেক্সট অথবা ওয়র্ডের সঙ্গে গ্রাফিক্স একত্রিত করতে পারেন,ছবিতে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন এবং আপনি টি-শার্ট ডিজাইন করতে পারবেন।
সুতরাং আজই এই সফটওয়্যারটি আপনার কালেকশনে রাখতে পারেন।
ধন্যবাদ।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Digital Glaze posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Glaze:

Share