31/12/2021
আছ ছালামু আলাইকুম,
নতুন কম্পিউটার কেনা অথবা আপডেট করার ক্ষেত্রে হার্ডওয়ার সম্পর্কে কিছু ধারণা রাখা ভালো,তাই আজ তুলে ধরবো কম্পিউটার RAM সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য। আমাদের কম্পিউটার বেসিক টার্মে একটি পারফেক্ট পিসি বানাতে যেসকল বিষয়ে ধারনা রাখা উচিৎ তা তুলে ধরার চেষ্টা করবো, আশা করি সাথেই থাকবেন।
টপিক ০১ঃ কম্পিউটার হার্ডওয়ারঃ RAM (Random Access Memory)
প্রথমেই বলি RAM বলা চলে এটিই চালায় আপনার প্রিয় যন্ত্রটিকে। কম্পিউটারের কাজের গতির একটা বড় অংশ নির্ভর করে এটির উপর। গেইম অথবা গ্রাফিকস ডিজাইন এর ভারি কাজগুলো করতে যেটুকু RAM লাগবে তা আপনার পিসিতে না থাকলে ঐ কাজ আপনি করতে পারবেন না, সুতরাং বুঝতেই পারতেছেন এর গুরুত্ব!
কোনো ফাইল সেইভের আগ পর্যন্ত অস্থায়ী স্নৃতি ভান্দার হিসেবে কাজ করে। কোন প্রোগ্রাম রান হলে আগে সেটা RAM এ আসে তারপর ওপেন হয়। তাই যত বেশি RAM ততো ভালো কাজ।
র্যাম এর বাস স্পীড বেশী হলে কম্পিউটারের গতি বেশী হয়। বাজারে বিভিন্ন প্রকার র্যাম আছে। যেমন- DDR-1, DDR-2, DDR-3 (এই গুলো অনেকটা পূরাতন হয়ে গেছে)। অবশ্য বাজারে প্রচলিত সমর্থিত মাডারবোর্ড গুলো DDR-4, DDR-5 সাপোর্ট করছে। মাডারবোর্ড ক্রয়ের সময় এর প্যাকেটের উপর ম্যানুয়াল উল্লেখ থাকে কি ধরনের র্যাম সাপোর্ট করবে ও কত জিবি পর্যন্ত একসেস করা যাবে। তবে অধিকাংশ মাডারবোর্ড গুলো ১৬ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করছে। ৬৪ জিবি পর্যন্তও সাপোর্টেড পাবেন।
শুধু জিবি হিসাব করলেই হবে না, সাথে আপনার র্যামের বাসস্পীড ভাল হতে, যে র্যাম এর বাস স্পীড যত বেশি সেই র্যাম তত দ্রুত কাজ করতে পারে।আবার আপনি আপনার মাদারবোর্ডে যতটুকু Bus Speed এর RAM সাপোর্ট করে, আপনি ততটুকু Bus Speed এর RAM কিনুন। কারন আপনি যদি তার থেকে বেশি Bus Speed এর RAM কিনেন তাহলে তা সম্পূর্ণ কাজ করবে না। বর্তমানে র্যামের বাস স্পীড গুলো হচ্ছে 1600 MHZ হইতে 3200 MHZ পর্যন্ত।
যারা ৪ জিবি কিংবা তার বেশী র্যাম ব্যবহার করবেন তাদের একত্রে ১ টি র্যাম ক্রয় না করে খন্ড খন্ড ২ টি র্যাম ক্রয় করা ভাল হবে। অবশ্য এতে একটু খরচ বেশি পড়লেও লাভ আপনারই হবে। যেমনঃ একত্রে ১ টি ৪ জিবির র্যাম একটি নষ্ট হলে ৪ জিবির অবশিষ্ট একটি র্যাম কাজে লাগাতে পারবেন।
ওকে আজ এ পর্যন্তই, আশা করি আপনাদের একটা বেসিক ধারণা দিতে পেরেছি।
ধন্যবাদ!