
14/02/2023
প্রিয় ভাই ও বোনেরা ,
ইতিহাসের সবথেকে কঠিন ও ভয়াবহ অবস্থার সম্মুখীন তুরষ্ক। তাদের এই মহা বিপদে আসুন আমরা হাতে হাত মিলিয়ে তাদের সাহায্য করি,
রিহ্যাবিলিটেশন অফ হিউম্যানিটি তথা ROH ফাউন্ডেশন তুরষ্ক এম্বাসির মাধ্যমে আমরা ত্রান পাঠানোর উদ্দোগ নিয়েছে। আমি নিজে সাধ্যমত দিয়েছি, আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করুন নিম্নোক্ত মোবাইল নম্বর ও চৌড়হাঁস মোড় ROH ফাউন্ডেশনের প্রধান কর্যালয়ে।
ত্রান সহায়তা পাঠানোর সময়সীমা সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা এবং ১৭ তারিখ পর্যন্ত আগ্রহীগন সাধ্য মত সহায়তা প্রদান করুন
প্রয়োজনে :-
01307336138
অথবা
01957006147