Cute kid azaan

Cute kid azaan Entertainment
(2)

জীবন যেন এক দীর্ঘ নদী—নকশা আঁকা ছিল মনের কাগজে,কিন্তু স্রোত চলে গেছে অচেনা মোহনায়।আমি ভেবেছিলাম—যেমনই হোক, অন্তত ভেতরে ক...
31/08/2025

জীবন যেন এক দীর্ঘ নদী—
নকশা আঁকা ছিল মনের কাগজে,
কিন্তু স্রোত চলে গেছে অচেনা মোহনায়।
আমি ভেবেছিলাম—
যেমনই হোক, অন্তত ভেতরে কিছুটা শান্তি থাকবে,
কিন্তু হায়!
শান্তি যেন মরুভূমির মরীচিকা—
দূর থেকে ডাক দেয়, কাছে এলে মিলিয়ে যায়।

চলতে থাকা এই জীবন—
চাকার মতো ঘুরছে, থামছে না কখনো,
তবু ঘূর্ণনের শব্দে
আমার আত্মা আরও ক্লান্ত হয়ে যায়।
আকাশ আছে, বাতাস আছে,
কিন্তু ছায়াহীন এক পথিক হয়ে
হেঁটে যাচ্ছি আমি এক অনন্ত রাস্তায়।

ভেতরে চলছে এক যুদ্ধ—
এক নিরব যুদ্ধ, নিঃশব্দ রক্তপাত,
যেখানে শত্রুও আমি, সৈন্যও আমি,
বিজয়ী হলে আমি, পরাজিতও আমি।
কেউ দেখে না এই অগ্নিকুণ্ড,
দেখলেও বুঝতে পারবে না—
কারণ এ লড়াইয়ের নাম অস্তিত্ব।

এখানে থামার সুযোগ নেই,
পিছু হটার অনুমতি নেই।
জীবনের আদালতে রায় একটাই—
লড়াই চলবে শেষ নিশ্বাস পর্যন্ত।
শান্তির সন্ধান পেতে হলে
আগুনের ভেতর দিয়েই হেঁটে যেতে হবে,
কারণ কখনো কখনো
অশান্তির ভেতরেই জন্ম নেয় সত্যিকারের শান্তি।
#কবিতা ゚

তোমাকেই চাইতোমাকে চাই — কারণ,ভালোবাসার ব্যাখ্যা আমি বইয়ে নয়, তোমার চোখে খুঁজি।সেখানে এক অন্তহীন নদী, যার ঢেউ আমার নাম ধর...
08/07/2025

তোমাকেই চাই

তোমাকে চাই — কারণ,
ভালোবাসার ব্যাখ্যা আমি বইয়ে নয়, তোমার চোখে খুঁজি।
সেখানে এক অন্তহীন নদী, যার ঢেউ আমার নাম ধরে ডাকে,
যার নীরব হাসিতে বেঁচে থাকা সহজ হয়,
আর অশ্রুতে ডুবে যাওয়া বড্ড কঠিন।

তোমাকে চাই — ঠিক সেইরকম করে
যেমন চাঁদ চায় রাতের খোলা জানালা,
যেমন শিশির ভেজা ঘাস চায় ভোরের সূর্যছোঁয়া,
যেমন বাউল তার একতারার সুরে খোঁজে হৃদয়ের বাসা।

তুমি না থেকেও থেকো — কল্পনার প্রতিটি কোণে,
তোমার না বলা কথাগুলো
আমার প্রতিটি কবিতায় ছায়ার মতো বুনে যাই আমি।
তোমার নাম না লিখেও
আমি প্রতিটি চিঠিতে তোমার জন্য জায়গা রাখি,
তোমার স্পর্শ না পেয়েও
আমার আঙুল কাঁপে, যেন তালুতে জমে আছে পুরোনো উষ্ণতা।

তোমাকে চাই —
এই শহরের কোলাহলে, আমার নিঃশব্দ বিকেলগুলোতে,
তোমার হাসি যেন বাতাসে মিশে আমায় ছুঁয়ে যায়
আর আমি নতমুখে বলি— "তুমি থাকো, এমন করেই থাকো, ঠিক এমন করেই..."

চাই না তুমি রাজপথের রাজা হও,
চাই না তুমি শতগুণে গুণান্বিত হও,
তুমি হোক শুধু আমার—
একটা নামহীন কাঁধ, যেখানে আমি নির্ভয়ে কাঁদি,
একটা নির্ভর হাত, যা চেপে ধরলেই মনে হয়, "আমি নিরাপদ..."।

তোমাকে চাই —
কারণ, তুমি এলে আমার ব্যথা ব্যাখ্যা পায়,
তুমি চুপ থাকলে আমি বুঝি, সেই চুপ শব্দেও প্রেম বাজে।
তুমি কাঁদলে আমি থেমে যাই,
তুমি হাসলে, তোমার হাসিতে আমি আমার সব হেরে যেতে চাই।

তোমাকে চাই —
ঠিক সেই মানুষ হিসেবে,
যে আমার রাগ বুঝে নিরব থাকে,
যে অভিমানকে বলে — “এসো, মুছে দিই,”
যে আমার ঘুমহীন রাতগুলোতে চুপচাপ জেগে থাকে স্বপ্নের প্রহরী হয়ে।

তোমাকে চাই —
এই জীবনের প্রতিটি ফাঁকে, প্রত্যেকটা অসমাপ্ত বাক্যে,
প্রতিটি না বলা কথায়, প্রতিটি কবিতার শেষ পঙক্তিতে।
তুমি থাকো, যেন একটা প্রার্থনার মতো,
যে প্রার্থনা আমি বলি নিজের ভেতরে — "তুমি ছাড়া কিছুই চাই না..."

তাই বলি প্রিয়,
যদি জানতে চাও সত্যি করে — তোমাকেই চাই… 🥺
আর যদি মিথ্যে ভেবেই নাও — তবুও তোমাকেই চাই… 🥀

তুমি না এলে,
এই পৃথিবীটা শুধু থাকবে — তোমা-হীন এক অপূর্ণ কবিতা হয়ে।

— ✍ মনখোলা ভালোবাসার অতল গহীনে লেখা, শুধুই তোমার জন্য… 💖
#ভালোবাসারকবিতা #কবিতা

ভুল ঠিকানায় দেওয়া চিঠি  আফরোজা পারভীন আমি একদিন লিখেছিলাম—ভালোবাসা মানে চিঠির মতো,যেখানে শব্দ নয়, অনুভবই ডাকটিকিট।আমি সে...
07/07/2025

ভুল ঠিকানায় দেওয়া চিঠি
আফরোজা পারভীন

আমি একদিন লিখেছিলাম—
ভালোবাসা মানে চিঠির মতো,
যেখানে শব্দ নয়, অনুভবই ডাকটিকিট।
আমি সেই চিঠি দিলাম—
এক ভুল ঠিকানায়।

প্রতিদিন খুলেছে সে খামে মুড়ে থাকা স্বপ্ন,
কিন্তু চোখ রাখেনি কোনো লাইনের মর্মে—
ভেবেছে, শব্দগুলো তো সব "কমন",
যেমন সকাল, যেমন দমবন্ধ দুপুর,
যেমন আমি।

আমি চুপ ছিলাম,
তবুও আশায় ছিলাম—
একদিন প্রশ্ন আসবে,
"তুমি ভালো আছো তো?"
কিন্তু প্রশ্ন এল না,
এলো ব্যস্ততা, অবহেলা,
এলো একরাশ নিরব অপমান।

আমার ভালোবাসা ওর চোখে দুর্বলতা,
আমার সহ্য, তার ভাষায় নাটক,
আর আমার নীরবতা?
তা ছিল অহংকারের নামান্তর।

তবু আমি ছিলাম, থাকতাম, থাকবো ভেবেছিলাম।
কিন্তু দিনশেষে দাঁড়ালাম এক মরুভূমির কিনারায়,
যেখানে চোখের জলও বাষ্প হয়ে উড়ে যায়—
আর কেউ দেখে না,
বোঝেও না।

আজ আমি ফিরে দাঁড়িয়েছি আয়নার সামনে,
আত্মসমর্পণের বদলে,
নিজেকে জিতিয়ে আনার প্রতিজ্ঞা করেছি।

আমি আর কোনো ভুল সমুদ্রে ডুব দেব না—
ভুল নাবিকের হাতে নিজের নৌকা তুলে দেব না।

জীবন সংক্ষিপ্ত, হৃদয় সংবেদনশীল—
এখানে শুধু তারাই থাকবে,
যারা চোখ না মেলেও আমার ব্যথা বুঝে নিতে পারে।

তারা থাকবে, যারা ভালোবাসা শুধু বলে না—
বরং দায়িত্ব নিয়ে হৃদয়ে বহন করে।

আর আমি?
আমি আর কোনো ভুল ঠিকানায় চিঠি পাঠাবো না।
আজ থেকে আমি আমার জন্য লিখবো—
নিজের নামে, নিজের প্রেমে,
নিজের সত্য ভালোবাসায়।
#ভালোবাসারকবিতা #কবিতা

17/08/2024
18/07/2024
15/07/2024

Address

Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Cute kid azaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cute kid azaan:

Share