31/08/2025
জীবন যেন এক দীর্ঘ নদী—
নকশা আঁকা ছিল মনের কাগজে,
কিন্তু স্রোত চলে গেছে অচেনা মোহনায়।
আমি ভেবেছিলাম—
যেমনই হোক, অন্তত ভেতরে কিছুটা শান্তি থাকবে,
কিন্তু হায়!
শান্তি যেন মরুভূমির মরীচিকা—
দূর থেকে ডাক দেয়, কাছে এলে মিলিয়ে যায়।
চলতে থাকা এই জীবন—
চাকার মতো ঘুরছে, থামছে না কখনো,
তবু ঘূর্ণনের শব্দে
আমার আত্মা আরও ক্লান্ত হয়ে যায়।
আকাশ আছে, বাতাস আছে,
কিন্তু ছায়াহীন এক পথিক হয়ে
হেঁটে যাচ্ছি আমি এক অনন্ত রাস্তায়।
ভেতরে চলছে এক যুদ্ধ—
এক নিরব যুদ্ধ, নিঃশব্দ রক্তপাত,
যেখানে শত্রুও আমি, সৈন্যও আমি,
বিজয়ী হলে আমি, পরাজিতও আমি।
কেউ দেখে না এই অগ্নিকুণ্ড,
দেখলেও বুঝতে পারবে না—
কারণ এ লড়াইয়ের নাম অস্তিত্ব।
এখানে থামার সুযোগ নেই,
পিছু হটার অনুমতি নেই।
জীবনের আদালতে রায় একটাই—
লড়াই চলবে শেষ নিশ্বাস পর্যন্ত।
শান্তির সন্ধান পেতে হলে
আগুনের ভেতর দিয়েই হেঁটে যেতে হবে,
কারণ কখনো কখনো
অশান্তির ভেতরেই জন্ম নেয় সত্যিকারের শান্তি।
#কবিতা ゚