Raha's Fairytale

Raha's Fairytale Assalamualaikum
(1)

শুভ সকাল
26/07/2025

শুভ সকাল

24/07/2025

একজন‌‌ হিংসুটে আত্মীয় শত্রুর চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে..শত্রু তো‌ সামনে থেকে আঘাত করে..

আর হিংসুটে আত্মীয় ?

তারা হাসিমুখে পিঠে ছুরি বসায়..

প্রথমবার চেষ্টা করলাম
24/07/2025

প্রথমবার চেষ্টা করলাম

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম কর...
21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

গরম গরম তাল বড়া।😋😋
20/07/2025

গরম গরম তাল বড়া।
😋😋

আজকের লাইভের স্থির চিত্র
20/07/2025

আজকের লাইভের স্থির চিত্র

দুইমাস পরে রাহা নানাবাড়িতে যাওয়া উপলক্ষে রাহার মাম্মাহর Welcome gift❤️❤️
18/07/2025

দুইমাস পরে রাহা নানাবাড়িতে যাওয়া উপলক্ষে রাহার মাম্মাহর Welcome gift❤️❤️

❤️❤️
13/07/2025

❤️❤️

শুভ সকাল
09/07/2025

শুভ সকাল

10/11/2024

খুব অদ্ভুত ব্যাপার হল জীবনের ২০ থেকে ২৪ টা বছর আমি যে বাড়িতে কাটিয়েছে সে বাড়িতে এখন গেলে জিজ্ঞাস করতে হয় যাব কিনা...
সেই বাড়িতেই আমি বেড়াতে আসি ,সে‌ বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয়। যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো... আর ওই যে আমার সাধের ঘরটা এভাবেই ফেলে যায় আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের। এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই। প্রতিটা কোন আমার আল্লাদে আটখানা হয়ে আছে। আগে আমি গুছাতাম না এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে ঘর বন্ধ করে দিয়েছে, না হলে কেউ এসে ঢুকে এলোমেলো করে দিতে পারে এজন্য।
কত রাত জেগে কাটিয়েছে ঘরে বান্ধবীদের সাথে কত গোপন আলোচনা সাক্ষী এই ঘর। আমার কত কান্না কত অভিমান কত রাগ দেখেছে এই ঘর। মন ভাঙ্গা রাতে ঘরে জানালায় বসে আকাশ দেখেছি সারারাত, কত ছুটির দুপুরে শালিক পাখির মত ঝগড়া করেছি মায়ের সাথে।
স্কুল থেকে নিচের ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে। নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙ্গা কান্না করেছি সব জানে ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি, কতবার কত জিনিস লুকিয়েছি খাটের কর্নারে তোষকের নিচে, ঐ আলনা অগোছালো করেছি শতবার শুধুমাত্র একটা জামা পাচ্ছিলাম না তাই। আবার একদিকে শাড়ি এক দিকে সালোয়ার একদিকে কুর্তা পাট করে সাজিয়েছি।।
অবাক করা বিষয় হলো এখন যে ব্যাগে কাপড় নিয়ে আসি ওই ব্যাগটা সোফার এক কর্নারে পড়ে থাকে যেভাবে নিয়ে আসি সেইভাবে নিয়ে যাই। ভাবি দু চার দিনই তো থাকবো আর আলমারিতে রাখবো না । ব্যাস আলমারিটা‌ আর খোলাও হয় না। কত জিনিস কানের দুলের রঙিন বাক্স সবই পড়ে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন এই জিনিস গুলো কখন কিনলে?
যখন যাওয়ার সময় বর নিতে আসে তখন মা জিজ্ঞাসা করে আবার কতদিন পর বাড়ি আসবি?
আমি চুপ চাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই, জবাব দেওয়ার মতো কিছুই থাকেনা। হ্যাঁ আমিও জানি ওই বাড়িতে আমারও একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে পারি না 🥲
কেন এমনটা হয়?
প্রতিটা মেয়েরি কি এমন হয়?

©Jannat

With Hameem's vlog – I just got recognised as one of their top fans! 🎉
28/10/2024

With Hameem's vlog – I just got recognised as one of their top fans! 🎉

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Raha's Fairytale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category