Anggariya News

Anggariya News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anggariya News, Media/News Company, Dhaka.

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দি...
12/07/2025

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘খোঁয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে ও খোঁয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ড্রিগ্রী শেষবর্ষের শিক্ষার্থী।

এই ঘটনায় সিহাব ও মামুন নামে দুইজনকে আটক করা হয়েছে।

শিক্ষকদের মানবিক হতেই হয়।গতকাল এক পরীক্ষার্থী সিজারিয়ান বেবির মা হয়েছে,ছাত্রী হাসপাতালে বসে পরীক্ষায় অংশ নেয়ার অদম্য ইচ্...
29/06/2025

শিক্ষকদের মানবিক হতেই হয়।
গতকাল এক পরীক্ষার্থী সিজারিয়ান বেবির মা হয়েছে,ছাত্রী হাসপাতালে বসে পরীক্ষায় অংশ নেয়ার অদম্য ইচ্ছায় প্রমাণসহ আবেদন করলে শরীয়তপুর নিপুন হাসপাতালেই পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করে দেন প্রতিষ্ঠান এর প্রিন্সিপাল স্যার, পরিক্ষা নেয় একজন সিনিয়র ম্যাডাম ও মহিলা পুলিশের মাধ্যমেই পরীক্ষা নেয়,শত প্রতিকূলতার ডিঙ্গিয়ে মেয়েরা এগিয়ে যাও।মা ও কন্যা শিশু সুস্থ আছেন। এরকম উদ্যোগ ও ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন আংগারিয়া নিউজ এর পক্ষ থেকে।

সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ
এর সকল কে ধন্যবাদ। 🤍🌺🌹🌹🌹🌺

Big shout out to my newest top fans! 💎 BM Monir Hossain, Khan HumayunDrop a comment to welcome them to our community,  f...
25/06/2025

Big shout out to my newest top fans! 💎 BM Monir Hossain, Khan Humayun

Drop a comment to welcome them to our community, fans

ইদানিং দেশে অনেক বাচ্চা নিখোজ হচ্ছে- সবাই সাবধান।এই ছেলেটি হারানো গেছে!নাম:হাফেজ আব্দুল্লাপিতা:সাহেব আলী মাদবরঠিকানা:সুব...
25/06/2025

ইদানিং দেশে অনেক বাচ্চা নিখোজ হচ্ছে-
সবাই সাবধান।
এই ছেলেটি হারানো গেছে!
নাম:হাফেজ আব্দুল্লা
পিতা:সাহেব আলী মাদবর
ঠিকানা:সুবচনী,সদর,শরীয়তপুর।
গত ৪ দিন আগে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
কেউ যদি তাকে দেখে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন,01957112778,01921557253
(পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো)

30/04/2025

২৯ এপ্রিল ২০২৫
শরীয়তপুর সখিপুর থানা উত্তর তারাবুনিয়া ইউনিয়নে -
গণসমাবেশে বক্তব্য রাখছেন শরীয়তপুর জেলার আংগারিয়া ইউনিয়নের কৃতি সন্তান (ওবায়দুল হোসেন শুভ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদ)

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর।

 #শরীয়তপুর   #সখিপুর থানার, সখিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের, আশ্রাফ বেপারী কান্দির বাসিন্দা সোরাফ বেপারীর স্ত্রীর‌ ...
28/04/2025

#শরীয়তপুর #সখিপুর থানার, সখিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের, আশ্রাফ বেপারী কান্দির বাসিন্দা সোরাফ বেপারীর স্ত্রীর‌ আজ বিকালে বজ্রপাত মৃত্যু হয়।

আজকে সারাদেশে নারী শিশু সহ মোট ১৬ জন বজ্রপাতে নিহত হয়েছেন।

সাবধান সাবধান

বজ্রপাতে ২ কিশোর এর মৃত্যুআজ বেলা ১২:৪৫ মিনিটে, কুমিল্লার বরুড়া উত্তর খোশবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে,ঘুড়ি উড়ানোর সময় ...
28/04/2025

বজ্রপাতে ২ কিশোর এর মৃত্যু

আজ বেলা ১২:৪৫ মিনিটে, কুমিল্লার বরুড়া উত্তর খোশবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে,ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে ২ জন কিশোর এর মৃত্যু,, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#বজ্র

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আ/গু/ন!🔥🥺নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস,কিছুটা ...
27/04/2025

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আ/গু/ন!🔥🥺

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস,কিছুটা নিয়ন্ত্রনে চলে আসছে বলে যানা গেছে । 🤲🏻🥺

©

হঠাৎ ভারত জুড়ে অবৈধ অভিবাসী বাংলাদেশীদের ধরপাকড়, গুজরাটে আটক ১০০০এর বেশি। তাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ...
27/04/2025

হঠাৎ ভারত জুড়ে অবৈধ অভিবাসী বাংলাদেশীদের ধরপাকড়, গুজরাটে আটক ১০০০এর বেশি। তাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জানিয়েছেন আভিযান চলবে বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে - ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

21/04/2025

নড়িয়ায় এসএসসি পরিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে কারাদণ্ড-

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের শিক্ষককে ভ্রাম্যমাণ আদালত ১০দিনের কারাদণ্ড প্রদান করেছেন।

জানা যায়, সোমবার (২১ এপ্রিল) উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ কেন্দ্রে এসএসসি পরিক্ষা চলাকালীন সময়ে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে উপজেলার বিঝারী ইউনিয়নের পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষক জুলহাস উদ্দিন এর বিরুদ্ধে।

ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (নাম) জানান, “ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানিকে বরদাশত করা হবে না।”

copy

রিকশায় যারা উঠেন তাদের বলছি।আজকের যে মর্মান্তিক ঘটনাউচু নিচু রাস্তায় রিকশার ঝাকুনিতে এক স্বজনের বাসায় যাওয়ার পথে এক গৃহব...
19/04/2025

রিকশায় যারা উঠেন তাদের বলছি।
আজকের যে মর্মান্তিক ঘটনা
উচু নিচু রাস্তায় রিকশার ঝাকুনিতে এক স্বজনের বাসায় যাওয়ার পথে এক গৃহবধুর কোল থেকে তার ৬ মাসের বাচ্চা নালায় পড়ে যায় গতকাল সন্ধায়,
ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চালিয়ে ২০ ঘন্টা নিখোজ থাকার পরে আজ দুপুরে নালার পানি শেষ হওয়ার পরে বাচ্চাটিকে পাওয়া গিয়েছে-

ঘটনাটি ঘটে চট্টগ্রামের চকবাজার কাপাসগোলার নালাটির পাশে রাস্তাটি।

15/04/2025

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের পরকীয়া প্রেমের জেরে সন্তানের বলি অভিযোগ পরিবারের - পরকীয়া প্রেমিক চাচা শ্বশুর পলাতক পুলিশ আটক করেছে ওই মাকে-
#পরকিয়া

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anggariya News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anggariya News:

Share