Juśt ßmìle

Juśt ßmìle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Juśt ßmìle, Digital creator, Dhaka.

17/07/2024

"আগামীকাল ভর্তি হতে ঢাকা যাবো আম্মা। তোমার না খুব ইচ্ছে ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো।"

"তুই এতো দূরে যাবি?আমি থাকবো কি করে?এর চেয়ে এখানেই কোথাও ভর্তি হয়ে পড়াশোনা কর।"

"আম্মা ঢাবির ইংরেজি বিষয় কম কথা না।তুমি চিন্তা করিও না।আমি টিউশনি করিয়েই নিজের খরচ চালাতে পারবো। তোমাদের ও কষ্ট হবে না।"

"তুই গেলে দোকানটার কি হবে?"

"ওটা রিন্তি খুব ভালো করেই চালিয়ে নিতে পারবে। শহর থেকে যারা মালপত্র নিতে আসবে তারা আব্বার সাথে কথা বলবে আর হিসাব রিন্তি দেখে নিবে।"

রুবেলের মা আর দ্বিমত করে না।সে শুনেছে স্বপ্নের শহরের নাম ঢাকা। যে শহরে তার ছেলের একটা চাকরির ব্যবস্থা হবে। তাদের সুদিন ফিরবে।রুবেল ঢাবিতে ভর্তি হলো। বড় ভাইদের চাকরির লড়াই দেখে সে ভয় পায় মনে মনে।সকল ক্ষেত্রেই যে
মেধা তালিকায় টিকেছে খুব কম।যার দিকে তাকায় কেবল কোটা আর কোটা। কখনো সামরিক কোটা আবার কখনো মুক্তিযোদ্ধা। হতাশ হয় সে। ফিরবে কি করে তবে সুদিন?

একদিন বিকেলে আড্ডায় শুনতে পেল কোটা বিরোধী আন্দোলন হবে।শুরু হলো দামাল ছেলেদের অধিকার আদায়ের দাবী।রাজপথে মিছিল নামলো।গা ভাসালো রুবেল নিজেও। মিছিলে পা রেখে গা শিউরে উঠে তার।তবুও ভয়ে পিছপা হয় না সে। এ যেন বইয়ের পাতায় লেখা সেই বায়ান্ন আন্দোলন।সেদিন ছিল রাষ্ট্র ভাষা বাংলা চাই আর আজ কোটা মুক্ত করার দাবী।সেদিনের মিছিলে গু'লি চালিয়েছিল পাক বাহিনী আর আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের সন্তানের উপর হামলা চালায় এদেশের গর্বিত এক দল। আহত, রক্তা'ক্ত দামাল সন্তানদের আজ উপাধি কেবল রাজাকার। রুবেলরা থামে না।রক্তে ঘামে ভিজে যায় তাদের শার্ট।ক্ষুধা তৃষ্ণা ভুলে তারা এক দাবীতে অটল।হুট করে কেউ একজন আঘাত করে তার মাথায়।জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে তপ্ত পিচঢালায় পড়ে থাকে রুবেল।

রুবেলের দাদা যখন খবর পেল রুবেল আন্দোলনে আহত হয়েছে তখন বুক থাপড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো।এই কারণে দেশ স্বাধীন করেছিল? তার মুক্তিযোদ্ধার সনদ নেই কারণ সনদ বানাতে চায় লাখ পাঁচেক টাকা।অথচ দশ গ্রামের মানুষ জানে যুদ্ধে গিয়ে ডান হাত অচল হলো তার।বড় ভাইটা ম'রলো।আজ তার নাতীকে রা'জাকার বলছে?অথচ ভূয়া সনদ নিয়ে ওই পাড়ার মতিন মিয়া আজ সমাজের শ্রেষ্ঠ সন্তান।তার নাতীরা কত বড় বড় চাকরি করে। রুবেলের দাদার হাহাকারে চারিপাশ ভারী হয়ে উঠে। বৃদ্ধ কেবল বলতে থাকে,
"ত্রিশ লাখ শহীদের দেশ নয় এ দেশ, এদেশ কেবল সনদধারী মুক্তিযোদ্ধাদের।"

---সুবাসিনী

Collected..

এভাবে সালামি দিতে শিখো প্রিয়। ❤️🥰
23/03/2024

এভাবে সালামি দিতে শিখো প্রিয়। ❤️🥰

22/03/2024

Second Jumma Mubarak in Ramjan ❤️❤️

21/03/2024

-রমজান মাসের জন্য অতি উত্তম একটি পোস্ট:
বনী ইসরাইলের একটা ঘটনা:

তখন হযরত মুসা (আঃ)এর যামানায় ,
এক বৃদ্ধ মহিলার একটি বাচ্চা মারা গেল।

সেই দুঃখে বৃদ্ধ মহিলা কাঁদতে লাগলো।
তখন বৃদ্ধ মহিলাকে মুসা (আঃ) বললেন,
তুমি কাঁদছো কেন ?

তখন উত্তর দিলেন, আমার বাচ্চাটি মারা গেছে এজন্য কাঁদছি"

তখন মুসা (আঃ) বললেন বাচ্চাটির বয়স কত?

বৃদ্ধ মহিলা উত্তরে বললেন ৩৫০ বছর।

মুসা (আঃ) বললেন তোমার এই বাচ্চাটি ৩৫০ বছর জীবিত ছিল, কিন্তু এমন এক যামানা আসবে সেই যামানার নবীর উম্মত মাত্র ৬০ বছর থেকে ৭০ বছর বাঁচবে।আর সেই নবী হলেন হযরত মুহাম্মদ (সা:)।

তখন বৃদ্ধ মহিলা অবাক হয়ে বললেন, তারা বালেগ হবে?

মুসা( আঃ )বললেন তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে ও সন্তান হবে।

বৃদ্ধ মহিলা পূনরায় প্রশ্ন করলেন তারা এই সামান্য সময়ে কি ভাবে নেকী ও সওয়াব অর্জন করবে?

তখন মুসা (আঃ) বললেন ,তারা এতো নেকী ও সওয়াব অর্জন করবে যে তাদের নেকী যদি আমাদের নেকীর উপর রাখা হয়, তাহলে আমাদের নেকীর কোন নিশানাও থাকবে না।

শুধু তাদের নেকী দেখা যাবে।কারন উম্মতে মোহাম্মদীকে আল্লাহ এমন একটি মাস দিবেন, যে মাসের নাম রমজান মাস।

যে মাসে একদিন ইবাদত করলে ৮৩ বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে। তাহলে তারা যদি এমন একটি মাস পায় হিসাব করলে আমাদের কোন নেকী তাদের সমান হবে না।

"আল্লাহ তা'আলা আমাদেরকে রমজান মাসের রোজা এবং পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন আমীন🤲🤲🤲

ঘটনার শুরু সেহেরিতে!আম্মু বলতেছে মাছ না খেলে ফ্রিজ থেকে ডিম নিয়ে আয়।আমি ফ্রিজ খুলে ডিম নেওয়ার সাথে সাথে ডিম ফ্লোরে পরে গ...
20/03/2024

ঘটনার শুরু সেহেরিতে!
আম্মু বলতেছে মাছ না খেলে ফ্রিজ থেকে ডিম নিয়ে আয়।আমি ফ্রিজ খুলে ডিম নেওয়ার সাথে সাথে ডিম ফ্লোরে পরে গেলো।কিন্তু আশ্চর্যের ব্যাপার! ডিম ভাঙলো না,জাস্ট থেঁতলে গেছে। আমি তো সিউর এগুলা প্লাস্টিকের ডিম। আরেকটা ডিম হাতে নিয়ে ফেলে দেওয়ার সাথে সাথেই তা ভে/ঙে একাকার। এর মাঝেই আম্মু এসে উপস্থিত। সব বলার পর আম্মু ঠা'স করে একটা থাপ্পড় দিয়ে বলতেছে- ওইটা ভাঙে নাই কারণ ওইটা সিদ্ধ ডিম ছিল😒😒😒।
খাওয়া হয়'নি তাই ফ্রিজে রেখে দিছিলো🙂।
আমি কি তা জানতাম নাকি😔?
আজব😐!

19/03/2024

আজকের দিন কোথায় এসে দাড়িয়েছে,, ভাবলেই অবাক লাগে।
আজ ক্লাস ৪ এর এক পিচ্চি মেয়েকে দেখলাম কান্না করতেছে রাস্তায়।জিজ্ঞেস করলাম, কি হয়েছে? পাশে দাঁড়িয়ে থাকা একজন বললো,ওই মেয়ে নাকি আর ছেলেকে জরিয়ে ধরে বলেছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। 🥲ছেলেটা হয়তো ক্লাস 5 এ পড়ে।। ছেলেটা মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছে। তাই সে কান্না করছে।
এই হলো আমাদের বর্তমান জেনারেশন। তারা বুঝেই বা কি যে তারা একটা ছেলের জন্য কান্না করে।।
হায়রে দুনিয়া,,

17/03/2024

একজন নারী যদি জানতো- পুরুষেরা তার দিকে কীভাবে তাকায় - তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরী করতো 😥😥

ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কি...
17/03/2024

ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!
মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কিনে তরমুজ খেতে পারতো না।
আজ থেকে সাড়ে ৩ হাজার বছর আগে ফেরাউন মারা গেছে ঠিক ই,কিন্তু ফেরাউনের কিছু বংশধর বার্তমানে বাংলাদেশে তরমুজ এর ব্যবসা করছে।

ওদের বাপ ফেরাউনের মতো ওরা-ও পিচ হিসাবে কিনে এনে অধিক দামে কেজি হিসাবে বিক্রি করে, যা সাধারণ মানুষ কিনে খেতে পারে না।😢😢

just speechless 🥲🥲
17/03/2024

just speechless 🥲🥲

16/03/2024

মার্কেটে যে পদ্মজা জামা বের হইলো,,,
ওরা জানলো কেমনে পদ্মজা কেমন জামা পরতো?🙂🤔

16/03/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juśt ßmìle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share