22/05/2024
শেষ পর্যন্ত তোমারে যে পাইলো, তার লাইগা আমার আফসোসই লাগে, বুঝলা।
সে জানলোনা তোমারে হারাইলে কেমন লাগে। কেমন লাগে তুমি ছাড়া রাত জাগনের বেদনা। সে বুঝলোনা ভাত খাইতে বইসা গলা দিয়া ভাত নামতে না চাওয়ার যন্ত্রনা। সে জানলোনা তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়। সে জানলোনা তোমার সাথের স্মৃতিগুলারে জড়াইয়া বাঁচার কষ্ট। সে জানলোনা তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া ক্যামনে ফাঁকা হইয়া যায়। সে জানলোনা তোমার স্পর্শ ফিইরা পাওয়ার লাইগা পরাণ কেমন ছটফট করে।
সে তোমারে পাইলো, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইলোনা। সে বিরহ চিনলোনা, সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলোনা। সে জানলোনা একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে। সে সুখ ঠিকই পাইলো, কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইলোনা। এইযে তোমারে হারাইয়া ফেলার পর, কোনো কষ্টই আমার আর গায়ে লাগেনা। সে তোমারে পাইয়া আমার মতোন পাথর হইতে পারলোনা। 🌸🖤