Mahmud Calligraphy Center

Mahmud Calligraphy Center Professional Calligrapher

দেখতে দেখতে ১০কে ফলোয়ার পুরনো হলো একটা ধামাকা লাইভ করতে চাই।  এদিকে আমার  লোগোটাও রেডি।  এবার লাইভটা কেমন চান সেটা নিয়ে ...
17/09/2025

দেখতে দেখতে ১০কে ফলোয়ার পুরনো হলো একটা ধামাকা লাইভ করতে চাই। এদিকে আমার লোগোটাও রেডি। এবার লাইভটা কেমন চান সেটা নিয়ে কমেন্ট করুন।

আর হ্যাঁ গত লাইভের পুরস্কার বাকি এটাও সবার সামনে ড্র হবে ইনশাআল্লাহ

আর মনে করিয়ে দিচ্ছি ভর্তি কিন্তু চলছে। ওক্কে

কে হবে সেরা বিজয়ী ? গভীর মনোযোগ। চুলচেরা বিশ্লেষণ।  ভোট নেয়া।  আলহামদুলিল্লাহ।  চেষ্টা করছে সর্বদিক বিবেচনা করে সিদ্ধান...
16/09/2025

কে হবে সেরা বিজয়ী ? গভীর মনোযোগ। চুলচেরা বিশ্লেষণ। ভোট নেয়া। আলহামদুলিল্লাহ। চেষ্টা করছে সর্বদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার। বাকি টা আল্লাহর উপর। বুকে হাত দিয়ে বলতে পারব আমারা ইনসাফের সাথে দেখার সর্বোচ্চ চেষ্টা করেছে।
কারো মুখ দেখে বা সুবিধা বুঝে নির্বাচন করা হয়নি।

অধীর আগ্রহ নিয়ে যারা অপেক্ষা করছেন। আর একটু ধৈর্য ধরুন। আগামী কাল রাতে ফলাফল ঘোষনা করা হবে।

ওক্কে টা টা বাই বাই।

তুমি আমার লক্ষ্মী বিড়াল ছানা সারা দিন জালালেও করবো নাকো  মানা।  কথাটা কিন্তু তোমার জন্য
16/09/2025

তুমি আমার লক্ষ্মী বিড়াল ছানা
সারা দিন জালালেও করবো নাকো মানা।

কথাটা কিন্তু তোমার জন্য

15/09/2025

চলুন ঘরে বসে দেখি এক্সিবিশন।

বাংলাদেশ শিল্পকলায় চলছে ক্যালিগ্রাফি পেইন্টিং এক্সিবিশন। এবার এতো সুন্দর সুন্দর কাজ এসেছে বলা বাহুল্য। আপনার কাছে কোন কাজটি বেশি ভালো লেগেছে? যারা এওয়ার্ড পেলো তাদের কাজ গুলো কেমন লেগেছে? কমেন্টে জানাতে ভুলবেন না।

আর হ্যাঁ পহেলা সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে আমার ১৩ তম ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স। এটি সম্পূর্ণ অনলাইনে।

সম্পূর্ণ পর্দা মেইনটেইন করে ক্লাস নেয়া হয়।

তাই ভর্তি হতে আজই যোগাযোগ করুন।

গত কাল আমার নতুন পুরোনো অনেক স্টুডেন্ট এসেছিলো এক্সিবিশন দেখতে।  সবাই এক সাথে একত্রিত হওয়ায়  আমরা এক সাথেই লাঞ্চ করলাম। ...
15/09/2025

গত কাল আমার নতুন পুরোনো অনেক স্টুডেন্ট এসেছিলো এক্সিবিশন দেখতে। সবাই এক সাথে একত্রিত হওয়ায় আমরা এক সাথেই লাঞ্চ করলাম। নিজেদের কাজ কিভাবে আরো মানসম্মত করে তোলা যায় তা নিয়ে আলোচনা পর্যালোচনা করলাম। সবাই বেশ খুশি ছিলো। সবার কাজের সাথে ফটোগ্রাফি, কাজের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলা। অবশেষে সালাম এর মাধ্য দিয়ে বিদায় নিলাম।

মাহবুব মুর্শিদ স্যার কে অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। স্যার আপনি দীর্ঘজীবী হোন।

আর মাত্র ২ জন ফলোয়ার হলেই ১০কে পূরণ হবে।  থাকবে স্পেশাল প্রোগ্রাম।
14/09/2025

আর মাত্র ২ জন ফলোয়ার হলেই ১০কে পূরণ হবে।
থাকবে স্পেশাল প্রোগ্রাম।

রাজনীতির  ক্যালিগ্রাফি।  পলিটিক্স তো আপহি শিখায়া,  মে তো স্রেফ দেখা।
13/09/2025

রাজনীতির ক্যালিগ্রাফি।
পলিটিক্স তো আপহি শিখায়া, মে তো স্রেফ দেখা।

13/09/2025
আজকে এক্সিবিশনে প্রথম দিন।  ব্যাপক মানুষের ভীর ছিলো  আর্টিস্টদের সাথে ছিলো অনেক মেহমান। আরো ৪ দিন চলবে এই এক্সিবিশন।  আপ...
12/09/2025

আজকে এক্সিবিশনে প্রথম দিন। ব্যাপক মানুষের ভীর ছিলো আর্টিস্টদের সাথে ছিলো অনেক মেহমান। আরো ৪ দিন চলবে এই এক্সিবিশন। আপনি কিন্তু মিস করবেন, না গেলে। ওখানে গিয়ে দেখার যে সাধ এটা ছবিতে বুঝা যাবে না। তাই গিয়েই দেখার আমন্ত্রণ রইলো।
আমার করা এই গোল্ডেন আর সি গ্রিনের কম্বিনেশনে করা কাজটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা জানাতে ভুলবেন না।

১৩ তম কোর্সের ভর্তি চলছে।

এখনও রেডি হননি?  কয়টা বাজে?  কোনো খবর আছে?  ও আজকেতো আবার জুম্মার দিনও।  হইছে বাদ দেন সব।  এখনই গোসোল করে  রেডি হন।  জুম...
12/09/2025

এখনও রেডি হননি? কয়টা বাজে? কোনো খবর আছে? ও আজকেতো আবার জুম্মার দিনও।
হইছে বাদ দেন সব। এখনই গোসোল করে রেডি হন। জুম্মা পরে দ্রুত দৌড় দিবেন। যেন স্যার উদ্বোধন করার শুরুতে ঢুকতে পারেন আর দেখতে পারেন বাংলাদেশের সব স্টারদের সেরা সেরা ক্যালিগ্রাফি পেইন্টিং। দেখলে চোখ আটকে থাকবে। বলে দিলাম।

ঠিকানা - বাংলাদেশ শিল্পকলা। সেগুন বাগিচা, ২ নং গেট চিত্রশালা ভাবন।
সময় - আজ ১২ই সেপ্টেম্বর বিকেল ৩ টায়।

সুতরাং তারাতারি আসেন । ওক্কে?

আলহামদুলিল্লাহ  চলে এলো ১৩তম  কোর্সের  সুসংবাদ।  রেজিষ্ট্রেশন শুরু হয়ে গেছে।   পহেলা অক্টবার শুরু হবে ১৩তম  ক্যালিগ্রাফি...
11/09/2025

আলহামদুলিল্লাহ চলে এলো ১৩তম কোর্সের সুসংবাদ। রেজিষ্ট্রেশন শুরু হয়ে গেছে।
পহেলা অক্টবার শুরু হবে ১৩তম ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স। এটি সম্পূর্ণ অনলাইনে।
একেবারে নতুন কিংবা কিছুটা শিখেছেন। অথবা রঙের ক্লাস করতে চান সবার জন্য রয়েছে সুযোগ।
সুতরাং ভর্তি হয়ে আপনার আসন নিশ্চিত করুন।

মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারে চালু হচ্ছে বেসিক টু এডভান্সড ক্যালিগ্রাফি কর্মশালা।

বিস্তারিত

♦️ক্লাস হবে অনলাইনে
♦️মোট ক্লাস ৩৬
♦️প্রতি সপ্তাহে ৩ টি ক্লাস
♦️শনি সোম বুধবার রাত ৯.৩০থেকে ১০.৩০মিনিট পর্যন্ত

♦️ক্লাস শুরু হবে ২০শে অগাষ্ট

📌ভর্তি ফি ৬০০ টাকা
📌মাসিক ফি ১০০০ টাকা
📌৩ মাসে মোট ৩৫০০ টাকা
📌প্রতিমাসের ফি উক্ত মাসের ৫ তারিখের মধ্যে দিয়ে দোয়া আবশ্যক।

📌বিকাশ পার্সোনাল ০১৭৮০২৮৩১৬১
📌নগদ পার্সোনাল ০১৬৭৭৮৭০৯৯৮

♦️একদম শুরু থেকে যারা ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স করতে আগ্রহীরা তারা দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন।

👉 ১৩ম অনলাইন বেসিক টু এডভান্স ক্যালিগ্রাফি কোর্স।
👉শিল্পী মাহমুদুল হাসান
👉শুরু হবে পহেলা অক্টোবর ২০২৫ ইং
👉 মোট ক্লাস ৩৬ টি
👉সপ্তাহে ৩ টি ক্লাস শনি, সোম,বুধ।
👉ক্লাস হবে রাত ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত
👉ক্লাস হবে গুগলমিটে
👉প্রত্যেক ক্লাসের ভিডিও রেকর্ড করা থাকবে।
👉ফেসবুকে একটি প্রাইভেট গ্রুপ থাকবে সেখানে সকল ক্লাসের ভিডিও গুলো দেয়া থাকবে। যার যখন ইচ্ছে দেখে প্রাক্টিস করতে পারবে।
👉প্রতিদিনের হোমওয়ার্ক থাকবে এবং সেগুলো দেখা হবে
👉দুইটি খত্ত (ফন্ট) শিখানো হবে ১,খত্তে উইসাম । ২, খত্তে সুলুস।
👉 প্রতিটি হরফের যুক্ত রুপ দেখানো হবে।

👉প্রথমে দুই পেন্সিলে নুকতা সহকারে আলাদা করে অক্ষর শিখার ক্লাস ৮ টি
তারপর প্রতিটি অক্ষরের যুক্ত রুপ দেখানোর ক্লাস ১২ এরপর বিভিন্ন রুপের কম্পোজিশনের ক্লাস ৪ টি
ক্যানভাস প্রস্তুতকরন এবং ক্যানভাসে বিভিন্ন টেক্সার দেয়ার নিয়ম দেখানো হবে ৪ টি ক্লাসে।
অবশেষে কালার দেখানোর হবে বিভিন্ন ভাবে। কালারের ক্লাস মোট ৮ টি ।
এভাবে করে ৩৬ টি ক্লাস শেষ হবে।

আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ পর্দা মেইনটেইন করে নেয়া হয়। এখানে কোন স্টুডেন্টের ক্যামেরা অন থাকবে না। শুধু মাত্র ( ক্লাস ওয়ার্কের ) অর্থাৎ শিক্ষকের ক্যামেরা অন থাকবে।

👉ভর্তি ফি ৬০০ টাকা
👉 প্রতিমাসে ১০০০ টাকা
👉 পূর্ণ কোর্স শেষ করতে সময় লাগবে ৩ মাস
👉প্রতিমাসের ফি উক্ত মাসের ৫ তারিখের মধ্যে দিয়ে দোয়া আবশ্যক

👉মোবাইল নাম্বার
(01780283161 বিকাশ)
( 01677870998 নগদ)

👉বিকাশে অথবা নগদে টাকা পে করে আসন নিশ্চিত করতে হবে
👉 রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ।
👉 সকল আর্ট সামগ্রী নিজের কিনে নিতে হবে। সে ক্ষত্রে ইবনে মোবারক আর্ট গ্যালারী থেকে কিনলে ডিসকাউন্ট বা সব থেকে সূলভ মূ্ল্যে পাওয়া যাবে

ক্লাসের নিয়মাবলি

১. সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক।
২. গুগোলমিট এ্যাপস চালাতে শিখে নিতে হবে।
৩. ক্লাসের প্রয়োজনীয় সামগ্রী ক্লাসের পূ্র্বেই প্রস্তুত করে রাখতে হবে
৪.ইন্টারনেট কানেকশন রাখতে হবে
৫.ক্লাসে সকলের ভিডিও ক্যামেরা অপ থাকবে।
৬. ক্লাসে কোন কিছু না বুঝলে সরাসরি প্রশ্ন করেতে হবে।
৭.ক্লাসের প্রতিটি হরফের ভিডিও সরবরাহ করা থাকবে। এবং তা ক্লাসের পরেই ফেসবুক গ্রুপে দিয়ে দেয়া হবে।
৮. কোনো কারনে ক্লাসে কেউ অনুপস্থিত থাকতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে।
৯.আরবি ফন্টের ২ টি ফন্ট শিখানো হবে। ইংরেজীতে ফন্টকে আরবিতে খত্ত্ব বলা হয়।
১০. শিখানো দুটি ফোন্টের নাম খত্বে সুলুস এবং খত্তে উইসাম

এডমিশন ফি ৬০০ টাকা
মাসিক ফি ১০০০ টাকা
সর্বোমোট ৩ মাসে ৩৫০০ টাকা
👉প্রতিমাসের ফি উক্ত মাসের ৫ তারিখের মধ্যে দিয়ে দোয়া আবশ্যক

Address

Donia Jatrabari Dhaka
Dhaka
PAINTING

Telephone

+8801780283161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Calligraphy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmud Calligraphy Center:

Share