11/09/2025
আলহামদুলিল্লাহ চলে এলো ১৩তম কোর্সের সুসংবাদ। রেজিষ্ট্রেশন শুরু হয়ে গেছে।
পহেলা অক্টবার শুরু হবে ১৩তম ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স। এটি সম্পূর্ণ অনলাইনে।
একেবারে নতুন কিংবা কিছুটা শিখেছেন। অথবা রঙের ক্লাস করতে চান সবার জন্য রয়েছে সুযোগ।
সুতরাং ভর্তি হয়ে আপনার আসন নিশ্চিত করুন।
মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারে চালু হচ্ছে বেসিক টু এডভান্সড ক্যালিগ্রাফি কর্মশালা।
বিস্তারিত
♦️ক্লাস হবে অনলাইনে
♦️মোট ক্লাস ৩৬
♦️প্রতি সপ্তাহে ৩ টি ক্লাস
♦️শনি সোম বুধবার রাত ৯.৩০থেকে ১০.৩০মিনিট পর্যন্ত
♦️ক্লাস শুরু হবে ২০শে অগাষ্ট
📌ভর্তি ফি ৬০০ টাকা
📌মাসিক ফি ১০০০ টাকা
📌৩ মাসে মোট ৩৫০০ টাকা
📌প্রতিমাসের ফি উক্ত মাসের ৫ তারিখের মধ্যে দিয়ে দোয়া আবশ্যক।
📌বিকাশ পার্সোনাল ০১৭৮০২৮৩১৬১
📌নগদ পার্সোনাল ০১৬৭৭৮৭০৯৯৮
♦️একদম শুরু থেকে যারা ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স করতে আগ্রহীরা তারা দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন।
👉 ১৩ম অনলাইন বেসিক টু এডভান্স ক্যালিগ্রাফি কোর্স।
👉শিল্পী মাহমুদুল হাসান
👉শুরু হবে পহেলা অক্টোবর ২০২৫ ইং
👉 মোট ক্লাস ৩৬ টি
👉সপ্তাহে ৩ টি ক্লাস শনি, সোম,বুধ।
👉ক্লাস হবে রাত ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত
👉ক্লাস হবে গুগলমিটে
👉প্রত্যেক ক্লাসের ভিডিও রেকর্ড করা থাকবে।
👉ফেসবুকে একটি প্রাইভেট গ্রুপ থাকবে সেখানে সকল ক্লাসের ভিডিও গুলো দেয়া থাকবে। যার যখন ইচ্ছে দেখে প্রাক্টিস করতে পারবে।
👉প্রতিদিনের হোমওয়ার্ক থাকবে এবং সেগুলো দেখা হবে
👉দুইটি খত্ত (ফন্ট) শিখানো হবে ১,খত্তে উইসাম । ২, খত্তে সুলুস।
👉 প্রতিটি হরফের যুক্ত রুপ দেখানো হবে।
👉প্রথমে দুই পেন্সিলে নুকতা সহকারে আলাদা করে অক্ষর শিখার ক্লাস ৮ টি
তারপর প্রতিটি অক্ষরের যুক্ত রুপ দেখানোর ক্লাস ১২ এরপর বিভিন্ন রুপের কম্পোজিশনের ক্লাস ৪ টি
ক্যানভাস প্রস্তুতকরন এবং ক্যানভাসে বিভিন্ন টেক্সার দেয়ার নিয়ম দেখানো হবে ৪ টি ক্লাসে।
অবশেষে কালার দেখানোর হবে বিভিন্ন ভাবে। কালারের ক্লাস মোট ৮ টি ।
এভাবে করে ৩৬ টি ক্লাস শেষ হবে।
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ পর্দা মেইনটেইন করে নেয়া হয়। এখানে কোন স্টুডেন্টের ক্যামেরা অন থাকবে না। শুধু মাত্র ( ক্লাস ওয়ার্কের ) অর্থাৎ শিক্ষকের ক্যামেরা অন থাকবে।
👉ভর্তি ফি ৬০০ টাকা
👉 প্রতিমাসে ১০০০ টাকা
👉 পূর্ণ কোর্স শেষ করতে সময় লাগবে ৩ মাস
👉প্রতিমাসের ফি উক্ত মাসের ৫ তারিখের মধ্যে দিয়ে দোয়া আবশ্যক
👉মোবাইল নাম্বার
(01780283161 বিকাশ)
( 01677870998 নগদ)
👉বিকাশে অথবা নগদে টাকা পে করে আসন নিশ্চিত করতে হবে
👉 রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ।
👉 সকল আর্ট সামগ্রী নিজের কিনে নিতে হবে। সে ক্ষত্রে ইবনে মোবারক আর্ট গ্যালারী থেকে কিনলে ডিসকাউন্ট বা সব থেকে সূলভ মূ্ল্যে পাওয়া যাবে
ক্লাসের নিয়মাবলি
১. সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক।
২. গুগোলমিট এ্যাপস চালাতে শিখে নিতে হবে।
৩. ক্লাসের প্রয়োজনীয় সামগ্রী ক্লাসের পূ্র্বেই প্রস্তুত করে রাখতে হবে
৪.ইন্টারনেট কানেকশন রাখতে হবে
৫.ক্লাসে সকলের ভিডিও ক্যামেরা অপ থাকবে।
৬. ক্লাসে কোন কিছু না বুঝলে সরাসরি প্রশ্ন করেতে হবে।
৭.ক্লাসের প্রতিটি হরফের ভিডিও সরবরাহ করা থাকবে। এবং তা ক্লাসের পরেই ফেসবুক গ্রুপে দিয়ে দেয়া হবে।
৮. কোনো কারনে ক্লাসে কেউ অনুপস্থিত থাকতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে।
৯.আরবি ফন্টের ২ টি ফন্ট শিখানো হবে। ইংরেজীতে ফন্টকে আরবিতে খত্ত্ব বলা হয়।
১০. শিখানো দুটি ফোন্টের নাম খত্বে সুলুস এবং খত্তে উইসাম
এডমিশন ফি ৬০০ টাকা
মাসিক ফি ১০০০ টাকা
সর্বোমোট ৩ মাসে ৩৫০০ টাকা
👉প্রতিমাসের ফি উক্ত মাসের ৫ তারিখের মধ্যে দিয়ে দোয়া আবশ্যক