Mahmud Calligraphy Center

Mahmud Calligraphy Center Professional Calligrapher

ফ্রেম ছাড়া পেইন্টিং এর সৌন্দর্যই আসে না।
22/08/2025

ফ্রেম ছাড়া পেইন্টিং এর সৌন্দর্যই আসে না।

এই ক্যালিগ্রাফি পেইন্টিংটি আপনার বাসার দেয়াল সাজালে কতটা সুন্দর  লাগবে তার একটি নমুনা দেয়া হলো।  ডিসকাউন্ট প্রাইজে  পেইন...
21/08/2025

এই ক্যালিগ্রাফি পেইন্টিংটি আপনার বাসার দেয়াল সাজালে কতটা সুন্দর লাগবে তার একটি নমুনা দেয়া হলো। ডিসকাউন্ট প্রাইজে পেইন্টিংটি সেল করা হবে। তবে এ সুযোগ সীমিত সময়ের জন্য। ছবিতে প্রাইজিং ডিটেইলস দেয়া আছে। অযথা কেউ প্রশ্ন করবেন না

সুরা কাফিরুন।  রেজিষ্ট্রেশন এর কিন্ত সময় শেষ।  লাস্ট কয়েকটা সিট।  আছে।  কেউ ইচ্ছুক থাকলে অবশ্যই জানাবেন।
19/08/2025

সুরা কাফিরুন।
রেজিষ্ট্রেশন এর কিন্ত সময় শেষ। লাস্ট কয়েকটা সিট। আছে। কেউ ইচ্ছুক থাকলে অবশ্যই জানাবেন।

রেজিষ্ট্রেশন এর আর মাত্র ১ দিন বাকি।  এখনই রেজিষ্ট্রেশন করে ফেলুন।
19/08/2025

রেজিষ্ট্রেশন এর আর মাত্র ১ দিন বাকি।
এখনই রেজিষ্ট্রেশন করে ফেলুন।

খুঁজে পাচ্ছি না আপনাদেরকে।  প্লিজ সাহায্য করুন।  কালকে লাইভে এতো এতো কমেন্ট যা ফাইন্ডআউট করা খুব কঠিন হয়ে যাচ্ছে।   তাই ...
18/08/2025

খুঁজে পাচ্ছি না আপনাদেরকে। প্লিজ সাহায্য করুন।

কালকে লাইভে এতো এতো কমেন্ট যা ফাইন্ডআউট করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই আপনাদের সহযোগীতা খুব আবশ্যক।

আমরা চেষ্ট করেছি আপনারা যারা শেয়ার করেছেন তাদের নাম লিস্ট করতে। কিন্তু সবাইকে খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কারন কমেন্ট প্রায় ৮০০। তাই যাদের নাম আসছে তারা আলহামদুলিল্লাহ লিখবেন। আর যারা শেয়ার করছেন কিন্তু লিস্টে নাম আসেনি তারা কমেন্ট করবেন।

আমি আবারো বলছি যে, যাদের নাম লিস্টে আসেনি তারা কমেন্টে সুন্দর করে লিখবেন যে আপনি শেয়ার করেছেন।

এবং যদি একাধিক বার শেয়ার কেরেন সেটাও লিখবেন।

আর হ্যাঁ আইডি, পেজ, এবং গ্রুপ এই ৩ টি জাগায় শেয়ার গ্রহনযোগ্য। মেসেঞ্জার বা অন্য কোথাও শেয়ার গ্রহনযোগ্য নয়।

যারা একবার শেয়ার করেছেন তাদের নাম একবার লেখা হবে। যারা একাধিক বার শেয়ার করেছেন তাদের নাম একাধিকবার শেয়ার করা হবে।

আর গত কাল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত যারা শেয়ার করেছেন। তাদের শেয়ার গ্রহনযোগ্য হবে। অন্যদের জন্য দুয়া থাকবে।

কালকের হাফডান কাজটা আজকে শেষ করলাম। এই কাজটি পাবে একজন ব্যক্তি। লটারিতে যার নাম আসবে।

সেই ভাগ্যবান ব্যক্তিকে অগ্রিম শুভেচ্ছা।

আর যদি কেউ আমার নতুন ব্যাচ ১২ তম ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে আজই যোগাযোগ করুন।

যাদের নাম এখন পর্যন্ত লিস্ট করতে পেরেছি।
1. Fukruddin Ahmad
2. Fukruddin's art city
3. Md Eifat
4. Hafej Abu Saeid
5. Rufaida Farhana
6. Md Murshed Akbor
7. Md Murshed Akbor
8. Eun Ju Elra
9. Fatema's portfolio
10. Shahed's Calligraphy
11. আবিদা সুলতানা খুশবু
12. Masnuna Sultana
13. Fatema Tuj Johora
14. عائشة صديقة نور
15. Allahor Bandi
16. Eun Ju Elra
17. Anaya Islam Nujum
18 . Md Murshed Akbor
19. Sayem Ahnaf
20. Md Murshed Akbor
21. অলকানন্দার প্রাঙ্গণ olkanondar prangon
22. Mahiya Sultana
23. Umme Salma Ruma 3
24. Amena Tarannum
25. Ataullah Mohammad
26. মোঃ জিল্লুর রহমান
27. Nurafi Aktar Bushra
28. Mohibbullah Siddiki Talha
29. Md Jahidur| 14 bar
30. ফুল কুমারী
31. Afia Humayra
32. Md Anowar
33. Belal Hussain
34. E Va
35. Takoya Akter 5
36. মলাটের ভিতর
37. Tashfiq
38. কণা প্রস্তরখন্ডের
39. Md Mahrab Hossain
40. Md Murshed Akbor
41. H Abdullah Al Mamun
42. Md Jahidur
43: Nusrat Jahan 3 bar
44. MD Tawhidul Islam
45. Allahor Bandi
46. انتفاع الياس
47. কাজী রাহনুমা আরেফীন 12
48 , Uzaibah Zafreen
49. গন্তব্যহীন মুসাফির
50. Nowshin Jamin Tabassum
51. Sharmin Akhter Meharunnasa
52. Fatiha Tajbin Meena
53. Muntaha Afroja Keya Tasnim

17/08/2025

আপনিও শিখতে চান ক্যালিগ্রাফি ? তাহলে লাইভটি দেখুন। আজ রঙের ক্লাস করবো আর জানাবো আপনি কিভাবে শিখতে পারবেন ক্যালিগ্রাফি শিল্প।

উন্মুক্ত লাইভ মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টার থেকে পরিচালিত হবে আজকের লাইভ টি।  একটি পেইন্টিং করে দেখানো হবে।  দেখানো হবে রঙ...
17/08/2025

উন্মুক্ত লাইভ
মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টার থেকে পরিচালিত হবে আজকের লাইভ টি। একটি পেইন্টিং করে দেখানো হবে। দেখানো হবে রঙের ব্যবহার। আরো কিছু বিষয় নিয়ে থাকবে আলোচনা।

১। ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের ফ্রি ক্লাসের ডিটেইল।
২। আয়াতুল কুরসি পেইন্টিং এর কিছু দিক নির্দেশনা।
৩। ১২তম বেসিক টু এডভান্সড ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্সের দাওয়াত।

সুতরাং আজকের লাইভটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। তাই মিস করলেই শেষ।

16/08/2025

বলেছিলাম একটা রঙের ক্লাস দিবো। ওকে ডান।
আজ রাত ৮ টায় ইনশাআল্লাহ লাইভে রঙের ক্লাস হবে। সবাই আমন্ত্রিত।

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।আর বন্ধু যারা তারতো ভুলগুলো কাছে এসে বুঝিয়ে বলবে।...
16/08/2025

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।

আর বন্ধু যারা তারতো ভুলগুলো কাছে এসে বুঝিয়ে বলবে। বাকি কথা হলো উভয় পক্ষকেই আমি বন্ধু ভাবে। কারন হেটার্স না থাকলে নিজের মধ্যে গতি বাড়েনা।

তবু বলবো আয়াতুল কুরসি নির্ভুল হওয়া চাই। এবার নিচের লেখাটা পড়ুন।

আয়াতুল কুরসি তো অনেকেই করে। যাদের কালারও সুন্দর হয়। কিন্তু কাস্টমার যদি বুঝতো যে তাদের লেখায় কি পরিমান ভুল। তাহলে ওই শিল্পীকে ধইরা পিটাইত।

না না,কাস্টমারেরও দোষ আছে। সস্তায় আনাড়ি শিল্পীর কাছে যাবে। তো এর থেকে ভালো কেমনে দিবে। ওরা তো আঁকে স্টেন্সিলের ছাপ দিয়ে। ওরা তো এটাও জানেই না ছাপ দেয়ার পরে কোন কোন যায়গা ঠিক করতে হয়। ওরা শুধুমাত্র ছাপ দিয়ে লিখে দেয়।

আরেক দল আছে যারা হাতেই লেখে। কিন্তু তারা নিজেরাও জানে না যে কোন অক্ষর ভুল। কারন এরা আর্টিস্ট তবে ক্যালিগ্রাফার নয়। এক মাত্র ক্যালিগ্রাফারদের আয়াতুল কুরসি পেইন্টিং শুদ্ধ হয়। তাও যারা সিনিয়র শিল্পী। নবীনদের কাজেও ভুল থাকে।

তাই অন্তত আয়াতুল কুরছি পেইন্টিং কেনার পূর্বে ভালো করে বুঝে নিবেন আপনার আঁকানো আয়াতুল করুসি পেইন্টইংটি ভালো করে পড়া যাচ্ছে তো? বা কোন ভুল নেই তো? অক্ষরের শ্যাপের ব্যাপারে বলবো বেশি ছোট্ট লেখা হলে অক্ষর শ্যাপ ধরে রাখা যায় না। তবে ৭০% পারা যায়। আবার কেউ কেউ আরো ভালো পারে। তবে এলাইনমেন্ট পার্ফেক্ট হওয়া আবশ্যক।

প্রিয় কাস্টমার!

দয়া করে আয়াতুল কুরসি পেইন্টিং অর্ডার করতে চাইলে ভালো কোন শিল্পী থেকে করান। তার পিছনের কাজ দেখুন। কারন আয়াতুল কুরসি পেইন্টিং সবাই বাসায় রাখতে চায় বরকতের জন্য। আপনার সেই বরকত যেন ভুলে ভরা না হয় ।

প্রিয় ক্যালিগ্রাফার!

আপনি নবীন হলে একটু সাবধানে আয়াতু কুরসি পেইন্টিং এর অর্ডার নেন। সময় নেন। ধীরে ধীরে করুন। তবু স্টেন্সিলের ছাপা দিয়ে আয়াতুল কুরসি পেইন্টিং করবেন না ।

এটা আপনার ভালো শিল্পী হতে প্রতিবন্ধক।

আয়াতুল কুরসি পেইন্টিং বয়কট করা হোক। শিল্পের মান এবং মর্জাদা বাড়বে ইনশাআল্লাহ।

বি. দ্র, আমার নতুন ব্যাচে ভর্তির আর মাত্র ৫ দিন বাকি। যারা এখনো ভর্তি হননি আজই ভর্তি হয়ে যান।

বিস্তারিত কমেন্টে।

আর মাত্র কয়েকটি আসন বাকি আছে আলহামদুলিল্লাহ আমার নতুন কোর্সের রেজিষ্ট্রেশন চলছে  ।   ২০শে আগষ্ট  শুরু হবে ১২তম  ক্যালিগ্...
16/08/2025

আর মাত্র কয়েকটি আসন বাকি আছে আলহামদুলিল্লাহ আমার নতুন কোর্সের রেজিষ্ট্রেশন চলছে ।
২০শে আগষ্ট শুরু হবে ১২তম ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স। এটি সম্পূর্ণ অনলাইনে।
একেবারে নতুন কিংবা কিছুটা শিখেছেন। অথবা রঙের ক্লাস করতে চান সবার জন্য রয়েছে সুযোগ।
সুতরাং ভর্তি হয়ে আপনার আসন নিশ্চিত করুন।

মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারে চালু হচ্ছে বেসিক টু এডভান্সড ক্যালিগ্রাফি কর্মশালা।

বিস্তারিত

♦️ক্লাস হবে অনলাইনে
♦️মোট ক্লাস ৩৬
♦️প্রতি সপ্তাহে ৩ টি ক্লাস
♦️শনি সোম বুধবার রাত ৯.৩০থেকে ১০.৩০মিনিট পর্যন্ত

♦️ক্লাস শুরু হবে ২০শে অগাষ্ট

📌ভর্তি ফি ৫০০ টাকা
📌মাসিক ফি ১০০০ টাকা
📌৩ মাসে মোট ৩৫০০ টাকা

📌বিকাশ পার্সোনাল ০১৭৮০২৮৩১৬১
📌নগদ পার্সোনাল ০১৬৭৭৮৭০৯৯৮

♦️একদম শুরু থেকে যারা ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স করতে আগ্রহীরা তারা দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন।

👉 ১২ম অনলাইন বেসিক টু এডভান্স ক্যালিগ্রাফি কোর্স।
👉শিল্পী মাহমুদুল হাসান
👉শুরু হবে ২০শে আগষ্ট ২০২৫ ইং
👉 মোট ক্লাস ৩৬ টি
👉সপ্তাহে ৩ টি ক্লাস শনি, সোম,বুধ।
👉ক্লাস হবে রাত ৯.৩০ টা থেকে ১০.৩০ টা পর্যন্ত
👉ক্লাস হবে গুগলমিটে
👉প্রত্যেক ক্লাসের ভিডিও রেকর্ড করা থাকবে।
👉ফেসবুকে একটি প্রাইভেট গ্রুপ থাকবে সেখানে সকল ক্লাসের ভিডিও গুলো দেয়া থাকবে। যার যখন ইচ্ছে দেখে প্রাক্টিস করতে পারবে।
👉প্রতিদিনের হোমওয়ার্ক থাকবে এবং সেগুলো দেখা হবে
👉দুইটি খত্ত (ফন্ট) শিখানো হবে ১,খত্তে উইসাম । ২, খত্তে সুলুস।
👉 প্রতিটি হরফের যুক্ত রুপ দেখানো হবে।

👉প্রথমে দুই পেন্সিলে নুকতা সহকারে আলাদা করে অক্ষর শিখার ক্লাস ৮ টি
তারপর প্রতিটি অক্ষরের যুক্ত রুপ দেখানোর ক্লাস ১২ এরপর বিভিন্ন রুপের কম্পোজিশনের ক্লাস ৪ টি
ক্যানভাস প্রস্তুতকরন এবং ক্যানভাসে বিভিন্ন টেক্সার দেয়ার নিয়ম দেখানো হবে ৪ টি ক্লাসে।
অবশেষে কালার দেখানোর হবে বিভিন্ন ভাবে। কালারের ক্লাস মোট ৮ টি ।
এভাবে করে ৩৬ টি ক্লাস শেষ হবে।

আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ পর্দা মেইনটেইন করে নেয়া হয়। এখানে কোন স্টুডেন্টের ক্যামেরা অন থাকবে না। শুধু মাত্র ( ক্লাস ওয়ার্কের ) অর্থাৎ শিক্ষকের ক্যামেরা অন থাকবে।

👉ভর্তি ফি ৫০০ টাকা
👉 প্রতিমাসে ১০০০ টাকা
👉 পূর্ণ কোর্স শেষ করতে সময় লাগবে ৩ মাস

👉মোবাইল নাম্বার
(01780283161 বিকাশ)
( 01677870998 নগদ)

👉বিকাশে অথবা নগদে টাকা পে করে আসন নিশ্চিত করতে হবে
👉 রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ১৯শে আগষ্ট পর্যন্ত ।
👉 সকল আর্ট সামগ্রী নিজের কিনে নিতে হবে। সে ক্ষত্রে ইবনে মোবারক আর্ট গ্যালারী থেকে কিনলে ডিসকাউন্ট বা সব থেকে সূলভ মূ্ল্যে পাওয়া যাবে

ক্লাসের নিয়মাবলি

১. সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক।
২. গুগোলমিট এ্যাপস চালাতে শিখে নিতে হবে।
৩. ক্লাসের প্রয়োজনীয় সামগ্রী ক্লাসের পূ্র্বেই প্রস্তুত করে রাখতে হবে
৪.ইন্টারনেট কানেকশন রাখতে হবে
৫.ক্লাসে সকলের ভিডিও ক্যামেরা অপ থাকবে।
৬. ক্লাসে কোন কিছু না বুঝলে সরাসরি প্রশ্ন করেতে হবে।
৭.ক্লাসের প্রতিটি হরফের ভিডিও সরবরাহ করা থাকবে। এবং তা ক্লাসের পরেই ফেসবুক গ্রুপে দিয়ে দেয়া হবে।
৮. কোনো কারনে ক্লাসে কেউ অনুপস্থিত থাকতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে।
৯.আরবি ফন্টের ২ টি ফন্ট শিখানো হবে। ইংরেজীতে ফন্টকে আরবিতে খত্ত্ব বলা হয়।
১০. শিখানো দুটি ফোন্টের নাম খত্বে সুলুস এবং খত্তে উইসাম

এডমিশন ফি ৫০০ টাকা
মাসিক ফি ১০০০ টাকা
সর্বোমোট ৩ মাসে ৩৫০০ টাকা

আমার পেজে প্রতিদিন ১০০ মেসেজ আসে।  মেসেজ গুলো এমন আমি শিখতে আগ্রহী, আমি শিখতে চাই,  আমার খুব ইচ্ছে আমি ক্যালিগ্রাফি শিখব...
14/08/2025

আমার পেজে প্রতিদিন ১০০ মেসেজ আসে। মেসেজ গুলো এমন
আমি শিখতে আগ্রহী, আমি শিখতে চাই, আমার খুব ইচ্ছে আমি ক্যালিগ্রাফি শিখবো। আচ্ছা এই কোর্সেটা করলে কি ক্যালিগ্রাফার হয়ে যাবো। এই কোর্সটা করার পর কি আমি ক্যালিগ্রাফি সেল করতে পারবো। নানার প্রশ্ন।
কিন্তু মজার ব্যাপার হলো এরা কেউই আগ্রহী না। জাস্ট আসে, মেসেজ দেয়। ভালো লাগে তাই। কেউ কেউ আবার মজা করতেও আসে উদ্ভট প্রশ্ন করে। কাল কে একজন আমার পরিচয় নিচ্ছিলো। আমি কে কোথাকার। কি করি। এমন সব প্রশ্ন। বললাম শিখবেন? বলে না। ক্যালিগ্রাফি পেইন্টিং কিনবেন? বলে না।
উফ মেজাজ টা ৪২০ ডিগ্রি তে গরম হইছে। তাইলে আমার পরিচয় দিয়া আপনি কি করবেন।
যাই হোক সবাই আমার পাঠক, দর্শক, শুভাকাঙ্ক্ষী। নিজের যায়গা থেকে কাউকেই ছোট করে কিছু বলি না। সব সময় শান্তভাবে উত্তর দেই। তবে মাঝে মাঝে খুব হাস্যকর লাগে এদের উদ্ভট প্রশ্নে।
আমি ওই মানুষগুলোকে জিগ্যেস করতে ইচ্ছে করে যা লেখে ভাই শেখার খুব ইচ্ছে। এটা লিখে তাদের কে আর হারিকেন দিয়েও খুঁজে পাই না।
হতে পারে তার অনেক ইচ্ছে কিন্তু এখন সময় পাচ্ছে না। তো সেটা বলুক। তাহলেও বুঝবো যে হ্যাঁ তার আগ্রহ আছে। কিন্তু কমেন্ট বা মেসেজ দিয়েই। হারিয়ে যাওয়া টা কেমন অদ্ভুত না। আমার অবুঝ মনের প্রশ্ন। তারা মনে হয় ভুল বুঝে কমেন্ট বা মেসেজ দেয়। বা চিন্তা করে যে ফলো করলে ফলো পাবো। ।
আপনাদের জায়গা থেকে বিষয়টা কে কেমন ভাবেন। একটু বলেন তো।

Address

Donia Jatrabari Dhaka
Dhaka
PAINTING

Telephone

+8801780283161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Calligraphy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmud Calligraphy Center:

Share