18/09/2022
শুন্যে লাফাচ্ছে হরিণ। এক লাফেই তেইশ হাত। হরিণের গতি ৮০ কিমি / ঘন্টা ( ৫০ মাইল / ঘন্টা) । আর বাঘ যায় এক লাফে বাইশ হাত! বাঘের সর্বোচ্চ গতি ৬৫ কিমি / ঘন্টা। তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে বেশীর ভাগ সময়ই হরিণকে ধরাশায়ী হতে হয়।
কারণটা কী?
কারণ হল হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পেছন ফিরে তাকায়। বাঘের চাইতে সে কতোটা এগিয়ে আছে বুঝার জন্য। আর এটাই হলো তার সর্বনাশের মুল কারণ।পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে! (প্রাপ্ত তথ্য)
তাই চলার পথে কখনও পেছনে তাকাতে নেই। জীবনে লক্ষ্যে পৌঁছাতে হলে কে কি বললো সেদিকে ভ্রুক্ষেপ না করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাবার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছা।
আর পিছনে না তাকিয়ে বা আপনাকে কে কি বললো সেটি আমলে না নিয়ে সামনের দিকে এগিয়ে আপন মনে কাজটি করতে পারলেই সে জীবনে প্রতিষ্ঠিত হবে,কোন বাধাই তাকে কর্মবিমুখ করতে পারবে না।
সফলতা অর্জন তার দ্বারাই সম্ভব হবে
(সংগৃহীত)