Dear Me

Dear Me Video creator

09/09/2025

উমায়িরের আদো আদো কথা শোনা যাচ্ছে,,,,

07/09/2025

মৌরিফুল (সংক্ষেপ)

একটি গ্রামীণ পটভূমিতে লেখা গল্প। গ্রামের এক দরিদ্র ছেলে, নাম গোপাল, তার স্বপ্ন হলো একদিন অনেক পড়াশোনা করে মানুষ হওয়া। কিন্তু অভাবের সংসারে তা সম্ভব হয় না। সে মাঠে-ঘাটে কাজ করে, মায়ের পাশে থাকে।

একদিন মাঠে হাঁটতে হাঁটতে সে দেখে গাছের নিচে এক অচেনা মানুষ বসে আছেন। মানুষটি তাকে খুব স্নেহ করেন, কথা বলেন। সেই অপরিচিত ব্যক্তি গোপালের হাতে একগুচ্ছ মৌরিফুল (একধরনের গাছের ছোট ফুল) দিয়ে বলেন—
"এই ফুল যতদিন থাকবে, ততদিন তোমার মনে আশা বেঁচে থাকবে।"

গোপাল ফুলটি যত্ন করে রাখে। জীবনের নানা কষ্ট, অভাব, হতাশার মাঝেও সেই মৌরিফুল যেন তাকে শক্তি জোগায়। শেষ পর্যন্ত দেখা যায়—যদিও তার বড়ো স্বপ্নগুলো পূর্ণ হয় না, তবুও সে জীবনের ছোট ছোট সুখ আর আশার মধ্যে বেঁচে থাকে।

06/09/2025

মাশাল্লাহ, alovera গুলো কি সুন্দর হয়ে উঠেছে,,,

আগের পোস্টে বলেছিলাম আমার এই পেইজটি অনেক আগের। অনেক আগে এক্টিভিটি ভালো ই ছিলো। তাই হয় মনিটাইজ হয়েছে।বুঝতেছিনা। এটার মানে...
03/09/2025

আগের পোস্টে বলেছিলাম আমার এই পেইজটি অনেক আগের। অনেক আগে এক্টিভিটি ভালো ই ছিলো। তাই হয় মনিটাইজ হয়েছে।বুঝতেছিনা। এটার মানে কেউ জানলে জানাবেন

ঝলমলে রোদ,,,সাথে নীল আকাশ।।মাশাল্লাহ এত্ত সুন্দর।
03/09/2025

ঝলমলে রোদ,,,সাথে নীল আকাশ।।মাশাল্লাহ এত্ত সুন্দর।

আমার এই পেইজ অনেক আগের,টুকটাক ভিডিও দেই শখের বসে।। কিন্তু বাউফলের অনেকের কাছে ই আমার এই ছোট পেইজটির ভিডিও যায় এবং তারা দ...
01/09/2025

আমার এই পেইজ অনেক আগের,টুকটাক ভিডিও দেই শখের বসে।। কিন্তু বাউফলের অনেকের কাছে ই আমার এই ছোট পেইজটির ভিডিও যায় এবং তারা দেখে।অনেকের সাথে কথা বলে বুঝেছি।তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ও দেখে।বেশ ভাল ফিল হয় এগুলো শুনলে। এবং তারা আমার ভিডিও এর প্রসংশা করেন।জানিনা কেমন ভিডিও বানাই।তবে রুচিসম্মত ভিডিও আপলোড দেয়ার ট্রাই করি।

ভদ্রলোক শীতকাল ছাড়া ছবি তুলেন না,,,তার খালি গরম লাগে🙄
01/09/2025

ভদ্রলোক শীতকাল ছাড়া ছবি তুলেন না,,,তার খালি গরম লাগে🙄

01/09/2025

সকালের নরম রোদ এসে পরেছে গাছটার উপর, গাছটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে।।।

30/08/2025
Babuland
20/11/2024

Babuland

15/11/2024

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।

স্বপ্নবাজরা হারে না❤️❤️সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️পড়ন্ত বিকেলে বাবাসোনার সাথে কোয়ালিটি টাইম ❤️
13/11/2024

স্বপ্নবাজরা হারে না❤️❤️
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤️

পড়ন্ত বিকেলে বাবাসোনার সাথে কোয়ালিটি টাইম ❤️

Address

Dhaka
8620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share