
04/07/2025
আমি আমার ছেলেকে খুব ভালোবাসি এবং সেটা যে লিখে ই প্রকাশ করতে হবে এমন কিছু ভাবি নাই।তাই তাকে নিয়ে কিছু লেখা হয়না।
আমার ছেলে সাইফান উমায়ির আমাকে Darlious Rika and Sakib এর ভিডিও দেখে অনেক হাসতে দেখেছে। আজকে আবার তাদের ভিডিও দেখছি পাশে উমায়ির ছিলো।ভিডিও টা শেষ হওয়ার সাথে সাথে আমার মুখের দিকে তাকিয়ে ও হাসতেছে।অপেক্ষা করছে আমি কখন হাসবো। বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। সে খেয়াল করে আমি কখন হাসি❤️❤️❤️