28/08/2025
Nutrition বিষয়ের শিক্ষার্থীদের জন্য medical abbreviations জানা কেন গুরুত্বপূর্ণ❓
- ক্লিনিক্যাল সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য প্রথম থেকেই Medical abbreviation গুলো শিখে রাখা জরুরি।
কারণ:
✅রোগীর মেডিকেল রিপোর্ট ও রেকর্ড বুঝতে সহজ হবে।
✅রোগীর রক্তপরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, কিডনি টেস্ট, ব্লাড সুগার রিপোর্ট ইত্যাদি পড়তে সহজ হবে।যেমন: HbA1c → রক্তে গ্লুকোজের গড় মান বোঝায়। অর্থ্যাৎ lab টেস্টের সংক্ষিপ্ত রূপ সহজেই বুঝতে পারবে।
✅হাসপাতাল বা ক্লিনিকে কাজ করার সময় ডায়েটিশিয়ান,ডাক্তারদের সঙ্গে দ্রুত ও সঠিকভাবে কথা বলা সম্ভব হয়।
✅হেলথ প্রফেশনালদের সঙ্গে কমিউনিকেশন সহজ হবে
প্রথম বর্ষ থেকেই অল্প অল্প করে জেনে রাখা ভালো ‼️