MD. Riaz & Textile

MD. Riaz & Textile We keep all textile related news, article, research, higher study, inspiration & great success story of textile engineers.

༒︎যদি মনকে༒︎পবিত্র করেন, ༒︎তাহলে﹏ღ ফুলের মত﹏ღ সুবাস ছড়িয়ে﹏ღ পড়বে।
13/06/2025

༒︎যদি মনকে༒︎পবিত্র করেন, ༒︎

তাহলে﹏ღ ফুলের মত﹏ღ সুবাস ছড়িয়ে﹏ღ পড়বে।

P K Zihad The key to success is hard work.
02/01/2024

P K Zihad
The key to success is hard work.

29/09/2023
02/06/2023

একজন দক্ষ কোয়ালিটি হতে যা যা জানা জরুরি সব গুলি তথ্য শেয়ার করলামঃ

***কোয়ালিটি (Quality):- সাধারণত বায়ারের চাহিদা অনুযায়ী পোষাকের গুণগতমান নির্ণয় করাকে কোয়ালিটি বলে।
১. কোয়ালিটি ইন্সপেক্টর কি?
উত্তরঃ কোয়ালিটি অর্থ গুন বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। সুতরাং কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ মান পরিদর্শক।
***Defect শব্দের অর্থ ত্রুটি।
Defect সাধারণত তিন প্রকার, যথাঃ-
1. Major defect, 2. Minor defect, 3. Critical defect.

1. Major defect:- যে সমস্যা থাকলে কোন Buyer তা Accept করে না তাকে Major Defect বলে। যেমনঃ Broken stitch, Skip stitch, Down stitch, Fabric defect, Uncut thread, Join stitch, Shading, Rawedge out, Bartack missing, Dirty spot, Reject/Damage, etc.
2. Minor defect:- যে সমস্যা বিবেচনার মাধ্যমে Buyer Accept করে থাকে তাকে Minor defect বলে। যেমনঃ Uncut Thread 1cm lees, loose thread, fly yarn 1cm lees, small spot, poor pressing, etc.
3. Critical defect :- যে সমস্যার কোন সমাধান থাকে না তাকে Critical defect বলে। যেমনঃ Order number missing, RN number missing, CA number missing, Broken needle in garments, Insect in Garments, Styling mistake, Wet Garments, Zipper weavy, Mould problem, Sharp edge at Button & Zipper, Two leg are uneven in same gmts, etc.

***Garments সাধারণত ২ প্রকার, যথাঃ-
1. Knit garment. 2, Woven garment.
1. Knit garment :- যে garment সরাসরি সুতার মাধ্যমে তৈরি করা হয় তাকে Knit garment বলে।
2. Woven garment :- যে garment fabric এর মাধ্যমে তৈরি করা হয় তাকে Woven garment বলে।

***Stitch এর অর্থ সেলাই।
Stitch সাধারণত ৫ প্রকার, যথাঃ-
1. Lock stitch, 2. Chain stitch, 3. Cover stitch, 4. Blaind stitch, 5. Safety stitch.

***মেজারমেন্ট টেপ সম্বন্ধে কিছু ধারণা #
১ ইঞ্চি টেপ =৬০ ইঞ্চি।
১ ইঞ্চি টেপ =১৫০ সি.এম।
১ ইঞ্চি টেপ =১.৫ মিটার।
১ ইঞ্চি টেপ =১৫০০মিলি মিটার।
১ মিটার =৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)।
১ ইঞ্চি =২.৫৪ সি.এম (প্রায়)।
১ সি.এম =০.৩৩৩৯ ইঞ্চি (প্রায়)।
১ ইঞ্চি টেপ = ৪৮০ সুতা।
১ মিটার = ১০০ সি.এম।
১ ইঞ্চি = ৮ সুতা।
১/৮ = ১ সুতা।
১/৪ (২/৮)= ২ সুতা।
৩/৮ = ৩ সুতা।
১/৪(২/৮)=২ সুতা।
৩/৮ = ৩ সুতা।
১/২ = ৪ সুতা।
৫/৮ = ৫ সুতা।
৩/৪ (৬/৮) = ৬ সুতা।
৭/৮ = ৭ সুতা।
১/১৬ = ১/

02/06/2023

★কোয়ালিটি ডিপার্মেন্টের গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ-

১.ডিফেক্ট কত প্রকার?
উত্তর =তিন প্রকার
1.Major(মেজর)
2.Minor(মাইনর)
3.Critical(ক্রিটিক্যাল).

২ ফেব্রিকdefect কি কি?
উত্তর.. Knot, Foreign yarn, Missing Yarn,Dirty spot,oil spot, slub, UV spot.

৩ Iron defect কি ?
উত্তর =যে ডিফেক্ট আয়রন এর মাধ্যমে হয় তাকে আইরন ডিফেক্ট বলে যেমন crease mark shining mark.

4. Iron ক্ষেত্রে কত সংকেত তাপমাত্রা কত ডিগ্রী বুঝায় ?
উত্তর = 110 ডিগ্রী তাপমাত্রা বুঝায় ১৫০ ডিগ্রি তাপমাত্রা বুঝায়.
210 ডিগ্রি তাপমাত্রা বুঝায়..

৫. Fabric lay কি?
উত্তরঃ কাপড় বিছানোর পর কাপড়ের স্তরসমূহ যে আকার ধারণ করে তাকে ফেব্রিক লে বলে।

৬.Fabric Fly কি?
উত্তরঃ ফেব্রিক লে এর মধ্যে একটি কাপড়কে প্লাই বলে।

৬.shade কাকে বলে?
উত্তর =একই কাপড়ের মধ্যে রংয়ের পরিবর্তন হলে তাকে shade বলে৷

7.cutt mark কাকে বলে?
উত্তর. cutt mark হল সেলাইয়ের আগে সেলাইয়ের জন্য cutting থেকে যে mark
দেওয়া হয় তাকে cutt mark বলে৷

8.লাইনে blue ও black card বলতে কি বুঝ?
উত্তর = লাইনে blue card হল technical problem.black card হল mechine problem.

9. Zipper কয়টি অংশ?
উত্তর= জিপারের পাঁচটি অংশ
১. Zipper tape
2.Zipper teeth
3.Runner
4.Puller
5.Stopper

10.A.Q.L ফুল মিনিং কি?
উত্তর =acceptable quality level.

11.নিডেল কত প্রকার ও কি কি? এবং কোন নিডেল কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর =নেডেল তিন প্রকার
১.sharp neddle
2. Ball point neddle.
3. Universal neddle.
Sharp neddle lock stc.ball point neddle chain looper.এবং universal
neddle ভয় কাজে ব্যবহার করা হয়

১২. ওয়াস কত প্রকার ও কি কি?
উত্তর = Wash 5 প্রকার
1.Normal wash.
2.Enzyme wash.
3.silicon wash
4.stone wash.
5.garment wash.

১৩.marker কত প্রকার ও কি কি?
উত্তর= marker 5 প্রকার
১.group marker
2.solid Makkar
3.lay way marker
4. all garments one way marker
5. salty Marka.

14. Fusing কত প্রকার ও কি কি?
উত্তর = ফিউজিং দুই প্রকার
১. cotton fusing
2. paper fusing

14. মেশিনে গেজ ব্যবহার করা হয় কেন?
উত্তর =সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য মেশিনে গেজ ব্যবহার করা হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. Riaz & Textile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. Riaz & Textile:

Share