02/06/2023
একজন দক্ষ কোয়ালিটি হতে যা যা জানা জরুরি সব গুলি তথ্য শেয়ার করলামঃ
***কোয়ালিটি (Quality):- সাধারণত বায়ারের চাহিদা অনুযায়ী পোষাকের গুণগতমান নির্ণয় করাকে কোয়ালিটি বলে।
১. কোয়ালিটি ইন্সপেক্টর কি?
উত্তরঃ কোয়ালিটি অর্থ গুন বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। সুতরাং কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ মান পরিদর্শক।
***Defect শব্দের অর্থ ত্রুটি।
Defect সাধারণত তিন প্রকার, যথাঃ-
1. Major defect, 2. Minor defect, 3. Critical defect.
1. Major defect:- যে সমস্যা থাকলে কোন Buyer তা Accept করে না তাকে Major Defect বলে। যেমনঃ Broken stitch, Skip stitch, Down stitch, Fabric defect, Uncut thread, Join stitch, Shading, Rawedge out, Bartack missing, Dirty spot, Reject/Damage, etc.
2. Minor defect:- যে সমস্যা বিবেচনার মাধ্যমে Buyer Accept করে থাকে তাকে Minor defect বলে। যেমনঃ Uncut Thread 1cm lees, loose thread, fly yarn 1cm lees, small spot, poor pressing, etc.
3. Critical defect :- যে সমস্যার কোন সমাধান থাকে না তাকে Critical defect বলে। যেমনঃ Order number missing, RN number missing, CA number missing, Broken needle in garments, Insect in Garments, Styling mistake, Wet Garments, Zipper weavy, Mould problem, Sharp edge at Button & Zipper, Two leg are uneven in same gmts, etc.
***Garments সাধারণত ২ প্রকার, যথাঃ-
1. Knit garment. 2, Woven garment.
1. Knit garment :- যে garment সরাসরি সুতার মাধ্যমে তৈরি করা হয় তাকে Knit garment বলে।
2. Woven garment :- যে garment fabric এর মাধ্যমে তৈরি করা হয় তাকে Woven garment বলে।
***Stitch এর অর্থ সেলাই।
Stitch সাধারণত ৫ প্রকার, যথাঃ-
1. Lock stitch, 2. Chain stitch, 3. Cover stitch, 4. Blaind stitch, 5. Safety stitch.
***মেজারমেন্ট টেপ সম্বন্ধে কিছু ধারণা #
১ ইঞ্চি টেপ =৬০ ইঞ্চি।
১ ইঞ্চি টেপ =১৫০ সি.এম।
১ ইঞ্চি টেপ =১.৫ মিটার।
১ ইঞ্চি টেপ =১৫০০মিলি মিটার।
১ মিটার =৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)।
১ ইঞ্চি =২.৫৪ সি.এম (প্রায়)।
১ সি.এম =০.৩৩৩৯ ইঞ্চি (প্রায়)।
১ ইঞ্চি টেপ = ৪৮০ সুতা।
১ মিটার = ১০০ সি.এম।
১ ইঞ্চি = ৮ সুতা।
১/৮ = ১ সুতা।
১/৪ (২/৮)= ২ সুতা।
৩/৮ = ৩ সুতা।
১/৪(২/৮)=২ সুতা।
৩/৮ = ৩ সুতা।
১/২ = ৪ সুতা।
৫/৮ = ৫ সুতা।
৩/৪ (৬/৮) = ৬ সুতা।
৭/৮ = ৭ সুতা।
১/১৬ = ১/