
29/03/2023
3 বলে 2 চাই! সেই জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে একটা অসাধারণ জয় ছিনিয়ে এনেছিল ভারতীয় দল। সাত বছর আগে আজকের দিনে এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছিলেন ভারত-বাংলাদেশের সমর্থকরা। কিন্তু সেদিনের সেই বাংলাদেশের চেয়ে আরও সহজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল 2005 সালের ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ODI ম্যাচ জেতার জন্য ক্যারিবিয়ানদের 4 বলে দরকার ছিল মাত্র 2 রান, হাতে ছিল 3 উইকেট।
কিন্তু বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও সেদিন পরাজিত হয়েছিল! ভারতের হার্দিক পান্ডিয়ার মতো সেদিন শেষ ওভারে বল করতে এসেছিলেন শার্ল ল্যাঙ্গাভেল্ট। দ্বিতীয় বলেই একটা রান আউটের সুযোগ মিস হয়েছিল। কিন্তু হাল ছাড়েননি ল্যাঙ্গাভেল্ট। তৃতীয় বলে ক্লিন বোল্ড, চতুর্থ বলে ক্লিন বোল্ড এবং পঞ্চম বলে এল.বি.ডাব্লিউ! তিন বলে তিন উইকেট, ওয়েস্ট ইন্ডিজ অল আউট! কোনও ফিল্ডারের সাহায্য ছাড়াই হ্যাট্রিক করলেন ল্যাঙ্গাভেল্ট! নন-স্ট্রাইকার প্রান্ত থেকে অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ডোয়েন ব্রাভোর!
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পাশে বহু বছর ধরে 'চোকার্স' তকমা লেগে আছে ঠিকই, কিন্তু ODI ক্রিকেটের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কামব্যাকটাও কিন্তু প্রোটিয়ারাই করেছিল 😄❤️