Rajbul Ahmed Choudhury

Rajbul Ahmed Choudhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajbul Ahmed Choudhury, Digital creator, Dhaka.

Digital Marketer || SEO Expert || Graphics Designer ( Adobe Creative Suite & AI Generated Tools) || Video Editor ( Adobe Creative Suite & AI Generated Tools) ||

05/08/2025

আসসালামুআলাইকুম
আধ্যাত্মিক নগরী ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেটে স্বাগতম।
সম্মানিত দর্শনার্থী আপনারা কি সিলেটে ঘুরতে আসতে চাচ্ছেন?নিরিবিলি পরিবেশে পরিবার নিয়ে থাকতে চাচ্ছেন?তাহলে আজই চলে আসুন...
হোটেল অর্কিড গার্ডেন ।
পূর্ব দরগা গেইট, সিলেট ।
সম্মানিত অতিথিদের সুবিধার্থে আমাদের আয়োজন :-
*শাহজালাল রহঃ মাজার হতে ২ মিনিট দুরত্ব
* কম্প্লিমেন্টারি প্রসাধনী ।
* শীতাতপ নিয়ন্ত্রিত রুম ।
* রুম সার্ভিসের জন্য ইন্টারকম সুবিধা।
* দৈনিক সংবাদপত্র ।
* দ্রুতগতির ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা ।
* ক্লোজসার্কিট ক্যামেরা দ্বারা 24 ঘন্টা নিরাপত্তা
ব্যবস্থা
* ডিস সংযোগ সহ এল ই ডি টিভি ।
* 24 ঘন্টা স্ট্যান্ডবাই জেনারেটর ।
* লন্ড্রি সার্ভিস * ।
* নিরাপদ ফ্রী পার্কিং ।
* 24 ঘন্টা হেল্প ডেস্ক সার্ভিস।

📞⁨01711-429313
📞01728108838

#সিলেটের

05/08/2025

সাধ্যের মধ্যে পরিবার নিয়ে থাকার বিশ্বস্ত একটি হোটেল অর্কিড গার্ডেন এ। এখানে আছে এসি সহ পরিবার নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যানযট মুক্ত পরিবাশে থাকার জন্য সু-ব্যবস্থা ।
সিলেটের প্রানকেন্দ্র হযরত শাহ্‌ জালাল (রহঃ) মাজার হইতে মাত্র ১ মিনিটের দূরত্ব ।

আমাদের সুবিধা সমূহঃ-
* ফ্রি ওয়াই-ফাই ।
* ২৪ ঘন্টা জেনারেটর সার্ভিস ।
* ২৪ ঘন্টা রুম ক্লিনিং সার্ভিস ।
* ২৪ ঘন্টা সিকিউরিটি সার্ভিস ।
* সিসি ক্যামেরা দ্বারা সর্বাধুনিক মনিটরিং ।
* ক‍্যাবল টিভি ।
* পানি গরম করার জন্য বাথরুমে গ্রিজারের ব্যবস্থা ।
* রোড সাইড পার্কিং । বড় বাস সহ সব ধরনের যানবাহন রাখা যাবে ।
*টাওয়াল , সাবান , শাম্পু , টুথপেষ্ট , টুথব্রাশ , হেন্ড ওয়াশ , কাপড় রাখার স্ট্যান্ড ও জায়নামাজের সু- ব্যবস্থা রয়েছে ।

হোটেল অর্কিড গার্ডেন
পূর্ব দরগা গেইট,সিলেট
যোগাযোগঃ 01711429313,01728108838

05/08/2025
05/08/2025

প্রকৃতির অপূর্ব লীলাভূমি #সিলেটে স্বাগতম

হোটেল অর্কিড গার্ডেন ।
পূর্ব দরগা গেইট, সিলেট ।

সম্মানিত অতিথিদের সুবিধার্থে আমাদের আয়োজন :-

*শাহজালাল রহঃ মাজার হতে ২ মিনিট দুরত্ব
* কম্প্লিমেন্টারি প্রসাধনী ।
* শীতাতপ নিয়ন্ত্রিত রুম ।
* রুম সার্ভিসের জন্য ইন্টারকম সুবিধা।
* দৈনিক সংবাদপত্র ।
* দ্রুতগতির ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা ।
* ক্লোজসার্কিট ক্যামেরা দ্বারা 24 ঘন্টা নিরাপত্তা
ব্যবস্থা
* ডিস সংযোগ সহ এল ই ডি টিভি ।
* 24 ঘন্টা স্ট্যান্ডবাই জেনারেটর ।
* লন্ড্রি সার্ভিস * ।
* নিরাপদ ফ্রী পার্কিং ।
* 24 ঘন্টা হেল্প ডেস্ক সার্ভিস।

📞⁨01711-429313⁩
📞01728108838

05/08/2025

05/08/2025

05/08/2025

#জুলাইবিপ্লব #স্বপ্নভাঙারআবেগ #তাদের_ত্যাগ_আমাদের_অঙ্গীকার #বাংলাদেশ_জেগে_ওঠো #গণজাগরণ_নতুনভাবে
#বিপ্লব_নয়_ব্যবসা_না

জুলাই বিপ্লব ২০২৪: আমরা কী ভুলে যাচ্ছি তাদের ত্যাগ?

আমরা সেই দিনগুলোর কথা মনে করি—
প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে একাত্মতা প্রকাশ করে সাথে ছিলাম সেদিন,
বুক ভরা বিশ্বাস আর চোখে জল নিয়ে লাখো মানুষ রাস্তায় নেমেছিল,
স্বপ্ন ছিল—এই দেশ থেকে স্বৈরাচার যাবে, অন্যায়ের শিকল ছিঁড়ে আমরা গড়বো একটা নতুন বাংলাদেশ।

আমরা চিৎকার করে বলেছিলাম, “এইবার হবে মুক্তি!”

আজ?
আজ আমরা দেখি—
🔹 জোর করে মেয়র হওয়ার লোভ,
🔹 জনগণের মত উপেক্ষা করে নিজেরাই নির্বাচনের তারিখ ঠিক করা,
🔹 লুটপাট, চাঁদাবাজি, হুমকি, দম্ভ আর ক্ষমতার বেহায়া প্রদর্শনী।

শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ কেউ নিজেদের ঘোষণা দিচ্ছে ‘বিপ্লবের মাস্টারমাইন্ড’।
আহতদের কান্না, ভাঙা স্বপ্ন—সবকিছু ভুলে গিয়ে কেউ কেউ আজ সেই বিপ্লব বিক্রি করছে নিজেদের স্বার্থে, নিজের ক্যারিয়ার বানাতে।

এই কি আমরা চেয়েছিলাম?

জুলাই বিপ্লব ছিল মানুষের বিপ্লব—কোনো ব্যক্তি বা দলের নয়।
এই বিপ্লব ছিল ত্যাগের, ছিল আদর্শের।
তাকে গালি দেওয়া মানে নিজেদেরই প্রতারণা করা।

আমরা আজও অপেক্ষায় আছি—
যে বাংলাদেশ গড়ার জন্য প্রিয় মুখগুলো হারিয়েছিলাম,
সেই বাংলাদেশ কি আর আসবে না?

👉 আসুন, আবার জেগে উঠি। বিপ্লবকে রক্ষা করি। শহীদদের মর্যাদা ফিরিয়ে দিই।

জুলাই বিপ্লব কারো পদবী নয়, এটা একটিই পরিচয়—আমি মানুষ, আমি প্রতিবাদ করি।

27/07/2025



I don’t just create designs — I build digital solutions.

In today’s world, a business doesn’t just need a logo — it needs a strategy.
A strategy that combines design, video, and marketing to attract attention and drive results.

My Expertise:

✅ Digital Marketing – Facebook & Google Ads, Lead Generation, Sales Funnels
✅ Graphic Design – Branding, Social Media Creatives, Print & Digital Design
✅ Video Editing – Reels, YouTube Videos, Promotional Content, AI-powered editing

I help businesses grow by combining creativity + strategy + ex*****on.

Currently working with clients across local and global markets through platforms like Upwork, Freelancer, and direct contracts.

I believe in delivering not just “a project” — but real business outcomes.

📩 Looking to elevate your brand, content, or campaigns?
Let’s connect and create something impactful together.

26/07/2025


When I started learning digital marketing and design, everything felt overwhelming.
I didn’t know where to begin. I watched free YouTube tutorials, practiced on Canva, and made tons of mistakes.

But every mistake taught me something.
Slowly, I started creating better designs, running ad campaigns, and even helping others grow their brands online.

Today, I’m proud to say:
🎯 I’ve helped clients build their social media presence
🎨 I can confidently create engaging content
📈 And I’m still learning, every single day

Success doesn’t come overnight. It comes from small, daily improvements.

If you’re on your journey—keep going. You’re already ahead of those who never started.

Address

Dhaka

Website

https://www.behance.net/mdrajbchoudhu, http://www.freelancer.com/@rajbulchoudhury, http://w

Alerts

Be the first to know and let us send you an email when Rajbul Ahmed Choudhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajbul Ahmed Choudhury:

Share