দাওয়া পাবলিকেশন

দাওয়া পাবলিকেশন সুন্দর আগামীর জন্য।

বইটি পড়েছেন? অসাধারণ একটা বই।
17/09/2025

বইটি পড়েছেন? অসাধারণ একটা বই।

মেলা থেকে আমাদের প্রকাশিত নতুন “মুমিনের বিয়ে” এবং আরো দুটি বই নিয়েছেন একজন পাঠক।।আমাদের বইগুলো পাবেন ১৪৬ নং স্টলে।
16/09/2025

মেলা থেকে আমাদের প্রকাশিত নতুন “মুমিনের বিয়ে” এবং আরো দুটি বই নিয়েছেন একজন পাঠক।।

আমাদের বইগুলো পাবেন ১৪৬ নং স্টলে।

আলহামদুলিল্লাহ। বই মেলায় এসে গেছে। তারুণ্য প্রকাশন এর ১৪৬ নং স্টল থেকে সংগ্রহ করতে পারবেন ইনশা আল্লাহ।
16/09/2025

আলহামদুলিল্লাহ। বই মেলায় এসে গেছে। তারুণ্য প্রকাশন এর ১৪৬ নং স্টল থেকে সংগ্রহ করতে পারবেন ইনশা আল্লাহ।

15/09/2025

আলহামদুলিল্লাহ।

প্রকাশিত নতুন “মুমিনের বিয়ে” বইটি আগামীকাল থেকে মেলায় পাওয়া যাবে ইনশা আল্লাহ। স্টল নং ১৪৬।

ইসলামে শুধু সংখ্যা বৃদ্ধিই মুখ্য নয়; বরং সংখ্যার সঙ্গে গুণগত মানও গুরুত্বপূর্ণ। আমাদের কেবল উম্মাহর সংখ্যা বাড়ানোই উদ্দ...
15/09/2025

ইসলামে শুধু সংখ্যা বৃদ্ধিই মুখ্য নয়; বরং সংখ্যার সঙ্গে গুণগত মানও গুরুত্বপূর্ণ। আমাদের কেবল উম্মাহর সংখ্যা বাড়ানোই উদ্দেশ্য নয়, আদর্শিক উম্মাহ গঠনেও গুরুত্ব দিতে হবে। আদর্শিক উম্মাহ এবং মুসলমানরা তো তারাই, যারা আল্লাহর আদেশ মেনে চলেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পূর্ণাঙ্গ পথ অনুসরণ করেন।

একজন মুসলিম বিবাহ করবেন এই নিয়তে যে, তিনি নেককার ও দ্বীনদার সন্তান জন্ম দেবেন। এরপর তার পরিবারকে ইসলামি শিক্ষা ও সত্য দ্বীনের পথে পরিচালিত করবেন। যদি ইসলামের আদর্শকে ধারণ করে পরিবার গড়ে তোলা হয়, তবে তারা সেই মুসলিমদের অন্তর্ভুক্ত হবেন, যাদের সংখ্যা দেখে কিয়ামতের দিন নবিজি আনন্দিত হবেন, দুআ করবেন এবং অন্যান্য জাতির সামনে গর্ব করবেন।

আবু হুরাইরা (রা.) বলেন, নবিজি বলেছেন—

اِنْكِحُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ

‘বিবাহ করো। কারণ, কিয়ামতের দিন আমি তোমাদের অধিক সংখ্যায় দেখে গর্ব করব।’

আল্লাহর তাআলা শুকরিয়া আদায় করা আর ধৈর্যধারণ করা এই দুটোই মুমিনদের মূলমন্ত্র হিসেবে অবহিত করেছেন। মুমিনরা ধৈর্য ধরে এবং ন...
14/09/2025

আল্লাহর তাআলা শুকরিয়া আদায় করা আর ধৈর্যধারণ করা এই দুটোই মুমিনদের মূলমন্ত্র হিসেবে অবহিত করেছেন। মুমিনরা ধৈর্য ধরে এবং নিজেদের বোঝায়—তারা আল্লাহর প্রতি কখনোই নিরাশ হয়নি, সেইসাথে আল্লাহর শুকরিয়াও আদায় করে। কারণ, আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করছেন। আবার আল্লাহ নিজেই সেই বিপদ থেকে উদ্ধার করবেন।

ছোটো ছোটো বিপদ অনেক বিপদই তো আমাদের মাঝে আসে। আমরা ধৈর্য ধরে যদি সেগুলো মোকাবিলা করতে পারি, তাহলে যত বড়ো বিপদই আসুক না কেন, আমরা তা সহজেই মোকাবিলা করতে পারব। যেকোনো বিপদ-আপদ সামনে এলে বুঝতে হবে, এসব আমাদের ঈমান বৃদ্ধির পরীক্ষা।
উপর্যুক্ত আলোচনা থেকে আমরা বুঝলাম—ঈমান বৃদ্ধি পায় বটে, কিন্তু কখনো কখনো ঈমান হ্রাসও পায়। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে যে, ঈমান সর্বদা সমপর্যায়ে থাকে না। জীবনের বিভিন্ন পরিস্থিতি, সময় কর্মসাধন আমাদের ঈমানকে বাড়িয়ে তোলে আবার ঈমানকে কমিয়েও দেয়। ঈমান দুর্বল হয়ে যাওয়া মানে দ্বীন থেকে একেবারেই খারিজ হয়ে যাওয়া, এমন না। রাসুল ﷺ বলেন—

“এমন কোন হৃদয় নেই, যা মেঘে ঢেকে যায় না; যেমনটা মেঘ চাঁদকে ঢেকে দেয়—যখন এটি উজ্জ্বল হয়, তখন চাঁদ ঢেকে যায় অন্ধকারে। কিন্তু যখন মেঘ চলে যায়, তখন চাঁদ ফিরে আসে তার উজ্জ্বলতা নিয়ে।”

রাসুল ﷺ অসাধারণ একটি উপমার সাহায্যে আমাদের ঈমান কমা-বাড়ার বিষয়টি তুলে ধরেছেন। তিনি আরও বলেন—মানুষের অন্তর থেকে ঈমান খুলে পড়ে যায় যেমনভাবে মানুষ কাপড় খুলে রাখে। তাই আল্লাহর কাছে দুআ করতে হবে, আমার ঈমান যেন দৃঢ় হয় এবং আল্লাহ সবার ঈমানকে যেন দৃঢ় করেন।

বই: মুসলিম যুবকদের পুনর্জাগরণ
মূল: ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস
অনুবাদ: আল আমিন রাকিব

দাওয়া পাবলিকেশন থেকে প্রকাশিত দুই অনন্য বই১.নামাজহীন আর কতদিনযে হৃদয়কে নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে ব্যস্ততা আর গাফিলতি,...
14/09/2025

দাওয়া পাবলিকেশন থেকে প্রকাশিত দুই অনন্য বই

১.নামাজহীন আর কতদিন

যে হৃদয়কে নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে ব্যস্ততা আর গাফিলতি, তাকে জাগ্রত করবে এ গ্রন্থ।

২.আঁধার থেকে আলোতে:
হতাশা, পাপ আর বিভ্রান্তির অন্ধকার ভেদ করে আলোর পথে ফিরে আসার বাস্তব অনুপ্রেরণা।

দুটি বই একসঙ্গে পাঠকের অন্তরে করবে আত্মার জাগরণ—
আল্লাহর দিকে ফিরে আসা, আত্মশুদ্ধি ও জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া।

আলহামদুলিল্লাহ। তারুণ্য প্রকাশন এর স্টলে পাঠকবৃন্দ।
13/09/2025

আলহামদুলিল্লাহ। তারুণ্য প্রকাশন এর স্টলে পাঠকবৃন্দ।

আলহামদুলিল্লাহ। বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৫ শুভ উদ্ভোদন। বক্তব্য রাখছেন সিয়ান পাবলিকেশন এর  Rafique ভাই।
13/09/2025

আলহামদুলিল্লাহ।
বায়তুল মুকাররম ইসলামী বইমেলা ২০২৫ শুভ উদ্ভোদন।
বক্তব্য রাখছেন সিয়ান পাবলিকেশন এর Rafique ভাই।

আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ উপলক্ষে আমাদের প্রকাশিতব্য নতুন “মুমিনের বিয়ে” বইটির শর্ট পিডিএফ কমেন্টে দেওয়া হয়েছে। পড়ে...
13/09/2025

আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ উপলক্ষে আমাদের প্রকাশিতব্য নতুন “মুমিনের বিয়ে” বইটির শর্ট পিডিএফ কমেন্টে দেওয়া হয়েছে। পড়ে দেখতে পারেন। সাথে বিভিন্ন অনলাইন শপ থেকে অর্ডার লিংক দেওয়া হয়েছে।

বই: মুমিনের বিয়ে
মূল: মুস্তাফা আল জিবালী
অনুবাদ: সানাফ মাহমুদ
পৃষ্ঠা: ১৭৬

আলহামদুলিল্লাহ। অবশেষে পূর্ণাঙ্গ স্টলের কাজ শেষ হয়েছে। এখন মাত্র বই দিয়ে সাজানো বাকি। আজ থেকে শুরু হবে “আন্তর্জাতিক ইসলা...
13/09/2025

আলহামদুলিল্লাহ। অবশেষে পূর্ণাঙ্গ স্টলের কাজ শেষ হয়েছে। এখন মাত্র বই দিয়ে সাজানো বাকি।

আজ থেকে শুরু হবে “আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫। আমাদের বইগুলো তারুণ্য প্রকাশন এর ১৪৬ নং স্টলে পাবেন।

আগামীকাল ১৩ ই সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ শুরু হবে ইনশা আল্লাহ। স্থান: বায়তুল মুকাররম মসজিদ, পূর্ব গে...
12/09/2025

আগামীকাল ১৩ ই সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ শুরু হবে ইনশা আল্লাহ।
স্থান: বায়তুল মুকাররম মসজিদ, পূর্ব গেইট।

দাওয়া পাবলিকেশন - Dawah publication এর বইগুলো পাওয়া যাবে তারুণ্য প্রকাশন এর ১৪৬ নং স্টলে।

এবারের মেলা এক্কেবারে একটা ভিন্ন মেলা হবে ইনশা আল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি।

Address

3rd Floor Islamic Tower Banglabazar
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়া পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাওয়া পাবলিকেশন:

Share

Category