দাওয়া পাবলিকেশন

দাওয়া পাবলিকেশন সুন্দর আগামীর জন্য।

25/07/2025

ইসলামে রিজিক শুধু অর্থনৈতিক দিকেই সীমাবদ্ধ নয়; বরং মানসিক প্রশান্তি ও অভিজ্ঞতাও এর অন্তর্ভুক্ত। কাজেই আল্লাহর তাকদির ও ভাগ্যের উপর আস্থা রাখা, ধৈর্য ধারণ করা এবং এই বিশ্বাস রাখা জরুরি যে যা আপনি চান তা-ই সবসময় আপনার জন্য ভালো নয়—কারণ একমাত্র আল্লাহই জানেন কোনটা তাঁর বান্দার জন্য উত্তম।

@সানাফ মাহমুদ

25/07/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আমাদের সভ্যতার প্রথম বৈশিষ্ট্য হল, এ সভ্যতার ভিত্তি তাওহিদ ও বিশ্বাসের ওপর স্থাপিত। এ সভ্যতাই সর্বপ্রথম মানবজাতিকে এক আল...
24/07/2025

আমাদের সভ্যতার প্রথম বৈশিষ্ট্য হল, এ সভ্যতার ভিত্তি তাওহিদ ও বিশ্বাসের ওপর স্থাপিত। এ সভ্যতাই সর্বপ্রথম মানবজাতিকে এক আল্লাহর প্রতি আহ্বান জানায়। শাসনবিধানে কেউ তাঁর অংশীদার নেই। কেবল তাঁরই ইবাদত করতে হবে এবং তাঁকেই লক্ষ্য ও আশ্রয় বলে স্বীকার করে নিতে হবে।

মহান আল্লাহ বলেন,
{إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ}
“আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি”। [সুরা আল-ফাতিহা, আয়াত : ৫]

তিনিই সম্মান দান করেন, তিনিই লাঞ্ছিত করেন। দান ও অনুগ্রহ কেবল তাঁরই হাতে। আসমান ও জমিনে এমন কোনো বস্তু নেই, যা তাঁর অসীম ক্ষমতা এবং অধিকারের বাহিরে।
তাওহিদের তাৎপর্যকে মানুষের অন্তরে গেঁথে নেবার ফলেই মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে; শাসকশ্রেণির স্বৈরাচারতন্ত্র, পোপতন্ত্র বা ধর্মীয় পুরোহিততন্ত্রের কবল থেকে সাধারণ মানুষকে দিয়েছে মুক্তি। শাসক-শাসিতের সম্পর্ক স্থাপন করেছে, এক ইলাহের দিকে দৃষ্টি নিবন্ধ করেছে—যিনি সারা বিশ্বের স্রষ্টা, সমগ্র জগতের রব। ইসলামি সভ্যতায় বিশ্বাসের এত বিরাট প্রভাব পড়ে, যা পূর্বাপর সকল সভ্যতা থেকে ইসলামি সভ্যতাকে এক ভিন্ন ও স্বতন্ত্র বৈশিষ্ট্যে বৈশিষ্টমণ্ডিত করে।

আকিদা-বিশ্বাস, নীতি-শৃঙ্খলা এবং শিল্প-সাহিত্যের সকল অঙ্গনে মূর্তিপূজার ধ্যান-ধারণা এবং চিত্রকল্প থেকে ইসলাম নিজেকে মুক্ত ঘোষণা করে। একারণেই মুসলমানরা ইলিয়ডের মতো (Iliad) শিরকমিশ্রিত গ্রীক সাহিত্যের অনুবাদ থেকে বিরত ছিল।

চিত্রকল্প, শিল্পকলা এবং স্থাপত্যশিল্পে মুসলিমরা সুনিপুণ দক্ষতার অধিকারী হওয়া সত্ত্বেও মূর্তিপূজার বিরুদ্ধে ইসলাম প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে। মূর্তিপূজার সকল বাহ্যিক কারণ—যেমন প্রিয় নেতা, সাধু ব্যক্তি, নবী-রাসুল ও দিগ্বিজয়ী মনীষীদের ভাষ্কর মূর্তি তৈরির অনুমতি ইসলাম দেয়নি। অথচ এ ধরনের ভাষ্কর প্রাচীন এবং আধুনিক সভ্যতার প্রতিফলন বলে গণ্য করা হয়। ইসলাম এ ব্যাপারে অনুমতি দেয়নি। কারণ, সভ্যতার কোনো উপাদানই ইসলামের দৃষ্টিতে ‘তাওহিদ ও বিশ্বাস’-এর সমপর্যায়ে ও সহাবস্থানে পৌঁছতে সক্ষম নয়।

এ ‘তাওহিদ ও বিশ্বাস’ ইসলামি সভ্যতার উপর ব্যাপক প্রভাব ফেলে পূর্বাপর সকল সভ্যতার উপর বিশেষ মর্যাদা লাভ করেছে। এজন্যই ইসলামের উদ্দেশ্য-লক্ষ্য, আইন প্রণয়ন, জনকল্যাণমূলক কর্মসূচী, সমাজের সামগ্রিক দৃশ্যপট, জীবিকার উপায়-উপকরণ এবং চিন্তাধারায় ঐক্য দেখা যায়। এমনকি মুসলিম শিল্পকলা গবেষকরা মুসলমানদের বিভিন্ন শিল্পের মধ্যেও প্রকরণ ও রুচিগত ঐক্যবোধ দেখতে পেয়েছ। স্পেনের হাতির দাঁতের খণ্ডাংশ, মিশরে প্রস্তুতকৃত কাপড়, শামে তৈরি মৃৎপাত্র এবং ইরানের খনিজজাত দ্রব্যে ঢালাই করা অলংকার—আকার-আঙ্গিকের ভিন্নতা সত্ত্বেও এসবের ওপর একই ধরনের ছাপ আছে বলে প্রতীয়মান হয়।

বই: উসওয়াতুন হাসানাহ মূল: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ:অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ।
22/07/2025

বই: উসওয়াতুন হাসানাহ
মূল: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ:
অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ।

যেভাবে সম্ভব হবে তারুণ্যের পুনর্জাগরণ তরুণরাই হচ্ছে এই সমাজের প্রাণ। যুগে যুগে পরিবর্তন এসেছে তরুণদের হাত ধরেই। তাদের মন...
22/07/2025

যেভাবে সম্ভব হবে তারুণ্যের পুনর্জাগরণ
তরুণরাই হচ্ছে এই সমাজের প্রাণ। যুগে যুগে পরিবর্তন এসেছে তরুণদের হাত ধরেই। তাদের মন থাকে খোলা, সাহস থাকে অফুরান। একবার সত্যকে চিনতে পারলে তারা সেটাকে আপন করে নিতে একটুও দেরি করে না।
কিন্তু আজ আমাদের তারুণ্য দ্বিধাগ্রস্ত, বিভ্রান্ত। তাদেরকে আজ মসজিদে খুঁজে পাওয়া দায়, ইসলামের সাথে তাদের সম্পর্ক অতি ক্ষীণ। কেন হচ্ছে এমন? এর কারণ খুঁজতে গিয়ে ড. বিলাল ফিলিপস চিহ্নিত করেছেন বেশ কিছু সমস্যা।

মুসলিম তারুণ্যের পুনর্জাগরণের পথে এরকম কিছু সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে উনার নির্বাচিত কিছু লেকচারের অনুবাদ উঠে এসেছে "মুসলিম যুবকদের পুনর্জাগরণ" বইটিতে। বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় বসবাস করা মুসলিম তরুণরা যেসব মারাত্মক সমস্যার সম্মুখীন হয় এবং যেভাবে দ্বীনের প্রতি সন্দিহান হয়ে ওঠে, সে সমস্যা নিয়ে অভিজ্ঞতার জায়গা থেকে বিস্তারিত কথা বলেছেন তিনি। বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড কালচার, ডিপ্রেশন, যুবকদের ঈমানের গুরুত্ব ইত্যাদি বিষয়ে উস্তাদের মূল্যবান নির্দেশনা ও উপদেশ মুসলিম যুবকদের আবারো জেগে ওঠার পথে আলোকবর্তিকা হয়ে কাজ করবে ইনশাআল্লাহ।

21/07/2025

যদি আপনার চলার পথ হয় ইসলাম, তাহলে তা কখনোই সহজ ও প্রতিবন্ধকতামুক্ত হবে না। এটা সর্বজনবিদিত সত্য কথা। এ প্রতিবন্ধকতার অনেকগুলো রূপ বা ধরন আছে। আমরা সব সময় শারীরিক নির্যাতন, আঘাত, কারাবরণকেই প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ হিসেবে গণ্য করি। আমাদের নবি-রাসুল ও সালাফগণের সকলেই এ ধরনের কষ্টকর নির্যাতন সহ্য করেছেন। কিন্তু এই লেখায় আমি একটু ভিন্ন ধরনের চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব। আর তা হলো—উপহাস, ঠাট্টা-বিদ্রুপ, অপমান ও লাঞ্ছনা এবং সর্বোপরি নেতিবাচক প্রচারণা বা প্রোপাগান্ডা।

বর্তমান সময়ে আগের মতো সরাসরি শারীরিক যুদ্ধ বা মল্লযুদ্ধ তেমন একটা হয় না। উন্নত ও সর্বাধুনিক সব অস্ত্র চলে আসায় যুদ্ধের ধরনটাই পালটে গেছে। মানুষের চেয়ে বরং সমরাস্ত্র ও সমরযানই এখন যুদ্ধক্ষেত্রে অধিক কার্যকর। বছর কয়েক ধরে সমরাস্ত্রের ভাষাও যেন বদলে গেছে। সর্বশেষ নাগারনো-কারাবাখ বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মানুষচালিত সমরাস্ত্রের তুলনায় মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনের ব্যবহার অনেক বেশি পরিমাণে দেখা গেছে। সাম্প্রতিক এ যুদ্ধ প্রমাণ করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম বা ড্রোন প্রয়োগ করেই আগামী দিনগুলোতে যুদ্ধ পরিচালিত হবে। এ কৌশলে যুদ্ধের খরচও কম, আর মানুষের হতাহত হওয়ার শঙ্কাও অনেকটা কমে যায়।

বই: খোলো বোধের দুয়ার।
লেখক: Ali Ahmad Mabrur

আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আরবের এমন সুগন্ধিময় ফুল, যার মুগ্ধতায় ভরে গিয়েছিল সমগ্র পৃথিবী। তি...
20/07/2025

আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আরবের এমন সুগন্ধিময় ফুল, যার মুগ্ধতায় ভরে গিয়েছিল সমগ্র পৃথিবী। তিনি ছিলেন এমন একজন মহামানব, যার প্রতিটি আচার-আচরণে রয়েছে আমাদের জন্য আদর্শ। ঘর-সংসার, মজলিস, মসজিদ ও জিহাদের ময়দানে তিনি কেমন ছিলেন! কেমন আচরণ ছিল রাজা-বাদশাহ ও আরবের বেদুইনের সাথে? কেমন ছিল ছোট, মুরুব্বি ও কিশোরদের সাথে!

প্রিয়তম নবিজি, তাঁকে দেখিনি; অনুভব করেছি শুধু। ভালোবাসার মানুষটার পছন্দ-অপছন্দ, অবয়ব জানা সবার জন্যই জরুরি। তিনি কী পছন্দ করতেন, দেখতেই-বা কেমন ছিলেন ইত্যাদি নানা প্রশ্ন জাগে আমাদের মনের দর্পণে। ছোট্ট এই পুস্তিকা থেকে আশা করি—নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এসব বিষয় জানা যাবে।

বই: উসওয়াতুন হাসানাহ।
মূল: সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ:
অনুবাদ: উস্তাদ সাইফুল্লাহ আল মাহমুদ।
কাভার: প্রিমিয়াম বাইন্ডিং ও হার্ডকাভার।

অন্যের দুনিয়া তৈরি করতে গিয়ে নিজের আখিরাত ধ্বংস করছেন না তো?চিন্তা করুন তো, আপনি যখন মারা যাবেন আপনার এই বিশাল সম্পত্তির...
19/07/2025

অন্যের দুনিয়া তৈরি করতে গিয়ে নিজের আখিরাত ধ্বংস করছেন না তো?
চিন্তা করুন তো, আপনি যখন মারা যাবেন আপনার এই বিশাল সম্পত্তির কতটুকুই-বা আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন? আপনার আপনজনেরাই আপনার সম্পদ নিয়ে আপনার লাশের সামনে কাড়াকাড়ি শুরু করে দেবে। কপর্দকশূন্য অবস্থায়, দুটি সাদা কাপড়ে মুড়ে আপনি আপনার কবরে পড়ে থাকবেন। এটাই বাস্তবতা। আপনি দুনিয়ার বুকে যত ক্ষমতাবানই হন না কেন, আপনার এই পরিণতি সুনিশ্চিত। আপনার এত বছরের পরিশ্রম, কষ্ট, ইনকাম সবকিছু অন্যের জন্যই আপনি করছেন। আপনার আখিরাত আপনি ধ্বংস করেছেন অন্যদের দুনিয়া তৈরি করতে গিয়ে!
একজন কবি আমাদের এই অবস্থাকে খুব সুন্দর করে বর্ণনা করে গিয়েছেন। তিনি বলেন,

"একজন শিশু দুনিয়ার বুকে জন্ম নেওয়ার সময় হাত মুঠো করে রাখে। এ দিয়ে যেন বুঝায়, সে দুনিয়ার সকল ক্ষমতা-সম্পত্তি আঁকড়ে ধরতে চায়। কিন্তু মৃত্যুর সময় তার হাত খোলা থাকে। আর এ দিয়ে সে প্রমাণ করে যায়-এই দুনিয়া থেকে সে কিছুই নিয়ে যেতে পারছে না।”
“আঁধার থেকে আলোতে” একটি আলোকময় পরিবেশনা। উস্তাদ আলী হাম্মুদার জীবন পাল্টে দেওয়া উপদেশগুলো জানতে অবশ্যই পড়ে ফেলুন এই বইটি।

যতবার আমার কপালখানি লুটায় সেজদায়—খোদার প্রতি ভালোবাসা ও সন্তোষের আবেশে, ততবার জড়ায় ধরি মুনাজাতের গলা, সত্তাজুড়ে বিনীত হই...
18/07/2025

যতবার আমার কপালখানি লুটায় সেজদায়—খোদার প্রতি ভালোবাসা ও সন্তোষের আবেশে, ততবার জড়ায় ধরি মুনাজাতের গলা, সত্তাজুড়ে বিনীত হই পরম সহনশীল সত্তার সমীপে... আশ্রয় নিই সেই কালিমার বাহুডোরে, যাতে মেখে দেওয়া হয়েছে আনন্দের প্রলেপ...
আমায় পুরস্কৃত করা হয়েছে বিজয়সমূহের পথে পরিচালিত করে—যখন ফিরিয়েছি সালাম, শেষ হয়েছে আখেরি বৈঠক...
বন্ধ করেছি ক্ষণিকের জন্য আমার বিবেক... সহায়তায় নেমেছি আমার প্রাণের আবেগের... অতঃপর ডুকরে কেঁদে বলেছি আমি—আমার নামাজই আমার আশা, আমার প্রাণের ভরসা... তার মাধ্যমেই আমি লাভ করি বিজয়, তার সাথেই আমি পৌঁছে যাব দয়াময়ের জান্নাতে...

বই: নামাজহীন আর কতদিন?

18/07/2025

"আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

অন্ধকার রাতের মত ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রভি অগ্রসর হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীন বিক্রি করে দেবে।

সহীহ মুসলিম, হাদীস ১১৮, জামে তিরমিযী, হাদীস ২১৯৫"

অনেক বাবা-মা এখন এসে বলবেন—আমরা আমাদের সন্তানদের সান্ধ্য ও সাপ্তাহিক ইসলামিক স্কুল বা মাদরাসায় পাঠিয়েছি। তারা কুরআন, হাদ...
17/07/2025

অনেক বাবা-মা এখন এসে বলবেন—আমরা আমাদের সন্তানদের সান্ধ্য ও সাপ্তাহিক ইসলামিক স্কুল বা মাদরাসায় পাঠিয়েছি। তারা কুরআন, হাদিস, আরবি ইত্যাদি জানে। বয়সের কারণে এখন কিছুটা বিপথে চলে গেছে। কিন্তু তারা আবার দ্বীনে ফিরে আসবে। আসলেই কি তারা ফিরে আসে, এলেও-বা কতজন আসে? আমি-আপনি হয়তো দ্বীনে ফিরে আসতে পেরেছি। অথচ আমাদের আশেপাশে একটু খোঁজ করলেই দেখব বহুসংখ্যক লোক দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে, তারা আর দ্বীনে ফিরে আসছে না।

এখনই তো সময় আমাদের জেগে ওঠার। অচলায়তন ভেঙে সচলায়তন গড়ে তোলার। আমরা আমাদের অর্থ, সময়, মেধা খরচ করে মসজিদ-মাদরাসা বানাচ্ছি। কিন্তু আমাদের সন্তানদের সেখানে জ্ঞানার্জনের জন্য পাঠাচ্ছি না। আমাদের দায়িত্ব হলো—সন্তানদের সেক্যুলার স্কুল থেকে বের করে এনে ইসলামিক স্কুলে পড়ানো। আমি এমন দিনের স্বপ্ন দেখি—ইসলামিক স্কুলগুলো ভরে উঠবে ছাত্র-ছাত্রীতে। এত এত শিক্ষার্থী হবে—প্রতিষ্ঠানগুলো সবাইকে জায়গা করে দিতে পারবে না।

আমাদের সন্তানেরা যেন স্কুলের বাইরেও পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে। তাই বাসার মধ্যে ঘরোয়া পরিবেশে তাদের পড়ানোর ব্যবস্থা করতে হবে। যেকোনো মূল্যেই হোক তাদের দ্বীনের জ্ঞানের দীক্ষা দিতে হবে। যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিশ্চিত ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি।

বই: মুসলিম যুবকদের পুনর্জাগরণ।

“মুসলিম যুবকদের পুনর্জাগরণ” বইটি নিয়ে পাঠক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
17/07/2025

“মুসলিম যুবকদের পুনর্জাগরণ” বইটি নিয়ে পাঠক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়া পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাওয়া পাবলিকেশন:

Share

Category