অফবিট

অফবিট অফবিট | Offbeat is one of the best Facebook feature pages in Bangladesh. This page is full

02/12/2023

মহান আল্লাহ এই পৃথিবীকে এতো সুন্দর করে বানিয়েছেন। সুবাহানাল্লাহ! পাতা গুলো যেন এক একটি ফুল...

21/08/2023

মেসি যেন রোমান সম্রাট জুলিয়াস সিজার...শিরোপা হারিয়ে ন্যাশভিল কোচের সরল স্বীকারোক্তি।

18/08/2023

মেসি যখন মাঠে নামে, ফুটবলের রাজা মেসিকে যেভাবে বরণ করে দর্শকরা, দেখুন।

18/10/2022

শুধু কাকই নয়, তার বাড়িতে বাসা বেঁধেছে বুলবুলি, শালিক, ঘুঘু, শ্যামা, চড়ুই। বাঁশঝাড়, গাছের ডাল, বাড়ির চাল—সব জায়গায় এসব পাখির অবাধ বিচরণ। তাই এলাকার লোকজন বাড়িটির নাম দিয়েছেন ‘পাখি বাড়ি’।

17/10/2022

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের ফুজাইরায় একটি মসজিদ রয়েছে, প্রত্নতাত্ত্বিকদের ধারণা ওই মসজিদের বয়স ৫৭২ বছরেরও বেশি। পুরনো মাটির তৈরি মসজিদটির নাম আল বিদয়াহ মসজিদ। এটি আরব আমিরাতের প্রাচীনতম ঐতিহ্যবাহী নিদর্শনের অন্যতম।

16/10/2022

অবিকল মানুষের মত দেখতে ইতালির সিসিলি দ্বীপের একটি ছোট গ্রাম সেন্তুরিপে। পাহাড় ঘেরা এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ৪০০ ফুট উপরে। একে বলা হয় ‘সিসিলির ব্যালকনি’।

16/10/2022

ডলফিন নয় বরং গহীন সাগরের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী অক্টোপাস! অক্টোপাস শিকারি হিসেবে বেশি বুদ্ধিমান এবং বিপুল খাদ্য সঞ্চয়ে সক্ষম। নানারকম জটিল ও বৈচিত্র্যময় পরিবেশে অবিকল মাপের গর্ত তৈরি করে এর মধ্যে আশ্রয় নিতেও সক্ষম।

15/10/2022

নীলগাই এমনিতে সুন্দর, তবে দেখতে অনেকটা ঘোড়ার মত। দেহের পেছনের দিক কাঁধ থেকে নিচু। কারণ সামনের পা পেছনের পা থেকে লম্বা। ঘাড়ে কেশর থাকে। মর্দা নীলগাইয়ের গাত্র বর্ণ গাঢ় ধূসর, প্রায় কালচে রঙের। অনেক সময় গায়ে নীলচে আভা দেখা যায় বলে এদের নীলগাই নামকরণ।

15/10/2022

অ্যাবিগেইল আর ব্রিটনি। একই শরীরে আলাদা চিন্তাভাবনা, নেশা, খাদ্যাভ্যাস। সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। সমাজের সঙ্গে সংগ্রাম করে, নিজেদের সঙ্গে সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তারা। অ্যাবি অঙ্ক এবং ব্রিটনি ইংরাজিতে স্নাতক। শুধু তাই নয়, দু’জনেরই আলাদা ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এই মুহূর্তে দু’জনেই স্কুলের শিক্ষক।

14/10/2022

পল্টনে অবস্থিত বাংলাদেশের জাতীয় মসজিদ ‘বায়তুল মোকাররম মসজিদ’(Baitul Mukarram Masjid)। মসজিদের ইতিহাস থেকে জানা যায়, ঢাকায় অধিক মুসল্লি ধারণক্ষমতা সম্পন্ন একটি বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেয় তৎকালীন পাকিস্তানের বাওয়ানি পরিবার।

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when অফবিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অফবিট:

Share