Biye-Shadi বিয়ে-শাদী

Biye-Shadi
বিয়ে-শাদী ✏️Biye-Shadi
💢বিয়ে-শাদী সম্পর্কে ইসলাম ধর্মের কী বলে তা জানু ইসলামের বিশেষ বিজ্ঞ স্কলারদের থেকে।"💢

"বিয়ে তাকে নয়.....যে তোমার পুরো পৃথিবীকে পূর্ণ করে দিবে!"বরং বিয়ে তাকে করো.....যে তোমার দ্বীনকে পূর্ণ করবে!"বিয়ে তাকে নয়...
16/09/2023

"বিয়ে তাকে নয়.....
যে তোমার পুরো পৃথিবীকে পূর্ণ করে দিবে!
"বরং বিয়ে তাকে করো.....
যে তোমার দ্বীনকে পূর্ণ করবে!
"বিয়ে তাকে নয়......
যে তোমাকে দামি দামি অলংকার বা শাড়ি কিনে দিবে!
"বরং বিয়ে তাকে করো.......
যে তোমাকে পরিপূর্ণ পর্দা করতে সুযোগ সুবিধা করে দিবে!
"বিয়ে তাকে নয়......
যে তোমাকে প্রতিদিন শপিং মল কিংবা পার্কে নিয়ে যাবে!
"বরং বিয়ে তাকে করো......
যে তোমাকে নিয়ে জান্নাতে যেতে চাইবে!
ইনশাআল্লাহ

🌺--এই পৃথিবীতে যার জন্য তোমার জন্ম হয়েছে.... ------💚🌺তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না....-------💖সময় হলে সে ঠিক...
15/09/2023

🌺--এই পৃথিবীতে যার জন্য
তোমার জন্ম হয়েছে....
------💚
🌺তাকে পাওয়ার জন্য তোমাকে
যুদ্ধ করতে হবে না....
-------💖
সময় হলে সে ঠিকই
চলে আসবে,,💞🥀
ইনশাআল্লাহ,,
__________🦋

ইয়া আল্লাহ,,
আপনি প্রত্যেক🤙
অবিবাহিত ভাই বোনদেরকে উত্তম
জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন--💖
আমিন,,🤲

ছেলেদের সবচেয়ে প্রিয় হাদিস – 'চার বিয়ে করা সুন্নত'🤗🤗🤗
13/09/2023

ছেলেদের সবচেয়ে প্রিয় হাদিস – 'চার বিয়ে করা সুন্নত'🤗🤗🤗

__ হারাম সম্পর্কে না জড়িয়ে _ অপেক্ষায় থাকুন হালালের জন্য ________ তবেই পাবেন দ্বীনদার কাউকে ___ __ আপনার জীবনটা হয়ে যাবে...
11/09/2023

__ হারাম সম্পর্কে না জড়িয়ে
_ অপেক্ষায় থাকুন হালালের জন্য _____
___ তবেই পাবেন দ্বীনদার কাউকে ___
__ আপনার জীবনটা হয়ে যাবে পরিপূর্ণ 🍂🖤😊

ইনশাআল্লাহ ❤️🥰
10/09/2023

ইনশাআল্লাহ ❤️🥰

বিয়ে ছাড়া ছেলে মেয়ের সকল সম্পর্ক হারাম! রাসূল (সাঃ) বলেছেন তারা যেনাকার ও যেনাকারীনি, এরা কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় ...
10/09/2023

বিয়ে ছাড়া ছেলে মেয়ের সকল সম্পর্ক হারাম! রাসূল (সাঃ) বলেছেন তারা যেনাকার ও যেনাকারীনি, এরা কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় জ্বলতে থাকবে"!♡

[বুখারী_মিশকাত :- ৪৬২১]♡

- আস্তাগফিরুল্লাহ্ আল্লাহুম্মাগফিরলী!♡

নির্দিষ্ট কাউকে মোনাজাতে কান্নাকাটি করে চাওয়াটা সবচেয়ে বড় ভুল এবং আল্লাহর উপর ভরসাহীনতা। যেখানে আল্লাহ আপনার জন্যেউত্তম...
09/09/2023

নির্দিষ্ট কাউকে মোনাজাতে কান্নাকাটি করে চাওয়াটা সবচেয়ে বড় ভুল এবং আল্লাহর উপর ভরসাহীনতা।
যেখানে আল্লাহ আপনার জন্যে
উত্তম সঙ্গী নির্বাচন করেই রেখেছেন সেখানে আপনি অন্য কাউকে যে কিনা এখনো আপনার জন্য হারাম তাকে মোনাজাতে চেয়ে আসলে আল্লাহর উপর ভরসাহীনতা প্রকাশ করছেন। এটা আল্লাহর সাথে বেয়াদবিও বটে!

আল্লাহ সূরা নাবায় বলেছেন "আমি কি তোমাদেরকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করিনি?

ভরসা রাখুন আল্লাহর উপর৷ দোয়া করুন অনির্দিষ্ট কাউকে চেয়ে। যেমন " হে আল্লাহ আপনি আমার জন্য যাকে উত্তম মনে করেন তাকেই আমার জীবনসঙ্গী করুন!"
এতে আল্লাহর উপর তাওয়াককুল করাও হলো এবং আল্লাহ যাকে আপনার জন্য সৃষ্টি রেখেছেন তাকেই চাওয়া হলো!

আর্থিক সংকট ও দুর্দশা চরমে থাকলেও রাসূল ( সা) যুবকদের দেখলেই বলতেন তুমি বিয়ে করেছো। তিনি কোন যুগে বিয়ের কথা বলেছেন? যেই ...
09/09/2023

আর্থিক সংকট ও দুর্দশা চরমে থাকলেও রাসূল ( সা) যুবকদের দেখলেই বলতেন তুমি বিয়ে করেছো। তিনি কোন যুগে বিয়ের কথা বলেছেন?
যেই যুগে মানুষ ৩ বেলা যে খেতে হয় এই নিয়ম বা সামার্থ্য ছিলো না। কিছু পাইলে খাইতেন না পাইলে রোজার নিয়ত করে রোজা রেখে দিতেন খাদ্য অভাবে।

বাংলাদেশের গ্রামীণ জনপদেও আর্থিক করুণ সংকট ছিলো আজ থেকে ২৫/৩০ বছর আগে৷
না ছিলো ভালো পোশাক৷ না ছিলো ভালো খাবার।।
আর থাকার ঘর ছিলো অধিকাংশ বেতের ঘর৷
সেই জেনারেশনে এভারেজ ছেলেদের বিয়ে হতো ১৭-২০ বছরের মধ্যে।
না ছিলো ফি*তনা,না ছিলো অশ্লীল মুভি,সিনেমা,পর্নোগ্রাফি, মডেল,বিজ্ঞাপন।
কিসের তাগিদে তারা দ্রুত বিয়ে করতো।

আর তখনকার একটা বিয়ের অনুষ্ঠানে যতটুকু খাবার পরিবেশন হতো। যা আজ আমরা একটা রেস্টুরেন্টে বন্ধুরা মিলে এর চাইতে বাহারি খাবার খাই৷

তারপরও আমরা আজ ফতোয়া দেই বিয়ের সামার্থ্য নাকি নেই আমাদের।
হ্যা। আমাদের অবশ্যই সামার্থ্য আছে ইসলাম ও সীরাতের আলোকে।
তবে পুজিবাদী সংজ্ঞায় আমরা এখনো সামার্থ্যহীন।
যেসব বক্তা,সেলিব্রিটি, আলেম এই যুগে সামার্থ্যের সংজ্ঞা দিয়ে রোজা রাখতে বলে৷

এরা আগে পুজিবাদের প্রতি ঈমান এনেছে৷ পরে এনেছে আল্লাহর উপর।
এদের কাছে বিয়ে নাকি ফ্যান্টাসি। এদের কাছে বিয়ে ফ্যান্টাসি মনে হবেই।
এরা রিযিকের মালিক আল্লাহ বিশ্বাস করে না।
এরা দৃঢ়ভাবে বিশ্বাস করে রিযিকের একচ্ছত্র মালিক পুজিবাদ৷

- "ইয়াওমুল জুম'আ সর্বোত্তম"🌸🖤
08/09/2023

- "ইয়াওমুল জুম'আ সর্বোত্তম"🌸🖤

-বিয়ে সসম্পর্কে যে বিষয়গুলো বর্তমানে জানা খুব জরুরী!০১.মাদরাসা শিক্ষিত মেয়ে বিয়ে করবেন না জেনারেল শিক্ষিত? এমন টাইপের প্...
01/09/2023

-বিয়ে সসম্পর্কে যে বিষয়গুলো বর্তমানে জানা খুব জরুরী!

০১.
মাদরাসা শিক্ষিত মেয়ে বিয়ে করবেন না জেনারেল শিক্ষিত? এমন টাইপের প্রশ্ন সামনে রেখে মাঝেমধ্যে কিছু অনলাইন গ্রুপে তুমুল কথা চলতে দেখি। কমেন্টবক্সগুলো ঘুরার পর চোখ ছানাবড়া হয়ে যায়।
এক্ষেত্রে আসলে আমরা আপাতত কোন এক শিক্ষার মেয়েকে প্রধান্য না দিয়ে একটি হাদিসের দিকে খেয়াল করি। নবী ﷺ বলেছেন—
تزوجوا الودود الولود
অর্থাৎ তোমরা বিয়ে করো সেই নারীকে যে স্বামীর প্রতি একনিষ্ঠা প্রেমী হয় এবং অধিক সন্তান-প্রসবকারীনী হয়। (মুসনাদে আহমদ: ১৩৫৯৪, ইবনে হিব্বান: ৪০২৮ সনদ হাসান)

এখন মেয়ের বিবাহই হয়নি, সে একনিষ্ঠা স্বামীপ্রেমী ও অধিক সন্তানপ্রসবা বুঝবো কী করে? এর উত্তরে সকল হাদিসবেত্তা এ কথা বলেছেন যে, মেয়ের মা, নানী, বড় বোন, খালা, ফুফুদের দেখে এ ব্যাপারটা বুঝে নেওয়া। মেয়েদের মধ্যে তাদের মা-নানীদের রঙই ফুটে ওঠে।
একটি আয়াতের দিকে খেয়াল করি। হযরত মরিয়ম যখন গর্ভবতী হয়ে গেলেন, তখন তাঁর সম্প্রদায় তাকে ভৎসনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছিল—
﴿یَـٰۤأُخۡتَ هَـٰرُونَ مَا كَانَ أَبُوكِ ٱمۡرَأَ سَوۡءࣲ وَمَا كَانَتۡ أُمُّكِ بَغِیࣰّا﴾
অর্থাৎ হে হারুনের বোন, তোমার বাবা তো মন্দ লোক ছিল না এবং তোমার মা-ও কখনো এমন অপকর্ম করেনি (কিন্তু তুমি...!)। (সুরা মরিয়ম:২৮)

এ আয়াত থেকে বুঝা যায়, মা-বাবা সৎ, নেককার ও পুত-পবিত্র লোক হলে তাদের সন্তানদের ওপরও এর প্রভাব থাকে। মা-বাবা খারাপ হলে সন্তানগুলোও খারাপ হয়। আল্লামা আলুসী রহ. তাঁর তাফসীর «রুহুল মাআনী»তে এ আয়াতের ব্যাখ্যায় লিখেন—
وفِيهِ دَلِيلٌ عَلى أنَّ الفُرُوعَ غالِبًا تَكُونُ زاكِيَةً إذا زَكَتِ الأُصُولُ.
তাহলে একটি মেয়ে সতী, গুণবতী, পর্দানিশীন, নেককার, স্বামীভক্ত ইত্যাদি নির্ভর করে তার মা-খালা-নানী এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ওপর। তাই বিয়ের আগে তার বাপ-ভাই ও মা-নানীর খবর নেওয়া। তার খালা-ফুফুদেরও খবর নেওয়া। এতে করে মেয়ের প্রকৃত রূপ ও তার আসল স্বভাবের একটি ধারণা পাওয়া যাবে।
সুতরাং কোন মেয়ে মাদরাসায় পড়লেই যে একেবারে রাবেয়া বসরী হয়ে যাবে আর স্কুলে পড়লে সব শেষ, ব্যাপারটা এমন না। মাদরাসায় পড়ুক বা স্কুলে, কোন মেয়ে দ্বীনদার, সতী, স্বামীপ্রণয়া হওয়াটা শিখে আসে মূলত তার ফ্যামিলি থেকে। তাই বিয়ের আগে মেয়ে থেকে মেয়ের পরিবারের দ্বীনদারি, তাদের আখলাক-চরিত্র, এসবের খোঁজখবর নেয়া মেয়েকে যাচাইয়ের বড় একটি মাধ্যম।

০২.
নবীজী ﷺ বলেছেন— فاظفر بذات الدين বিয়ের ক্ষেত্রে মেয়ের দ্বীনদারিকে প্রধান্য দাও। এখন কোন মেয়ে হাত-মোজা পা-মোজাসহ সম্পূর্ণ আবৃত মানেই দ্বীনদার বুঝায় না। এগুলো বাহ্যিক তাকওয়া, ভাসমান দ্বীনদারি, প্রকৃত তাকওয়া তো থাকে দিলে। নবীজী বলেছেন— التقوى ههنا প্রকৃত তাকওয়া তো থাকে হৃদয়ে। প্রকৃত তাকওয়া আছে কি-না বুঝবেন কি করে? ওই উপরে যা বললাম এটাই বড় মাধ্যম জানার।

০৩.
এ যুগে কোন মেয়ের হাতে মোবাইল-ফোন বিশেষত স্মার্ট ফোন না থাকা অধিকাংশ সময় তার প্রকৃত তাকওয়ার আলামত বলে চিহ্নিত হয়। রাস্তায় বের হলে তার সাজ-সজ্জা, তার বোরকাই বলে দেয় তার গায়রত কতটুকু, তার বাপ-ভাই ও তার পরিবারের লোকদের গাযরত কতটুকু, তারা তার সেপ্টির প্রতি কতটুকু যত্নবান।

(«বিবেকের মিনারে ফেরেশতার আজান» পৃ. ১৪১ আব্দুল কাদির মাসুম)

একজন ভালো জীবনসঙ্গী              আল্লাহর প্রদত্ত শ্রেষ্ঠ উপহার...!
01/09/2023

একজন ভালো জীবনসঙ্গী
আল্লাহর প্রদত্ত শ্রেষ্ঠ উপহার...!

যিনা নয়       বিয়ে করুন🥰সম্পর্ক হোক হালাল উদ্দেশ্যে হোক জান্নাত ♥️
01/09/2023

যিনা নয়
বিয়ে করুন🥰
সম্পর্ক হোক হালাল
উদ্দেশ্যে হোক জান্নাত ♥️

Address

Kushtia
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biye-Shadi বিয়ে-শাদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biye-Shadi বিয়ে-শাদী:

Share