BDN News24.Com

BDN News24.Com দৃষ্টি সত্যের সন্ধানে

14/11/2022

আজ থেকে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা

চট্টগ্রামে বিএনপি'র বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
16/10/2022

চট্টগ্রামে বিএনপি'র বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

16/10/2022

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতেই সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে! সেটাও আমাদের জিজ্ঞাসা।

হামলা ঠেকাতে লাঠি মিছিল নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল
15/10/2022

হামলা ঠেকাতে লাঠি মিছিল নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীদের ঢল নেমেছে সমাবেশস্থলের আশপাশের এলাকায়।  এদিকে হামলা ঠেকা.....

গণপরিবহন বন্ধ করায়পায়ে হেঁটে ও বিকল্প পথে গণসমাবেশে যোগ দিয়েছেন অগুণতি মানুষ শনিবার,  অক্টোবর ১৫, ২০২২, বিএনপির  ময়মনসিং...
15/10/2022

গণপরিবহন বন্ধ করায়
পায়ে হেঁটে ও বিকল্প পথে গণসমাবেশে যোগ দিয়েছেন
অগুণতি মানুষ

শনিবার, অক্টোবর ১৫, ২০২২, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশে ইতোমধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থক ও সাধারণ জনগণ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং বিকল্প যানবাহনে চড়ে পৌঁছেছেন।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ এসব জেলায় বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

কিন্তু, এসব স্বৈরাচারী অপকৌশল গণসমাবেশে জনজোয়ার থামাতে পারেনি।

06/10/2022

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম, আব্দুর রহিম, ও শাওন হত্যার প্রতিবাদ

04/10/2022

সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করতে ইচ্ছুক সেসব রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি

04/10/2022

নুসরা*ত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক ইলিয়া*স ভাইয়ের ভয়ংকর তথ্য প্রতিবেদ*ন প্রাকাশ

04/10/2022

ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে নতুন ছবি প্রকাশ করলেন বুবলী

04/10/2022

তারিখঃ ০৪ অক্টোবর ২০২২

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন

বাণী

“শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই হিন্দু ধর্মাবলম্বী সবাইকে। তাদের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।

আবহমানকাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব। যুগ যুগ ধরে এই ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দুর্গাপূজা সবসময় উৎসাহ-উদ্দীপনা সহকারে পালিত হয়।

যে কোন উৎসবই মানুষের আনন্দময় সত্তার জাগরণ ঘটনায়। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ, মানুষের আত্মাকে সকলের প্রতি শুভেচ্ছাবোধে উদ্দীপ্ত করে, মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ ও রক্তারক্তির অবসান হয় এবং সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা লাভ করে। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে-হিংসা, লোভ ও ক্রোধরুপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। নির্যাতন, নিপীড়ণ, অবিচার ও প্রতিহিংসার অভিঘাতে যারা রাষ্ট্র ও সমাজে অশান্তি সৃষ্টি করে, প্রতিষ্ঠিত করতে চায় দুঃশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের সার্বিক স্বাধীনতা ও কল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার মূল লক্ষ্য। সেই বাণীকে হৃদয়ঙ্গম করেই দুর্গাপূজার উৎসবের আনন্দকে সকলে মিলে ভাগ করে নিতে হবে। উৎসবের প্রাঙ্গনে সবাইকে নিয়ে আমাদের যে সমাবেশ তা আবহমান সৌহার্দের শাশ্বত চিত্র।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোন ধরণের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। আমরা সংখ্যাগুরু ও সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাসী নই। আমরা সবাই বাংলাদেশী- এটাই হোক আমাদের বড় পরিচয়।

আমি এবারের শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন-

বাণী

“শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ। শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্র্মীয় উৎসব। সুদীর্ঘকাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। এই উৎসবে ধনী-নির্ধন নির্বিশেষে সব মানুষেরই আনন্দের বহিঃপ্রকাশ ঘটে, নানা সম্প্রদায়কে সংযুক্ত করে নানাভাবে। এই উৎসব বাংলাদেশের একটি শাশ্বত সার্বজনীন উৎসব। উৎসব জাতি-রাষ্ট্রে সর্বমানুষের মিলন ক্ষেত্র। উৎসবের অন্তর্লোক হচ্ছে-শান্তি ও সহবস্থান। উৎসবের পরিসর বৃত্তাবদ্ধ নয় বরং বিস্তৃত ও সার্বজনীন ।

এই সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানী, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দুু সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ, প্রতিমা ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজির জুলুম, সন্ত্রাসের নানা মাত্রা এবং আবশ্যকীয় জিনিসপত্রের অভিঘাত সত্বেও দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসব দেশের জনগোষ্ঠীকে সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধে উদ্দীপ্ত করে। যেকোন বড় উৎসব জাতীয় জীবনে সংস্কৃতির দোত্যক।

হাজার হাজার বছর ধরে বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গনে মিলিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐত্যিহের অংশ। আমরা সবাই বাংলাদেশী-এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়।

আমি শারদীয় দুর্গাপূজার সার্বিক সাফল্য কামনা করি।”


(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

04/10/2022

তৃতীয় শক্তি মানে কি ক্যান্টনমেন্ট ?

Address

House No 77, Star Kabab Back Side, Road No.10/A Dhanmondi -1209, Dhaka
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when BDN News24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDN News24.Com:

Share