14/05/2025
সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক সম্পদ (Cultural IP) রক্ষা ও ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে যে শব্দটি সংশ্লিষ্ট তা COPYRIGHT বা কর্মের অধিকার। ২০০৯ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত WIPO Asia- Pacific Regional Forum on Copyright and Related Rights শীর্ষক সম্মেলনে উপস্থাপিত এক প্রবন্ধে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিবর্তনের ফলে কপিরাইট বর্তমানে কী অবস্থায় এসে দাঁড়িয়েছে সে সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে এভাবে- While it might be perceived as trivial, it is still a true statement that copyrigt and related rights have always been linked to technological developments with copyright owning its emergence to the development of the printing press around 1450 and with related rights coming about as a consequence of the development of recording methods for sound and moving images in the nineteenth century. Those links have increased with the explosive technological developments in the twentieth and continued even stronger into the present twenty first century. They can be observed, for example, in the way the Berne Convention for the protection of Literary and Artistic Works (the Berne Convention) was revised several times during the twentieth century, taking into account the development of radio film, television, etc., and after the latest revision in Stockholm and Paris in 1967 and 1971, how discussions at WIPO often in collaboration with the United Nations Education, Science and Cultural organization (UNESCO) dealt with phenomena such as reprography (Photocopying), home taping, cable and satellite television, storage and creation of works by means of computer technology and the protection of computer programs.
ইংরেজি COPYRIGHT শব্দটির মধ্যেই এর অন্তর্নিহিত অর্থটি লুকিয় আছে। বাংলাদেশের ঘরে ঘরে গত একশো বছর ধরে সর্বাধিক ব্যবহৃত এ.টি. দেব এর অভিধানে ভুক্তিটির অর্থ করা হয়েছে নিম্নরূপঃ
'Copyright [কপিরাইট] n. গ্রন্থকার-স্বত্ব; গ্রন্থাদির স্বত্ব; লেখ-স্বত্ব; exclusive legal right to an original work for a certain number of years; a. গ্রন্থকার-স্বত্ব বা লেখ-স্বত্ব দ্বারা রক্ষিত; protected by copyright; (a copyright book).
আবার আমরা যদি COPY ও RIGHT এভাবে শব্দটি বিশ্লিষ্ট করে অর্থ বিশ্লেষণ করি তা হলে এর অর্থ দাঁড়ায়- Copy করার অধিকার। অর্থাৎ সকল ধরনের সৃষ্টিশীল কর্মই (যা পূর্বে উল্লেখ করা হয়েছে) কর্মের স্রষ্টা বা রচয়িতা বা মালিকের অনুমতি ছাড়া কপি করা বা পুনরুৎপাদন করা, তা বাণিজ্যিক বা ব্যক্তিগত, যে পর্যায়েই হোক না কেন, তা কপিরাইট ধারনা, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক চুক্তি, দেশিয় আইন, নৈতিকতা ও ইতিবাচকবোধের চরমপন্থী।
On copyright গ্রন্থে এ প্রসঙ্গে উদ্ধৃত আছে : Its object is to protect the writer and artist from the unlawful reproduction of his material. It is concerned only with the copying of physical material and not with the reproduction of ideas and it does not give a monopoly to any particular form of words or design.
তথ্যসূত্রঃ বাংলাদেশের কপিরাইট আইন।
©Copyright.
ছবিঃ ইন্টারনেট।