
12/06/2025
কারো ডিভোর্স হলেই বলা হয় মিডিয়ার সামনে বেশী শো করতো তাই বদ নজরে সংসার ভেঙে গেছে। আমরা যেহেতু মুসলিম অবশ্যই বদ নজর সত্য এটা মানি, তবে আল্লাহ এর সমাধান ও কোরআনে দিয়ে দিয়েছেন যেটা আমল করলে কোনো নজরই কাজে দেবেনা ইনশাআল্লাহ। বদ নজরে আসলে ডিভোর্স হয়না ভাই, ডিভোর্স হয় সম্পর্কের মূল্য না বুঝলে, একে অন্যের গুরুত্ব না বুঝলে, ৩য় ব্যক্তির মূল্য দিলে, বিশ্বাস না রাখলে, নিজের ঘরের জিনিস ভালোনা পরের জিনিস মিষ্টি এমন চিন্তা রাখলে। ঐ সম্পর্ক গুলোতে বেশী ডিভোর্স হয় যে সম্পর্ক গুলোই একে অপরকে না বুঝে বিয়ে করা হয়! কোনো একটা সমস্যা হলে কার দোষ এটা খুঁজতে সবাই ব্যস্ত হয়ে যায় কিন্তু এটা না করে দোষ যারই হোক দুজনই যদি আপোসের মনোভাব রাখে তবে আর ডিভোর্স হয়না। আল্লাহর ইবাদত সব সবচেয়ে বেশী জরুরী - স্বামী স্ত্রী যদি দুজনেই নামাজী হয় তবে পরোকি/য়ার মত নোংরা জিনিসে কেউ আসক্ত হয়না৷ পরোকি/য়া ছাড়া দুনিয়ার সব সমস্যায় সম্পর্ক টিকিয়ে রাখা যায়। সত্যিকারের ভালোবাসা থাকলে আসলে নিজের জীবন সঙ্গী ছাড়া আর কাউকেই ভালো লাগার কথানা।