W T active News

W T active News W T active news
dreams 10k following family..
(3)

25/07/2025

বাবা মাকে খুঁ"জে পাচ্ছে না তারা দুইজন।

বাবা মাকে না দেখে দিশেহারা।

মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আছে।

সবাই শেয়ার করে দেন তারা তাদের বাবা মাকে খুঁজে পাবে ইনশাআল্লাহ।

25/07/2025

মাইলস্টোন কলেজের মাহারিন আপু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি! এতো দেখছি আরেক বিস্ময়কর গল্প।

রাজনৈতিক পরিচয় কখনো দিতেন না। বিএনপি চেয়ারপারসন যখন অসুস্থ হতেন নিজে খাবার নিয়ে যেতেন তিনি। যেখানে বিএনপির বাঘাবাঘা নেতারাও যেতে পারতেন না গ্রেফতারের ভয়ে। সেখানে মাহিরিন চৌধুরী যেতেন। কারাগার থেকে হাসপাতাল সবখানে। বাইরের মানুষ তাকে চিনতেন তিনি মাইলস্টোন কলেজের কো-অর্ডিনেটর। কিন্তু তার আড়ালে তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি। আপন ভাইয়ের মত তিনি মামাতো ভাই মহিদুর রহমান চৌধুরীর (তিনি এম আর চৌধুরী নামে পরিচিত) মেয়ে। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর তার পরিবার আগলে রাখেন এই মহিদুর রহমান। কথাগুলো অনেকের অজানা। মিডিয়া ফোকাসের জন্য আজ অনেকেই অনেক কিছু করেন কিন্তু এই পরিবার কিংবা শিক্ষক মাহিরিন আপু কখনোই কোনো ক্যাডিট বা প্রচারে আসতেন না। গত সপ্তাহে তার সঙ্গে সাবেক স্পিকার জমিরউদ্দিন স্যারের বাসায় যাওয়ার কথা ছিলো। শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। আর কোনো দিন মাহিরিন আপুর সঙ্গে দেখা হবে না। আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন

25/07/2025

মানবতা আজও বেচে আছে,

শাসকরা মুখ ফিরিয়ে নিলেও, মিসর ও লিবিয়ার দরিদ্র হৃদয়গুলো থেমে থাকেনি।
তারা খেজুর ও বাদাম বোতলে ভরে ছুঁড়ে দিচ্ছে ভূমধ্যসাগরে—এই আশায়,
সমুদ্রের ঢেউ একদিন পৌঁছে দেবে তা গা'য।র ক্ষুধার্ত উপকূলে!🥺🥺 W T active News 🌟

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়...
24/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©মারশিয়া জাহান মেঘ

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়) W T active News 🌟

হাজীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত, দু’জন ঢাকায় রেফাররফিকুল ইসলাম নরসিংদী সদর উপজেলার হাজীপুর (সওদাগরপাড়া)...
24/07/2025

হাজীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত, দু’জন ঢাকায় রেফার

রফিকুল ইসলাম
নরসিংদী সদর উপজেলার হাজীপুর (সওদাগরপাড়া) এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মিয়া নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রনি (২১) নামের এক যুবকের ওপর অতর্কিত হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলায় তার মাথা লক্ষ্য করে কোপ দিলে রনি হাত দিয়ে ঠেকিয়ে জখম হন। পরে রনিকে রক্ষা করতে এগিয়ে গেলে তার পিতা সুজন মিয়া (৫২) ও আত্মীয় নজরুল (৪৫) একইভাবে আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনি ও নজরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় রেফার করেন। বর্তমানে রনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নজরুল পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে হাসান, হোসেন, ইয়াছিন ও আশিকসহ মোট ৮/৯ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও ডাকাতি, অস্ত্র লুট, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
W T active News 🌟

আমাদের উচিৎ এদের পাশে দাঁড়ানোর,,,,কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ...
24/07/2025

আমাদের উচিৎ এদের পাশে দাঁড়ানোর,,,,

কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে।একজন ছাত্র নয়—এবার অবাক করে দিয়েছে একটি পথকুকুর। প্রতিদিন ছাত্রদের টাকা দিয়ে খাবার কিনতে দেখেই, একদিন সে তার মুখে একটি গাছের পাতা নিয়ে এসে ক্যান্টিনের কাউন্টারে রাখে—একদম টাকার মতো করে। যেন বলছে, “এই পাতা আমার পয়সা, আমাকে একটা খাবার দাও!”কুকুরটির এই অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা ও মানিয়ে নেওয়ার বুদ্ধি দেখে মুগ্ধ হন ক্যান্টিন কর্মীরা। তারা ভালোবাসায় সাড়া দেন—পাতাকে প্রতীকী মূল্য হিসেবে গ্রহণ করে তাকে প্রতিদিনই খাবার খেতে দেন, W T active New's

ছেলের মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে ২ দিন পর আজ মায়ের মৃত্যু 😭😭মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শহীদ হওয়া ছোট্ট মিরসাদের শোক...
24/07/2025

ছেলের মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে ২ দিন পর আজ মায়ের মৃত্যু 😭😭
মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শহীদ হওয়া ছোট্ট মিরসাদের শোক এখনো আমরা ভুলে উঠিনি 😭
গতকাল থেকেই তার মায়ের অবস্থা ছিল খুবই করুণ।
ছেলের বিচ্ছেদ সহ্য করতে না পেরে, কিছুক্ষণ আগেই মিরসাদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

একজন মা আজ ছেলের কাছে চলে গেলেন চিরদিনের জন্য! 😭😔💔
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🕊️🤲

রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন! Pray for Bangladesh 🥹🤲 W T active News
24/07/2025

রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন!
Pray for Bangladesh 🥹🤲
W T active News

এটাি হলো বন্ধুত্ব🥰
24/07/2025

এটাি হলো বন্ধুত্ব🥰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when W T active News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share