Jajira Tv

Jajira Tv মানবতার কল্যানে নির্ভীক

05/04/2023

অবাধ্য স্ত্রীকে ভরণপোষণ দিতে স্বামী বাধ্য নয়।
-মহামান্য হাইকোর্ট।
(মিতা খান বনাম হেমায়েত বিবি, ১৪ ডিএলআর, হাইকোর্ট, পৃষ্ঠা-৪৫৫)।

শরীয়তপুর জাজিরায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তশরীয়তপুর জাজিরার বড়কান্দি ইউনিয়নের পদ্মানদীর মধ্যবর্ত...
04/11/2022

শরীয়তপুর জাজিরায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত

শরীয়তপুর জাজিরার বড়কান্দি ইউনিয়নের পদ্মানদীর মধ্যবর্তী পালেরচর এলাকায় গতকাল মঙ্গলবার রাত ১১ টার সময় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ।

লাশের পরিচয় সনাক্তর জন্য বুধবার সকালে ফরিদপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ইউনিটকে ডাকা হয়। আঙুলের ছাপ বিষয়ক এক্সপার্টরা, আঙুলের ছাপের মাধ্যমে লাশটির আঙ্গুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সহযোগিতায় পরিচয় শনাক্ত করে। আঙুলের ছাপে পাওয়া জাতীয় পরিচয় পত্রে জানা যায় লাশটি কিশোরগঞ্জের কাটিয়াদী থানার মুমুরদিয়া ইউনিয়নের মুমুরদিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে মো. হানিফ, তার মায়ের নাম নুরজাহান।

তবে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ স্বীকারে গিয়ে নিখোঁজ পূর্ব নাওডোবার আলমখার কান্দি গ্রামের জেলে মজিবর ফকিরের স্ত্রী জাহানারা বেগমসহ তার পরিবার লাশটি তাদের বলে দাবী করে আসছিলো। এমনকি আঙুলের ছাপের মাধ্যমে লাশটির পরিচয় শনাক্ত হওয়ার পরেও তারা লাশটি নিখোঁজ মজিবর ফকিরের বলে দাবী করে যাচ্ছে।

লাশ ময়না তোদের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে বলেও জানা যায়।

ঘূর্ণিঝড় সিত্রাং আপডেটডেস্ক জাজিরা টিভি মধ্য বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি আরও কিছুটা উত্তর দিকে ...
23/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং আপডেট

ডেস্ক জাজিরা টিভি

মধ্য বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে কিছুটা শক্তি বৃদ্ধি করে এইমাত্র ঘূর্ণিঝড় সিত্রাং এ পরিনত হয়েছে। এটি আজ ২৩ শে অক্টোবর রাত ৮ টা বেজে ৪৫ মিনিটে মোংলা সমুদ্র বন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো এবং এটি আরও কিছুটা জোরদার হয়ে উত্তর, উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৫ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐ স্থানে প্রচন্ড উত্তাল রয়েছে। সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দরকে ৪ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে, সতর্ক সংকেত আরও বৃদ্ধি পেতে পারে।

#ঘূর্ণিঝড়_আঘাত: এই ঘূর্ণিঝড় সিত্রাং আগামী ২৪ শে অক্টোবর দিবাগত গভীর রাতের পর বাংলাদেশের খুলনা উপকূল হতে বরিশাল উপকূলের ভেতরে আঘাত করতেপারে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় এর বাতাসের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার এর ভেতরে থাকতে পারে।

#জলোচ্ছ্বাস: ঘূর্ণিঝড়টি অতিক্রম কালে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম এদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে স্বাভাবিক জোয়ার থেকে ৩ থেকে ৫ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে, যেহেতু সেইসময় অমাবস্যা থাকবে।

#বৃষ্টি: ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে আগামীকাল সকাল থেকে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, ফেণী, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতেপারে, এবং সেইসঙ্গে, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণ হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকা ব্যাতিত দেশের বাকি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

#পাহাড়ধ্বস: এই ভারিবৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ধ্বস হতে পারে।

#সতর্কতা: ছোট হোক এটা যেহেতু ঘূর্ণিঝড় আকারে দেশের উপকূল অতিক্রম করতেপারে, তাই উপকূলে যারা আছেন, আপনারা সময়মতো প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন, এবং যারা বেশি ঝুকিপূর্ণ এলাকায় আছেন তারা আগামীকাল রাতের আগে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন, এবং আগামী ২৭ শে অক্টোবর পর্যন্ত সকল প্রকার মাছধরা নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

তথ্যসূত্র: বেসরকারি আবহাওয়া সংস্থা(BWOT)।
#আপডেট: ২৩ শে অক্টোবর, রাত ৯ টা।

নোয়াখালীর সেনবাগে প্রেমের টানে মিশরী তরুণী প্রেমের টানে বাংলাদেশী যুবক গোলাম সারোয়ার বাবুকে (২৬) বিয়ে করে সুদূর মিশর থেক...
22/10/2022

নোয়াখালীর সেনবাগে প্রেমের টানে মিশরী তরুণী

প্রেমের টানে বাংলাদেশী যুবক গোলাম সারোয়ার বাবুকে (২৬) বিয়ে করে সুদূর মিশর থেকে বাংলাদেশে এসেছেন মিশরীয় তরুণী ডালিয়া (২৬)। নোয়াখালীতে এসে সংসার শুরু করেছেন স্বামী বাবুর সঙ্গে। এদিকে বিদেশি বধূকে দেখতে আশপাশের এলাকার মানুষের পদচারণায় মুখরিত তাদের বাড়ি।

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এই দম্পত্তি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে তাদের বাড়িতে আসেন। ২০২০ সালের মিশরে তারা বিয়ে করেন। বিয়ের পর এই প্রথম দম্পতি প্রথম বাংলাদেশে আসেন।

গোলাম সারোয়ার বাবু জানান, তিনি ২০১২ সালে জীবিকার সন্ধ্যানে মিশর যান। সেখানে তিনি একটি গামেন্টেসে চাকরি করেন। মিশরী তরুণী ডালিয়াদের বাসার পাশেই থাকতেন তিনি। তার ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। এ সুবাধে মাঝে মধ্যে ডালিয়াদের বাসায় যাতায়াত ছিল আমার। এক সময় বাবু ডালিয়াকে তার ভালো লাগার বিষয়টি জানায়। এতে ডালিয়ার সাই দিলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের দিকে ডালিয়ার পরিবারে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবারের কেউই রাজি হননি। পরে ডালিয়া অনেক কান্নাকাটি করে তার মা-বাবাকে রাজি করালে ২০২০ সালে ওই দেশের আইন কানুন মেনে মিশরে তাকে আমি পারিবারিক ভাবে বিয়ে করি। গত বছর আমাদের একটি বাচ্চা হয়। পরে সে মারা যায়। এরপর এ প্রথম দুজনের এক সাথে দেশে আসা। বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছি। বিদেশী পুত্রবধূকে কাছে পেয়ে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা আনন্দিত বলেও জানান তিনি।

মিশরী তরুণী ডালিয়া, বাংলা বলতে না পারলেও মিশরী ভাষায় সংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। মিশরী ভাষা বাংলা অনুবাদ হিসেবে তার স্বামীর বাবু সাংবাদিকদের বলেন, বাংলাদেশী খাবার এবং পরিবেশ তার ভালো লেগেছে। এটা তার স্বামীর দেশ। এ দেশকে তিনি অনেক ভালবেসেন। তবে মাংসের চেয়ে আলু তার বেশি পচন্দ বলেও মন্তব্য করেন এ বিদেশী তরুণী। তবে কারো সাথে মনের কথা প্রকাশ করতে না পারায় তার কষ্ট হয়। শ্বশুর বাড়িতে দুই মাস থেকে আবার মিশর ফিরে যাবেন বলেও জানান তিনি।

বাবুর বাবা গোলাম মাওলা মিয়া বলেন, পুত্রবধূ বাংলা ভাষা বলতে না পারলেও ইশারায় ইঙ্গিতে কথা বলছে। বিদেশিনী পুত্রবধূ কে কাছে পেয়ে পরিবারের সবাই আনন্দিত।

নবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, বিদেশী পুত্রবধূকে দেখার জন্য শত শত মানুষ তাদেরর বাড়িতে ভিড় করছে। গ্রামের মানুষ এতে খুশি। ছেলে-পুত্রবধূর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

শরিয়তপুর জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন,ভোটে নির্বাচিত জয়যুক্ত হলেন যারাশরিয়তপুর জেলা পরিষদ নির্ব...
17/10/2022

শরিয়তপুর জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন,
ভোটে নির্বাচিত জয়যুক্ত হলেন যারা

শরিয়তপুর জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, ভোটে নির্বাচিত জয়যুক্ত হলেন যারা
ইভিএম-এর মাধ্যমে সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭ জেলার ন‍্যায় শরীয়তপুর জেলায় ভোটগ্রহণ সম্পন্ন হলো জেলা পরিষদ নির্বাচন। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। জেলা রিটার্নিং অফিসার-এর কার্যালয়ের মনিটরিং সেল থেকে এসব কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। এছাড়া ৭টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রের পর্যবেক্ষণের জন‍্য সিসি ক‍্যামেরা ছাড়াও ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: পারভেজ হাসান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ও সাধারণ সদস‍্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইতিমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাবেদুর রহমান খোকা সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ৬ উপজেলায় ২ জন মহিলা সদস‍্য নির্বাচিত হয়েছেন। এদের সদর, জাজিরা ও ডামুড‍্যা উপজেলায় ১নং সংরক্ষিত মহিলা আসনে টেবিল ঘড়ি মার্কা নিয়ে ২৮৩ ভোট আসমা আকতার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমা ফজল হরিণ মার্কা নিয়ে ১২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় ২নং সংরক্ষিত মহিলা আসনে এডভোকেট হাবিবুন নাহার নিপা ফুটবল মার্কা নিয়ে ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোহিনুর সুলতানা মাইক মার্কা নিয়ে ১৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং সাধারণ সদস‍্য পদে সদর উপজেলায় ১নং ওয়ার্ডে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ বিধি ৪১ ও উপবিধি(৬) অনুসারে লটারিতে বোরহান মুন্সী টিউবওয়েল মার্কা নিয়ে ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুজ্জামান উজ্জ্বল আকন হাতি মার্কা নিয়ে ৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন; জাজিরা উপজেলায় ২নং ওয়ার্ডে নেছারউদ্দিন মাদবর তালা মার্কা নিয়ে ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আনিছুর রহমান টিউবওয়েল মার্কা নিয়ে ৮৪ মার্কা নিয়ে পরাজিত হয়েছেন; ডামুড‍্যা উপজেলায় ৩নং ওয়ার্ডে সৈয়দ ইকবাল হোসেন তালা মার্কা নিয়ে ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাতি মার্কা নিয়ে ২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন; নড়িয়া উপজেলায় ৪নং ওয়ার্ডে মো: আলী আজগর চুন্নু টিউবওয়েল মার্কা নিয়ে ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মামুন সিকদার হাতি মার্কা নিয়ে ৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন; ভেদরগঞ্জ উপজেলায় ৫নং ওয়ার্ডে মো: আ: কাইয়ুম পাইক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ও গোসাইরহাট উপজেলায় ৬নং ওয়ার্ডে আব্রাহাম লিংকন টিউবওয়েল মার্কা নিয়ে ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: নুরুজ্জামান মৃধা তালা মার্কা নিয়ে ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উল্লেখ্য, ১৭ অক্টোবর শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে জেলার ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৫টি ইউনিয়নের ৯১৫ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬৯৯ ও মহিলা ভোটার ২১৬। নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৭ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৬ জনসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে দুপুর ২টায় শেষ হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর৷ মনোনয়নপত্র বাছাই করা হয় ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ আজ ১৭ অক্টোবর।

শরীয়তপুরে ডামুড্যায় নবম শ্রেনীর ছাত্রী কিশোর গ্যাং এর হাতে ধর্ষণের শিকার। (শরীয়তপুর প্রতিনিধিঃ)শরীয়তপুর জেলার ডামুড্যা উ...
11/10/2022

শরীয়তপুরে ডামুড্যায় নবম শ্রেনীর ছাত্রী কিশোর গ্যাং এর হাতে ধর্ষণের শিকার।

(শরীয়তপুর প্রতিনিধিঃ)

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার, দারুল আমান ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর ডামুড্যা বকুলতলা গ্রামের, শহীদ ভূইয়ার এক মাত্র মেয়ে সাদিয়া আক্তার শাম্মি (১৪) কিশোর গ্যাং এর হাতে আগষ্ট মাসে গন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

পুনরায় আবারো সেই একই কায়দায় একই ভাবে ০৮/১০/২০২২ তারিখে ধর্ষণের চেষ্টা করে কিশোর গ্যাং পরে স্থানীয়রা দুইজনকে আটক করে।

আটককৃতদের উদ্ধার করার জন্য দারুল আমান ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হেলাল বেপারী সেখানে যান,ধর্ষনের ঘটনা মীমাংসা করার কথা বলে সেখান থেকে কিশোর গ্যাংদের নিয়ে আসেন, কিন্তু আজ তিনদিন হলেও কোনো ধরনের কোনো মীমাংসা করেননি মেম্বার হেলাল।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পারিবার জানায় ,গত আগস্ট মাসে প্রেমের ফাঁদে ফেলে সাদিয়া আক্তার শাম্মি (১৪) কে কিশোর গ্যাং এর মোল হুতা মোঃ হৃদয় হাওলাদার (২২) পিতাঃ দুলাল হাওলাদার, দারুল আমান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। জন্মদিনের কথা বলে ফোন করে তাকে বাসা থেকে ঢেকে নিয়ে যাওয়া হয়,পরে দারুল আমান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের এ পি এস, সোহাগ (৩৫) তার মোটর বাইক দিয়ে ডামুড্যা ধাঁন হাটা ব্রিজ হয়ে কাইলারা বাজারের পৃশ্চিম পাশে এক মাছের ঘিরের পাড়ে নিয়ে যাওয়া হয়, তার পরে পানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে, প্রথমে হৃদয় তার পরে সোহাগ তাকে ধর্ষণ করে। ধর্ষণের কিছুহ্মন পরে মোঃ শিমুল ঢালী (২৮) পিতাঃ চুন্নু ঢালী,পূর্ব সিড্যা ০৯ নং ওয়ার্ড। মোঃ হোছেন বেপারী (২৩) পিতাঃ দুলাল বেপারী বর্তমান মেম্বারের চাচাতো ভাই, দারুল আমান ইউনিয়ন ৩ নং ওয়ার্ড। মোঃ নাহিদ হাওলাদার(৩৫) সে ৩৯ নং পূর্ব সিড্যা সঃ প্রাঃ বিদ্যালয়ের দপ্তরী, পিতাঃ রহিম হাওলাদার, গ্রামঃ সিড্যা ৯ নং ওয়ার্ড। এই কিশোর গ্যাং এর পাঁচ সদস্য, রাত ১১ টা থেকে রাত ০২ টা পযন্ত অসহায় মেয়েটাকে ধর্ষণ করে, রাত ০২ টার পরে ঘটনা স্থান ত্যাগ করেন ০২ সদস্য, বাকী ০৩ সদস্য, দপ্তরী নাহিদের সহযোগিতায়, নাহিদ, হোছেন,হৃদয়, এই তিনজনে মিলে মেয়েটাকে নাহিদের কর্মরত স্কুলের ছাদে নিয়ে, রাত ০৩ টা থেকে ভোর রাত পর্যন্ত চলায় অমানবিক নির্যাতন, পরে নাহিদ মেয়েটাকে স্কুল থেকে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যার যার মতো চলে যায়।

অনুসন্ধানে আরো দেখা যায় হেলাল মেম্বারের চাচাতো ভাই হোছেন গত বছরে কাইসকুড়ি এক বিয়ে বাড়িতে গিয়ে একটি মেয়ের বিয়ে ভেঙে দেয়।এছাড়াও বিভিন্ন অনৈতিক কাজ ও মাদকের সাথে জড়িত রয়েছে।হোছেনের বাবা মা উভয়ই জানান হোছেনের দায়িত্ব হেলালের।হোছেনের বিষয়ে আমরা বেশি কিছু জানিনা, জানতে হলে হেলাল মেম্বারের কাছে গিয়ে জানেন।অনুসন্ধানে আরো উঠে আসে হেলাল মেম্বার তার ত্রাসের রাজত্ব কায়েম করতে হোছেন সহ এই সকলক লোককে লালন পালন করেন, এবং এদের যেকোন বিপদে সকল প্রকার সহযোগিতা করেন।

অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, দপ্তরী নাহিদ হাওলাদার ০৪ টা বিয়ে করেছেন, এর মধ্যে তিন বউকে সে মার- ধর করে তাড়িয়ে দেয়, তার ৩য় নাম্বার স্ত্রীরের একটি কন্যা সন্তান রয়েছে, বর্তমান স্ত্রীকে সে মার- ধর করে তিনমাস যাবত তাকে তাড়িয়ে দিয়েছে, তার ঘরেও একটি কন্যা সন্তান রয়েছে,
বর্তমান স্ত্রী শিউলি বলেন আমার সাথে বিয়ে হওয়ার আগেও সে আরো তিন বিয়ে করছে,আমার সাথে বিয়ের আগে সে কিছুই জানায় নাই,বিয়ের পরে আমি জানতে পারছি, আমার স্বামীর চরিত্র ভালোনা,সে অনেক মেয়ে লোভী,আমাকে মার- ধর করে তিন মাস যাবত বাপের বাড়িতে তাড়িয়ে দিছে,এখন আমার তিন মাসের বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি।

স্থানীয়রা আরো জানান,এই পাঁচজন মোটরসাইকেল চোর চক্রের সাথেও জড়িত।তথ্য অনুসন্ধানে গিয়ে দেখা যায় নাহিদ এবং শিমুলের বাড়িতে নাম্বার বিহীন একই ডিজাইনের দুটি ১৫০ সিসি কলো রংঙ্গের পালসার মটরসাইকেল।
অসহায় সাদিয়া আক্তার শাম্মির পরিবারের সাথে কথা বলে জানা যায়, মামলা প্রক্রিয়াধীন।

মা ইলিশ অভিযান পদ্মা নদীতে ইউএনও'র উপর জেলেদের হামলাজেলা প্রতিনিধি;জাজিরা টিভিশরীয়তপুরের জাজিরার পদ্মা নদীতে মা ইলিশ রক্...
09/10/2022

মা ইলিশ অভিযান পদ্মা নদীতে ইউএনও'র উপর জেলেদের হামলা

জেলা প্রতিনিধি;জাজিরা টিভি

শরীয়তপুরের জাজিরার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নামলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর উপর স্থানীয় জেলেরা হামলা করেছে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড ফাকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে আসে।

শনিবার (৮-অক্টোবর) বিকালে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসাইন ও মাঝীরঘাট নৌ-পুলিশ ফাড়ির আইসি মোঃ জহিরুল হকসহ ফোর্স নিয়ে মাঝীরঘাট থেকে অভিযানে নামেন।

এসময় অভিযানের শুরুতেই ১১ জনকে আটক করা হয় এবং মাছ ধরার জন্য ব্যবহৃত ৩টি ট্রলার ও দুই লক্ষ মিটার মাছ ধরার কারেন্ট জাল জব্দ করেন।

অভিযানের এক পর্যায়ে মাঝীরঘাট পাইনপাড়া মাঝিরচর এলাকায় হাই ভোল্টেজ বিদ্যুতের পিলারের কাছে আসলে বেশ কিছু জেলেরা আক্রমণাত্মক ভুমিকা পালন করে। এক পর্যায়ে পদ্মাসেতু দক্ষিণ থানা থেকে অতিরিক্ত ফোর্স নেয়া হয় অভিযান পরিচালনার জন্য।

এসময় স্থানীয় জেলেরা ইউএনওসহ অভিযানে অংশ নেয়া ফোর্সের উপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ৯ রাউন্ড ফাকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে আসে।

পরে মাঝিরঘাট এসে আটককৃতদের একজনকে দুই মাস আর বাকি সবাইকে ৩০দিন করে জেল দেয়া হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া জব্দকৃত ট্রলারগুলো বাজেয়াপ্ত করে নৌ-পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো, পাইনপাড়া এলাকার নুরুল হকের ছেলে দ্বীন ইসলাম(৪২), বড়কান্দি এলাকার ফজলের ছেলে শানোয়ার(২০), বড় নওপাড়া এলাকার দবির আকনের ছেলে রিয়াদ(২২), আঃ বেপারি কান্দির করিম মালতের ছেলে আক্কাস মালত(৪০), একই এলাকার মোকলেছের ছেলে মোক্তার মিয়া(২০) ও আক্কাস মোড়লের ছেলে রাজিব মিয়া (২৮)।

এছাড়া বাওদিয়া এলাকার মালেক বেপারীর ছেলে শাকিল(১৯), ধোলাইপাড় এলাকার কাশেম সরকারের ছেলে মনির হোসেন(২৬), মোহর আলী মাদবর কান্দি এলাকার হান্নান ফকিরের ছেলে সুজাত ফকির(২০) এবং একই এলাকার আঃ হান্নান ফকিরের ছেলে বাবুল ফকির(৪০)।

আজ রবিবার শরৎকাল০৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ২৪ আশ্বিন  ১৪২৯ বঙ্গাব্দ১২ রবিউল আউয়াল সফর ১৪৪৪ হিজরীসকলে মিলে মিশে ভালো থাকু...
08/10/2022

আজ রবিবার শরৎকাল
০৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ
২৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
১২ রবিউল আউয়াল সফর ১৪৪৪ হিজরী

সকলে মিলে মিশে ভালো থাকুন, সচেতন থাকুন,নিরাপদ থাকুন, সুস্থ থাকুন,
ভালো ভাবে সুন্দর ভাবে সকলের সাড়া দিন কাটুক

সেন্ট্রাল আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত!দেশের কল্যানে নিয়োজিত নিহত ভাইদের আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব...
05/10/2022

সেন্ট্রাল আফ্রিকায় বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত!
দেশের কল্যানে নিয়োজিত নিহত ভাইদের আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করুক।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে গত ০৩ অক্টোবর ২০২২ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১৩৫ ঘটিকা) বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়।
এতে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।
নিহত শান্তিরক্ষীরা হলেন
#সৈনিক জসিম উদ্দিন (বয়স ৩১, গ্রামঃ কাটিঙ্গা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া),
#সৈনিক জাহাংগীর আলম (বয়স ২৬, গ্রামঃ দক্ষিণ টিট পাড়া, থানাঃ ডিমলা, জেলাঃ নিলফামারী) এবং
#সৈনিক শরিফ হোসেন (বয়স ২৬, গ্রামঃ বাড়াক রুয়া, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ)।
এতে টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন।

আজ সোমবার শরৎকাল০৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ১৮ আশ্বিন  ১৪২৯ বঙ্গাব্দ০৬ রবিউল আউয়াল সফর ১৪৪৪ হিজরীসকলে মিলে মিশে ভালো থাকু...
03/10/2022

আজ সোমবার শরৎকাল
০৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ
১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
০৬ রবিউল আউয়াল সফর ১৪৪৪ হিজরী

সকলে মিলে মিশে ভালো থাকুন, সচেতন থাকুন,নিরাপদ থাকুন, সুস্থ থাকুন,
ভালো ভাবে সুন্দর ভাবে সকলের সাড়া দিন কাটুক

দিনাজপুরে দুর্গাপূজা বর্জন করে, কালো পতাকা উড়াল পূজা মণ্ডপে, স্থানীয় হিন্দু ধর্মালম্বীরালায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর...
02/10/2022

দিনাজপুরে দুর্গাপূজা বর্জন করে, কালো পতাকা উড়াল পূজা মণ্ডপে, স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা

লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)

এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় পার্বণ শারদীয় দুর্গাপূজা। গতকাল শনিবার ছিলো ষষ্ঠী। তবে এই আয়োজন থেকে নিজেদের দূরে রেখেছেন দিনাজপুরের খানসামা উপজেলার স্থানীয় কিছু জনগণ। সাম্প্রতিক একটি ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে পূজা বর্জন করে মণ্ডপে কালো পতাকা উড়িয়েছেন স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া কুমারপাড়া পূজামণ্ডপে দুর্গাপূজা বর্জন করে কালো পতাকা উত্তোলন করে প্রতিবাদ জানান স্থানীয় হিন্দুরা। এদিকে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৯ জুলাই টংগুয়া কুমারপাড়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা এবং তাঁর ১০ বছরের মেয়েকে নির্যাতন করা হয়।

এরপর নিহত ব্যক্তির স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। সেটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এত দিনেও এই ঘটনার রহস্য উন্মোচিত না হওয়ায় প্রতিবাদে পূজা বর্জন করে মণ্ডপে কালো পতাকা উড়িয়েছেন স্থানীয় হিন্দুরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এর আগেও মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি দিয়েছে নিহত ব্যক্তির পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন।

এ বিষয়ে নিহত ব্যক্তির চাচা বলেন, ‘এত দিনেও হত্যা ও ধর্ষণের বিচার না হওয়ায় আমরা হতাশ। স্বাধীন এই দেশেও যদি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়, তাহলে আমরা যাব কোথায়? যত দিন এই ঘটনায় ন্যায়বিচার পাব না, তত দিন এই মণ্ডপে কোনো ধর্মীয় উৎসব করব না।’ মণ্ডপে টাঙানো হয়েছে কালো পতাকা এবং ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ শীর্ষক সহিংসতা-বিরোধী স্লোগান লেখা ব্যানার।

এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধীমান দাস বলেন, ‘তাঁরা তাঁদের মেয়ে হত্যার প্রতিবাদ করবেন এটা স্বাভাবিক। তাঁরা বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে অবহিত করার পরও কোনো সুরাহা না পাওয়ায় এমন প্রতিবাদ করেছেন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা—এমনটাই জেনেছি।

ব্রাহ্মণবাড়িয়া কসবা ও আখাউড়া উপজেলা সহ এ বছর ৬০৫টি মণ্ডপে দূর্গাপূজা পালন করা হচ্ছে লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার...
02/10/2022

ব্রাহ্মণবাড়িয়া কসবা ও আখাউড়া উপজেলা সহ এ বছর ৬০৫টি মণ্ডপে দূর্গাপূজা পালন করা হচ্ছে

লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়া কসবা আখাউড়া, ১ অক্টোবর ২০২২ ইং তারিখে, আখাউড়া উপজেলা সহ জেলার ৯টি উপজেলায় এ বছর ৬০৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
গত বছরের তুলনায় এই বছর পূজায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ২১টি। জেলার ৬০৫টি মন্ডপের মধ্যে রয়েছে- আখাউড়া উপজেলায় ২২টি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৭৮টি, নাসিরনগর উপজেলায় ১৫১টি, নবীনগরের ১৩৩টি, বিজয়নগর উপজেলায় ৫৭টি, সরাইল উপজেলায় ৪৯টি, কসবা উপজেলায় ৫৪টি, বাঞ্ছারামপুর উপজেলায় ৪৭টি, ও আশুগঞ্জ উপজেলায় ১৪টি। আগামীকাল পহেলা অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এদিকে শেষ সময়ে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। এছাড়াও বিভিন্ন মন্ডপকে জাকজমকপূর্ণ করতে বর্ণিল সাজে তৈরী করা হচ্ছে প্যান্ডেলসহ বিভিন্ন অস্থায়ী ডেকোরেটেড স্থাপনা।
জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসনের সাথে একাধিকবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম জানান, মন্ডপগুলোর সার্বিক নিরপাত্তায় সিসিটিভি স্থাপনসহ সব ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সমন্বয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে আনন্দমূখর পরিবেশে বৃহৎ এ উৎসব পালিত হবে বলে আমরা আশাবাদী।

আখাউড়া দেবগ্রাম শিব বাড়ির, শিব ঠাকুর মন্দির এর কমিটির, রূপক বণিক বলেন, এ বছর দুর্গাপূজায় সিসি ক্যামেরা সহ পুলিশ নিরাপত্তা জোরদার অনেক বেশি, সেই কারণে শান্তিপূর্ণভাবে মা দুর্গার পূজা পালন করতে পারছি।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান, আখাউড়া উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ পুলিশ টিম নিয়োগ দেওয়া হয়েছে, এছাড়াও রয়েছে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিশৃঙ্খলা করার কোন চান্স নেই, কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ ও আনসার বাহিনী। আরো আছে সিভিল বেশে, বিশেষ টিম।

জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বেড়ে যাওয়াই হুমকিতে কৃষিখাতঃকৃষিমন্ত্রীমোঃকামাল পারভেজ গাজীপুর জেলা প্রতিনিধি  জলবায়ু পরিবর্তন...
02/10/2022

জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বেড়ে যাওয়াই হুমকিতে কৃষিখাতঃকৃষিমন্ত্রী

মোঃকামাল পারভেজ
গাজীপুর জেলা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে সাথে পানির স্তরও নিচে নেমে যাচ্ছে, এ কারণেই সবচেয়ে হুমকির মুখে রয়েছে আমাদের কৃষিখাত। উল্লেখ করে বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেন আমাদের দেশের সিংহভাগ মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল। দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। এদের মধ্যে অনেকেই দারিদ্রপীড়িত। এ জলবায়ু পরিবর্তনে তাই সবাই হুমকির মুখে পড়ছে। তাই আমাদের চাওয়াটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনীতির মুখিয়ে পড়া কৃষিকে ত্বরান্বিত করা। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী কৃষিকে গুরুত্ব দিয়ে ব্যাপক বিনিয়োগ অব্যাহত রেখেছেন। । আমরা সকল সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছি।

শনিবার (১ অক্টোবর ) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামে খ্রীস্টিয়ান মিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশে (সিসিডিবি) ক্লাইমেট সেন্টার উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি মন্ত্রী বলেন,বৈশ্বিক সমস্যা হিসেবে এখন আমাদের সামনে অন্যতম প্রধান সমস্যা হিসেবে সামনে আসছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সরকার দেশের সকল কৃষক কে নিয়ে কাজ করছে। ডায়নামিক লিডার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর চাওয়াটায় হচ্ছে সবুজ বাংলাদেশ গড়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা। সেজন্যই কাজ করছে আমাদের সরকার।

প্রেসিডিয়াম সদস্য সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফল, ফসল, কাঠজাত ও চাষ পদ্ধতির নানা প্রযুক্তি উদ্ভাবন করে দেশে কৃষি খাতের বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। এখন আমাদের পার্বত্য চট্টগ্রামে কফি ও কাজু বাদাম উৎপাদন হচ্ছে। দেশের পতিত থাকা বিভিন্ন স্থানে ফল, ফসল ও সবজির উৎপাদন হচ্ছে। এক ফসলির জায়গায় আমরা তিন ফসল উৎপাদন করতে পারছি। হাওর ও নদীকেন্দ্রীক এলাকার কৃষিকেও আমরা করতে পারছি। সবই সম্ভব হয়েছে কৃষির অগ্রগতির কারণেই। এসময় মন্ত্রী বিভিন্ন দেশের কৃষি খাতের উদাহরণ টানেন। সরকারের পাশাপাশি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে, মন্ত্রী বলেন চলমান যুদ্ধের কারণে নিত্যপন্যের দাম বেড়ে দেশের মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমাদের কয়েকগুণ বেশী দামে সার কিনতে হয়েছে। শিপমেন্টের কারণে সময়মতো সার আনতে নানা ধরনের প্রতিবন্ধকতা মোকবেলা করতে হয়েছে। এতে কৃষিও অর্থনীতির বৈশিক মুখে পড়েছে।

তিনি আরও বলেন,প্রফেশনালদের রাজনীতিতে এগিয়ে আসার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশে এখন দেখা যাচ্ছে ব্যবসায়ীরা রাজনীতিতে আসছেন। এটা ভালো নয়। ব্যবসায়ীদের পাশাপাশি দেশের প্রফেশনালদের রাজনীতিতে এগিয়ে আসা প্রয়োজন।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির ইন্টারন্যাশনাল প্রোগাম ডিরেক্টর মিস পেট্টা বারনার, সিসিডিবির ক্লাইমেট অ্যাডভাইজারি বডির সম্মানিত কো-চেয়ারম্যান ড. আইনুন নিশাত, সদস্য ড. সালিমুল হক, সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ হালদার ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিস জুলিয়েট মালাকার।এবং বিভিন্ন উন্নত কৃষি আবাদ উপস্থিত সকলেই পরিদর্শনে ও মধ্যান্হ ভোজের পর অনুষ্ঠান সমাপ্ত করাহয়।

বার্তা প্রেরক
মোঃকামাল পারভেজ
তাং ০১/১০/২২

নড়িয়া লোনসিং টাকার দাবিতে ক্ষিপ্ত হয়ে বোন ও বোনের জামাইকে কুপিয়ে জখম করেছে বখাটে যুবক সোহেল। জেলা প্রতিনিধি ঃ জাজিরা ট...
02/10/2022

নড়িয়া লোনসিং টাকার দাবিতে ক্ষিপ্ত হয়ে বোন ও বোনের জামাইকে কুপিয়ে জখম করেছে বখাটে যুবক সোহেল।

জেলা প্রতিনিধি ঃ জাজিরা টিভি

শরীয়তপুর নড়িয়া পৌরসভা ৭নং ওয়ার্ড লোনসিং সরদার বাড়ি বৃদ্ধ বাবার কাছে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বোন ও জামাই কে কুপিয়ে জখম করেছে দিল মোহাম্মদ সরদারের ছেলে সোহেল সরদার ও তার ২য় স্ত্রী সোনিয়া আক্তার। ভুক্তভোগী পরিবার বলেন ২৭শে সেপ্টেম্বর রাত ৭টা ৫০ মিনিটে সোহেল বাড়ি আসেন টাকার জন্য তার বৃদ্ধ বাবাকে বিভিন্ন হুমকি প্রদান করেন একপর্যায়ে তার বোনের সাথে তর্কে জড়িয়ে যায় সোহেল ঘর থেকে চাকু নিয়ে বোন বিনা আক্তারকে তারা করে বিনা দৌরে গিয়ে পাশের বাড়ি স্বামীর বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বকাটে সোহেল সরদার বোনকে চাকু দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে, বোনের চিৎকার শুনে তার স্বামী ইদ্রিস ছৈয়াল ছুটে এলে তাকেও পেটে চাকু দিয়ে আঘাত করে নাড়িভুড়ি বেরিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী ছুটে এলে সোহেল ও তার স্ত্রী সোনিয়া পালিয়ে যায়। গ্রামের মানুষ উদ্ধার করে তাদের হাসপাতালে নিলে কাছে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সেখানে তারা দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার বিষয়ে সোহেল সরদার এর বাবা দিল মোহম্মদ সরদার বলেন কৃষি কাজ করে দিনমজুর খেটে সংসার চলে বকাটে ছেলে সোহেল কোন কাজ করে না ধান্ধাবাজ বিদেশ যাওয়ার কথা বলে জমি বিক্রি করে ধারদেনা করে ৮ লক্ষ টাকা নেয়, সেই টাকা বিভিন্ন অ কাজে ব্যয় করে।পুনরায় আবার টাকা দাবি করে টাকা দিতে রাজি না হলে বোনের সাথে তর্ক বিতর্ক করে বোন ও বোনের জামাইকে কুপিয়ে জখম করে, বৃদ্ধ বাবা-মা এ কুলাঙ্গার সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এবিষয়ে বাবা বাদী হয়ে নড়িয়া থানায় ছেলে সোহেল এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ আবির হোসেন বলেন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে কুলাঙ্গার সন্তানকে খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ রবিবার শরৎকাল০২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ১৭ আশ্বিন  ১৪২৯ বঙ্গাব্দ০৫ রবিউল আউয়াল সফর ১৪৪৪ হিজরীসকলে মিলে মিশে ভালো থাকু...
02/10/2022

আজ রবিবার শরৎকাল
০২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ
১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
০৫ রবিউল আউয়াল সফর ১৪৪৪ হিজরী

সকলে মিলে মিশে ভালো থাকুন, সচেতন থাকুন,নিরাপদ থাকুন, সুস্থ থাকুন,
ভালো ভাবে সুন্দর ভাবে সকলের সাড়া দিন কাটুক

সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মিথ্যা ও অভিযোগ দিয়ে হয়রানীর চেষ্টা। মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান। সুন্দরগঞ্জ(গাইবান্ধা) ...
01/10/2022

সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মিথ্যা ও অভিযোগ দিয়ে হয়রানীর চেষ্টা।

মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান।
সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মিথ্যা মামলাসহ একের পর এক মিথ্যা অভিযোগ করে হয়রানীর চেষ্টা করে যাচ্ছে, উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের হোসেন আলীর পুত্র রবিউল ইসলাম বিরুদ্ধে। মিথ্যা অভিযোগকারী একেই গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে সিদ্দিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, নিজস্ব জমিতে মুরগীর খামারের নিরাপত্তার জন্য ফাঁকা জায়গায় বৃক্ষরোপন করে বাঁশের চটা দিয়ে ঘেড়া দেয়ায় থানা মিথ্যা অভিযোগ করেন সিদ্দিকুল ইসলাম।

রবিউল ইসলাম জানান, ইতিপূর্বে আমার পুত্রকে খামার থেকে ডেকে নিয়ে গিয়ে তার কন্যার সাথে কোন এক জায়গায় পাঠিয়ে দিয়ে থানায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে আমার নিকট থেকে জমি দাবি করেন। জমি না দিলে মামলায় আমার সন্তানকে সারাজীবন জেলে পঁচে মারবে বলে হুমকি দিচ্ছেন।

ছাপড়হাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা চেষ্টা চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ মহোদয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা অভিযোগ পেয়ে তদন্ত করে সেখানে কোন প্রকার রেকর্ডভূক্ত রাস্তা পাইনি। তাই বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে বলা হয়েছে।

শহরের সবুজবাগ পূজা মন্ডপে সন্দেহভাজন একজন আটক লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূজা মন্ডপে স...
01/10/2022

শহরের সবুজবাগ পূজা মন্ডপে সন্দেহভাজন একজন আটক

লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূজা মন্ডপে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় একজনকে আটক করে, পুলিশে দিয়েছে মণ্ডপের সেচ্ছাসেবক দল। যদিও শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির আইনিউজকে জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। আটকের সময় ওই ব্যক্তির কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস সদৃশ্য কিছু কিট উদ্ধার করেছেন স্থানীয়রা।
গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের সবুজবাগ সার্বজনীন পূজা মন্ডপে ওই ব্যক্তিকে আটক করার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার পিয়াস দাশ এসে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

মেম্বার পিয়াশ দাশ জানান, ওই ব্যক্তি কখনো তার বাড়ির ঠিকানা বলেছেন শ্রীমঙ্গলের কালীঘাট রোড, কখনো সিলেট, কখনো ঢাকা, এভাবে ভিন্ন তথ্য দিয়েছে। তার নাম এখনো ঠিকভাবে জানা যায়নি।

জানা যায়, আটক ওই ব্যক্তি শ্রীমঙ্গলের সবুজবাগ সার্বজনীন পূজা মন্ডপে সন্দেহ জনকভাবে ঘুরাঘুরি করছিলেন। মন্ডপের সেচ্ছাসেবকদের চোখে পড়লে তারা তাকে আটক করে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে ডেকে এনে তার হাতে তোলে দেন। পরে তিনি ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে তোলে দেন।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবুজবাগ পূজা মন্ডপে একজনকে আটক করা হয়েছে। কিন্তু সে মানসিক ভারসাম্যহীন। নাম, ঠিকানা কিছুই ঠিক করে বলতে পারছে না। একেক সময় একেক কথা বলছে।

মোঃ হুমায়ুন কবির বলেন, জিজ্ঞাসাবাদের পর আমরা তাকে স্থানীয় কিছু লোককে নিয়ে ট্রেনে তোলে দিয়েছিলাম। কিন্তু সে আবার শ্রীমঙ্গলের ফিরে এসেছে। বর্তমানে ওই ব্যক্তি পুলিশের হেফাজতে আছে বলে জানান ওসি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ৯ অক্টোবর!!ডেস্ক, জাজিরা টিভি সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ...
01/10/2022

পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ৯ অক্টোবর!!

ডেস্ক, জাজিরা টিভি

সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য গত বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ৯ অক্টোবর (১২ রবিউল আউয়াল) রবিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গত সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

সভায় অতিরিক্ত সচিব জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ৯ অক্টোবর (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবির (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে কারীম (স.) ইন্তেকালও করেন। সেই হিসাবে আগামী ৯ অক্টোবর হবে ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) দিন সাধারণ ছুটি।

মহানবী হজরত মুহম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন তিনি। তাঁর আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।

দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালে মহানবী (সা.) মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে সারা পৃথিবীর মুসলমানরা পালন করেন। ওই দিন মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

Address

New Elephant Road Back B J. T Room Place Dhanmondi Dhaka Division Bangladesh , , Padma Bridge Area Sheikh Rasel Cantarmemt Road S. A. 2 JajiraTv Tawer Zanjira Shariatpur District Faridpur Division Dha
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jajira Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jajira Tv:

Share

Category