MRM Islamic Media

MRM Islamic Media Welcome to our Islamic motivational speech page MRM Islamic Media, Please do you Follow this page & Like, Share support our work♥️

07/06/2024

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে!
আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা,
সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা,
ঈদ মুবারক♥️♥️

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূ...
27/05/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে।টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
আপনার ভুলগুলিকে আপনাকে নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!

আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণপ্রিয় শায়েখ, বাংলাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,...
14/02/2024

আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণপ্রিয় শায়েখ, বাংলাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, কুরআনের তাফসিরবিদ হজরত মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন😭
সকলে প্রিয় শায়েখের সুস্থতার জন্য মহান রবের কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় হুজুরকে দ্রুত সুস্থতা দান করেন
আমীন।

02/12/2023

"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?"

[সূরা আল-মুলক, আয়াত: ১৬]

24/11/2023

কাফির, কাফির কাদিয়ানী কাফির | জিন্দাবাদ জিন্দাবাদ খতমে নবূওত জিন্দাবাদ | বাংলা নাশিদ

**********************************************

ইসলাম প্রচারের স্বার্থে দয়া করে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসুন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করুন।

**********************************************

( বি:দ্র: কেউ আমাদের ভিডিও ডাউনলোড করে ইউটিউব অথবা ফেসবুকে নিজেদের চ্যানেল বা প্রোফাইল/পেজে আপলোড দিলে অটোমেটিক স্ট্রাইক চলে যাবে এবং আপনার প্রিয় চ্যানেল/পেজটি মুহুর্তের মধ্যেই হারিয়ে যাবে)।

**********************************************

মাওলানা শায়খুল হাদিস মুফতি মামুনুল হক
মাওলানা শায়খুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব
মাওলানা শায়খুল হাদিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী
মাওলানা খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব
মাওলানা মুফতি রাফি বিন মনির
মাওলানা মুফতি আব্দুল বাসিত খান সিরাজী
মাওলানা মুফতি খোরশেদ আলম কাসেমী
মাওলানা হাকিমুন নফস মুস্তাকুন্নবী কাসেমী
মাওলানা শায়েখে হাসান জামিল
মাওলানা মিজানুর রহমান আজহারী
মাওলানা মুফতি আব্দুর রহিম মাদানী
মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মাদানী
মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী
মাওলানা মুফতি নোমান কাসেমী
মাওলানা মুফতি হুমায়ের কোব্বাতি
মাওলানা সুলতানুল ওয়ায়েজীন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী
মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী
মাওলানা মুফতি আলী হাসান ওসামা

23/11/2023

🔴Live: "যে দেশের জনগণ যেমন, সে দেশের জন্য আল্লাহতায়ালা শাসনকর্তা নিয়োগ করে দেন তেমন" হাদিসের আলোকে বয়ান করছেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মুফতি উমায়ের কুব্বাতী হাফিজাহুল্লাহ।
দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে লাইভটি শেয়ার করে দিন, কে কোন জায়গা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করুন।

19/11/2023

আমি এক আল্লাহ'কে মানি অন্য কাউকে নয়- সদ্য কারামুক্ত মাজলুম আলেমেদ্বীন শিশু বক্তা খ্যাত ক্বারী মাওলানা রফিকুল ইসলাম মাদানী

#বাংলা_ওয়াজ_মাহফিল #নতুন_ওয়াজ #শিশুবক্তা #ক্বারী #মাওলানা #রফিকুল_ইসলাম_মাদানী #মাদানির_বয়ান২০২৩

19/11/2023

যে নেতা নেত্রীর কথায় আল্লাহ'র হুকুম অমান্য কর, আলেম ওলামাদের কষ্ট দাও, দিন শেষে তোমাদের সেই নেতা নেত্রী কেউই থাকবে না।

#শিশুবক্তা #ক্বারী #মাওলানা #রফিকুল_ইসলাম_মাদানী #বাংলা_ওয়াজ_মাহফিল

16/11/2023

👉সরাসরি - বাংলা ওয়াজ মাহফিল: বয়ান করছেন হজরত মাওলানা শায়খুল হাদিস গোলাম মহিউদ্দিন একরাম সাহেব।
লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন, কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান দিন।

Address

Dhaka, Bangladesh
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801606075305

Alerts

Be the first to know and let us send you an email when MRM Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MRM Islamic Media:

Share

Category