Biniyog - বিনিয়োগ

Biniyog - বিনিয়োগ 🎓 সঠিক বিনিয়োগ শিক্ষা =💲 Financial Freedom
(255)

🙋🏻‍♂️ এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার ক...
01/09/2025

🙋🏻‍♂️ এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার।

যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন, এর মূল্য বেড়ে দাঁড়ায় ২৫০ ডলার।

সেলাইয়ের সূঁচ তৈরি করলে এর মূল্য হয় প্রায় ৭০,০০০ ডলার।

ঘড়ির স্প্রিং ও গিয়ার তৈরি করলে এর মূল্য পৌঁছে যায় ৬ মিলিয়ন ডলারে।

আর এটাকে যদি উন্নত প্রযুক্তির লেজার উপাদানে রূপান্তর করা হয়, যা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহৃত হয়, তখন এই একই লোহার বারের মূল্য দাঁড়ায় ১৫ মিলিয়ন ডলার।

আপনার প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কি দিয়ে তৈরি তার মাধ্যমে নয়, বরং আপনি কীভাবে আপনার দক্ষতাকে বিকশিত করেন এবং তা প্রয়োগ করেন, তার উপর।

(Copied)

প্রচুর অভিযোগ হল্টের গুলাতো ধরা যায় না। ধরলেও ১ টা হল্ট হয়ে গেলে নাকি পরের দিন সেল না দিলে ঘুম আসে না 😅ISN ও ধরা গেলোপরে...
01/09/2025

প্রচুর অভিযোগ হল্টের গুলাতো ধরা যায় না। ধরলেও ১ টা হল্ট হয়ে গেলে নাকি পরের দিন সেল না দিলে ঘুম আসে না 😅

ISN ও ধরা গেলো
পরেরটাও ধরা গেলো

আবার, ১-২ টা হল্টের পরেও হোল্ডও করা যাচ্ছে। কি মুশকিল?

সূত্রের বাইরে চলতে শিখুন।

Biniyog - বিনিয়োগ সূত্র ফলো করে না। সময় অনুযায়ী সূত্র বানিয়ে নেয়। দোয়া 🤲

🙋🏻‍♂️ একসময় বাংলাদেশীরা ভারতীয় এনালিস্ট দের ভিডিও দেখে শিখেছে, অনলাইনে প্রশিক্ষণ নিয়েছে (আমিও শিখেছি)আজ Biniyog - বিনিয়...
31/08/2025

🙋🏻‍♂️ একসময় বাংলাদেশীরা ভারতীয় এনালিস্ট দের ভিডিও দেখে শিখেছে, অনলাইনে প্রশিক্ষণ নিয়েছে (আমিও শিখেছি)

আজ Biniyog - বিনিয়োগ ভারতীয়দের বাংলাদেশের একজন এনালিস্ট এর কাছে প্রশিক্ষণ নেয়ার লেভেলে পৌছে গিয়েছে।

✅ এটা অহংকার না, এটা গর্বের

✅ এটা কাকতালীয় না, এটাই আত্মবিশ্বাস

✅ বিনিয়োগ একটি OQP (Only Quality People) এর ট্রেডিং কমিউনিটি তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ

✅ দেশের গন্ডি পেরিয়ে শুধু আমরা নয়, বরং সীমানা পেরিয়ে অন্যরাও আসবে আমাদের কাছে ইন শা আল্লাহ

🇧🇩 বিনিয়োগ ব্র্যান্ড ভ্যালু তৈরিতে বিশ্বাসী। কে কপি করলো, কে সমালোচনা করলো এসব তুচ্ছ বিষয়কে ছাপিয়ে নিজে সহো বাংলাদেশের ট্রেডিং কমিউনিটিকে ১০০% গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

দোয়া চাই 🤲

31/08/2025

🙋🏻‍♂️ আপনাদের আত্মবিশ্বাসই মার্কেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

জার্নির শুরুটা ধরতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। গত ৩ টা মাস - ১ টাই স্টেটমেন্ট দিয়েছি - Just hold your trade

সব সময় "লোভ করা ভালো না" কথাটা প্রযোজ্য না৷

লোভ করা আর সিচুয়েশন অনুযায়ী রিয়্যাক্ট করা ২ টা ভিন্ন বিষয়।

পোর্টফলিও মাল্টিপ্লাই করার এমন সূবর্ণ সুজোগ গড়ে প্রতি ৫ বছর পরে ১ বার আসে। প্রতিদিন বাই-সেল করবেন নাকি পোর্টফলিও ডাবল করার চেষ্টা করবেন সেটা সত্যিই আপনার মানসিকতার উপর নির্ভর করে।

29/08/2025

🙋🏻‍♂️ ৮০ টাকার স্টক ১৫০, আর ১৫০ টাকার স্টক ২৫০ পর্যন্ত হোল্ড করিয়েছি বলেই সহ্য হচ্ছে না।

আমি তো কোনোটা ৬০০
কোনটা ১০০০+ দেখি

দোষ কি আমার নজরে? নাকি আপনার সংকীর্ণ চিন্তা-ভাবনায়?

মার্কেট বাড়বে বিশ্বাস হয়, কিন্তু স্টক বাড়লেই ভয়৷ এমন এক দেশের অডিয়েন্স নিয়ে আছি 🙃

মার্কেট বুল হলে অন্তত ২ বছর (+/-) থাকে। আর গত ২.৫ মাসেই দর বৃদ্ধি শেষ, তাই না?

হ্যা, মার্কেট নির্বাচন বা কোনো কারণে ফল করলে এক্জিট প্ল্যান লাগবে। কিন্তু, ভালো সময়টা এনজয় করতেও দোষ!!

৩০ টাকার স্টক আপ ট্রেন্ডে ৩৫০ হয়
ডাউন ট্রেন্ডে আবার ৩০ টাকায় ফিরে আসে

এটাই শেয়ার মার্কেটের চরিত্র। আপনার বিশ্বাস দূর্বল হলে গন্তব্যও দূর্বল হবে।

জুম্মাবার এর শুভেচ্ছা 🤲

🙋🏻‍♂️ কারো কাছে শেখাটা খুবই সময় সাপেক্ষ তাই বিরক্তকর। কারো কাছে এটা একটা আবেগ, ভালো লাগার জায়গা।সুতরাং, রেজাল্টেও পার্থক...
29/08/2025

🙋🏻‍♂️ কারো কাছে শেখাটা খুবই সময় সাপেক্ষ তাই বিরক্তকর। কারো কাছে এটা একটা আবেগ, ভালো লাগার জায়গা।

সুতরাং, রেজাল্টেও পার্থক্য থাকাটা জরুরী। আর সে কারণেই মার্কেটে আজীবন কেউ লুজার কেউ গেইনার থাকবে।

কেউ ভিডিও দেখে কমেন্ট করে "ভিডিও শর্ট করুন"

আবার কেউ সেখান থেকে নোট তৈরি করে, প্রিন্ট করে ট্রেডিং রুমে টাঙ্গিয়ে রাখেন।

✅ This little diffidence is the main differentiator

✅ প্রথম অভিযোগ - Biniyog - বিনিয়োগ কে কি দেশের উন্নয়নের কান্ডারি বানানো হয়েছে? সব দায়িত্ব কেনো আমাকেই নিতে হবে?✅ আমি ইং...
28/08/2025

✅ প্রথম অভিযোগ - Biniyog - বিনিয়োগ কে কি দেশের উন্নয়নের কান্ডারি বানানো হয়েছে? সব দায়িত্ব কেনো আমাকেই নিতে হবে?

✅ আমি ইংরেজী পারি না কেনো? 😭

✅ পোর্টফলিও ৫-১০ গুণ করলেও কার কি আসে যায়। ভূল গুলো হাইলাইট করে বিরক্তি প্রকাশ করি কেনো?

✅ ফালতু টাইপ কথা বার্তা বলি। তাই এগুলো বন্ধ করা উচিৎ

এর মধ্যে ইংরেজি পারি না - এটা না হয় বুঝলাম। বাকিগুলো বদনাম করলো নাকি সুনাম করলো? কনফিউজড হয়ে গেলাম 😅

🙋🏻 Source of my Energy 💪আলহামদুলিল্লাহ, ওয়েটিং ফর দ্যা নেক্সট রাউন্ড 🥰
28/08/2025

🙋🏻 Source of my Energy 💪
আলহামদুলিল্লাহ, ওয়েটিং ফর দ্যা নেক্সট রাউন্ড 🥰

🙋🏻‍♂️ মার্কেটে টাকা ডাবল করা যায় না, এটা এই স্টেটমেন্ট এর বিরুদ্ধে একটা বাস্তব স্ট্যাটিসটিক্স দিলাম।হ্যা, সব সময় হয় না। ...
28/08/2025

🙋🏻‍♂️ মার্কেটে টাকা ডাবল করা যায় না, এটা এই স্টেটমেন্ট এর বিরুদ্ধে একটা বাস্তব স্ট্যাটিসটিক্স দিলাম।

হ্যা, সব সময় হয় না। তবে পেতে চাইলে "ভলিউম যুক্ত" স্টক কে সময় দিতে হয়।

২১ জন হোল্ডে আছেন, কেনা ৪৫-৪৬
চলে ১০৫-১০৬

আপট্রেন্ডের সাথে খামখেয়ালি করা উচিৎ নয়।

27/08/2025

🙋🏻‍♂️ আসিতেছে আসিতেছে....... - Biniyog - বিনিয়োগ পরিচালিত, বিনিয়োগের এ্যাডমিন কর্তৃক প্রযোজিত "নতুন মাষ্টারপিস"

✅ রিলিজ হবে - আগামীকাল ইন শা আল্লাহ

কেউ কেউ -
দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে 😂

আর, ওদিকে আরো কিছু OQP তৈরি হবে ইন শা আল্লাহ

26/08/2025

🙋🏻‍♂️ কিছু বল্লেই সেটাকে "প্যানিক" হিসেবে না নিয়ে সতর্ক মুডে অবজার্ভ করা শিখে গেলে ঝুকির পরিমাণ কমানো যায়।

কয়েকটা লাইন বলছি মনোযোগ দিয়ে খেয়াল করুন।

✅ ব্যাংক সেক্টরের কারেকশন শেষ হয় নাই

✅ ব্যাংক সেক্টরের কারেকশন শেষ হওয়ার পরেই শুধুমাত্র মার্কেটের হায়ার হাই তৈরি করার সুজোগ বাড়বে, তার আগে হাই আশা করাটা একটু বাড়াবাড়ির সমতুল্য

✅ মার্কেটের কারেকশন এখনো পেন্ডিং আছে। তবে, এই কারেকশনেও লো-পেইড, আইটি, ইন্সুইরেন্স, টেক্সটাইল, লাইফ, B category এর হালকা শেয়ার গুলো বাই রোটেশন বাড়বে।

✅ মার্কেট লাল হলে ১০+ হল্ট হবে না। ৩-৪ টা হল্ট হবে। তাই এগ্রেসিভ আচরণ করা উচিৎ হবে না

✅ ইতিমধ্যে ৫০%+ বেড়ে যাওয়া শেয়ারে নতুন করে এন্ট্রি করতে সতর্ক থাকুন। আবার, ৫০% প্রফিটে থাকলে আপনার প্রফিট হয়তো কমে ৪০% এ নামবে। তবে মূল গন্তব্য শেষ হয়ে গিয়েছে - এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। নতুন কিনলে সে ১০% লস সহ্য করতে পারবে না, ফলে পুরো ট্রেন্ড টা ধরতেও পারবে না। ইতিমধ্যে লাভে থাকায় আপনার হাতে কিন্তু সেই সুজোগ আছে। শর্ট টার্ম ট্রেডার থেকে পজিশন ট্রেডিার বা মিড টার্ম ইনভেস্টর হওয়ার চেষ্টা করুন।

✅ পরিশেষে, মার্কেট লাল হতে পারে। অপেক্ষাকৃত ভাড়ী শেয়ার থেকে কয়েকটা দিন দূরে থাকুন। আর ঐ যে বল্লাম, বড় প্রফিটে থাকলে, সাময়িক প্রফিট কমবে। সইতে পারলে ৩ মাস পরে ডাবল প্রফিটে থাকবেন ইন শা আল্লাহ

গন্তব্য আপাততো নিচে, পরেরবার ব্যাংক-ফান্ডা সহো নতুন হাই দেখবো ইন শা আল্লাহ 🤘

Address

Dhaka

Telephone

+8801602383135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biniyog - বিনিয়োগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biniyog - বিনিয়োগ:

Share