17/10/2025
If you think i am the problem then you have to change me. If you can realise you are the problem, then you can change yourself, learn something and grow wiser.
Most people want everyone else in the world to change. Let me tell you it's easier to change yourself than everyone else.
উক্তিটুকু নেয়া হয়েছে Rich Dad Poor Dad বই থেকে। লেখক: Robert T Kiyosaki
✅ মার্কেট ভালো না, কতৃপক্ষ ভাল না, এনালিস্টরাও ভাল না। আপনি ভাল, মেনে নিলাম।
✅ উদ্দেশ্য: বিনিয়োগের মাধ্যমে কিছু প্রফিট করার চেষ্টা করা
✅ সমস্যা: বছরে ২ মাস বাজার পজেটিভ থাকে, ১০ মাসই গাড় লাল
✅ করতে না পারার কারণ:
৩০-৩৫ টাকার ITC ৫০ টাকা আশা করা যায় সবাই বুঝি কিন্তু খুজি ISN
২২ টাকার MALEK ৩৫-৪০ হবে সবাই বুঝি কিন্তু খুজি RAHIMTEX
৪০ টাকার NAVANAPHARM ৬০+ হবে কিন্তু খুজি ORIONINFU
✅ এটা কি এনালিস্টরা খোজে না? শুধুই সাধারণ বিনিয়োগ কারীরা এগুলা খোজে?
🚩 অবশ্যই না। টেকনিক্যাল এনালিস্টরাও ট্রেডিং এর জন্য এমন হালকা শেয়ারই খোঁজে।
✅ তাহলে পার্থক্য কোথায়?
কোনো একচুয়াল এনালিস্টকে দেখেছেন ফেসবুকে এসে কান্নাকাটি করতে কিংবা আরেকজনকে লসের জন্য গালমন্দ করতে?
সিম্পল উদাহরণ দেই: গত সেপ্টেম্বরে হাফ PF সেল করেছিলাম, তখন টোটালের উপর কোনো লস দিতে হয় নি। আর, গত সপ্তাহের আগের সপ্তাহে ৮% লসে বাকি হাফ PF সেল করেছিলাম (ট্রেডিং PF এর কথা বলছি)। আমি তো নিজেকে এনালিস্ট বলে জাহির করি, কিন্তু তবুও নিজে ৮% লস করে আবার অন্যকে কি ঘুরার ডিম বুঝাবো?
✅ পার্থক্যটা এখান থেকেই শুরু হয়। যারা কখনোই কোনো লস করে না, সকল পরিস্থিতিতে যাদের কোডে প্রফিটই থাকে তাদের না হয় সুফি-দরবেশ হিসেবে ধরে নিলাম। কিন্তু, আমার তো মাঝে মধ্যেই লস হয়। তখন যদি নিজের ট্রেডিং সিদ্ধান্ত পরিবর্তন না করে (অর্থাৎ এক্জিট না করে) মার্কেটকে কিংবা কতৃপক্ষকে গালমন্দ করি তাহলে কি আমার কমবে না বাড়বে?
মার্কেটকে পরিবর্তন করা সম্ভব নাকি নিজের ট্রেডিং এর সিদ্ধান্ত পরিবর্তন করা সহজ? কোনটা?
অল্প লসে কনফার্ম সেল সিগনাল আসার পরেও এক্জিট করতে বল্লে মানুষ গালি দেয়। আবার ৪০-৫০% লস করে ঠিকই ১ বছর ধরে স্টক হোল্ড করে। কিন্তু কেনার সময় স্টপলস বিহীন ০৬ মাসের জন্য সেফ ইনভেস্টমেন্ট বল্লে শতকরা ১০-২০ জনের বেশি আবার রাজি না?
চাই কুইক প্রফিট
কিন্তু, স্টপলসের ঝুকি চাই না
বাড়লে সেল করবো, কমলে হোল্ড করবো। এটা ইনভেস্ট এর নিতী, ট্রেডিং এর নয়।
✅ কথাগুলো ভূল মনে হলে আমার কাছে অথেন্টিক ডাটা দিয়ে প্রমাণিত প্রতি বছর ২০%+ প্রফিট (এমন বাজারেও) করার নিয়ম স্বচ্ছ ভাবে সংগ্রহীত আছে। গত ৪-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে বাঙ্গালী চাইলেও স্টপলস দেয়া শিখতে পারবে না। ১০-২০% মানুষ পারে। বাকিরা পারে নি, পারবেও না। তাদের উচিৎ কম্পাউন্ডিং ইনভেস্টমেন্ট প্ল্যান করা অথবা শেয়ার বাজার ত্যাগ করা। অন্যথায় ভবিষ্যতেও আপনার টাকা আরেকজনের পকেটেই যাবে লিখে রাখতে পারেন।
বছরে ২০% এ আবার সবাই আগ্রহী না। চাই ডাবল স্টক কিন্তু রিস্ক ক্যালকুলেশন করতে চাই না। দিনশেষে এনালিস্ট আর মার্কেটকে ২ টা গালি দিয়ে সস্তির ঢেকুর গিলি.......