Biniyog - বিনিয়োগ

Biniyog - বিনিয়োগ 🎓 সঠিক বিনিয়োগ শিক্ষা =💲 Financial Freedom
(271)

23/10/2025

✅ MUTUAL FUND সেক্টরে নজর রাখা যায়। বাকিটা আপনার বিচক্ষণতা আর দক্ষতার উপর।

20/10/2025

✅ If you don't first handle the fear & desire and you get rich "You'll only be a highly paid slave"

🚩 The main cause of proverty or financial struggle is fear and ignorance, not the economy or the government or the rich.

একজন টাকার জন্য কাজ করে
অপরজন সেই টাকা টাকেই নিজের জন্য কাজে লাগায়

স্কুলিং তথা শিক্ষা ব্যাবস্থা তৈরিই হয়েছে শিক্ষিত কর্মী সাপ্লাই দেয়ার জন্য। নিখুত ভাবে বুঝে শুনেই পারসোনাল ফাইনান্স টাকে পুরো ইন্টস্টিটিউশনাল শিক্ষাজীবন থেকেই বাদ দিয়ে দেয়া হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের শল্প নয়। গল্পটা গ্লোবাল, ব্যাবসায়ী Vs কর্মীর মধ্যে সম্পর্ক টা ম্যাপ করিয়ে দেয়ার জন্য।

সারা জীবন ধরে এমন ০১ টা কিছু শিখি যেটা করলে "টাকা কামানো যাবে"

কিন্তু, খরচ করা আর সামান্য সঞ্চয় ব্যাতীত পারসোনাল ফাইনান্স, টাকা সম্পর্কে পরিস্কার ধারণা, মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট, টাকাকে কিভাবে কাজে লাগাতে হয়, কম্পাউন্ডিং এসবের কিছুই আমাদের সিলেবাসে নেই।

যেটা আছে সেটার নাম সরল অংক তথা "সুদ কষা" যা ঘুরে ফিরে সেই একই সিন্ডিকেটের মধ্যে আমাদের জীবনকে বাক্স বন্দী করে ফেলে।

লজ্জার সাথে স্বীকার করতে হয়, বাঙ্গালীর ফিনান্সিয়াল নলেজ, থাক এ পর্যন্তই।

🤷‍♂️ ঘুমানোর আগে একটু ভাবুন তো এভাবেই কি চলবে আপনার পরবর্তী প্রজন্ম ❓

তিস্তা পারের মশালগুলো জায়গায় জায়গায় জ্বলে উঠছে না তো! না মানে, সিকুয়েন্স মেলাচ্ছিলাম আর কি।
19/10/2025

তিস্তা পারের মশালগুলো জায়গায় জায়গায় জ্বলে উঠছে না তো!

না মানে, সিকুয়েন্স মেলাচ্ছিলাম আর কি।

17/10/2025

If you think i am the problem then you have to change me. If you can realise you are the problem, then you can change yourself, learn something and grow wiser.

Most people want everyone else in the world to change. Let me tell you it's easier to change yourself than everyone else.

উক্তিটুকু নেয়া হয়েছে Rich Dad Poor Dad বই থেকে। লেখক: Robert T Kiyosaki

✅ মার্কেট ভালো না, কতৃপক্ষ ভাল না, এনালিস্টরাও ভাল না। আপনি ভাল, মেনে নিলাম।

✅ উদ্দেশ্য: বিনিয়োগের মাধ্যমে কিছু প্রফিট করার চেষ্টা করা

✅ সমস্যা: বছরে ২ মাস বাজার পজেটিভ থাকে, ১০ মাসই গাড় লাল

✅ করতে না পারার কারণ:

৩০-৩৫ টাকার ITC ৫০ টাকা আশা করা যায় সবাই বুঝি কিন্তু খুজি ISN

২২ টাকার MALEK ৩৫-৪০ হবে সবাই বুঝি কিন্তু খুজি RAHIMTEX

৪০ টাকার NAVANAPHARM ৬০+ হবে কিন্তু খুজি ORIONINFU

✅ এটা কি এনালিস্টরা খোজে না? শুধুই সাধারণ বিনিয়োগ কারীরা এগুলা খোজে?

🚩 অবশ্যই না। টেকনিক্যাল এনালিস্টরাও ট্রেডিং এর জন্য এমন হালকা শেয়ারই খোঁজে।

✅ তাহলে পার্থক্য কোথায়?

কোনো একচুয়াল এনালিস্টকে দেখেছেন ফেসবুকে এসে কান্নাকাটি করতে কিংবা আরেকজনকে লসের জন্য গালমন্দ করতে?

সিম্পল উদাহরণ দেই: গত সেপ্টেম্বরে হাফ PF সেল করেছিলাম, তখন টোটালের উপর কোনো লস দিতে হয় নি। আর, গত সপ্তাহের আগের সপ্তাহে ৮% লসে বাকি হাফ PF সেল করেছিলাম (ট্রেডিং PF এর কথা বলছি)। আমি তো নিজেকে এনালিস্ট বলে জাহির করি, কিন্তু তবুও নিজে ৮% লস করে আবার অন্যকে কি ঘুরার ডিম বুঝাবো?

✅ পার্থক্যটা এখান থেকেই শুরু হয়। যারা কখনোই কোনো লস করে না, সকল পরিস্থিতিতে যাদের কোডে প্রফিটই থাকে তাদের না হয় সুফি-দরবেশ হিসেবে ধরে নিলাম। কিন্তু, আমার তো মাঝে মধ্যেই লস হয়। তখন যদি নিজের ট্রেডিং সিদ্ধান্ত পরিবর্তন না করে (অর্থাৎ এক্জিট না করে) মার্কেটকে কিংবা কতৃপক্ষকে গালমন্দ করি তাহলে কি আমার কমবে না বাড়বে?

মার্কেটকে পরিবর্তন করা সম্ভব নাকি নিজের ট্রেডিং এর সিদ্ধান্ত পরিবর্তন করা সহজ? কোনটা?

অল্প লসে কনফার্ম সেল সিগনাল আসার পরেও এক্জিট করতে বল্লে মানুষ গালি দেয়। আবার ৪০-৫০% লস করে ঠিকই ১ বছর ধরে স্টক হোল্ড করে। কিন্তু কেনার সময় স্টপলস বিহীন ০৬ মাসের জন্য সেফ ইনভেস্টমেন্ট বল্লে শতকরা ১০-২০ জনের বেশি আবার রাজি না?

চাই কুইক প্রফিট
কিন্তু, স্টপলসের ঝুকি চাই না

বাড়লে সেল করবো, কমলে হোল্ড করবো। এটা ইনভেস্ট এর নিতী, ট্রেডিং এর নয়।

✅ কথাগুলো ভূল মনে হলে আমার কাছে অথেন্টিক ডাটা দিয়ে প্রমাণিত প্রতি বছর ২০%+ প্রফিট (এমন বাজারেও) করার নিয়ম স্বচ্ছ ভাবে সংগ্রহীত আছে। গত ৪-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে বাঙ্গালী চাইলেও স্টপলস দেয়া শিখতে পারবে না। ১০-২০% মানুষ পারে। বাকিরা পারে নি, পারবেও না। তাদের উচিৎ কম্পাউন্ডিং ইনভেস্টমেন্ট প্ল্যান করা অথবা শেয়ার বাজার ত্যাগ করা। অন্যথায় ভবিষ্যতেও আপনার টাকা আরেকজনের পকেটেই যাবে লিখে রাখতে পারেন।

বছরে ২০% এ আবার সবাই আগ্রহী না। চাই ডাবল স্টক কিন্তু রিস্ক ক্যালকুলেশন করতে চাই না। দিনশেষে এনালিস্ট আর মার্কেটকে ২ টা গালি দিয়ে সস্তির ঢেকুর গিলি.......

16/10/2025

২০১৮ সালে ওয়ারেন বাফেট শেয়ারহোল্ডারদের এক সভায় বলেছিলেন, “বিটকয়েন সম্ভবত বিষের চেয়েও ভয়ানক — বরং বিষের বর্গফল।” (সম্ভবত সবচেয়ে খারাপ বিনিয়োগ)

সেই একই বছর CNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও স্পষ্ট করে বলেন —

“ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি, এগুলোর শেষটা ভালো হবে না। আমরা কোনো ক্রিপ্টো রাখি না, বিক্রির দিকেও নেই, এবং ভবিষ্যতেও কোনো অবস্থান নেব না।”

দুনিয়ার এক নাম্বার বিনিয়োগকারী বলা হয় তাকে। তিনি সরাসরি প্রত্যক্ষ্যভাবে ক্রিপ্টো ক্রয় পছন্দ করেন না। তিনি এও বলেন, "ক্রিপ্টো হল হাইপ, যখন বিনিয়োগকারীরা সম্পদ সরিয়ে নিবেন, সাধারণেরা পতিত হবে"।

গত তিন বছরে দুইবার মার্কেট থেকে শেয়ার বিক্রি করার এক মাসের ভেতর স্টক দুনিয়া দুটো ভয়াবহ দরপতন দেখেছে।

বিল গেটস নিজেও ক্রিপ্টোকারেন্সি পছন্দ করেন না বলে একটা সাক্ষাতকারে জানিয়েছিলেন। বিশ্বকে যারা নেতৃত্ব দেয়, তাদের অনুসরণ করলে অন্তত ঠকার চান্স নাই মনে করি। শর্ট টাইম ট্রেড করাই যায়, কিন্তু লং টাইম বিনিয়োগ খারাপ ফল আনবে। মনে রাখা দরকার, FTX এর মত এক্সচেঞ্জ যখন স্ক্যাম করলো কেউ বিলিভ করিনি। আমার চেনা লিডারগণ লাখ লাখ টাকা হারিয়েছিল। , বাইন্যান্স স্ক্যাম করছে নতুন কয়েন এড ও রিমুভ করে। লোকেরা লস দিচ্ছে। একে অন্ধের মত বিলিভ করলে পস্তানো লাগবে ইনশাল্লাহ্।

শেষ কথা, সোনার দাম আবার বেড়েছে। ক্রিপ্টো থেকে আয় করেন ভালো কথা কিন্তু যারা বিশ্ব অর্থনীতি নেতৃত্ব দেয় তারা ভেতরের ফাঁপা জায়গাটা কিন্তু চেনে বিধায় এতে বিনিয়োগ করে না। রাতারাতি যা প্রফিট দেয়, রাতারাতিই ফকির বানায়।

Copy post #

15/10/2025
11/10/2025

🚩 Don't predict, just follow the trend

২০ টাকার স্টক ৫০০+ টাকা হলে সেটা আপট্রেন্ডের জন্য হয়, অগ্রীম প্রেডিকশন করে এটা বের করা অসম্ভব।

ঠিক তেমনি ভাবে কোনো স্টক কিংবা ইনডেক্স কমার সময় আসলে কোথায় এসে ঘুরবে সেটা অগ্রীম প্রেডিকশন না করে ডাউনট্রেন্ডকে ফলো করে সতর্ক থাকাই উত্তম।

✅ বড় প্রফিট করতে হলে অতিরিক্ত প্রেডিকশন না করে আপট্রেন্ডের সময় ধৈর্য্য ধরে হোল্ড করতে হয়।

✅ একই ভাবে বড় লস থেকে বাঁচতে হলেও ডাউনট্রেন্ডের সময় নতুন বিনিয়োগে না গিয়ে কারেকশন শেষ করে অন্তত পূর্ববর্তী সুইং এর সাপেক্ষে ০১ টা নতুন হাই তৈরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

লো-য়ার লো তৈরি হলে ট্রেন্ড পরিবর্তন হয়। আর ট্রেন্ড পরিবর্তন হলে আবেগে নয়, বরং ট্রেন্ডের সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হয়।

🤷‍ মান্থলি চার্টে গত ১০-১৫ বছরে অক্টোবর মাস কয়বার পজেটিভ ক্লোজিং হয়েছিলো?

উল্টোদিকে, ডিসেম্বর-জানুয়ারীতে বাজারের রিয়্যাকশন কেমন ছিলো!

০২ টা পয়েন্ট বল্লাম, ক্রসচেক করার দায়িত্ব আপনার। এটা প্রেডিকশন নয়, হিস্ট্রি চেক করে আইডিয়া জেনারেট করা। একই কাজ কিন্তু রোগীর বেলায় ডাক্তারও করে থাকেন।

✅ কারেকশন মানেই সমাপ্তি নয়। পরবর্তী উল্থানের পূর্বপ্রস্তুতি। কিন্তু, প্রস্তুতি ম্যাচের সময় মেজর প্লেয়াররা রেষ্টে থাকে, মূল ম্যাচের সময় ফিট আর এ্যানার্জেটিক থাকার জন্য।

যে টুকু বলেছি এতেও নিসন্দেহে অনেকের কটু কথা শুনতে হবে। এই মুহূর্তে ইনডেক্স নিয়ে ভিডিও তৈরি করা যৌক্তিক মনে করছি না।

বাজার যখন প্রফিট দেয় তখন সেটা নেয়ার জন্য অন্য সময়টুকুতে প্রিপারেশন নিয়ে অপেক্ষা করতে হয়। বাজারের সাথে জোর করে প্রফিট করা যায় না। সেটা আমিই হই কিংবা আপনিই হোন।

ইনডেক্স নিয়ে সেদিনই কথা বলবো যখন রিভার্সাল কনফার্ম করবে। গত পোষ্টের শেষের লাইনে লিখেছিলাম "Looking for new opportunities, its never too late"

বর্তমান পৃথিবীতে একটু কম্ফোর্টেবল ভাবে বেঁচে থাকতে হলে প্রত্যেকেরই বিকল্প উপার্জনের অপশন তৈরি করার চেষ্টা করা উচিৎ। তার মধ্যে শেয়ার মার্কেট ০১ টি, কিন্তু একমাত্র নয়।

06/10/2025

🙋‍ স্বর্ণের দাম এতো কেনো বাড়ে?

কারণ: পৃথিবীতে স্বর্ণের সাপ্লাইটা লিমিটেড।

🚩 সব চাইতে লিমিটেড জিনিসটা আসলে কি তাহলে?

✅ আপনার সময়। স্বর্ণের তাও নতুন খনি আবিস্কার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু, আমরা কেউই নির্ধারিত সময়ের ১ মিনিটও বেশি পাবো না। এমনকি কতটুকু সময় আসলে পাবো সেটাও আমরা কেউই জানি না।

অথচ পৃথিবীতে আমরা কি করছি❓

নিজের অমূল্য ফাইনাইট জিনিসটা (সময়) অন্য জনের কাছে একটা ইনফাইনাইট (টাকা) জিনিসের কাছে বিক্রি করে দিচ্ছি।

This is the dam loop where most of us got stuck till the death

করণীয়:

✅ যত দ্রুত সম্ভব নিজের লিমিটেড সময়কে বিক্রি করা বন্ধ করতে হবে। যত কম বয়সে পারবেন, ততোই মঙ্গল।

✅ অন্যের সময়কে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাগজের নোটের মাধ্যমে রেন্ট নিয়ে নিজের জন্য কাজে লাগাতে হবে।

ঘুরে ফিরে দিনশেষে আপনাকে সময়টাই সেল করতে হবে। হয় আপনার নিজেরটা, আর না হয় অন্যের টা। সিদ্ধান্ত আপনার 👍

দেশ ভাল না, সরকার ভাল না, পৃথিবী ভাল না = একমত

শুধু আপনি আপনার নিজের ও পরিবারের জন্য ভাল হওয়ার চেষ্টা করুন। পৃথিবীটা এখন ওপেন।

ইন্টারনেট সোশাল মিডিয়া স্ক্রলিং, অনলাইন গেমিং, নেটফ্লিক্সের পাশাপাশি শেখার সুজোগ আর ব্যাবসায়ীক পরিধিকে শত গুনে বাড়িয়ে দিয়েছে।

🤷‍♂️ দু'চোখ খুলুন, জেগে উঠুন, সকাল হয়েছে, চারপাশে আলো ফুটে উঠেছে। শেষ বেলায় ঘুম ভাঙ্গলে একটু পরেই অন্ধকার রাত্রি দেখতে পাবেন।

Exploring for some new opportunities

Its never too late

Address

Dhaka

Telephone

+8801602383135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biniyog - বিনিয়োগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biniyog - বিনিয়োগ:

Share