24/06/2023
আলোচনায় তুঙ্গে ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন
বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা মার্কেট কাঁপিয়েছে। সেই সময়গুলোয় সেসব পণ্য ও সেবা’র আলোচনা ছিল তুঙ্গে। ঠিক এই সময়ে যতোগুলো পণ্য ও সেবা মার্কেটে তুমুলভাবে আলোচনায় আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে- ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন নিয়ে। ঘর ও অফিসসহ যেকোন স্থাপনাকে সুন্দরভাবে সজ্জিত করার বিষয়ে চারপাশে আলোচনাটা হচ্ছেও বেশ। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যারা এই ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইনের নান্দনিক সব কাজ দেখছেন তাদের শতভাগই আগ্রহী হয়ে উঠছেন নিজের বাসা, অফিস, হাসপাতাল-ক্লিনিক, দোকান, আবাসিক হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টসহ বিভিন্ন ধরনের স্থাপনায় ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন করে নেওয়ার। কেননা নান্দনিক সব কাজ দেখায় এ নিয়ে কারো আগ্রহের কোন কমতি নেই। বিশেষ করে রুচিশীল ও সৌন্দর্যপ্রিয় মানুষদের মধ্যে এই আলোচনাটা হচ্ছে আরও বেশি।
বাজারে ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতিনিয়তই এর সংখ্যাটা বাড়ছে। বিগত বছরগুলোর তুলনায় তিন-চার বছর ধরে এর পরিধি বেশ বেড়েছে। যা আগামী দিনগুলোতে আরও বাড়বে বৈকি কমবে না। এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা কাজ করতে করতে হিমশিম খাচ্ছে।
সবার জন্য শুভকামনা রইল।