AmarPost.com

AmarPost.com Amarpost.com

03/08/2025
সিরাজগঞ্জ জেলার শেষ মাড়োয়ারি পরিবার"যেখানে পৌঁছায় না গরুর গাড়ি,সেখানে পৌঁছে যায় মাড়োয়ারি।"প্রবাদের এই কথাটির মধ্যে লুকিয়...
31/07/2025

সিরাজগঞ্জ জেলার শেষ মাড়োয়ারি পরিবার

"যেখানে পৌঁছায় না গরুর গাড়ি,
সেখানে পৌঁছে যায় মাড়োয়ারি।"

প্রবাদের এই কথাটির মধ্যে লুকিয়ে আছে এক অনন্য জাতিগোষ্ঠীর ঐতিহ্য, সাহস, ও ব্যবসায়িক অন্তর্দৃষ্টি, মাড়োয়ারি সম্প্রদায়। আজ থেকে প্রায় দেড়শো বছর আগে অবিভক্ত ভারতবর্ষের রাজস্থানের 'মারওয়ার' অঞ্চল থেকে এক মাড়োয়ারি ব্যবসায়ী জহর মল সারদা পাড়ি জমান সিরাজগঞ্জের দিকে, শুধুমাত্র ব্যবসার সন্ধানে। তাঁর আগমন ছিল নিঃশব্দ কিন্তু প্রভাব ছিল সুদূরপ্রসারী।

মাড়োয়ারি কমিউনিটি ব্যবসাকেই জীবনের মূল লক্ষ্য বলে মনে করে। এদের ভাবনায় শুধু একটি সূত্র "Make money, save money, and invest money." এই সম্প্রদায়ের সদস্যরা সাধারণত ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চ পদস্থ রাজ কর্মচারী হতে আগ্রহী নন। তারা ব্যবসার মধ্যেই খুঁজে নেন জীবনের সার্থকতা। এর প্রমাণ বর্তমান ভারতের ৪৫% ব্যবসায়িক নিয়ন্ত্রণ তাদের হাতে এবং ভারতের ১০০ জন বিলিয়নিয়ারের মধ্যে ২৬ জনই মাড়োয়ারি।

সিরাজগঞ্জে এসে জহর মল সারদা প্রথমে পাটের ব্যবসা শুরু করেন, এবং অচিরেই সফলতা অর্জন করেন। পরবর্তীতে সোনা-রুপার ব্যবসাসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসা বিস্তৃত হয়। তাঁর পুত্র রাম নারায়ণ সারদা এই ব্যবসাকে আরও সমৃদ্ধ করেন এবং ১৯৩০ সালের দিকে ভিক্টোরিয়া স্কুল রোডে এক প্রাসাদোপম দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করেন। আজও পথচারীরা থমকে দাঁড়ান সেই স্থাপত্যশৈলীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে।

এরপরের প্রজন্ম মানিক চাঁদ সারদা ১৯৪৭ সালে নির্মাণ করেন ‘লক্ষ্মী সিনেমা হল’। তখনকার সময়ে সিনেমা হলের মালিক সমাজে এমপি বা মন্ত্রীর চেয়েও অধিক মর্যাদার অধিকারী ছিলেন। পাশাপাশি সারদা পরিবার ছিল শহরের একাধিক পাট কুটিরের মালিক।

কিন্তু ১৯৪৭ সাল আনে ভারতীয় উপমহাদেশে বিভক্তির বেদনা। সাম্প্রদায়িক উত্তেজনা আর গণ-অভিবাসনের ঢেউয়ে সিরাজগঞ্জের অধিকাংশ মাড়োয়ারি পরিবার দেশত্যাগ করে ভারতে পাড়ি জমান। থেকে যায় শুধু সারদা পরিবার।
তবে থেকে গেলেও আগের সেই ব্যবসায়িক স্পৃহা আর দেখা যায়নি। নতুন বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা।

বর্তমানে এই ঐতিহাসিক বাড়িতে বাস করেন মানিক চাঁদ সারদার দুই পুত্র—শিব নারায়ণ সারদা (৭২) এবং সত্য নারায়ণ সারদা। শিব নারায়ণের এক ছেলে ও এক মেয়ে থাকলেও তারা স্থায়ীভাবে বিদেশে বসবাস করেন, দেশে ফিরে স্থায়ীভাবে থাকারও কোনো পরিকল্পনা নেই। অপর ভাই সত্য নারায়ণ সারদা নিঃসন্তান। অর্থাৎ, এই দুই ভাইয়ের অবর্তমানে সিরাজগঞ্জ থেকে চিরতরে হারিয়ে যাবে এই একমাত্র মাড়োয়ারি পরিবার এবং তাদের রেখে যাওয়া ইতিহাস।

ইতোমধ্যেই তারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অনেক মূল্যবান সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। একদিন শিব নারায়ণের সঙ্গে আলাপচারিতায় বিনয়ের সঙ্গে জানতে চেয়েছিলাম-এই দৃষ্টিনন্দন ঐতিহাসিক বাড়িটিও যদি একদিন বিক্রি করে দেন, তাহলে হয়তো তা ভেঙ্গে সেখানে গড়ে উঠবে কোনো আধুনিক বহুতল ভবন। এর চেয়ে যদি জেলা প্রশাসনকে দান করে যান, তবে এটিকে একটি মাড়োয়ারি ঐতিহ্যের মিউজিয়ামে রূপান্তর করা যায়। যা ভবিষ্যৎ প্রজন্মকে জানাবে এক হারিয়ে যাওয়া অধ্যায়ের গল্প।

শিব নারায়ণ সারদা দীর্ঘ নিশ্বাস ফেললেন। চোখ তুললেন আকাশের দিকে। যেন সময়ের অতল থেকে কিছু খুঁজে ফিরছেন। তারপর ধীরে বললেন-
"দেখা যাক, কি করা যায়…"

একটি ইতিহাস, একটি ঐতিহ্য, একটি গোষ্ঠীর অস্তিত্ব আজ হারিয়ে যাওয়ার পথে। তবে যদি কেউ এগিয়ে আসে, তাহলে হয়তো ইতিহাস আবারও কথা বলবে,
“যেখানে পৌঁছায় না গরুর গাড়ি,
সেখানে পৌঁছে যায় মাড়োয়ারি।”

লিখেছেন Rofik Shaahid

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজী করতে গিয়ে পাঁচজন আটক হয়েছে।  ...
27/07/2025

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজী করতে গিয়ে পাঁচজন আটক হয়েছে।






21/07/2025

ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক 😭
আমিন

__যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান! সেখানে অনেক রক্তের প্রয়োজন।

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৬. মনসুরআলী মেডিকেল কলেজ
৭. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৮. ক্রিসেন্ট হাসপাতাল

প্লিজ আপনারা দ্রুত আসুন, আমাদের ভাই বোনদের রক্ত দিয়ে সাহায্য করুন।

দ্রুত পোস্টটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো
সবাই শেয়ার করুন।

30/06/2025

Pls share for help

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বললেন:— "কে শিস দিল...
26/06/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"
গল্প টি ভালো লাগলে শেয়ার দিবেন প্লিজ 🙏

আজ আফগানিস্তানে একটি নতুন আইন পাশ হয়েছে। কোন সরকারী চাকুরিজীবি যদি আফগানিস্তানের বাইরে তার কোন সন্তানকে পড়াশোনা করতে পাঠ...
25/06/2025

আজ আফগানিস্তানে একটি নতুন আইন পাশ হয়েছে।
কোন সরকারী চাকুরিজীবি যদি আফগানিস্তানের বাইরে তার কোন সন্তানকে পড়াশোনা করতে পাঠায় তবে তাকে চাকুরি ছাড়তে হবে।

এর কারণ হিসাবে আফগান স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি টোলো নিউজকে জানান যে বিগত ঘানি সরকারের আমলে সরকারি আমলারা প্রথমে তাদের সন্তানদের বিদেশে পাঠাত উচ্চ শিক্ষার জন্য। এরপর তারা তাদের সম্পদ সেখানে পাঠাত। এরপর সেখানে বাড়ি, ঘর কিনত। সন্তানরা সেখানে নাগরিকত্ব নিত।

এরপর সুবিধামত সময়ে তারা আফগানিস্তান ছেড়ে দুবাই, আমেরিকা, কানাডা, সুইডেনে পাড়ি জমাত। এভাবে দেশের সম্পদ পাচার হত।

কিন্তু এখন থেকে কারোর যদি পরিবারের সদস্যদের বাইরে পাঠানোর ইচ্ছা থাকে তবে যেন সে আগে আফগান জনগণের চাকুরি ছেড়ে দেয়। এটা ইসলামিক আমিরাত, এটা রিপাবলিক না। জনগণের কাছে আমাদের দায় আছে। এই নিয়ম শুধু সরকারি চাকুরিজীবি না বরং সকল আফগান রাজনীতিবিদ যারা সরকারের অংশ তাদের ব্যাপারেও প্রযোজ্য হবে
©
বাংলাদেশেও সরকারি কর্মকর্তা, এমপি মুন্ত্রী দের জন্য এমন একটা আইন চাই

25/06/2025

পৃথিবী কোন আদালত কি আমেরিকর এই অপরাধের বিচার করতে পারবে? #আমেরিকা

নর্থরপ গ্রুমম্যান বি-২ স্পিরিট স্টিলথ বোমারু বিমানটি প্রকৃতি থেকে নকশার ইঙ্গিত গ্রহণ করে, বিশেষ করে উড়ন্ত বাজপাখির মসৃণ...
25/06/2025

নর্থরপ গ্রুমম্যান বি-২ স্পিরিট স্টিলথ বোমারু বিমানটি প্রকৃতি থেকে নকশার ইঙ্গিত গ্রহণ করে, বিশেষ করে উড়ন্ত বাজপাখির মসৃণ, বায়ুগতিগত প্রোফাইল। এর উড়ন্ত ডানার গঠন কেবল দৃশ্যতই আকর্ষণীয় নয়, এটি টান কমায় এবং বাতাসে মসৃণ, আরও দক্ষ চলাচলের সুযোগ করে দেয়।

কিন্তু সাদৃশ্যটি দেখতে যতটা না গভীর হয় তার চেয়েও গভীর। এই বায়োমিমিক্রি B-২ কে রাডারের কাছে প্রায় অদৃশ্য রাখতে সাহায্য করে, যা স্টিলথ মিশনে একটি গুরুত্বপূর্ণ সুবিধা। সনাক্তকরণ এড়াতে এবং দূরপাল্লার কর্মক্ষমতা সক্ষম করতে উভয় ক্ষেত্রেই এর আকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

The Northrop Grumman B-2 Spirit stealth bomber takes its design cues from nature, specifically the sleek, aerodynamic profile of a falcon in flight. Its flying wing structure isn’t just visually striking, it reduces drag and allows for smoother, more efficient movement through the air.

But the resemblance goes deeper than looks. This biomimicry helps the B-2 remain nearly invisible to radar, a key advantage in stealth missions. Its shape plays a crucial role in both evading detection and enabling long-range performance.

আপনার বয়স ৪০–এর ওপরে, ওজন বেশি, রক্তে কোলেস্টেরল বেশি, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস কিংবা হৃদ্‌রোগের বংশগত...
22/06/2025

আপনার বয়স ৪০–এর ওপরে, ওজন বেশি, রক্তে কোলেস্টেরল বেশি, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস কিংবা হৃদ্‌রোগের বংশগত ইতিহাস থাকলে জেনে রাখুন, আপনি হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকিতে আছেন। সে ক্ষেত্রে অবশ্যই এখনই আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনুন, যা এ ঝুঁকি কমাতে সাহায্য করবে।

অতিরিক্ত বা বাড়তি লবণ উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের সঙ্গে সম্পর্কিত। তাই পাতে লবণ রাখবেন না। অনেকে লবণ ভেজে বা টেলে খাওয়া ক্ষতিকর মনে করেন না। আসলে যেকোনো বাড়তি লবণই ক্ষতিকর।

সম্পৃক্ত চর্বি ও ট্রান্সফ্যাটযুক্ত খাবার, যেমন ফাস্টফুড, মাখন, ঘি দিয়ে তৈরি খাবার, বেকারির ও প্রক্রিয়াজাত খাবার হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়।

সপ্তাহে কমপক্ষে দুবার উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ সামুদ্রিক মাছ খান। এটি ধমনিতে প্লাক বা ব্লক সৃষ্টির প্রক্রিয়া মন্থর করে। টুনা, ইলিশ, রূপচাঁদায় এই ওমেগা থ্রি থাকে।

আলহামদুলিল্লাহ 🇮🇷 সোর্স- যমুনা টিভি
22/06/2025

আলহামদুলিল্লাহ 🇮🇷

সোর্স- যমুনা টিভি

Address

Press Club Dhaka
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when AmarPost.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share