05/09/2025
আজকাল শুধু স্মার্টফোন বললেই হবে না—এখন ফোনগুলো হয়ে যাচ্ছে AI Powered Smartphones।
Samsung, Apple, Google—সবার নতুন মডেলেই থাকছে AI ফিচার যেমন:
• 🔎 ইমেজ থেকে সরাসরি টেক্সট রিকগনিশন
• 🤖 AI কোডিং হেল্পার ও ভয়েস-টু-অ্যাকশন কমান্ড
• 🎥 ভিডিওতে অটো-এডিটিং ও ব্যাকগ্রাউন্ড রিমুভাল
• 📸 ক্যামেরায় স্মার্ট ফ্রেম সাজেশন
👉 এক কথায়, ফোন এখন আর শুধু কমিউনিকেশন ডিভাইস নয়, বরং হয়ে উঠছে AI সহকারী।
আপনার মতে, AI ফিচার বেশি দরকারি নাকি ব্যাটারি ব্যাকআপ বেশি দরকারি? কমেন্টে জানাতে ভুলবেন না!