Fariha's Heaven

Fariha's Heaven Entertainment Everywhere

—মাথার উপরে ছাদ খুঁজতে গিয়ে আকাশ হারানো এক প্রজাপতি হলো মানুষ 🦋
02/07/2025

—মাথার উপরে ছাদ খুঁজতে গিয়ে আকাশ হারানো এক প্রজাপতি হলো মানুষ 🦋

আমার একটা তুমি থাকলে,আমার আমি,আমাকে হারিয়ে,আমাতেই খুজতাম নাহ।।।।।🫣🫣🫣
30/06/2025

আমার একটা তুমি থাকলে,আমার আমি,আমাকে হারিয়ে,আমাতেই খুজতাম নাহ।।।।।

🫣🫣🫣

07/05/2025

🍃🍃🍃🍃

Working time....😴😴Dhaka Press
06/05/2025

Working time....😴😴

Dhaka Press

05/05/2025
05/05/2025
05/05/2025
ভুল ভেঙে গেলে ডাক দিওআমি মৃত্যুর আলিঙ্গন ফেলে-আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায়-তোমার লিখে দেবো একখানা প্রিয় নাম-ভালোবাসা!!❤️
30/04/2025

ভুল ভেঙে গেলে ডাক দিও
আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে-
আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায়-
তোমার লিখে দেবো একখানা প্রিয় নাম-ভালোবাসা!!

❤️

চ‍্যানেল আইয়ের একটা ভিডিও দেখলাম; শপিং করতে আসা এক নারীকে রিপোর্টার জিজ্ঞেস করছেন,  ঈদশপিংয়ের জন‍্য আপনার বাজেট কত?ভদ্রম...
23/03/2025

চ‍্যানেল আইয়ের একটা ভিডিও দেখলাম; শপিং করতে আসা এক নারীকে রিপোর্টার জিজ্ঞেস করছেন, ঈদশপিংয়ের জন‍্য আপনার বাজেট কত?

ভদ্রমহিলা বললেন, "৫০০০ টাকা"

- এই টাকা দিয়ে আপনার পুরো পরিবারের শপিং হবে?

ভদ্রমহিলার উত্তর, "কি আর করার? যা বাজেট, তার মধ‍্যেই তো শপিং করতে হবে"

এই জায়গায়ই বোধহয় ওই রিপোর্টারের থেমে যাওয়া উচিত ছিলো। তিনি তা না করে আবারো প্রশ্ন করে বসলেন - "এইযে কেউ একলাখ টাকার শপিং করছে, আবার কেউ ৫ হাজার টাকা নিয়ে শপিংয়ে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন?"

ভদ্রমহিলা আগে থেকেই বিব্রত হয়ে পড়েছিলেন। এবারের প্রশ্ন শুনে আর মনটা শক্ত রাখতে পারলেন না। মুহূর্তেই কেঁদে ফেললেন !

এক সেকেন্ডের মধ‍্যে নিশ্চয়ই কান্নায় ভেঙে পরা সম্ভব নয়। বাজেট নিয়ে প্রশ্ন করার সময় থেকেই তিনি ভেতরে ভেতরে কান্নায় ফেটে পরছিলেন…

কোন জায়গায় থামতে হবে, এই বোধটা আমাদের কোনোকালেই খুব একটা ছিলো না; আজও হয়নি। একসময় মনে হত, আর পাঁচবছর পর চেঞ্জ আসবে, আর দশবছর পর হয়ত সব বদলে যাবে। দেখতে দেখতে ২০২৫ এ চলে আসলাম। তেমন কিছুই বদলালোনা…

… কিছু বদলাক আর না বদলাক, অন্তত শপিংমলে অন ক‍্যামেরায় জনে জনে মাইক্রোফোন ধরে শপিংয়ের বাজেট জানতে চাওয়ার এই কুৎসিত কালচারটা বন্ধ হওয়া উচিত। কোথায় গিয়ে থামতে হবে, এটা আমাদের বোঝা দরকার।

সবার কাছে অনুরোধ 🙏এই ঈদে কেউ যদি আপনাকে চলতিপথে থামিয়ে মুখের উপর ক‍্যামেরা ধরে জিজ্ঞেস করে, ‘এই ঈদে আপনার বাজেট কি’

সাথে সাথে তাকে দুই হাত দিয়ে একটা বনচটকনা মেরে বলবেন, “ইনশাআল্লাহ আপনার মতো ৪/৫টারে আহত করে দেশটাকে একটু এগিয়ে নেয়াই হলো আমার এই ঈদের বাজেট”

16/01/2025

আমার আব্বা আর নাই 😭😭😭😭😭😭

01/12/2024

আমার বাবা বাংলাদেশ মেডিকেলের আই.সি.ইউ.তে ভর্তি আছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

আমার বিজনেস পেজ Rupchorcha BD  তে জরুরী ভিত্তিতে একজন ফিমেল সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে ।যারা আগ্রহী তারা যোগাযোগ ...
11/11/2024

আমার বিজনেস পেজ Rupchorcha BD তে জরুরী ভিত্তিতে একজন ফিমেল সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে ।যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন 01774052533 এই নাম্বারে।।

‼️‼️আমাদের পেইজ Rupchorcha BD র অফিসে জরুরী ভিত্তিতে একজন ফিমেল সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেয়া হবে ‼️‼️

🚨আগ্রহী প্রার্থীদের বাসা অবশ্যই ঢাকার রামপুরা, বাড্ডা,আফতাবনগর ,বনশ্রী, খিলগাঁও এলাকাতে হতে হবে। আমাদের অফিস আফতাব নগরে।🚨

🔰কাজের ধরন :
১. কাস্টমারদের কল রিসিভ করতে হবে (শুদ্ধ বাংলাতে কথা বলায় পারদর্শী হতে হবে)।
২. প্রোডাক্টের অর্ডার এন্ট্রি করতে হবে।
৩. পার্সেল প্যাকেজিং করতে হবে।

🚨শুধুমাত্র মহিলারা এপ্লাই করতে পারবেন ।

📕শিক্ষাগত যোগ্যতা:
✅ ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে।

⏰অফিস টাইম
✅সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা
✅বেতন আলোচনা সাপেক্ষে।
✅প্রতিদিন লাঞ্চ অফিস থেকে দেয়া হবে ।
✅প্রতিটি প্রোডাক্ট বিক্রির উপরে আলাদা কমিশন আছে।

📞 আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা বিস্তারিত জানতে কল করুন ☎️01774052533☎️ এই নাম্বারে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fariha's Heaven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fariha's Heaven:

Share