23/03/2025
চ্যানেল আইয়ের একটা ভিডিও দেখলাম; শপিং করতে আসা এক নারীকে রিপোর্টার জিজ্ঞেস করছেন, ঈদশপিংয়ের জন্য আপনার বাজেট কত?
ভদ্রমহিলা বললেন, "৫০০০ টাকা"
- এই টাকা দিয়ে আপনার পুরো পরিবারের শপিং হবে?
ভদ্রমহিলার উত্তর, "কি আর করার? যা বাজেট, তার মধ্যেই তো শপিং করতে হবে"
এই জায়গায়ই বোধহয় ওই রিপোর্টারের থেমে যাওয়া উচিত ছিলো। তিনি তা না করে আবারো প্রশ্ন করে বসলেন - "এইযে কেউ একলাখ টাকার শপিং করছে, আবার কেউ ৫ হাজার টাকা নিয়ে শপিংয়ে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন?"
ভদ্রমহিলা আগে থেকেই বিব্রত হয়ে পড়েছিলেন। এবারের প্রশ্ন শুনে আর মনটা শক্ত রাখতে পারলেন না। মুহূর্তেই কেঁদে ফেললেন !
এক সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই কান্নায় ভেঙে পরা সম্ভব নয়। বাজেট নিয়ে প্রশ্ন করার সময় থেকেই তিনি ভেতরে ভেতরে কান্নায় ফেটে পরছিলেন…
কোন জায়গায় থামতে হবে, এই বোধটা আমাদের কোনোকালেই খুব একটা ছিলো না; আজও হয়নি। একসময় মনে হত, আর পাঁচবছর পর চেঞ্জ আসবে, আর দশবছর পর হয়ত সব বদলে যাবে। দেখতে দেখতে ২০২৫ এ চলে আসলাম। তেমন কিছুই বদলালোনা…
… কিছু বদলাক আর না বদলাক, অন্তত শপিংমলে অন ক্যামেরায় জনে জনে মাইক্রোফোন ধরে শপিংয়ের বাজেট জানতে চাওয়ার এই কুৎসিত কালচারটা বন্ধ হওয়া উচিত। কোথায় গিয়ে থামতে হবে, এটা আমাদের বোঝা দরকার।
সবার কাছে অনুরোধ 🙏এই ঈদে কেউ যদি আপনাকে চলতিপথে থামিয়ে মুখের উপর ক্যামেরা ধরে জিজ্ঞেস করে, ‘এই ঈদে আপনার বাজেট কি’
সাথে সাথে তাকে দুই হাত দিয়ে একটা বনচটকনা মেরে বলবেন, “ইনশাআল্লাহ আপনার মতো ৪/৫টারে আহত করে দেশটাকে একটু এগিয়ে নেয়াই হলো আমার এই ঈদের বাজেট”