Luna: The Lunatic

Luna: The Lunatic Explore the world by thyself and try to keep some memories

16/07/2025

কোথা থেকে blackout ভারি পর্দা কিনলাম ? বেডরুম এর নতুন লুক 🥰 আর কিভাবে সব ফার্নিচার dust clean করি ? Curtains and bedsheet and cushion cover from: Rubiath's Collections

Quick Bite এর কুকিজ নিয়ে আমার মতামত 🥰1st of all এই cookies packet টা দেখেই আমার ভাল লেগে গিয়েছে because of its প্যাকেজ...
15/07/2025

Quick Bite এর কুকিজ নিয়ে আমার মতামত 🥰

1st of all এই cookies packet টা দেখেই আমার ভাল লেগে গিয়েছে because of its প্যাকেজিং 😍 এক কথায় মানেই হচ্ছিলো না দেশি কোন কুকিজ! মনে হচ্ছিল বাইরের কোন বিস্কুট !
এক কথায় নাইস প্যাকেজিং 😍 নজর কেড়ে নেয়ার মতোই 🥰

প্যাকেট কাটার পর দেখলাম ভিতরে আবার আরও ছোট ছোট প্যাকেট ! একটার ভিতর ১৪ টা ছোট ছোট প্যাকেট থাকে বিস্কুট এর 🥰 এগেইন প্রিমিয়াম প্যাকেজিং! আর ছোট প্যাকেট খোলার পর ফাইনালি বিস্কুট টা দেখতে এমন (৪ নং ছবি)

Texture and look আবারও সুন্দর এবং অনেক প্রিমিয়াম দামি বিস্কুট এর মতোই !

Finally talking about taste. For me it was tasty ! As i like oats cookies 🍪 I fount it yummy 🥰 I like the sweetness,অনেকের কাছে এটা sweet লাগতে পারে,oats এর কুকিজ গুলো একটু কম মিষ্টি হয় ইউসুয়ালি । but overall আমার মজা লেগেছে অনেক 🥰 আমি আবার কিনব এন্ড খাব 🥰

দাম ছিল ৭৫ টাকা , ভিতরে বিস্কুট থাকে ১৪ টা ,almost ৫ টাকা(একটু বেশি) একটা বিস্কুট । একটু price বেশি ,কিন্তু oats এর বলে আমার কাছে ok ই লেগেছে overall 🥰 বেশ posh একটা look দেয়ার ট্রাই করেছে এন্ড পেরেছেও 🥰 বাংলাদেশী কোম্পানি হিসেবে খুব ভাল করেছে কুইক বাইট 🥰

এন্ড ফাইনালি চা দিয়ে খেতেও অনেক মজা 🥰
রেটিং: ৮/১০ 🥰🥰

-Luna

একদম শূন্য থেকে শুরু যাকে বলে ! আমার সংসার জীবন যদি বলি ( আলাদা বাসা নিয়েছি বিয়ের পর) ৪ বছর প্লাস হয়েছে ,এরপরেও আমার ...
14/07/2025

একদম শূন্য থেকে শুরু যাকে বলে ! আমার সংসার জীবন যদি বলি ( আলাদা বাসা নিয়েছি বিয়ের পর) ৪ বছর প্লাস হয়েছে ,এরপরেও আমার drawing area এটাই প্রথম,আলহামদুলিল্লাহ || আগের বাসা ২ বেডরুম+ ১ ড্রইং রুম এর হলেও আমি আলাদা ড্রইং রুম সাজাতে পারিনি কারণ আমার ৩ টা রুম ই লাগতো থাকার জন্য most of the time 🥰 আমার বাবা মা বোন, in laws সবাই ই আসা যাওয়া করতেন আলহামদুলিল্লাহ 🥰 সে কারণে আমি একটা রুম অকুপাই করিনি সোফা দিয়ে সাজিয়ে !

সো সবকিছু মিলিয়ে এই বাসায় উঠার আগেই ( কনফার্ম এর পর ) আমি অনেক ঘেটে ঘুটে আমার ড্রইং room এর জন্য ফার্নিচার অর্ডার করি || ফ্লোর এর জন্য কার্পেট /Rug অর্ডার করি || কার্টেনস অর্ডার করি || আহা, আমার বহু সাধের ড্রইং রুম 🥰

এই প্রথম ড্রইং এর ছবি আপলোড করছি ,যখন এই ছবি গুলো তুলেছিলাম তখন এই বাসায় আমার ২৫ দিনের মতো থাকা হয়েছে !
আর এখন ২.৫ মাস চলে এই বাসায়! খানিকটা পরিবর্তন ও এসেছে এখন এই জায়গায় !

একটা টিভি লেগেছে,এসি লেগেছে,পর্দা লেগেছে মাঝে,ল্যাম্প এসেছে বড়, পেন্টিং এর কাজ চলছে, টিভি ক্যাবিনেট এর কাজ চলছে ! সুতরাং আরও অনেক অ্যাডিশন বাকি রুম টা কে সুন্দর মতো ঠিকঠাক করার 🥰

আপাতত যা উঠেই করেছিলাম সেটা শেয়ার করছি, জানি অনেক কিছুই incomplete এখানে, যা ছিল টা দিয়েই সাজিয়েছি। wall টা সবচেয়ে বেশি খালি খালি লাগছে, অনেকটা ফাঁকা ক্যানভাস এর মতো 🥰 যা আমি আস্তে ধীরে তুলি দিয়ে ভরে নিব 🥰

সবার একটা নিজের সুখের সংসার হোক,যা কিনা শুধুই তার মনের রঙে সাজবে 🥰

-Luna

খালা না আসলে আমি যা করি ॥ প্রতিটি ছবির নিচে লিখা আছে এই ঝটপট জিনিসের আয়োজন এর সকল কেচ্ছা কাহিনি 🥰 জয়তু খালা 😃😃 সবই এডজ...
14/07/2025

খালা না আসলে আমি যা করি ॥ প্রতিটি ছবির নিচে লিখা আছে এই ঝটপট জিনিসের আয়োজন এর সকল কেচ্ছা কাহিনি 🥰

জয়তু খালা 😃😃 সবই এডজাস্ট করা লাগেরে মনু 😀

জানিয়েন ফিডব্যাক 🥰 would love to read 🥰

13/07/2025

উত্তরা তে pinterest inspired bedsheet কোথা থেকে কিনবেন?সাথে মজার কিছু dessert item taste করলাম ও সুন্দর crochet এর জিনিস গিফট পেলাম || pages I mentioned will be in the comment section ❤️

সত্যি বললে আমি আগে sheet mask ভয় পেতাম, কারণ অনেক আগে আমার স্কিন এ এই জিনিস স্যুট করেনাই, আমার বিয়েরও আগের কথা,সেটা অন...
13/07/2025

সত্যি বললে আমি আগে sheet mask ভয় পেতাম, কারণ অনেক আগে আমার স্কিন এ এই জিনিস স্যুট করেনাই, আমার বিয়েরও আগের কথা,সেটা অন্য একটা ব্র্যান্ড এর কোন একটা sheet mask ছিল কেউ একজন গিফট করেছিল দেশের বাইরে থেকেই।

but আমার acne prone স্কিন ছিল তখন অনেক,অনেক রিঅ্যাকশন হয়েছিল,ওই যে ভয় পেয়েছিলাম এরপর আর আমি sheet mask apply করতাম না! আসলেই ভয় পেতাম ।

কাল রাতে এত বছর পর এই Dabo (korean ব্র্যান্ড) এর Snail sheet mask টা দিয়েছি। and look at the রেজাল্ট! এত বেশি ভাল feel হচ্ছিল আর skin টা এত glowy,হাইড্রেটিং লাগছিল !
I just fall in love with this! ইনস্ট্যান্ট একটা গ্লো + কিছু সময় রিলাক্স করার জন্য বেস্ট একটা জিনিস এটা 💕

আর আমার স্কিন হয়তো অনেকের কাছে মনে হবে অনেক ইস্যু ,বাট আমি যে bare skin এ ভিডিও টা দিতে পেরেছি এটায় আমার কাছে অনেক কিছু! একটা time এ ঠিকি inferiority complex এ ভুগতাম skin নিয়ে,অস্বীকার করার কিছু নেই! আমার কাছে এখন বেস্ট আমার স্কিন ! কয়েক মাস হলো কোরিয়ান skincare এ shift করেছি , আলহামদুলিল্লাহ its showing result now 🥰

আমি জানি আরও অনেক ইমপ্রুভ এর বাকি আছে, ইনশাআল্লাহ হবেনে 🥰

আমার যে কি আরাম লাগছিল! বাসায় বসে একটা পার্লার সেশন টাইপ লাগছিল 🥰

snail এর যেকোন জিনিস বেস্ট!
অনেকের কাছে এটা অনেক আদিখ্যেতা লাগতে পারে কিন্তু আমার মতো যাদের সারাবছর অ্যাকনে + scar issue আছে অনলি তারায় বুঝবে 🥰

DABO snail sheet mask review || Korean Skincare

গতকাল আমি আর বাবু ব্যালকনি তে বসে ছিলাম ,হঠাৎ খালা এসে আমাকে এটা দিচ্ছে টেস্ট করার জন্য । কালকের মেন্যু ছিল (আমার বলা) ক...
11/07/2025

গতকাল আমি আর বাবু ব্যালকনি তে বসে ছিলাম ,হঠাৎ খালা এসে আমাকে এটা দিচ্ছে টেস্ট করার জন্য । কালকের মেন্যু ছিল (আমার বলা) কাকরোল আলু দিয়ে ভাজি,চিংড়ি দিয়ে কচুর মুখী,রুই মাছ ভুনা আর ডাল ।

উনি এসে দিল এই জিনিস(২ নং ছবি তে), উনি নিজে নিজে এটা বানাইছে কাকরোল দিয়ে,এসে বলতেছে খেয়ে দেখেন তো ঠিক আছে কিনা সব! আমি তো অবাক!

উনি চালের গুড়া দিয়ে এটা বানাইছে,সাথে গিয়ে দেখি কিচেনে আলু ও এভাবে ভাজতেছে 🥰( ৪ নং ছবি)

আমি বললাম হঠাৎ এতকিছু খালা? আপনার সময় নষ্ট হচ্ছেনা! উনি বলল প্রতিদিন কি আর করি ? মাঝে মধ্যে এডি খাইতে ভাল্লাগে তো ।

আমার যে কি অন্যরকম ভাল লাগা কাজ করলো ! একদম মায়ের মতো লাগলো ! আমার আম্মা এবং মা (শাশুড়ি) তাদের কথা মনে পরে গেল । তারাও তো এমন করে বাসায় এগুলা বানায় হুটহাট 💕

আর এটা ছিল ফাইনাল plate দুপুরের (১ নং ও ৫ নং ছবি)! ওহ আরও addition হলো উনি রুই মাছ এর লেজ দিয়ে মাছ ভর্তাও বানিয়েছে ! যেগুলোর কোনটায় আমি বলে দেয়নি । উনি নিজে থেকে করেছেন,আমার সব পছন্দের খাবার ( I think সবারই পছন্দের এগুলো )

আমার একদম আত্মতৃপ্তি কাজ করল,আর খালা বরাবরই আমার কাছে mother figure একজন, যদিও ২ মাস+ হলো উনার সাথে আমার ।
আর কাজ করল কৃতজ্ঞতা,এই মানুষ গুলো আমাদের ভাল রাখার জন্য কত কষ্ট করেন সারাদিন ! আল্লাহ ভাল রাখুক উনাদের সবসময় 💕

১১/০৭/২০২৫ 🥰

অহ আর যে হারে ছবি চুরি হয় ভাইরে ভাই ! 😑 লোগো ছাড়া দেওয়া আমারই মহাপাপ 😑 চোর রা সব দূরে গিয়া মরেন 🧐

Quick bite এর দুইটা/ তিনটা ব্রেড, সাথে একটা ডিম্ সিদ্ধ ও টমেটো পিঁয়াজ দিয়ে ম্যাশ করা, সাথে একটু লবণ, চিলি ফ্লেক্স ,আর ...
09/07/2025

Quick bite এর দুইটা/ তিনটা ব্রেড, সাথে একটা ডিম্ সিদ্ধ ও টমেটো পিঁয়াজ দিয়ে ম্যাশ করা, সাথে একটু লবণ, চিলি ফ্লেক্স ,আর ব্ল্যাক pepper add করা ।

ব্যাস,ব্রেড টা হালকা toast করে এর উপরে সবকিছু স্প্রেড করে দিয়ে দিয়েছি,আর একটা ডিম্ পোচ করে নিয়েছি 🥰

অনেক ইয়ামি ব্রেকফাস্ট 💕 ez pz also 🥰

আর সবার শেষে এক কাপ চা 💕

০৯/০৭/২০২৫ 🩷

08/07/2025

আমার drawing room এর ফার্নিচার গুলো কত টাকা দিয়ে কিনেছি আর কোথা থেকে কিনেছি ?? Answered most asking question || Page: New Lam -Yea Furniture

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luna: The Lunatic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Luna: The Lunatic:

Share