Mini Shop

Mini Shop এই সময় শীগ্রই ফুরিয়ে যাবে

09/08/2024

যারা প্রতিশোধ নেয়ার নামে মানুষের বাড়ি ঘরে, দোকানপাটে বা ব্যক্তির উপর আক্রমণ করছে এরাও জালিম।। এরাও মৃত্যুর আগে শাস্তি পাবে।।

08/08/2024

তোমরা যেটা একমাস আগে বুঝেছো হুজুররা সেটা ৮/১০ বছর আগেই বুঝেছিল। তখন তোমরা তাদের সাথে না থাকলেও এবার তারা তোমাদের সাথে ঠিকই ছিল। যদি তখনই তোমরাও তাদের সাথে থাকতে তাহলে স্বৈরাচারের অবসান তখনই হতো।

বড় পার্থক্য কি জানো?
ভাংচুরে, লুটপাটে কোনো হুজুর দেখা যায়নি, যাবেও না, ইনশাআল্লাহ।

তবু্ও কেন হুজুরদের খোঁচাও?
না খোঁচাইলে ভাল্লাগেনা! 😑

28/05/2024

আসল শান্তি কিসে পাবেন। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহি:

23/05/2024

এক ভয়ংকর মহাপাপ। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহি :

মেয়েগুলো নেকাব নয়, হিজাব পরেছে। তাতেই বাঙালিয়ানাতে টান পড়ে গেছে৷ সহীহ বাঙালি হতে বোধহয় এদের ব্লাউজ ছাড়া শাড়ি পড়া লাগবে? ...
23/05/2024

মেয়েগুলো নেকাব নয়, হিজাব পরেছে। তাতেই বাঙালিয়ানাতে টান পড়ে গেছে৷

সহীহ বাঙালি হতে বোধহয় এদের ব্লাউজ ছাড়া শাড়ি পড়া লাগবে?

এই বাঙালটা নাকি ঢাবির প্রফেসর। তাহলে বোঝেন এর ডিপার্টমেন্টের পর্দানসীন মেয়েদের সাথে এ কেমন আচরণ করে!

22/05/2024

প্রথম দেখা। শরীয়তের পরিভাষায় যাকে বলা হয় ‘রূয়তে শরয়ী’। মানে শরীয়তসম্মত দেখাদেখি।

দুজনকে কথা বলার সুযোগ দেয়া হল। একটু পর ভেতর থেকে নাশতা এল। ফলের জুস। পিৎজা। মিষ্টি আরও কয়েক পদ। মেয়ে লাজুক ভঙ্গিতে বসে আছে। টুকটাক কথাবার্তাও হচ্ছে। ছেলেকে নাশতা নিতে অনুরোধ করা হলে, ছেলে কালবিলম্ব না করে পিৎজা তুলে নিল। বেশ আগ্রহ করে খাচ্ছে দেখে মেয়ে বলল,
- ভাল লেগেছে?
- খুউব।
- আরেক পিস নিন। এটা আমি বানিয়েছি।

ছেলে একে একে পুরো পিৎজাই উড়িয়ে দিল। দেখাদেখি শেষ হলে ছেলে চলে গেল। মেয়ে দ্রুত গিয়ে মাকে জিজ্ঞেস করল,
- আম্মু, পিৎজাটা কোত্থেকে এসেছিল?
- ওটা তো ছেলে আসার সময় নিয়ে এসেছে।

লেখাঃ শায়খ আতিক উল্লাহ (হাফি.)

22/05/2024
22/05/2024
21/05/2024

আল্লাহ যাকে ভালোবাসেন ও যাকে ভালোবাসেন না, উভয়কেই দুনিয়া দিয়েছেন। কিন্তু ঈমান শুধুমাত্র তাকেই দিয়েছেন, যাকে তিনি ভালোবাসেন।

— আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)
[মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, ৭/১০৫]

21/05/2024

মুসনাদে আহমাদের হাদীসে বর্ণিত রয়েছে, আল্লাহর কাছে এমন দশ দিন আছে, যার থেকে মর্যাদাপূর্ণ দিন আর নেই (রাত নয়, দিনের কথা বলা হয়েছে)। এখানে কোন দশ দিনের কথা বলা হয়েছে বলতে পারবেন?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mini Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category