মাল্টি টিপস

মাল্টি টিপস "বাঙালীর শুধু একটা গুণ দরকার"
🌿 মানবিক হও 🌿
মানবিক হলে অন্যের উপর জুলুম করা বন্ধ হবে, ঘুষ খাওয়া বন্ধ হবে, লুট করা থামবে।
(12)

26/07/2025

🕌🕋⭐️🌙আখেরি চাহার সোম্বা বা আখেরি বুধবার নিয়ে সঠিক আলোচনা:
*************
১১ হিজরির শুরুতে Hazrat মুহাম্মদ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর বুধবার তিনি সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার।

এই দিন কিছুটা সুস্থবোধ করায় তিনি গোসল করেন এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন।
সুরা নাস ও ফালাক্ব নাজিল হয়, সুরা নাস ফালাক্বের শানে নুজুলে বিস্তারিত রয়েছে। মদিনাবাসী এই খবরে জানতে পারে এবং দলে দলে এসে উনাকে দেখতে আসেন। সকলে তাদের সাধ্যমতো দান-সাদকা, ধন্যবাদান্তে নামাজ আদায় ও দোয়া করেন। নবির রোগমুক্তিতে অনুসারীদের কেউ কেউ খুশিতে নিজেদের দাস মুক্ত ও অর্থ বা উট দান করেন।দিনটিতে আবু বকর ৫ হাজার দিরহাম, উমর ৭ হাজার দিরহাম, ওসমান ১০ হাজার দিরহাম, আলি ৩ হাজার দিরহাম এবং আবদুর রহমান ইবনে আউফ ১০০ উট দান করেন।
******
এ দিন আয়াতে শেফার ভেজানো পানি পান করা ও আয়াতে সালাম ভেজানো পানি দিয়ে অনেক মুসলিমদের গোসল করার রীতি চালু আছে। দান সদকাহ করা উত্তম।
------
সুত্র:
১. ইবনে ইসহাক সিরাতে রাসুলুল্লাহ (সা.) গ্রন্থ
২. ইবনে হিশাম এর সিরাতুন নবী (সা.)
fans
মাল্টি টিপস

25/07/2025

🕌জুমা মোবারক🕌
✅ যারা Active আছেন
✅কমেন্ট করে একে
অপরকে ফলো করে নিন
👍💗👍

এমন বউ যদি জোটে কপালে 🤣🙃🤣🙃 #ভাইরালভিডিওシ  #বাসর  #বিয়ে  #বউ  #বিবাহ
17/07/2025

এমন বউ যদি জোটে কপালে 🤣🙃🤣🙃
#ভাইরালভিডিওシ #বাসর #বিয়ে #বউ #বিবাহ

চড় থাপ্পড়ে বাড়ে নারীর সৌন্দর্য 🙃🙃
15/07/2025

চড় থাপ্পড়ে বাড়ে নারীর সৌন্দর্য 🙃🙃

15/07/2025
খামার কথা:বাংলাদেশে থাই পাঙাশের কৃত্রিম প্রজননে সফলতা আসে ১৯৯৩ সালে।পরে এই পাঙাশ দেশের প্রাণিজ আমিষের অন্যতম উৎসে পরিণত ...
14/07/2025

খামার কথা:
বাংলাদেশে থাই পাঙাশের কৃত্রিম প্রজননে সফলতা আসে ১৯৯৩ সালে।
পরে এই পাঙাশ দেশের প্রাণিজ আমিষের অন্যতম উৎসে পরিণত হয়।

কিন্তু এই জায়গা দখলে নিতে পারত দেশের নদ-নদীতে পাওয়া সুস্বাদু দেশি প্রজাতির পাঙাশ।
কেননা, দেশি পাঙাশের কৃত্রিম প্রজননও সফল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উদ্যোগটি আর আলোর মুখ দেখেনি।

কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি পাঙাশকে সাধারণের জন্য সহজলভ্য করার সম্ভাবনা তৈরি করেছিলেন সে সময়কার তরুণ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান।

১৯৮৮ সালে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুরের নদী কেন্দ্রে যোগ দেন তিনি।
যোগদানের বছরই দেশি পাঙাশের কৃত্রিম প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন ও চাষাবাদ কৌশল প্রণয়নের দায়িত্ব পড়ে তাঁর ওপর।

দীর্ঘ ১৬ বছরের পরিশ্রমে ২০০৪ সালের জুনে দেশি পাঙাশের প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন সম্ভব হয়।
কিন্তু চার মাসের মাথায় এই পোনা পুকুর থেকে ‘রহস্যজনকভাবে’ চুরি হয়ে যায়।
এরপর এই উদ্যোগ আর সফল হয়নি।

এ জন্য কর্তৃপক্ষের অবহেলা ও গবেষণার ধারাবাহিকতা রক্ষা না করাকে দায়ী করেন খলিলুর রহমান।

অন্যদিকে, ১৯৯০ সালে থাইল্যান্ড থেকে আনা পাঙাশের পোনার কৃত্রিম প্রজননের দায়িত্বও খলিলুর রহমানকে দেওয়া হয়।
তিন বছরের মধ্যে সে কাজে সফল হন তিনি।
এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৯৯৩ সালে তিনি রাষ্ট্রীয় পদক পান।

চিনতে পারসেন? পাত্র চাই,,
13/07/2025

চিনতে পারসেন? পাত্র চাই,,

বর্তমান সময়ে অসাধারণ একটি নাটক, দেখে মন ভরে যাবে,
12/07/2025

বর্তমান সময়ে অসাধারণ একটি নাটক, দেখে মন ভরে যাবে,

Natok: SaluteDirection: Adif Hasan Story: Subata Rahiq ZarifaDialogue: Shamim SikderProducer: Zahirul Islam Shohel Starring: Rashed Shemanto, Ahona Rahman, A...

12/07/2025

Loud & clear 😎

💗 অত্র পো'স্টটি আপনার সামনে গেলেই কাইন্ডলি রেসপন্স করবেন !! আমিও আপনার প্রো'ফাইল থেকে ঘুরে আসার চেষ্টা করবো,   #সাপোর্ট ...
12/07/2025

💗 অত্র পো'স্টটি আপনার সামনে গেলেই কাইন্ডলি রেসপন্স করবেন !! আমিও আপনার প্রো'ফাইল থেকে ঘুরে আসার চেষ্টা করবো,

#সাপোর্ট
💗 😘 Content Monetisation 🔥






মাল্টি টিপস

Address

Dubai
1200

Telephone

+971544438498

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাল্টি টিপস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share