26/07/2025
🕌🕋⭐️🌙আখেরি চাহার সোম্বা বা আখেরি বুধবার নিয়ে সঠিক আলোচনা:
*************
১১ হিজরির শুরুতে Hazrat মুহাম্মদ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর বুধবার তিনি সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার।
এই দিন কিছুটা সুস্থবোধ করায় তিনি গোসল করেন এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন।
সুরা নাস ও ফালাক্ব নাজিল হয়, সুরা নাস ফালাক্বের শানে নুজুলে বিস্তারিত রয়েছে। মদিনাবাসী এই খবরে জানতে পারে এবং দলে দলে এসে উনাকে দেখতে আসেন। সকলে তাদের সাধ্যমতো দান-সাদকা, ধন্যবাদান্তে নামাজ আদায় ও দোয়া করেন। নবির রোগমুক্তিতে অনুসারীদের কেউ কেউ খুশিতে নিজেদের দাস মুক্ত ও অর্থ বা উট দান করেন।দিনটিতে আবু বকর ৫ হাজার দিরহাম, উমর ৭ হাজার দিরহাম, ওসমান ১০ হাজার দিরহাম, আলি ৩ হাজার দিরহাম এবং আবদুর রহমান ইবনে আউফ ১০০ উট দান করেন।
******
এ দিন আয়াতে শেফার ভেজানো পানি পান করা ও আয়াতে সালাম ভেজানো পানি দিয়ে অনেক মুসলিমদের গোসল করার রীতি চালু আছে। দান সদকাহ করা উত্তম।
------
সুত্র:
১. ইবনে ইসহাক সিরাতে রাসুলুল্লাহ (সা.) গ্রন্থ
২. ইবনে হিশাম এর সিরাতুন নবী (সা.)
fans
মাল্টি টিপস