Joy's Dairy

Joy's Dairy BCS HELPLINE:
বিসিএস কোচিং ও পাবলিকেশন লি.
আমাদের Online/Offline সেবাসমূহ:
BCS Preliminary, BCS Written

আইবিএ এর পরীক্ষায় আসা সব ভুকাবুলারি একত্রে। এগুলো পড়ে ফেললে কমন প্যাটার্নে আসা পরীক্ষায় আটকাবেন না আশা করা যায়। উদ্ভট প্...
13/07/2025

আইবিএ এর পরীক্ষায় আসা সব ভুকাবুলারি একত্রে। এগুলো পড়ে ফেললে কমন প্যাটার্নে আসা পরীক্ষায় আটকাবেন না আশা করা যায়।
উদ্ভট প্রশ্ন হইলে সেটা সবসময় ভিন্ন কথা।

৪৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডার গোলাম সামদানীবিষয় : আন্তর্জাতিক বিষয়াবলি
11/07/2025

৪৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডার
গোলাম সামদানী
বিষয় : আন্তর্জাতিক বিষয়াবলি

বিসিএস(১০-৪৬) সকল ইংরেজি প্রশ্ন একসাথে।
02/06/2025

বিসিএস(১০-৪৬) সকল ইংরেজি প্রশ্ন একসাথে।

★সমাসের সবচেয়ে গোছানো ও সুন্দর নোট..😊ব্যাকরণের জন্য ক্লাস নাইন-টেনের পুরাতন বোর্ড বই পড়লেই এনাফ। এর বাহিরে খুব একটা প্রশ...
19/05/2025

★সমাসের সবচেয়ে গোছানো ও সুন্দর নোট..😊

ব্যাকরণের জন্য ক্লাস নাইন-টেনের পুরাতন বোর্ড বই পড়লেই এনাফ। এর বাহিরে খুব একটা প্রশ্ন আসেনা বললেই চলে। অথচ আপনারা বিশাল বিশাল বই নিয়ে বসেন, মাসের পর মাস পড়তেই থাকেন। এরপর এক্সামে ২০টার মধ্যে ৫-৬টা ভুল দাগিয়ে আসেন।

বিসিএস পরীক্ষায় ১২০+ পাওয়ার অভিনব কৌশল।
19/05/2025

বিসিএস পরীক্ষায় ১২০+ পাওয়ার অভিনব কৌশল।

✅ সরকারি/বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁর...
17/05/2025

✅ সরকারি/বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ

ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন।

একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।

ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন।

নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকরির ভাইভাতে সাধারণত ফ্রেশার এবং চাকরির পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ
ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায়ই করা হয়:-
1. আপনার নাম কী?-
2. আপনার নামের অর্থ কী?-
3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
4. আপনার জেলার নাম কী?-
5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-
6. আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?-
7. আপনার বয়স কত?-
8. আজ কত তারিখ?
9. আজ বাংলা কত তারিখ?-
10. আজ হিজরি তারিখ কত?-
11. আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন?-
12. পত্রিকাটির সম্পাদকের নাম কী?
13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন।
14. আপনার জেলার নাম কী? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কী কারণে বিখ্যাত তা আলোচনা করুন।
16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
18.
19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?
21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কী?
22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কী ধরনের কাজ করেছেন? সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কী কী বলে মনে করেন?
27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কীভাবে ব্যাখ্যা করবেন?
28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কীভাবে তুলনা করবেন?
29. আপনার তিনটি গুণ ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?
35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কী করবেন?
36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
39. এই ইন্টার্ভিউয়ের জন্য কীভাবে সময় পেলেন?
40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান?
43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কী বুঝেন?
46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কী বুঝেন?
47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কীভাবে গ্রহণ করবেন?
48. আপনার জীবনের লক্ষ্য কী?
49. কী আপনাকে রাগিয়ে তোলে?
50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
55. রিস্ক নিতে কি পছন্দ করেন?
56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
59. কাজ থেকে কেনো অনেক দিন বাহিরে ছিলেন?
60. অনেকগুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কী ছিলো?
62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কী কী পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?
64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কীভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কী ছিলো?
71. ব্যখ্যা করুন আপনি কীভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কী মন্তব্য?
74. নতুন টেকনোলজিকে কীভাবে গ্রহন করছেন আপনি? কী কী সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?
75. আপনার শখ কী বা কী করতে ভালো লাগে?
76. আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন?
77. আপনি কে?

সংগৃহীত ও সংশোধিত তথ্য

28/04/2025

🔥প্রাইমারি শিক্ষক নিয়োগ: টার্গেট ৬৫ নম্বর (৭৫ নম্বরের মধ্যে)
​✍প্রাইমারি শিক্ষক নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে এমনকিছু টপিক পড়তে হবে যেখান থেকে কমন থাকবেই💯

📌 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যোগ্যতা: (Primary Teacher Job Qualification)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একজন প্রার্থীর বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয়। যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, এবং স্থায়ী ঠিকানা অন্যতম।

📌 শিক্ষাগত যোগ্যতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে নূন্যতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।

📌 বয়সসীমা: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীর বয়স আবেদন শুরুর দিন হতে ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও বয়স ২১ বছর থেকে ৩২ বছর বয়স পর্যন্ত।
[যেকোনো চাকরির সেরা প্রস্তুতিতে Biddabari পেইজের সাথে থাকুন।]

📌 স্থায়ী ঠিকানা: বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো গুচ্ছভাবে কয়েকটি ধাপে হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রতিটি ধাপের জন্য অঞ্চল ভাগ করে দেওয়া থাকে। এবং প্রতি অঞ্চলের জন্য আলাদা শূন্য পদ সংখ্যাও নির্দিষ্ট করা থাকে। এই দিকগুলো বিবেচনা করলে আবেদনকারীর স্থায়ী ঠিকানাও একটি যোগ্যতা হিসেবে কাজ করে।

📌 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি:
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি সাধারণ ২ টি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে প্রার্থীদের সাধারণত ৭৫-৮০ নম্বরের MCQ টাইপ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যেখানে ৭৫-৮০ নম্বরের জন্য সর্বমোট ৭৫-৮০ টি প্রশ্নই বরাদ্দ থাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হয় এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হয়। এই পরীক্ষার জন্য সর্বমোট বরাদ্দ সময় ৬০ মিনিট অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য আপনি সময় পাবেন ৪৫ সেকেন্ড।
[যেকোনো চাকরির সেরা প্রস্তুতিতে Biddabari পেইজের সাথে থাকুন।]

MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ২০-২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হয়।

📌 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন: Primary Teacher Exam Syllabus & Mark Distribution
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে MCQ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বমোট ৭৫ নম্বরের।
[যেকোনো চাকরির সেরা প্রস্তুতিতে Biddabari পেইজের সাথে থাকুন।]
📌 এই ৪ টি বিষয়ের মানবন্টন হয় নিম্নরূপ –
• বাংলায় – ২০ নম্বর,
• ইংরেজিতে – ২০ নম্বর,
• গণিতে – ২০ নম্বর,
• সাধারণ জ্ঞানে – ১৫ নম্বর
…………………………………………………
🎞️ বিষয়ভিত্তিক মানবন্টন-
🔺বাংলা সাহিত্য- ৪-৫ নম্বর
🔺বাংলা ব্যাকরণ- ১৫-১৬ নম্বর
🔺 English Grammar- ৮-৯ নম্বর
🔺 English Vocabulary- ১০-১১ নম্বর
🔺 English Literature- ১-২ নম্বর
🔺গণিত- ২০ নম্বর
🔺বাংলাদেশ বিষয়াবলী + আন্তর্জাতিক বিষয়াবলী- ১৬-১৭ নম্বর
🔺 Science + ICT- ৩-৪ নম্বর
----------------------------------
​✅ সর্বমোট- ৭৫ নম্বর
…………………………………………………
♦️♦️৬৫ নম্বরের বন্টন♦️♦️
…………………………………………………
📕 বাংলা সাহিত্য - ৪ নম্বর(৫ নম্বরের মধ্যে)
[যেকোনো চাকরির সেরা প্রস্তুতিতে Biddabari পেইজের সাথে থাকুন।]
🔻রবীন্দ্রনাথ-নজরুল
🔻বঙ্কিম-শরৎচন্দ্র-সুকান্ত
🔻পত্র পত্রিকা
🔻ছদ্মনাম
🔻মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য
🔻উক্তি-গান
🔻মধ্যযুগের সাহিত্য
🔻বাংলা একাডেমির ইতিহাস
……………………………………………………
📙 বাংলা ব্যাকরণ - ১৪ নম্বর(১৫ নম্বরের মধ্যে)
🔻সমার্থক শব্দ
🔻সন্ধি বিচ্ছেদ
🔻বানান শুদ্ধি
🔻ভাষা-ধ্বনি-বর্ণ
🔻এক কথায় প্রকাশ
🔻পারিভাষিক শব্দ
🔻সমাস
🔻কারক
🔻অনুবাদ
🔻একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ
🔻বাক্য শুদ্ধি, প্রয়োগ-অপপ্রয়োগ
🔻শব্দ
🔻উপসর্গ
…………………………………………………
📘 English Grammar - ৮ নম্বর (৯ নম্বরের মধ্যে)
🔻Parts of Speech
🔻 Preposition
🔻 The right form of Verb
🔻 Sentence Correction
🔻 Voice & Narration
🔻 Number & Gender
…………………………………………………
📚 English Vocabulary - ৮ নম্বর (৯ নম্বরের মধ্যে)
🔻 Synonyms
🔻 Antonym
🔻 Spelling
🔻 Phrase & Idioms
🔻 Translation
…………………………………………………
📚 English Literature - ২ নম্বর (২ নম্বরের মধ্যে)
🔻 Shakespeare
🔻 Previous Primary Questions
🔻 Previous BCS Questions
…………………………………………………
📝 পাটিগণিত – ১০ নম্বর (১১ নম্বরের মধ্যে)
[যেকোনো চাকরির সেরা প্রস্তুতিতে Biddabari পেইজের সাথে থাকুন।]
🔻সংখ্যার ধারণা (বাস্তব সংখ্যা), গড়
🔻লসাগু, গসাগু
🔻অনুপাত-সমানুপাত
🔻ভগ্নাংশ
🔻শতকরা
🔻লাভ-ক্ষতি
🔻সুদকষা
🔻পরিসংখ্যান
🔻পরিমাপ
………………………………………………
🧾 বীজগণিত – ৪ নম্বর (৫ নম্বরের মধ্যে)
🔻বীজগাণিতিক সূত্রাবলি
🔻সরল সমীকরণ
🔻উৎপাদকে বিশ্লেষণ
🔻লগারিদম
🔻সূচক
🔻ধারা
🔻বিন্যাস, সমাবেশ
……………………………………………....
📐 জ্যামিতি – ৩ নম্বর (৪ নম্বরের মধ্যে)
🔻 ত্রিভুজ ও কোণ
🔻বৃত্ত
🔻পরিমিতি
…………………………………………………
🇧🇩 বাংলাদেশ বিষয়াবলী- ৬ নম্বর(৭ নম্বরের মধ্যে)
[যেকোনো চাকরির সেরা প্রস্তুতিতে Biddabari পেইজের সাথে থাকুন।]
🔻বাংলাদেশের ভৌগলিক পরিচিতি
🔻প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস
🔻ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ
🔻জাতীয় অর্জন
🔻সংবিধান
🔻গান-কবিতা
🔻বিভিন্ন দিবস
🔻জনসংখ্যা ও উপজাতি
🔻কৃষি
🔻জনশুমারী
🔻অর্থনৈতিক সমীক্ষা
🔻এসডিজি
🔻প্রাইমারি শিক্ষানীতি (শিক্ষা ব্যবস্থা, স্কুল সংখ্যা, বই বিতরণ)
🔻১০-সর্বশেষ বিসিএস প্রিলিমিনারির বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন
🔻বিগত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন
…………………………………………………
🌍 আন্তর্জাতিক বিষয়াবলী- ৪ নম্বর (৫ নম্বরের মধ্যে)
[যেকোনো চাকরির সেরা প্রস্তুতিতে Biddabari পেইজের সাথে থাকুন।]
🔻সভ্যতার ইতিহাস
🔻জাতিসংঘ
🔻দেশ-মুদ্রা-রাজধানী-আইনসভা
🔻বিশ্বের বিভিন্ন ভৌগলিক উপনাম
🔻বিশ্বের বিখ্যাত স্থান, শহর ও দ্বীপ
🔻গুরুত্বপূর্ণ সংস্থা ও সদরদপ্তর
🔻প্রনালী
🔻সাম্প্রতিক যুদ্ধ-সংঘাত-সংকট, সম্মেলন,
🔻পরিবেশ ইস্যু
🔻১০-সর্বশেষ বিসিএস প্রিলিমিনারির
🔻অন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন
🔻বিগত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার
🔻অন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন
………………………………………………
📡🖥️ সাধারণ বিজ্ঞান+আইসিটি- ২ নম্বর (৩ নম্বরের মধ্যে)
🔻১০-সর্বশেষ বিসিএস প্রিলিমিনারির সাধারণ বিজ্ঞানের প্রশ্ন
🔻বিগত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার সাধারণ বিজ্ঞানের প্রশ্ন
[যেকোনো চাকরির সেরা প্রস্তুতিতে Biddabari পেইজের সাথে থাকুন।]
🔻১০-সর্বশেষ বিসিএস প্রিলিমিনারির কম্পিউটারের প্রশ্ন
🔻বিগত প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার কম্পিউটারের প্রশ্ন
………………………………………………...

📌 প্রাইমারি চাকরি নিশ্চিত করতে এই বিষয়গুলো এমনভাবে পড়বেন যেন প্রশ্ন যেভাবেই হোক না কেন আপনি সঠিক উত্তর দিতে পারেন।

শুভ কামনায়: টিম বিদ্যাবাড়ি 💜

25/03/2025

💥💥💥প্রকাশিত হয়েছে NSI সার্কুলার। আসুন জেনে নেই NSI সম্পর্কিত তথ্য এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে।
♦️NSI পরিচিতি:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (National Security Intelligence) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধান, জাতীয়, বেসামরিক, স্বাধীন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা। বিশ্বজুড়ে ১৯টি দেশে ৩৭টি শাখা অফিসের মাধ্যমে বৈদেশিক গোয়েন্দাবৃত্তির মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করণের কার্যক্রম চলছে।
♦️ NSI এর প্রধান কার্যালয়:
এর প্রধান কার্যালয় সেগুনবাগিচা, ঢাকা-তে অবস্থিত। ১৯৭২ সালের ২৯শে ডিসেম্বর কেবিনেট মিটিং-এ একটি রেজুলেশনের মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’ প্রতিষ্ঠা করা হয়।
♦️NSI এর Motto:
NSI এর নীতিবাক্য (Motto) হলো Watch and Listen for the Nation,To protect National security.
♦️সাংগঠনিক কাঠামো:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র সাংগঠনিক কাঠামো ব্যাপক এবং বিশাল। এ সংস্থা বর্তমানে আটটি উইংয়ের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছে। যেমনঃ
১) বহিঃ উইং (The Directorate of external),
২) সীমান্ত উইং (The Directorate of Border),
৩) অভ্যন্তরীণ উইং (The Directorate of Internal),
৪) নিরাপত্তা উইং (The Directorate of Security),
৫) প্রশাসন উইং (The Directorate of Administration),
৬) প্রশিক্ষণ উইং (The Directorate of Training),
৭) নগর অভ্যঃ উইং (The Directorate of City
Internal),
৮) কাউন্টার টেরোরিজম উইং (The Directorate of Counter Terrorism)
♦️মর্যাদার পদক্রম:
DIRECTOR GENERAL (সচিব সমমান)
DIRECTOR (অতিরিক্ত সচিব)
ADDITIONAL DIRECTOR (যুগ্ম-সচিব)
JOINT DIRECTOR (উপ-সচিব)
DEPUTY DIRECTOR (সিনঃ সহকারী সচিব)
ASSISTANT DIRECTOR (সহকারী সচিব)
FIELD OFFICER
JUNIOR FIELD OFFICER (JFO)
WATCHER CONSTABLE (WC)
ARMED CONSTABLE (AC)
♦️NSI এর কাজ:
🔺 বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক গোয়েন্দা সংস্থাটি দেশের বাইরের বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়ের,স্থানের গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও মূল্যায়নে কার্যক্রম পরিচালনা করা;
🔺 রাষ্ট্রীয় নিরাপত্তা ও অখন্ডতা, জঙ্গি তৎপরতা,বাইরের দেশের হুমকির বিষয়গুলি দেশের ভিতরে ট্যাকল দিয়ে গোয়েন্দা তথ্য জোগাড় করে বিশ্লেষণ করা, প্রয়োজন অনুসারে সরকারকে জানানো;
🔺 সরকারী চাকুরীজীবীদের উপর নজর রাখা;
🔺 যুদ্ধ কৌশল সংক্রান্ত ব্যাপারে সামরিক বাহিনীকে পরামর্শ দেয়া ইত্যাদি;
🔺 রাষ্ট্রপতির বিশেষ অনুরোধে সেনাবাহিনী বা অন্যান্য সামরিক, আধা-সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় এবং NSI অফিসারদের মধ্য থেকে বাছাই করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের মাধ্যমেClandestine Operation বা Covert Operation চালানো।
♦️ NSI এর প্রশিক্ষণ:
বাহিনীতে চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের প্রথমে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয়।সাধারণত গোপনীয়তা বজায় রেখে প্রশিক্ষণ হয়।চৌকশ এই গোয়েন্দা সংস্থার সদস্যদের দেশে এবং দেশের বাইরে অনেক উচ্চতর ও বুনিয়াদি প্রশিক্ষণ হয়। তবে সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই’র সঙ্গে ঘনিষ্ঠ প্রশিক্ষণ হয়, তাদের নিজস্ব ফ্যাসিলিটিতে।
♦️NSI Institute:
বর্তমানে ঢাকার ঢাকার ধামরাইয়ে ৯.৫৬ একর জমির উপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মান করা হচ্ছে, যেখানে এনএসআই সদস্যদের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যদেরকেও নিরাপত্তা প্রশিক্ষণ দিতে পারবে।
✍️ পদের নাম ও পদসংখ্যা:
১। সহকারি পরিচালক
পদ: ২৬
বেতন: ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯)
২। টেলিফোন ইঞ্জিনিয়ার
পদ: ০১
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩। ফিল্ড অফিসার
পদ: ১৭
বেতন: ১৬,০০০- ৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৪। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদ: ০৫
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৫। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ: ১৪
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬। ওয়ারলেস অপারেটর
পদ: ২০
বেতন: ৯,৭০০-২৩,৪৯০9 টাকা (গ্রেড-১৫)
৭। অফিস অ্যাসিস্ট্যান্ট
পদ: ০২
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
৮। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ: ২০
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
৯। গাড়িচালক
পদ: ১৩
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
১০। রিসিপশনিস্ট
পদ: ০১
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
১১। ফিল্ড স্টাফ
পদ: ১০৯
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
১২। টেলিফোন লাইনম্যান
পদ: ০৩
বেতন: ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড-১৭)
১৩। অফিস সহায়ক
পদ: ২৪
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
♦️NSI এ আবেদন করার যোগ্যতা:
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। NSI তে সহকারী পরিচালক পদে ৯ম শ্রেণির বেতনকাঠামোতে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে স্নাতক ডিগ্রীধারীরা যোগ দিতে পারে।
✍️ আবেদনের শুরুর তারিখ: ০৬-০৪-২০২৫ খ্রি.
✍️ আবেদনের শেষের তারিখ: ২০-০৪-২০২৫ খ্রি.
📌 বয়স সীমা: ১৮ থেকে ৩২ বছর (০১ মার্চ, ২০২৫ অনুযায়ী)
📌 সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
📌 প্রার্থীদেরকে NSI ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
📌 আবেদন ফি পরিশোধ করতে প্রার্থীদের Teletalk Prepaid মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
♦️ আবেদন ফি:
✍️ সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার: ২০০ টাকা
✍️ সাঁটলিপিকার, সাঁটমুদ্রাক্ষরিক, ওয়্যারলেস অপারেটর, অফিস সহকারী, গাড়িচালক, রিসিপশনিস্ট: ১০০ টাকা
✍️ ফিল্ড স্টাফ, টেলিফোন লাইনম্যান, অফিস সহায়ক: ৫০ টাকা
📌 পরীক্ষার ধরণ:
১. এম. সি. কিউ
২. রিটেন
৩. ভাইভা। (তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক ও মেডিকেল টেস্ট ও হতে পারে)
♦️ NSI এর বেতন কাঠামো:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাহিনীতে সম্মান এবং দুঃসাহসিক ক্যারিয়ারের পাশাপাশি সদস্যরা সরকারের জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তবে যারা NSI তে চাকরি করে,অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় বেশি হারে ভাতা পেয়ে থাকেন। ঝুকিপুর্ন কাজে অংশগ্রহণ করতে হয় বলে বাংলাদেশ সরকার তাদেরকে এই বিশেষ ভাতা প্রদান করে থাকে।
♦️ NSI এর পরীক্ষা পদ্ধতি:
চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে প্রার্থীকে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা তিন ধাপে পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারি ১০০ মার্কস এর হয়ে থাকে। লিখিত পরীক্ষা ৩৫-১০০ নম্বরের এবং ভাইভা যথাক্রমে ১৫ ও ৩০ নম্বরের হয়ে থাকে।
🎯🎯 সিনিয়র ইন্সট্রাক্টর, সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার, ইন্সট্রাক্টর (ফিজিক্যাল, ভেহিকেল ও আর্মড), লিয়াজোঁ অফিসার, রেডিও ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, টেলিফোন টেকনিশিয়ান, অ্যাকাউন্ট্যান্ট-কামক্যাশিয়ার, ফটোগ্রাফার, সহকারী লাইব্রেরিয়ান, ওয়্যারলেস অপারেটর, পিএবিএক্স অপারেটর, অফিস অ্যাসিসট্যান্ট, মােটর মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট এবং রিসিপশনিস্ট পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি, বিষয় ও নম্বর।
📌 প্রিলি
বাংলা- ২০-৩০
ইংরেজি- ২৫
গণিত ও মানসিক দক্ষতা-২৫
সাধারণ জ্ঞান- ২০
মোট -১০০ নম্বর
📌 লিখিত
বাংলা- ৩০-৪০
ইংরেজি- ২০
গণিত- ২০
সাধারণ জ্ঞান- ১৫-২০
মোট- ১০০ নম্বর
📌ব্যবহারিক / কম্পিউটার / চালনা / দক্ষতা পরীক্ষা ---------উত্তীর্ণ / অনুত্তীর্ণ
📌মৌখিক পরীক্ষা -------------------------------৩০ নম্বর
🎯🎯 ফিল্ড স্টাফ, টেলিফোন লাইনম্যান, ডার্করুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বাস হেলপার পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার পদ্ধতি, বিষয় ও নম্বর।
📌 প্রিলি
বাংলা- ৩০
ইংরেজি-৩০
গণিত-২০
সাধারণ জ্ঞান- ২০
মোট- ১০০ নম্বর
📌 লিখিত
বাংলা-১০-৩০
ইংরেজি-১০-২০
গণিত-১০-২০
সাধারণ জ্ঞান-০৫-২০
মোট- ৩৫-১০০ নম্বর
📌ব্যবহারিক / কম্পিউটার / চালনা / দক্ষতা পরীক্ষা ---------উত্তীর্ণ / অনুত্তীর্ণ
📌মৌখিক পরীক্ষা -------------------------------১৫ নম্বর
🎯🎯 কী কী পড়তে হবে?
📌 বাংলা
ভাষা ও বাংলা ভাষা, বাংলা সাহিত্যে প্রথম, বিখ্যাতদের ছদ্মনাম, বাংলা সাহিত্যের মহাকাব্য ও রচয়িতা, বিখ্যাত কবি ও লেখকদের উপাধি, বিখ্যাত কিছু গ্রন্থ, বাংলা সাহিত্যের ইতিহাস, বর্ণ প্রকরণ, ধ্বনিতত্ত্ব, সমাস, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরাম চিহ্ন, বাচ্য ও বচন, সমার্থক বা প্রতিশব্দ, প্রবাদ প্রবচন, বাগ্‌ধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ প্রভৃতি সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। বাংলার জন্য নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটিই যথেষ্ট।
📌 ইংরেজি
Sentence, Parts of speech, Tense, Voice, Narration, Gender, Change of sentences to simple, complex & Compound, Gerund, Idioms & phrases, Correct word spelling, Clauses, Sentences Transformations, Synonyms & Antonyms, Articles, Composition, Conditional Sentences, Preposition প্রভৃতি ভালো করে পড়বেন।
📌 গণিত
গতিবেগ, দূরত্ব, সমাপ্ত, শতকরার মাধ্যমে লাভ-ক্ষতি, সুদ কষা, পিতা-পুত্রের বয়স, নৌকা ও স্রোতের বেগ, ঐকিক নিয়ম, সংখ্যার ধারণা, ধারা ও মানসিক দক্ষতা, মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ, বর্গক্ষেত্র, চতুর্ভুজ, রম্বস, জ্যা, ভূমির দৈর্ঘ্য ইত্যাদি জানতে হবে।
📌 বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক তথ্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, উৎসব, আইন, শাসন ও বিচার বিভাগ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের ইতিহাস, জলবায়ু, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সরকারব্যবস্থা, সেক্টর, বীরশ্রেষ্ঠ, রাষ্ট্রীয় পুরস্কার, লোকসংগীত, সামরিক আইন, সদর দপ্তর, জাদুঘর, স্থলবন্দর, ইকোপার্ক, গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিষ্ঠান ইত্যাদি।
📌 আন্তর্জাতিক বিষয়াবলি
গুরুত্বপূর্ণ দিবস, সম্মেলন, সদর দপ্তর, বিভিন্ন পরিষদের সদস্যসংখ্যা, নোবেল পুরস্কার, বিশেষ অঞ্চল ও জোট, যুদ্ধ, জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন, চুক্তি, খেলাধুলা, বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা, গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিসহ ওই দেশের রাষ্ট্রপ্রধানের নাম, অনুষ্ঠিত/অনুষ্ঠিতব্য গ্লোবাল সামিট ইত্যাদি।
📌 সাধারণ বিজ্ঞান ও আইসিটি
বিসিএসের যেকোনো একটি বইয়ের সাধারণ বিজ্ঞান ও আইসিটির বেসিক অংশটুকু পড়ুন। বিসিএস রিলেটেড যেকোনো ডাইজেস্ট বা এনএসআইয়ের বই থেকেও চোখ বুলিয়ে নিতে পারেন।
✍️ পদের চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই নিয়োগ পরীক্ষায় থাকবে তুমুল প্রতিযোগিতা। এনএসআই একটি সম্মানজনক চাকরি, তাই পরিশ্রম আর কৌশলী হয়ে পড়াশোনা করলে ভালো কিছু অর্জন করা সম্ভব।
শুভ কামনায়: টিম বিদ্যাবাড়ি❤️❤️

Send a message to learn more

💥১০ম-১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সব সাব্জেক্ট এর পূর্ণাঙ্গ প্রশ্ন বিশ্লেষণ একত্রে!!সাথে স্কুল পর্যায়, স্কুল পর্যায় -২ ও...
24/03/2025

💥১০ম-১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সব সাব্জেক্ট এর পূর্ণাঙ্গ প্রশ্ন বিশ্লেষণ একত্রে!!
সাথে স্কুল পর্যায়, স্কুল পর্যায় -২ ও কলেজ পর্যায়ের সিলেবাস!!

📌 নিবন্ধন পরীক্ষার্থীরা এই টপিকগুলো ধরে ধরে প্রস্তুতি নিন।

==================

✅✅✅বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________
✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon)
__________________________

📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃঃ
________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে।

📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________

📌 বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি পর্যায়ে হয়ে থাকে। স্কুল পর্যায়,স্কুল পর্যায়-২ ও অন্যটি কলেজ পর্যায়।

📌এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

📌প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

📌চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃঃ
____________________________

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

✅বিষয়বস্তু নম্বর বন্টনঃঃ
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান ২৫
___________________
মোট - ১০০

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।

📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃ
____________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________

💥বাংলা – ২৫
_____________

১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২)বাগধারা ও বাগবিধি

৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪)যথার্থ অনুবাদ

৫)সন্ধি বিচ্ছেদ

৬)কারক বিভক্তি

৭)সমাস ও প্রত্যয়

৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯)বাক্য সংকোচন

১০)লিঙ্গ পরিবর্তন

💥ইংরেজি – ২৫
______________

1) Sentences

2)Translation from Bengali to English

3)Change of Parts of Speech

4)Right forms of verb

5)Fill in the blanks with appropriate word

6)Transformation of sentences

7)Synonyms & Antonyms

8)Idioms & Phrases

📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

💥সাধারণ গণিত – ২৫
___________________

১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

💥সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

📌📌সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

📌📌শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।❤️❤️

______________________________
৫৪% ছাড়ে ভর্তি চলছে....

সমাস এর বাইরে আসবে না।
04/03/2025

সমাস এর বাইরে আসবে না।

01/03/2025

Address

Rangpur
5420

Alerts

Be the first to know and let us send you an email when Joy's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joy's Dairy:

Share