Enews24.com

Enews24.com Media & News

21/08/2023

নারী কিসে আটকায়??

এ-বিষয়টা এখন মহামারী রোগের মত চারদিকে ছড়িয়ে পড়েছে!!
এই প্রশ্নটা একজন নারীর জন্য খুবই অসম্মান জনক শব্দ।তাই বিষয়টা এড়িয়ে যেতে চাইছিলাম।
কিন্তু এই প্রশ্নটা এতোটাই ভাইরাসে পরিণত হয়েছে!কিছু বলতে না চাইলেও বলতে হচ্ছে-

নারী কিসে আটকায় তা আপনি কিভাবে জানবেন!? আপনার আপনার আইডল তো শাকিব খান,জাস্টিন টুডু,বিলগেস্ট,তাহসান কিংবা পরিমনি বা মাহিয়া মাহি ইত্যাদিতে।একজন চরিত্রহীন মানুষ দিয়ে যখন পুরো জাতিকে প্রশ্ন করেন এটা বড়ো আফসোসের বিষয়

হযরত আদম আঃ থেকে সারাবিশ্বের মহামানব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন।হযরত আবু বকর রাঃ,হযরত ওমর রাঃ,হযরত ওসমান রাঃ,হযরত আলী রাঃ কিংবা অসংখ্য সাহাবীদের জীবনী পড়ুন। দেখতে পাবেন অসংখ্য সাহাবী অসংখ্য নবী রাসুলের জীবনে চলার মত পর্যাপ্ত টাকা ছিল না বিলাসিতা তো বহু দূরের কথা।কিন্তু তাদের স্ত্রীরা কিভাবে সংসার করে গেলো?কি করে আটকে গেলো?

আপনার বাবাকে একটা বার জিজ্ঞেস করুন,কি এমন লোভে পড়ে আপনার মা আটকে গেলো।

আপনার বোনকে প্রশ্ন করুন?আপনার বোন জামাইয়ের কি এমন অট্টালিকা দেখে ৩-৪ টা বাচ্চা নিয়ে এতো সুন্দর সংসার করে যাচ্ছে।

দু'চারটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কিংবা চরিত্রহীন নারী-পুরুষ দিয়ে নারী বা পুরুষ কে বিচার করবেন না দয়াকরে,যাদের যাওয়ার ইচ্ছে আছে তাদের পুরো পৃথিবীরটা এনে দিলেও রাখতে পারবেন না।

নারী কোনো পশুপাখি না যে তাকে আটকাইতে হবে,এসব চিন্তা বাদ দিয়ে,আপনার আইডল ম্যান হিসেবে নবী,রাসুল কিংবা সাহাবিদের জীবনী ফলো করুন নারী নিজেথেকে আজীবন আপনার কাছে আটকে যাবে ইনশা আল্লাহ।

নারী মা,নারী কন্যা,নারী বোন,নারী জীবনসঙ্গিনী।

দিন শেষে একজন পুরুষ ই নারীর হেফাজত কারী।

কখনো বাবা হয়ে,কখনো ভাই হয়ে, কখনো জীবনসঙ্গী হয়ে।নারীকে আটকাতে হয় না নারী নিজের সেফটির জন্য একজন পুরুষের ছায়াতেই আটকে যায়।নারী পরম যত্নে বেধে রাখে,মমতায় নিজে আটকে থাকে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Enews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enews24.com:

  • Want your business to be the top-listed Media Company?

Share