Introduction2Dhaka

Introduction2Dhaka "একটি ভালো বই একশটি বন্ধুর সমান কিন্তু

 #ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার।🌶️ক্যালসিয়ামের অভাব পুরন ক...
24/03/2022

#ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার।

🌶️ক্যালসিয়ামের অভাব পুরন করে ডিমের খোসা। ডিমের খোসা গুরো করে দিয়ে দিন। খাবার চুনের পানিও ক্যালসিয়াম এর অভাবে দিতে পারেন।

🍆নাইট্রোজেনের ঘাটতি পুরন করতে চাল বা ডাল ধোয়া পানি দিন। ভাতের মাড় পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন। চা পাতার গুড়ো শুকিয়ে দিতে পারেন।

🍅পটাশিয়াম এর ভাল উৎস হচ্ছে কলার ছোলা, পেয়াজের খোসা।

☘️বাগানের ছাটাই কৃত লতাপাতা ছাদের এক অংশে শুকিয়ে গুড়ো করে মাটির সাথে মিশিয়ে দিবেন এটা খুব ভাল কাজ করে আবার কোন গন্ধ ও হবে না।

🥬এছাড়া শাক সবজীর উচ্ছিষ্ট অংশ নিদ্রিষ্ট পাত্রে পানি সহ জমিয়ে ৭ দিন পর তরল স্যার হিসেবে ব্যবহার করলে আলাদা কোন রায়সানিক স্যার ব্যবহার করতে হবে না।

🌻কীটনাশক হিসেবে নিমতেল, হলুদের গুড়ো, সাবান পানি নিয়মিত ব্যবহার করুন সব গাছে প্রতি ১৫ দিন পর পর। গাছে পোকা ধরুক আর না ধরুক।

হ্যাপি গার্ডেনিং।

পর্যায় সারণির 118 টি মৌলের কাজ।1.হাইড্রোজেন (H) রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ।2.হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয় ...
17/03/2022

পর্যায় সারণির 118 টি মৌলের কাজ।

1.হাইড্রোজেন (H)
রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ।

2.হিলিয়াম (He)
গ্যাস বেলুনে ব্যবহার হয় ।

3.লিথিয়াম ( Li)
ব্যাটারি তৈরিতে ব্যবহার হয় ।

4.বেরিলিয়াম (Be)
মহাকাশযান তৈরিতে ব্যবহার হয় ।

5.বোরন (B)
খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয় ।

6.কার্বন (C)
হীরা তৈরিতে ব্যবহার হয় ।

7.নাইট্রোজেন ( N )
সার তৈরিতে ব্যবহার হয় ।

8.অক্সিজেন (O)
নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি ।

9.ফ্লোরিন (F)
পেস্ট তৈরিতে ব্যবহার হয় ।

10.নিয়ন (Ne)
বিজ্ঞাপনী লাইটে ব্যবহার হয় ।

11.সোডিয়াম (Na)
লবণে পাওয়া যায় ।

12.ম্যাগনেশিয়াম (Mg)
মশাল তৈরিতে ব্যবহার হয় ।

13.অ্যালুমিনিয়াম (Al)
বিমান তৈরিতে ব্যবহার হয় ।

14.সিলিকন (Si)
কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার হয় ।

15.ফসফরাস (P)
ম্যাচ তৈরিতে ব্যবহার হয় ।

16.সালফার (S)
কামানের গোলা তৈরিতে ব্যবহার হয় ।

17.ক্লোরিন (C)
সুইমিং পুলে ব্যবহার হয় ।

18.আর্গন (Ar)
গ্যাস ঝালাই'র কাজে ব্যবহার হয় ।

19.পটাশিয়াম (K)
সার তৈরিতে ব্যবহার হয় ।

20.ক্যালসিয়াম (Ca)
ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।

21.স্ক্যানডিয়াম (Sc)
সাইকেল তৈরিতে ব্যবহার হয় ।

22.টাইটেনিয়াম(Ti)
যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার হয় ।

23.ভ্যানাডিয়াম (V)
স্প্রিং তৈরিতে ব্যবহার হয় ।

24.ক্রোমিয়াম (Cr)
গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।

25.ম্যাঙ্গানিজ (Mn)
শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।

26.আয়রন (Fe)
ব্রিজ তৈরিতে ব্যবহার হয় ।

27.কোবাল্ট (Co)
চুম্বক তৈরিতে ব্যবহার হয় ।

28.নিকেল (Ni)
কয়েন তৈরিতে ব্যবহার হয় ।

29.কপার (Cu)
বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয় ।

30.জিংক (Zn)
পিতলের তৈরি জিনিসে ব্যবহার হয় ।

31.গ্যালিয়াম (Ga)
কম্পিউটার তৈরিতে ব্যবহার হয় ।

32.জার্মিনিয়াম (Ge)
ক্যামেরার লেন্স তৈরিতে ব্যবহার হয় ।

33.আর্সেনিক (As)
LED লাইট তৈরিতে ব্যবহার হয় ।

34.সেলেনিয়াম (Se)
ফটোকপি মেশিনে ব্যবহার হয় ।

35.ব্রোমিন (Br)
ফ্লিম তৈরিতে ব্যবহার হয় ।

36.ক্রিপ্টন (Kr)
ফ্লাস লাইট তৈরিতে ব্যবহার হয় ।

37.রুবিডিয়াম (Rb)
সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার হয় ।

38.স্ট্রনটিয়াম (Sr)
আতসবাজি তৈরিতে ব্যবহার হয় ।

39.ইত্রিয়াম ( Y )
লেজার কাটিং যন্ত্রে ব্যবহার হয় ।

40.জিরকোনিয়াম (Zr)
অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।

41.নায়োবিয়াম (Nb)
দ্রুত গতি সম্পন্ন ম্যাগ লেভ ট্রেন তৈরিতে ব্যবহার হয় ।

42.মলিবডেনাম (Mo)
কাটিং টুলস তৈরিতে ব্যবহার হয় ।

43.টেকনিশিয়াম (Tc)
সিটি স্ক্যান যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।

44.রুথিনিয়াম (Ru)
বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার হয় ।

45.রোডিয়াম (Rh)
সার্চ লাইট তৈরিতে ব্যবহার হয় ।

46.প্যালাডিয়াম (Pd)
ধোঁয়া দূষণ রোধে ব্যবহার হয় ।

47.সিলভার (Ag)
অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।

48.ক্যাডমিয়াম (Cd)
রঙ তৈরিতে ব্যবহার হয় ।

49.ইন্ডিয়াম (In)
LCD মনিটর তৈরিতে ব্যবহার হয় ।

50.টিন (Sn)
কৌটা তৈরিতে ব্যবহার হয় ।

51.অ্যান্টিমনি (Sb)
চোখের কাজল তৈরিতে ব্যবহার হয় ।

52.টেলুরিয়াম (Te)
টায়ার তৈরিতে ব্যবহার হয় ।

53.আয়োডিন (I)
লবণে ব্যবহার করা হয় ।

54.জেনন (Xe)
লাইট হাউজে ব্যবহার হয় ।

55.সিজিয়াম (Cs)
পারমাণবিক ঘড়ি তৈরিতে ব্যবহার হয় ।

56.বেরিয়াম (Ba)
এক্স রে তৈরিতে ব্যবহার হয় ।

57.ল্যন্হানাম (La)
টেলিস্কোপ তৈরিতে ব্যবহার হয় ।

58.সিরিয়াম (Ce)
লাইটার তৈরিতে ব্যবহার হয় ।

59.প্রেজিওডিমিয়াম (Pr)
তেজস্ক্রিয়তা রোধক চশমা তৈরিতে ব্যবহার হয় ।

60.নিওডিমিয়াম (Nd)
ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।

61.প্রোমিথিয়াম (Pm)
ডায়াল তৈরিতে ব্যবহার হয় ।

62.সামারিয়াম (Sm)
প্লেনের ইলেকট্রিক মটরে ব্যবহার হয় ।

63.ইউরোপিয়াম (Eu)
রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার হয় ।

64.গ্যাডোলিনিয়াম (Gd)
MRI যন্ত্রে ব্যবহার হয় ।

65.টারবিয়াম (Tb)
টিউব লাইট তৈরিতে ব্যবহার হয় ।

66.ডিসপ্রোজিয়াম (Dy)
উপাদানের সূক্ষ্মতা পরিমাপে ব্যবহার হয় ।

67.হলমিয়াম (Ho)
লেজার তৈরিতে ব্যবহার হয় ।

68.এরবিয়াম (Er)
অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।

69.থিউলিয়াম (Tm)
চোখের লেজার সার্জারিতে ব্যবহার হয় ।

70.ইতের্বিয়াম (Yb)
লেজার ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।

71.লিউটেশিয়াম (Lu)
ফটো ডাইনোমিক মেডিসিনে ব্যবহার হয় ।

72.হাফনিয়াম (Hf)
সাবমেরিন তৈরিতে ব্যবহার হয় ।

73.ট্যানটালাম (Ta)
মোবাইল ফোন তৈরিতে ব্যবহার হয় ।

74.টাংস্টেন (W)
বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে ব্যবহার হয় ।

75.রোনিয়াম (Re)
রকেট ইঞ্জিনে ব্যবহার হয় ।

76.ওসমিয়াম (Os)
কলম তৈরিতে ব্যবহার হয় ।

77.ইরিডিয়াম (Ir)
স্পার্ক প্লাগ তৈরিতে ব্যবহার হয় ।

78.প্লাটিনাম (Pt)
গবেষণা কাজের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।

79.গোল্ড (Au)
অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।

80.মার্কারি (Hg)
উচ্চ তাপমাত্রা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয়

81.থ্যালিয়াম (Ti)
শীতলতা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয় ।

82.লেড (Pb)
বন্দুকের গুলি তৈরিতে ব্যবহার হয় ।

83.বিসমাথ(Bi)
আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার হয় ।

84.পেলোনিয়াম (Po)
এন্টি-স্ট্যাটিক ব্রাশ তৈরিতে ব্যবহার হয় ।

85.অ্যাসটেটিন (At)
তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।

86.রেডন (Rn)
টিউমার , ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার হয় ।

87.ফ্রান্সিয়াম (Fr)
পারমাণবিক গবেষণার কাজে ব্যবহার হয় ।

88.রেডিয়াম (Ra)
ঘড়ি, যানবাহনের নির্দেশকে ব্যবহার হয় ।

89.অ্যাক্টিনিয়াম (Ac)
রেডিও ইমিউনোথেরাপিতে ব্যবহার হয় ।

90.থোরিয়াম (Th)
গ্যাস বাতি তৈরিতে ব্যবহার হয় ।

91. প্রোট্যাকটিনিয়াম (Pa)
উচ্চ তেজস্ক্রিয়তার কারনে গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।

92.ইউরেনিয়াম (U)
পারমাণবিক চুল্লির প্রধান উপাদান ।

93.নেপচুনিয়াম (Np)
মহাকাশযানের জেনারেটরে , নিউট্রন নির্দেশক হিসেবে ব্যবহার হয় ।

94.প্লুটোনিয়াম (Pu)
পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার হয় ।

95.আমেরিসিয়াম (Am)
ধোঁয়া নির্ণয় যন্ত্রে ব্যবহার হয় ।

96.কিউরিয়াম (Cm)
খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।

97.বার্কেলিয়াম (Bk)
তেমন কোনো কাজে ব্যবহার হয় না ।

98.ক্যালিফোর্নিয়াম (Cf)
খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।

99.আইনস্টাইনিয়াম (Es) থেকে 103.লরেনসিয়াম (Lr)
এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, অতিমাত্রায় বিষাক্ত পদার্থ, শুধুমাত্র আণবিক গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।

104.রাদারফোর্ডিয়াম (Rf) থেকে 118.ওগানেসন (Og)
এগুলো বৈজ্ঞানিক গবেষণার বাইরে কোনো কাজে ব্যবহার হয় না ।

ধন্যবাদ সবাইকে । ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

ফুটবলের মত বিদেশি খেলোয়াড় পরিবর্তন করা যাবে এবার ক্রিকেটেও । আইপিএল দ্বারা উদ্বোধনে এই নতুন নিয়মে সুবিধা পেতে পারে বি...
28/04/2021

ফুটবলের মত বিদেশি খেলোয়াড় পরিবর্তন করা যাবে এবার ক্রিকেটেও । আইপিএল দ্বারা উদ্বোধনে এই নতুন নিয়মে সুবিধা পেতে পারে বিদেশি খেলোয়ার সংকটে পড়া দল রাজস্থান রয়েলস। নির্দিষ্ট নিয়মের আওতায় অন্য দল থেকে খেলোয়াড় ধার নিতে পারবে এই নিয়মে । ফুটবল খেলোয়ার ধার নেওয়ার পদ্ধতি আছে কিন্তু ক্রিকেটে নেই , এবার এই পদ্ধতি শুরু হয়েছে আইপিএলে । এই পদ্ধতি নাম লোন উইন্ডো, যা শুরু হয়েছে ২৬ এপ্রিল সকাল ৯ টার সময়‌ চলবে আইপিএলের ৫৬ তম ম্যাচ পর্যন্ত ।
খেলোয়ার ধার নেওয়ার নিয়মাবলী:

- ধারের মেয়াদের শুরুর সময় পর্যন্ত বদলি হিসেবে দুই ম্যাচের কম খেলেছেন, এমন কাউকেই ধারে অন্য ফ্র্যাঞ্চাইজিতে পাঠানো যাবে ।
- মৌসুমে একজন খেলোয়াড় শুধু একবারই ধারে অন্য দলে খেলতে পারবেন ।
- ধারে যাওয়া খেলোয়াড়টি নিজের মূল দলের বিরুদ্ধে খেলতে পারবে না ‌।
- একটা ফ্র্যাঞ্চাইজি অন্য কোনো নির্দিষ্ট ফ্রেঞ্চাইজিকে 3 জনের বেশি খেলোয়াড় ধারে দিতে পারবে না ।
- কোন খেলোয়াড়ের ইচ্ছার বিরুদ্ধে ধারে পাঠানো যাবে না ।

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ অবশেষে মিলল, নাবিকদের জীবিত উদ্ধারের আশা নেই।ইন্দোনেশিয়ায় তিন দিন পর উদ্ধার হ...
24/04/2021

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ অবশেষে মিলল, নাবিকদের জীবিত উদ্ধারের আশা নেই।

ইন্দোনেশিয়ায় তিন দিন পর উদ্ধার হলো নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির নৌবাহিনীর প্রধান ইয়ুদো মারগোনো বিষয়টি জানিয়েছেন। ২১ এপ্রিল বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় ৫৩ নাবিকসহ সাবমেরিনটি নিখোঁজ হয়। শনিবার সাবমেরিনটিতে অক্সিজেনের মজুত ফুরিয়ে যাওয়ায় নাবিকদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে। এর মধ্য সাবমেরিনের ধ্বংসাবশেষের ছয়টি টুকরা সাংবাদিকদের সামনে হাজির করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।

কাতারভিত্তিক আল-জাজিরার খবরে বলা হয়, সাবমেরিনের এসব ধ্বংসাবশেষের মধ্যে ছিল লুব্রিকেন্টের একটি বোতল ও টর্পেডোর সুরক্ষার একটি যন্ত্র। ইন্দোনেশীয় বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার মার্শাল হাদি তিজাহজানতো বিষয়টি জানান।
তিনি বলেন, ‘সাবমেরিনের সর্বশেষ অবস্থানের কাছেই এসব জিনিস পাওয়া গেছে। এগুলো সাবমেরিনের অংশ বলেই ধারণা করা হচ্ছে। চাপ না থাকলে সাবমেরিন থেকে এসব জিনিস কখনো বের হয়ে আসার কথা না।’

নৌবাহিনীর প্রধান মারগোনো বলেন, নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়ায় নিখোঁজ সাবমেরিনটি ডুবে গিয়েছে বলেই নিশ্চিত হওয়া গেছে। শুরুতে সাবমেরিনটি নিখোঁজ হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল ইন্দোনেশিয়া। এখন সেটি ডুবে গেছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

এদিকে কেআরআই নানগালা-৪০২ নামের ওই সাবমেরিনটিতে থাকা ৫৩ জন নাবিকের বেঁচে থাকার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। ইন্দোনেশিয়ার এক সামরিক মুখপাত্র জানিয়েছিলেন, নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন আছে সাবমেরিনটিতে। স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটা পর্যন্ত অক্সিজেনের ঘাটতি হওয়ার কথা ছিল না তাঁদের। কিন্তু এ সময়সীমা পার হয়ে গেছে।

ইন্দোনেশিয়ার অন্তত ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ মানুষ সাবমেরিনটি অনুসন্ধান করে যাচ্ছে। সাবমেরিনটি হন্য হয়ে খুঁজছে অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরও। আজ শনিবার ভোরে প্রয়োজনীয় সহায়তা নিয়ে বালিতে নেমেছে মার্কিন নৌবাহিনীর একটি উড়োজাহাজ।

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন রয়েছে। সেগুলোর একটি হচ্ছে কেআরআই নানগালা-৪০২। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সত্তর দশকের দিকে এই সাবমেরিন তৈরি হয়। ২০১২ সালের আগে দক্ষিণ কোরিয়ায় দুই বছর ধরে এটি মেরামত করা হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেন, এই প্রথম ইন্দোনেশিয়ার কোনো সাবমেরিন নিখোঁজের ঘটনা ঘটল।

তবে সাবমেরিন নিখোঁজ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়; ২০১৭ সালে আর্জেন্টিনার সেনাবাহিনীর একটি সাবমেরিন ৪৪ জন নাবিকসহ নিখোঁজ হয়। এক বছর পর এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। কর্মকর্তারা ওই সাবমেরিনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য-1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-Floccinaucinihilipilification-2. 80 কে lett...
23/04/2021

ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য
-
1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-
Floccinaucinihilipilification
-
2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং
12+5+20+20+5+18=80
-
3. ইংরেজি level,madam ও reviverশব্দকে উল্টো করে পড়লে একই হবে।
-
4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি
বাক্য।
-
6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
-
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
-
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে
Q এ পরে u আছে।
-
9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে
৫টি vowel একসঙ্গে আছে।
-
10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে
সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable

-
11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ
যার মধ্যে vowel নাই।
-
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৪বার vowel আছে।
-
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A
(একটি) ও I (আমি) ।
-
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল
By।
-
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ
Assassination মনে রাখার সহজ উপায় হল
গাধা-গাধা-আমি-জাতি।
-
16. Lieutenant শব্দের উচ্চারণ
লেফট্যান্যান্ট বানান মনে রাখার
সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-
পিপড়া।
-
17. University লেখার সময় v এর পরে e
ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর
পরে a ব্যবহৃত হয়।
-
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
-
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের
পূনারাবৃত্তি নাই।
-
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
-
21. “Executive ও Future“এমন দুটি শব্দ
যাদের এক অক্ষর পর পর vowel আছে.
-
22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
-
23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী
অক্ষর ও সংখ্যা আছে।
-
24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
-
25. It is raining. Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি
পড়ছে ।
-
26. Stewardesses হল সবচেয়ে বড়
ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে
শুধু বাম হাত ব্যবহৃত হয়।
-
27. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার
শেষে mt আছে ।
-
28. ইংরেজিতে ৩টি শব্দ আছে
যাদের শেষে ceed আছে । সেগুলো
হলঃ proceed , exceed , succeed
-
29. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ
যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
-
30. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে
যাদের শেষে dous আছে। এগুলো হলঃ
tremendous , horrendous , stupendous , hazardous
-
31. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি
শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
-
32. screeched হল এক syllable বিশিষ্ট
সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
-
33. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
-
34. set শব্দের সবচেয়ে বেশি অর্থ
রয়েছে।
-
35. therein এমন একটি শব্দ যা থেকে
কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন
শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the,
there, he, in, rein, her, here, ere, therein, herein
-
36. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের
সারি ব্যবহৃত হয়।
-
37. indivisibility এমন একটি শব্দ যাতে
একটি মাত্র vowel i ৬ বার আছে ।
-
38. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর
oo,kk,ee পাশাপাশি আছে।
-
39. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
-
40. queue একমাত্র ইংরেজি শব্দ যার
শেষের ৪ অক্ষর বাদ দিলেও উচ্চারণ একই থাকে।

06/02/2021

#স্বপ্নের পদ্মা সেতু টুকিটাকি! প্রশ্ন,,,

১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।

৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।

৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।

৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।

৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।

৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা

৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।

১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।

১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।

১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।

১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।

১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।

১৬. প্রশ্ন:নদী শাসনের কাজ করছে?

উত্তর:চীনের সিনো হাইড্র

১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।

২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

২১. প্রশ্ন:সেতু নির্মাণ করছে?
উত্তর:চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি.

২২.প্রশ্ন:কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর:৭ ডিসেম্বর ২০১৪।

২৩.প্রশ্ন:কতটি জেলার সাথে সংযোগ করবে?
দক্ষিণের ২১ জেলা.

২৫. প্রশ্নঃসংযোগস্থল?
উত্তর: মাওয়া(মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)

২৬.প্রশ্ন পদ্মা সেতুর স্প্যান পিলার সংখ্যা কত স্থাপনের তারিখ?
‌‌উত্তর: প্রথম স্প্যান ৩০ সেপ্টেম্বর ২০১৭
৪১ তম স্প্যান ১০ ডিসেম্বর ২০২০।

পিলার ৪২ টি স্প্যান ৪১
১ম স্প্যান ব‌সে ৩৭-৩৮ নং পিলারের উপর
৪১তম স্প্যান ব‌সে ১২-১৩ পিলারের উপর

২৭.প্রশ্ন:২০২০-২০২১ অর্থবছরে দেশের জিডিপি বাড়াবে কত?
উত্তরঃ৮.২%

২৮.প্রশ্ন :পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে?
উত্তর:সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)

২৯.প্রশ্নঃ "চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন" কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার___
উত্তর: ২০১৪ সালের ১৮ জুন

18/07/2020



আজ-- Today
আজ সকালে --This morning Today morning
আজ বিকালে --Today afternoon /This afternoon
আজ রাতে--Tonight
গতকাল --Yesterday
গতকাল সকালে-- Yesterday morning
গতকাল বিকালে--Yesterday afternoon
গতরাতে--Last night
গত পরশু -- Day before yesterday
গত শুক্রবার বিকালে -- On the last Friday afternoon
গত শুক্রবারের আগের শুক্রবার -- The Friday before the last
আগামীকাল -- Tomorrow
আগামীকাল সকালে--Tomorrow morning
আগামীকাল বিকালে-- Tomorrow afternoon
আগামী পরশু-- Day after Tomorrow
আগামী শনিবার -- Tomorrow Saturday
আগামী শনিবার বিকালে -- Tomorrow Saturday morning
আগামী শনিবারের পরের শনিবার --The Saturday after the next
আগামী সপ্তাহের পরের সপ্তাহ -- The week after the next
প্রতি শুক্রবার --Every Friday
একদিন পরপর --On alternate days/Every other days
সপ্তাহে একদিন--One day in a week
একঘণ্টা পর পর--After every hours
সপ্তাহে একদিন--One day in a week
সপ্তাহে সাতদিন --Seven days in a week
প্রভাত--Day break
উৎসবের দিন --Gala day
সমাপনী দিন--Rag day
কোন না কোন একদিন -- One day or other
পূর্ব দিন--Previous day
পরের দিন--Next day
এইতো সেই দিন --Only the other day
সেই দিনেই --The very day
কালকেই --Very tomorrow
ছূটির দিন--Day Off
সমসাময়িক --Contemporary
পরবর্তী কোন একদিন --At a later date
যথাসময়ে --In due time
ক্ষণে ক্ষণে --From time to time
আপতত --For the time being
সুর্যোদয়ের আগে --Before day
দিনের বেলা-- By day
ভবিষ্যতে বা অচিরেই --One of these days
সেই দুঃখ -দূর্দশার দিনে-- One of those days
সারাদিন/দিনব্যাপী -- Day long
সাপ্তাহিক একদিন ছুটি --Day -release
পক্ষকাল পরে--This day fortnight
অশুভ দিনে--Not be one's day
পরের দিন--Day in/day out
সু-দিন-- Better day
আজকের দিনে -- (in) these days
সেযুগে /সেকালে--in those days
বর্তমান যুগে/কালে-- In this day and age
দিন শেষে/দিনের কাজ শেষে --At the end of the day
দিন দিন--Day by day
সারাদিন -- All day long
উৎসবের দিন --Gala day
দিন যত যায় --As days goes

18/07/2020

ইংরেজিতে কাউকে গালি দেওয়ার জন্য ৫০টি শব্দ 🥴
English Words for Vilify :
1. Stupid - বেকুব
2. Rascal - বদমাশ
3. Cad - লুচ্ছা
4. Incaution - বেয়াক্কেল
5. Witless - বুদ্ধিহীন
6. Devil - শয়তান
7. Demon - শয়তান
8. Lucifer - শয়তান
9. Imp - শয়তানের বাচ্চা
10. Fool - বোকা
11. Chuckle-headed - বোকা
12. Dumbb - বোবা/বোকা
13. B***y - বোকালোক
14. Dullardb- বোকালোক
15. Foolish - নির্বোধ
16. Idiot - নির্বোধ/গাধা
17. Nincompoop - আহাম্মক
18. Impudent - বেহায়া
19. Barefaced - নির্লজ্জ
20. Shameless - লজ্জাহীন
21. Absurd - অদ্ভুত
22. Rubbish - আবর্জনা
23. Cruel - নিষ্টুর
24. Oaf - গন্ডমূর্খ
25. Ass - গর্দভ
26. Mutt - বুদ্ধু লোক/গাড়ল
27. Nasty - বিশ্রি
28. Sinner - পাপী
29. Yahoo - নরপশু
30. Graceless - হতচ্ছাড়া
31. Lascivious - লম্পট
32. Cheater - প্রতারক
33. Swindler - ঠগবাজ/জোচ্ছোর
34. Dissolute - চরিত্রহীন
35. Senseless - অচেতন
36. Nonsense - আজেবাজে কথা
37. Irrational - বিচার শক্তিহীন
38. Thick-head - মাথামোটা
39. Thick-skinned - গন্ডালের চামড়া
40. Black sheep - কুলাংগার
41. Bastard - জারজ সন্তান
42. Go to the hell - যাহান্নামে যাক
43. Son of a bitchb - কুকুরের বাচ্চা
44. Young devil - শয়তানের বাচ্চা
45. Kick ass - পাছায় লাথি মারা
46. Scoundrel - খচ্চর/বজ্জাত
47. Damn it - গোল্লায় যাও/জাহান্নামে যাও
48. Criminal - গুরু অপরাধী
49. Oh s**t - ফালতু জিনিস
50. Who the hell are you? - ঐ শালা তুই কে রে?

Address

Dhaka
1207

Telephone

+8801911133362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Introduction2Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Introduction2Dhaka:

Share


Other News & Media Websites in Dhaka

Show All