S.F MIDEA

S.F MIDEA Digital Video Creator.

একদিন একজন নব মুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিলো,, তুমি কেন হিন্দু থেকে মুসলিম হলে??সে উত্তরে বলেছিলো শ্মশানে যখনআমার বাবার লা...
27/09/2023

একদিন একজন নব মুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিলো,, তুমি কেন হিন্দু থেকে মুসলিম হলে??

সে উত্তরে বলেছিলো
শ্মশানে যখনআমার বাবার লাশ পুড়ানো হয়,,
তখন তার শরীরে আগুন লাগার সাথে সাথে হাত-পায়ের রগ টানা দেয়,, ফলে বাবার লাশটি দাড়িয়ে যায়।

তখন এক ব্যক্তি বাবার লাশটি শোয়ানোর জন্য লাঠি দিয়ে খুব জোরে জোরে পিটাতে থাকে,, পিটানোর চোটে হাড় ভাঙ্গার শব্দ পাই।।

অনেক দিন পর মায়ের মৃত্যুতে,,
শ্মশানে বড় ভাই মায়ের মুখে আগুন দিলে তার গায়ের কাপড় পুড়ে বিবস্র হয়ে পড়ে,, মানুষের চোখের সামনে ফুটে উঠে মায়ের বিবস্র দেহ,,

অথচ সারা জীবনে মানুষ মায়ে বিবস্র দেহ দেখাতো দুরের কথা মুখও ঠিক মত দেখতে পারেনি।
আমি হিন্দু হলেও এ নির্মম দৃশ্য সহ্য করতে পরিনি।

অথচ মুসলমানরা
কত আদর করে তার প্রিয়জনের লাশ সমাহিত,, আদর করে গোসল করায়,, নতুন কাপড় দেয়,,এরপর আদর করে কবরে নামায়,, কবরের ডাইরেক্ট মাটিচাপা দেয় না,, প্রথমে বাশ-চাটাই দেয়,, এরপর মাটি দেয়।। এ দুটো বিষয় তুলনা করেই আমি মুসলমান হয়ে যাই,,

এই দুনিয়াতে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম!!
আলহামদুলিল্লাহ্ 🌸

12/09/2023

Pakistan vs India Asia cup mach.😁😁

28/08/2023
15/08/2023

সকল মুসলমানকে কাঁদিয়ে চলে গেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের ইন্তেকাল।😭😭 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ...
14/08/2023

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের ইন্তেকাল।😭😭 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।🤲🤲

🥀বয়সটা কোন ফ্যাক্ট না যাকে বাস্তবতা যত আগে আঘাত করবে সে ততো আগে ম্যাচিউর হবে.!☺️
12/08/2023

🥀বয়সটা কোন ফ্যাক্ট না
যাকে বাস্তবতা যত আগে আঘাত করবে সে ততো আগে ম্যাচিউর হবে.!☺️

শুধু মানুষ নয়, পাখিরাও পরকীয়া করে—ঘটে বিচ্ছেদ, বলছে গবেষণাআরটিভি নিউজ.একে অপরের প্রতি শদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের ওপরেই ...
10/07/2023

শুধু মানুষ নয়, পাখিরাও পরকীয়া করে—ঘটে বিচ্ছেদ, বলছে গবেষণা
আরটিভি নিউজ.
একে অপরের প্রতি শদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের ওপরেই টিকে থাকে মানুষের সম্পর্ক। একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকলে, ভালোবাসা বা বিশ্বাসের অভাব হলে বিচ্ছেদের পথে হাঁটেন দম্পতিরা। পশু, পাখিদের মধ্যেও যে এমন মান-অভিমানের পালা চলে, তাদের সম্পর্কেও যে ‘বিচ্ছেদ’ শব্দের অস্তিত্ব রয়েছে, তা সম্প্রতি লক্ষ্য করেছেন গবেষকরা।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, গবেষকরা বলছেন, পাখিদেরও সঙ্গীর কাছ থেকে বিচ্ছেদ নেওয়ার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। পশুদের মধ্যে কখনও কখনও বহুগামিতা দেখা গেলেও পাখিরা সাধারণত একটি প্রজননবর্ষে একজন সঙ্গীকেই নির্বাচন করে থাকে। বিচ্ছেদের কারণগুলো একরকম হলেও প্রজাতি অনুযায়ী বদলে যায় বিচ্ছেদ নেওয়ার ধরন।

পাখি যুগলদের মধ্যে বিচ্ছেদের কারণগুলোও অনেকটা মানুষের মতো। যৌনজীবনে অতৃপ্তি, আশপাশের পরিবেশ বা অন্যান্য নানা কারণে অবসাদ থেকেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকে।

এ ছাড়াও সঙ্গীর সঙ্গে অশ্লীল আচরণ, বহুগামী মনোভাব, পরিযায়ী পাখিদের এক জায়গা থেকে অন্য আরেক জায়গার দূরত্ব এবং বয়সজনিত মৃত্যুর সঙ্গে বিচ্ছেদের পারস্পরিক সম্পর্ক রয়েছে বলে মনে করছেন গবেষকরা।

Welcome back
07/07/2023

Welcome back

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when S.F MIDEA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.F MIDEA:

Share