Upside Down

Upside Down আসসালামু আলাইকুম

23/09/2023

🥰

31/07/2023

❝নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন❞

▧ টাস্কঃ ১

ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।

▧ টাস্কঃ ২

৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।

▧ টাস্কঃ ৩

হারাম বর্জন করুন।
গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।

▧ টাস্কঃ ৪

গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।
মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?
এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।
বেশি বেশি ইস্তিগফার পড়ুন।

▧ টাস্কঃ ৫

আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

▧ টাস্কঃ ৬

৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!

▧ টাস্কঃ ৭

মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।
কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।

▧ টাস্কঃ ৮

ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।

▧ টাস্কঃ ৯

প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।

▧ টাস্কঃ ১০

প্রতিদিন ১০০ বার করে

১. সুবহানাল্লাহ
২. আলহামদুলিল্লাহ
৩. আল্লাহু আকবার
৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
৫. আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।

আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।

▧ টাস্কঃ ১১

এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।

▧ টাস্কঃ ১২

প্রতিদিন সকালে একবার
বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।

▧ টাস্কঃ ১৩

যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।

[পোস্টঃ পরিমার্জিত ]

21/07/2023

হিদায়াত হারানোর কারণঃ ভার্সিটির পরিবেশ
— ডা. শামসুল আরেফীন শক্তি হাফিযাহুল্লাহ

লাইভের মধ্যে শক্তি ভাইয়া যখন এই পয়েন্ট নিয়ে আলোচনা করছিলেন তখন খুব বেশি বুঝিনি। রিসেন্ট নারী সহশিক্ষা বিষয়াদি নিয়ে কিছু ভাইদের অবস্থান দেখে এই পয়েন্টের সত্যতা বুঝে এসেছে। যারাই নারীদের উচ্চশিক্ষা ও সহশিক্ষা নিয়ে মূলধারার আলেম ও তাক্বওয়ার খেলাফ মত দেন ও নিজেদের স্ত্রী-বোন-মেয়েদের ব্যাপারে বে গায়রত সিদ্ধান্ত দেন তাদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য লক্ষণীয়-

এদের কেউ না কেউ ভার্সিটির পরিবেশে তাদের জীবনের একটা অংশ কাটিয়েছে। ফলস্বরূপ হিদায়াত তাদের থেকে ধীরে ধীরে অজান্তেই হারিয়ে যাচ্ছে। রাব্বে কারীম হিফাযত করুন এমন পরিণতি থেকে, আমিন।

হিদায়াতপ্রাপ্তির পর করণীয়, বর্জনীয় নিয়ে এই দুই পর্বের লাইভ আলোচনা দেখতে পারি, উপকৃত হবো৷ ইনশাআল্লাহুল আযিয।

21/07/2023

শুক্রবারের বিশেষ ৪টি আমলঃ

🔘 সূরা আল-কাহাফ পাঠ করা।

🔘 অধিক পরিমাণে দরুদ পড়া।
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”]

🔘 বেশি বেশি ইস্তেগফার করা।
[“আস্তাগফিরুল্লাহ”]

🔘 আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা।

Address

Pagla, Narayanganj
Dhaka

Telephone

+8801815441792

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upside Down posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Upside Down:

Share