Sparkle By Swapna

Sparkle By Swapna You can't become the best without first being the worst.

নিয়তি কখনো ভূল করে না। ভূল করি আমরা ভাবনায়, স্বপ্নে, বিশ্বাসে। আমরা যা ধরেই নিই পেয়ে গেছি কিংবা ভেবেই নেই এটা সেটা আমাদে...
25/09/2024

নিয়তি কখনো ভূল করে না। ভূল করি আমরা ভাবনায়, স্বপ্নে, বিশ্বাসে। আমরা যা ধরেই নিই পেয়ে গেছি কিংবা ভেবেই নেই এটা সেটা আমাদের, সেগুলো কখনোই আমাদের হয় না।
কখনো ধরে নিতে নেই, ভেবে নিতে নেই, অতি বিশ্বাসী হতে নেই, কেননা নিয়তি বড় পাক্কা খেলোয়াড় 🫰🖤🤎

28/01/2023

প্রিয় মানুষ দুই প্রকার হয়! এক প্রকার হইলো; তোমারে পেলে ঠিকাসে, না পাইলেও সমস্যা নাই। আরেক প্রকার হইলো; তোমারেই আমার লাগবে, তোমারে ছাড়া হবে নাহ! ❤️

# মায়া

06/01/2023

এরা সুখের লাগি চাহে প্রেম
প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়
এমনি মায়ার ছলনা

সত্যিই যদি তুমি কাউকে ভালবেসে থাকো তাহলেএক শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য!🖤 # কবিতা
05/01/2023

সত্যিই যদি তুমি কাউকে ভালবেসে থাকো তাহলে
এক শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য!🖤

# কবিতা

প্রতিটা মেয়ের সফলতার পিছনে তার মায়ের অবদান বেশি থাকে।❤️ # মায়া
05/01/2023

প্রতিটা মেয়ের সফলতার পিছনে তার মায়ের অবদান বেশি থাকে।❤️
# মায়া

সম্পর্ক 🤍❤💙💜সম্পর্ক শেকলে আটকে না। সম্পর্ক আটকে থাকে যত্নে। প্রেমে। ভালোবাসায়। প্রায়োরিটিতে। এডজাস্টমেন্টে। এপ্রিসিয়েশনে...
04/01/2023

সম্পর্ক 🤍❤💙💜
সম্পর্ক শেকলে আটকে না। সম্পর্ক আটকে থাকে যত্নে। প্রেমে। ভালোবাসায়। প্রায়োরিটিতে। এডজাস্টমেন্টে। এপ্রিসিয়েশনে।

প্রিয় মানুষকে মুক্তি দাও। বাঁচতে দাও। স্বাধীনতা দাও। দ্যাখবে, সে কেমন নিজে থেকেই পায়ে একটা শেকল বেঁধে তোমার সাথে আটকে থাকবে।
মানুষ বন্দিত্ব পছন্দ করেনা; বন্দি হতে পছন্দ করে।

যে পাখি উড়তে চায়, তাকে উড়বার স্বাধীনতা দিতে হয়। মস্ত একটা আকাশ পেয়েও, দিনশেষে ক্লান্তিতে পাখি তার ঘরে ফিরে আসে।
মানুষ অনেকটা পাখির মতন। যত'টা মুক্ত পৃথিবীই সে পাক না ক্যান, তাকে একসময় ক্লান্ত হয়ে ব্যক্তিগত ঘরে ফিরতে হয়।

শেকল দিয়ে মানুষকে আটকে রাখবার চেয়ে, শেকল খুলে; মুক্ত করে দিয়ে মানুষকে আটকে রাখা সহজ।

# কাঠগোলাপ

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sparkle By Swapna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sparkle By Swapna:

Share