Popy Acharjee

Popy Acharjee শিবা শিবা 8,2,8
520 808 741
(2)

30/10/2025

একটু চেষ্টা

চিংড়ি বড়া
30/10/2025

চিংড়ি বড়া

রান্না একটা বেসিক স্কিল, তুমি ২০বছর বয়সে ভাত, ডাল,চা বানাতে পারো না, এটা তোমাকে কিউট না অক,র্মের ঢেকি বানায়
26/10/2025

রান্না একটা বেসিক স্কিল, তুমি ২০বছর বয়সে ভাত, ডাল,চা বানাতে পারো না, এটা তোমাকে কিউট না অক,র্মের ঢেকি বানায়

💥💥💥💥 খুব তারাতাড়ি সময়গুলো চলে যায়।৷
26/10/2025

💥💥💥💥 খুব তারাতাড়ি সময়গুলো চলে যায়।৷

সম্পূর্ণ আলাদা আসনরুম না থাকায় রুমের এক কোনো আসন বসয়েছি। এখন বেশিরভাগ মানুষ শহরে বাসা ভাড়া করে থাকে, আর বেশিরভাগ মানুষ ২...
25/10/2025

সম্পূর্ণ আলাদা আসনরুম না থাকায় রুমের এক কোনো আসন বসয়েছি। এখন বেশিরভাগ মানুষ শহরে বাসা ভাড়া করে থাকে, আর বেশিরভাগ মানুষ ২রুমের বাসায় থাকা। কারণ যারা শহরে ভাড়া থাকে তারা জানে বাসা ভাড়া কত বেশি। এ অবস্থায় আলাদা করে সবকিছু করা সম্ভবও না। ভগবান যখন নিজের জন্য আলাদা জায়গা করে দিবেন সেদিন নাহয় আলাদা করে আসন রুম দেওয়া হবে।

আমি হারিয়ে যেতে চাই — সেখানে যেখানে থাকবেনা কোনো বৈষম্য, কোনো বাধা। থাকবেনা সমাজের কোনো কঠিন নিয়ম বা শিকল। আমি যেতে চাই ...
25/10/2025

আমি হারিয়ে যেতে চাই — সেখানে যেখানে থাকবেনা কোনো বৈষম্য, কোনো বাধা। থাকবেনা সমাজের কোনো কঠিন নিয়ম বা শিকল। আমি যেতে চাই এমন এক পৃথিবীতে যেখানে মানুষ মানুষকে শুধু ভালোবাসবে, বিচার করবে না তার পোশাক, তার স্বপ্ন বা তার স্বাধীনতাকে।

সেই জায়গায় আমি নিজের মতো করে হাঁটব, হাসব, গাইব। আমি স্বাধীনভাবে বাঁচব, নিঃশ্বাস নেব মুক্ত আকাশের নিচে। থাকব নিজের মতো — যেখানে আমার চিন্তা, আমার অনুভূতি আর আমার জীবনকে কেউ নিয়ন্ত্রণ করবে না।

মাঝে মাঝে কই যেনো হারিয়ে যায়।  কোনো কিছুই তখন ভালো লাগে না,
24/10/2025

মাঝে মাঝে কই যেনো হারিয়ে যায়। কোনো কিছুই তখন ভালো লাগে না,

মা বললো তোর ববাকে চা বানিয়ে দে।  আমি মোবাইলে ব্যস্ত, তারপরও ভাবলাম আরেকটু পর বানিয়ে দিবো।  তবে আমি চা বানাতে বানাতে বাব...
24/10/2025

মা বললো তোর ববাকে চা বানিয়ে দে। আমি মোবাইলে ব্যস্ত, তারপরও ভাবলাম আরেকটু পর বানিয়ে দিবো। তবে আমি চা বানাতে বানাতে বাবা আমাকে চা বানিয়ে দিয়ে দিলো❤️❤️❤️

পৃথিবীর প্রত্যেক ভাইবোনের সম্পর্ক মধুর থাকুক, অটুট থাকুক - তাদের মনের টান তাদের ভালোবাসা।  পৃথিবীর প্রত্যেক বোন চাই ভাইদ...
23/10/2025

পৃথিবীর প্রত্যেক ভাইবোনের সম্পর্ক মধুর থাকুক, অটুট থাকুক - তাদের মনের টান তাদের ভালোবাসা। পৃথিবীর প্রত্যেক বোন চাই ভাইদের দীর্ঘআয়ু, সুখ। ভালোথাকুক ❤️❤️❤️
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাটা যমুনা দেয় যমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা 🥰

এটাকি ভাবা যায়?! 😱😱😱ফিল্টার ছাড়া 🙄আসল চেহারা বেরিয়ে আসলো,তবে কেনো জানিনা আমার বেশ ভালো লাগছে।
22/10/2025

এটাকি ভাবা যায়?! 😱😱😱ফিল্টার ছাড়া 🙄আসল চেহারা বেরিয়ে আসলো,তবে কেনো জানিনা আমার বেশ ভালো লাগছে।

চাইছিলাম পিছনে একটা ব্রিজ সহ লেইক থাকবে,  জেমিনির দোষ নাই দোষ তো আমার আমিই ইংরেজিতে বোঝাতে পারিনি।  মানে এগুলো হলো আমার ...
21/10/2025

চাইছিলাম পিছনে একটা ব্রিজ সহ লেইক থাকবে, জেমিনির দোষ নাই দোষ তো আমার আমিই ইংরেজিতে বোঝাতে পারিনি। মানে এগুলো হলো আমার সরল মাথার সরল ইংরেজি, কেউ হাসবেননা 🥺যেমন লিখছি তেমনিই দিছে। জেমিনি যে আমার লেখা একটু হলেও বুঝতে পারছে এটাই অনেক
A indian girl were red katan saree with blouses, her hair is closed with flower, she were black sunglass, she stand on lake, her background is lake view. Please create a image with 8k resolution.

হর হর মহাদেব। 🙏🙏🙏 অরিজিনাল পাথরের শিবলিঙ্গ বাংলাদেশে কোথায় পাওয়া যায়? কেউ যেনে থাকলে বলবেন
21/10/2025

হর হর মহাদেব। 🙏🙏🙏 অরিজিনাল পাথরের শিবলিঙ্গ বাংলাদেশে কোথায় পাওয়া যায়? কেউ যেনে থাকলে বলবেন

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popy Acharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Popy Acharjee:

Share