29/07/2023
....
নিকটেই আফসোসের দিন
মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের
এইতো আফসোসের দিন
চলে এসেছে প্রায় কাছে!
যেদিনগুলো পৌঁছে গেছে
ফিলিস্তিন কাশ্মীর সিরিয়ার কাছে!
আজ হয়তো আমার দেশে
সুখে দিন কাটছে বেশ
এই সুখ ছিলো ভারতেও একদিন
চেয়ে দেখো আজ সব শেষ
হয়তো বেশি দেরি নয়
আর কিছু দিন অল্প
ঘটবে তোমাদের জীবনেও
যা শুনেছো উইগুর গল্প
শত্রুর কালো হাত-
ধারাঁলো বিষ দাত,
নিশ্চিত খাবে খোবলে
লজ্জার ইতিহাস লেখা হবে কপালে!
হে বাংঙ্গালি মুসলিম
তুমি কি দেখো নি?
কি ঘটেছে আরাকান জাতির কপালে?
তুমিও পাবে তাই বরং আরো বেশি
এখনোনি না জাগলে...
তোমার প্রতি আমার আহ্বান.....ফিরিও না
জেগে উঠো হে বাঙালি মুসলিম
হতে হবে বীর/বীরাঙ্গনা