03/12/2025
বাংলাদেশে বুকের দুধ আবার স্টোর করা যায় নাকি??
অনেকের অনেক মতবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আমার মত করে লিখছি।
কিছু নিয়ম না জানার কারনে অনেকেই বুঝতে পারে না কিভাবে স্টোর করবেন।
✅ বুকের দুধ স্টোরেজ ব্যাগ বা কাচের পরিস্কার বোতল ব্যবহার করুন। সব সময় তারিখ লিখে লেবেল লাগান ।
অনেকে প্লাস্টিক এর বোতলে রাখতে চান। সেটার পক্ষপাতী আমি না।
✅ রুম টেম্পারেচারে: ৪ ঘণ্টা। যদি রুম টেম্পারেচার ২৮ ডিগ্রি বা তার কম হয়। এর বেশি হলে আর কম সময় রাখতে হবে।
আমার পার্সোনাল অপিনিয়ন যদি জানতে চান আমি বলবো ২ ঘন্টা ।
✅ নরমাল ফ্রিজে: ২৪ ঘণ্টা ( অনেকে বলে ৪ দিন কিন্তু আমার কাছে ২৪ ঘন্টাই সেফ )।
✅ ডীপ ফ্রিজে: ৬ মাস।
✅ গরম করতে গরম পানিতে বোতল ভিজিয়ে হালকা গরম করুন।
❌ মাইক্রোওভেন ব্যবহার করবেন না
❌ একবার গরম করা দুধ বা মুখে দেওয়া দুধ আবার ফ্রিজে রাখবেন না।
゚viralシfypシ゚viralシ