01/07/2025
অফিসের ফাকে ব্রেক টাইম, আর ব্রেক টাইমে ক্লান্তনা নিয়ে যখন ক্যান্টিনে গিয়ে বসি এক কাপ দুধ চা আর সাথে যে কোন কুকিজ। এই যে ক্লান্তির পর এই চা আর কুকিজ টা যেন বিশাল এক এনার্জি দেয় আমাকে। কখনো কখনো আমরা ভালো জব পেলে পুরনো টা ছেড়ে নতুন টায় মুভ করলেও পুরোনো জবের কিছু জিনিস আমাদেরকে কষ্ট দেয়। এই ছবিটা আমার একটা স্মৃতি আমার একটা ভালোবাসার জায়গা হিসাবে থাকবে। সরকারি চাকুরী করা নার্সরা এই টাইম টুকু রিলাক্সে পায় না যে এক কাপ চা খাবে তাও নিশ্চিন্তে যেটা আমি এখন পারছি কয়দিন পর আর পারবোনা। এটা ভেবে অনেক খারাপ লাগে যে দিনের পর দিন সম্মান ছাড়া কাজ করার খাতায় নাম লিখতে যাচ্ছি, সেকেন্ড ক্লাস অফিসার নাম থাকলেও কয়জন আমাদের প্রাপ্ত সম্মান টুকু দেয় অথচ বর্তমানে যে সেক্টরে আছি আলহামদুলিল্লাহ নার্সরা সবাই আমরা সম্মানিত কিন্ত কেন জানি সরকারি হাসপাতালের কাজের পরিবেশ সিস্টেম কোন কিছুই পরিবর্তন হচ্ছেনা, পরিবর্তন হচ্ছেনা সম্মানের জায়গাটুকুও।
৬ ঘন্টায় ৬ মিনিটের রিলাক্স এর টাইম টা কাজের এনার্জি ও মুখের ব্যবহার সুন্দর করতে অনেক ভূমিকা রাখে বলে আমি মনে করি। তাই কাজের পরিবেশ টা সুন্দর হওয়া অধিক উত্তম।
অফথালমিক নার্স
বি এন এস বি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার শাখা