03/09/2025
এখন প্রায় সবাই কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন। অথবা অন্যান্য টুলস্ এর মাধ্যমে অনেকেই ফেসবুক থেকে ইনকাম করতে চান। কিন্তু জানেন না কিভাবে সেটআপ করতে হবে।
পোস্টটি তাদের জন্য...
🛠️ সঠিক নিয়ম মেনে ব্যাংক অ্যাকাউন্ট সেটাপ করুন সাবধানতার সাথে.!পে–আউট সেটাপ ভুল করলেই সব শেষ!!✂️
🔸 Content Monitization এর প্রথম শর্ত সঠিক নিয়মে Payout Setup করা, যাতে আপনার আয়কৃত টাকা আপনার একাউন্টে জমা হয়।
🔹 নিচের বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি আপনার Payout Setup সঠিকভাবে সম্পন্ন হবে।
🔸 প্রথমে Facebook খুলুন। সেখান থেকে Monetization → Payouts অপশনে যান।
এরপর "Set Up Payouts" বা "Add Payout Account" বাটনে ক্লিক করুন।
🔹 এরপর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিন:-
ব্যক্তিগত তথ্য: আপনার পূর্ণ নাম (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী)।
ঠিকানা ও ফোন নম্বর এবং মেইল,
TIN সংক্রান্ত তথ্য।
🔸 এরপর পেমেন্ট নেওয়ার মাধ্যম নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট (টাকা সরাসরি ব্যাংকে পেতে চাইলে)।
PayPal (আপনার PayPal থাকলে সেই অনুযায়ী Information দিন)
🏤 ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেভাবে দিবেন:
অ্যাকাউন্ট হোল্ডারের নাম।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।
SWIFT কোড (ব্যংকের নাম লিখে গুগুলে সুইফট কোড লিখে সার্চ করলে পাবেন )।
রাউটিং নম্বর (যদি প্রয়োজন হয়)।
🔹 এরপর Facebook আপনার তথ্য চেক করবে। Payout Type যেহেতু সবাই কম বেশি কন্টেন্ট তৈরি করেন ( Individual) দিবেন এবং ০% ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন।
🔸 একটা বিষয় মনে রাখবেন অবশ্যই সরকারি ডকুমেন্টস অনুযায়ী (NID, PASSPORT or TIN) সব তথ্য দিবেন । যেন কোনো সময় পে আউট ভেরিফাই খুঁজলে তথ্য গুলো দিতে পারেন।
🔹 নতুন যারা Content Monitization নিয়ে Interested আশা করি তারা এই লিখা থেকে উপকৃত হবেন।
সবার জন্য শুভকামনা ♥️
copy জামেল আহমেদ ভাই